সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি জগদ্ধাত্রী পুজোর পঞ্চম পর্ব আমি শুরু করতে চলেছি।
আজকে প্রথমে আমি যে পূজো বারোয়ারীর কথা আপনাদের বলবো তার নাম হলো "ষষ্ঠীতলা বারোয়ারী"।এই বারোয়ারীও ছোটখাটো থিমের ওপর পুজো করে এবং এঁদের প্রতিমাও খুব সুন্দর হয়।এবারে এঁদের থিম ছিলো "মহারাষ্ট্রের আদিবাসী শিল্পকলা ও সংস্কৃতি"।খুব সুন্দর ভাবে এরা আদিবাসী ছবির মাধ্যমে তাঁদের মণ্ডপ সাজিয়ে ছিলেন।তবে এবার এঁদের মূল আকর্ষণ ছিলো ধামসা-মাদল এর তালে আদিবাসীদের নৃত্যকলা।মণ্ডপের এক পাশেই এরা বড়ো মঞ্চ করেছিলো, সেখানে কয়েকজন মিলে ধামসা-মাদল বাজাচ্ছিলো,আর সেই তালে নীচে তাঁদেরই কয়েকজন তাঁদের নিজেস্ব ভঙ্গিতে নাচ করছিলেন।সত্যি কথা বলতে অসাধারণ লাগছিলো তা দেখতে।এমনিতে আমি ধামসা-মাদল খুবই ভালোবাসি।তাই ইচ্ছে করছিলো না সেখান থেকে সরতে।কিন্তু আমাদের আরও কয়েকটা ঠাকুর দেখা বাকি ছিল,তাই বেশি সময় সেখানে থাকতে পারিনি।আপনাদের জন্য নীচে কিছু ছবি দিলাম,আপনারাও তা উপভোগ করুন।
দিন- ০১/১১/২০২২
সময়- ০৮:৪০pm
স্থান- কৃষ্ণনগর
ক্যামেরা ডিভাইস -POCO M3
এখন আমি আয় আপনাদের সাথে শেয়ার করবো "কলেজস্ট্রীট বারোয়ারী" কিছু ফটো।এই বারোয়ারী জায়গা খুব কম পায়, তাই এনাদের ইচ্ছে থাকলেও খুব বড়ো করে প্যান্ডেল করতে পারে না।কিন্তু এরা অল্প জায়গার মধ্যেই বেশ সুন্দর করে তাদের পুজো সম্পন্ন করে।এবারে এই বারোয়ারীর থিম ছিলো "উৎযাপন"।অর্থাৎ কৃষ্ণনগর শহর জগদ্ধাত্রী পুজো যেভাবে উৎযাপন করে সেটাই তুলে ধরতে চেয়েছে তারা থিমের মাধ্যমে।ভালো করে লক্ষ্য করলে শহরের প্রত্যেকটি বারোয়ারীর নাম আপনারা দেখতে পাবেন এই বারোয়ারীর ফটোতে।এই বারোয়ারীর প্রতিমাই হচ্ছে এঁদের মূল আকর্ষণ।এখানকার প্রতিমা শহরবাসীর কাছে "মেজোমা" নামে খ্যাত।যেমন সুন্দর হয় এই প্রতিমার সাজ,তেমন তার গয়নার বাহার।
শুধু প্রতিমাই নয়,মায়ের বাহন সিংহের শরীরেও সোনা-রুপা মিলিয়ে বেশ কিছু পরিমান গয়না থাকে। থাক আর বেশি কথা না বাড়িয়ে এবার কিছু ফটো দেখেনিন আপনারা।
দিন- ০১/১১/২০২২
সময়- ০৯:১০pm
স্থান- কৃষ্ণনগর
ক্যামেরা ডিভাইস -POCO M3
ধামসা-মাদল এর তালে আদিবাসীদের নৃত্যকলার ফটোগ্রাফি বেশ অসাধারণ লাগলো দেখে। কিন্তু ধামসা-মাদল নামটি আমার কাছে অপরিচিত। তবে মনে হচ্ছে এটি একটি যন্ত্র, যেটি বাজানো হয়। আপনার প্রত্যেকটা পুজোর পোস্ট আমার কাছে দেখতে অসাধারণ লাগে। আমি মনে হয় কোন পর্ব মিস করিনি। এত আকর্ষণীয় ফটোগ্রাফি দেখতে ভীষণ ভালো লাগে। এরকম পুজো সামনাসামনি দেখার সৌভাগ্য না হলেও আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই ধরেছেন দিদি,ধামসা-মাদল হলো আসলে একটি বাদ্যযন্ত্র,যা আদিবাসী সম্প্রদায়ের এর কাছে বহু চর্চিত।তবে বর্তমানে এখন তা সব সঙ্গীতশিল্পীরাই ব্যবহার করেন।আমার ভালো লাগলো যে আমার পুজো পর্ব গুলি আপনার ভালোলাগে এবং আপনি একটাও miss করেননি।চেষ্টা করবো এরকম আরও কিছু পর্ব শেয়ার করতে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit