ডুয়ার্স পর্বের আমার শেষ পোস্টে আমি আমাদের ট্যুরের তৃতীয় দিনের বিকেল অব্দি ঘটনা আপনাদের সাথে সব শেয়ার করেছি। আজকে বলবো তৃতীয় দিনের সন্ধ্যের কিছু মুহূর্ত। তৃতীয় দিনে আমাদের রিসর্টে আমাদের গ্রুপের জন্য একটু স্পেশাল ভাবে এন্টারটেইনমেন্ট এর ব্যবস্থা করা হয়েছিল। কেউ কবিতা বলবে, কেউ গান করবে, কেউ আবৃত্তি করবে, এবং সবশেষে পাহাড়ি আদিবাসী নাচের মাধ্যমে সেই অনুষ্ঠান সম্পন্ন হবে।
আমাদের যখন এরকম ট্যুর হয়, প্রত্যেকবারই একদিন না একদিন এরকম নিজেদের মধ্যে অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু ডুয়ার্স পর্বে সবথেকে আকর্ষণীয় জিনিসটি ছিল ট্রাইবাল ডান্স অর্থাৎ আদিবাসীদের নাচ।
আমাদের রিসোর্ট এর লনেই সন্ধ্যেবেলা আগুন জ্বালিয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সন্ধে থেকেই হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি নামে। প্রথমে ঠিক ছিল অনুষ্ঠানটি সন্ধে সাতটায় শুরু হবে। কিন্তু বৃষ্টি প্রায় ছটা থেকে সাতটা অব্দি একনাগাড়ে হয়ে গেল। এভাবে অপেক্ষা করতে করতে প্রায় রাত আটটার বেশি বেজে গেল, কিন্তু বৃষ্টি কমার কোন বালাই নেই। দেখে যেন মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে, এত জোরে বৃষ্টি হচ্ছিল। যেহেতু আমাদের অনুষ্ঠানটা ওপেন গ্রাউন্ডে হওয়ার কথা তাই অনুষ্ঠানটিও শুরু করা যাচ্ছিল না।
অবশেষে সবাই মিলে ঠিক করা হলো যে আমাদের রিসোর্ট এর যে ডাইনিং হল সেটি তুলনামূলক বেশ বড়, সেখানেই টেবিল চেয়ার সব এক সাইডে করে দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করা হবে।
এরপর সেই শিল্পীদের খবর দেওয়া হল তারা আস্তে আস্তে প্রায় ৮:৪৫ বেজে গেল।
এরপর আমরা সবাই ডাইনিং হলে গিয়ে প্রস্তুত হলাম। যেহেতু অনুষ্ঠানটি শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছিল তাই শুধুমাত্র আদিবাসী নাচের অনুষ্ঠানটা রেখে বাকি সব ক্যানসেল করতে হয়েছিল।
তারা মোটামুটি ৮ থেকে ১০ জন এসেছিল বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র সহকারে। তাদের নাচের মধ্যে যেহেতু লাঠি নাচ বা মাটির হাঁড়ি নিয়ে নাচ এই ধরনের পর্বগুলো ছিল তাই তারা সেই সমস্ত জিনিসগুলো সাথে করেই নিয়ে এসেছিল। অনুষ্ঠানটি শুরু হতে হতে মোটামুটি ০৯:১০ মতন বেজে যায়। প্রায় ১০ টার কাছাকাছি এই নাচের পর্বটি চলে।
নাচের শুরুতে তাদের মধ্যে থেকে একজন করে সেই নাচে ঐতিহাসিক ব্যাখ্যা করছিলেন। নাচ করতে করতে তারা নিজেরাই তাদের ভাষায় গানও করছিল। এক একজন মাথায় চারটে-পাঁচটা করে হারিয়ে নিয়ে ঘুরে ঘুরে নাচ করছিল, সবাই দলবদ্ধভাবে হাতের দুটি করে লাঠি নিয়ে নাচ করছিলো।খুব নিপুণ ভাবে তাদের হাতে লাঠিগুলো ঘোড়াচ্ছিলো,আবার যথেষ্ট জোরেও ঘোরাচ্ছিল কিন্তু কারোর গায়ে একবারের জন্য আঘাত হয়নি, অসাধারণ তাদের প্র্যাকটিস। খুব সুন্দর ভাবে তারা সেই অনুষ্ঠানটি পরিবেশন করে ছিলেন। তাদের অনুষ্ঠানটি শেষ হতে হতে প্রায় ১০:১৫-১০:২০ বেজে যায়। কিন্তু তখনও বৃষ্টি বেগ কমে ছিল না একনাগারে বৃষ্টি পড়ে যাচ্ছিল।
সেই রাতে বৃষ্টি প্রায় এগারোটার অব্দি একইভাবে হয়ে চলেছিল। সেখানকার লোকজন বলছিল এই বছরে এইরকম হারে বৃষ্টি সেটাই ছিল প্রথম। যাইহোক এরপরে সেই নৃত্যশিল্পীরাও বৃষ্টির মধ্যেই কষ্ট করে বেরিয়ে গেলেন, তাদের গাড়ি ছিল সেই গাড়িতে করে। এরপরে সেই ডাইনিং এ বসেই বড়রা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ের গল্প আলাপ-চরিতা করতে লাগলেন, ছোটরা কেও খেলা করছিলো, কেও গানের লড়াই খেলছিল।
আর আমি অপেক্ষা করছিলাম ডিনার টাইম এর জন্য😛। কারণ সেদিন ডিনারে চিকেন বিরিয়ানির সাথে মটন চাপ ছিল। আসলে বিরিয়ানি আমার খুবই প্রিয়, আর এইরকম ট্যুরে গেলে কাকু একদিন না একদিন বিরিয়ানি রান্না করে খাওয়াই আমাদের।
প্রসঙ্গত সেই রাতটাই ছিল রিসোর্টে আমাদের শেষ রাত। কারণ তার পরের দিনকে আমাদের বাড়ি ফেরার পাড়া ছিল।
তো বন্ধুরা এখানেই শেষ করছি আজকে, আবার আগামী দিন ফিরে আসবো।
স্থান | টিয়াবন রিসর্ট, চালসা,নিউ মালবাজার |
---|---|
ক্যামেরা পরিচিতি | POCO M3 |
দিন | 3rd June,2022 |
আদিবাসীদের ট্রাইবাল ড্রান্স বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। এইরকম নাচ দেখার কখনো সৌভাগ্য হয়নি। এগুলো ওদের সংস্কৃতির অংশ। বৃষ্টির ব্যাগড়াটার জন্য বেশ ঝামেলায় পড়েছেন দেখছি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আদিবাসীদের ট্রাইবাল ডান্সের মতন তাদের ইতিহাস বা জীবন-যাপনের কথাও বেশ আকর্ষণীয়।খুব অল্পের মধ্যে অসাধারণ ভাবে তারা জীবনযাপন করে।
আপনার এলাকায় কোথায় এরকম রয়েছে তা খোঁজ নিয়ে আপনিও এটার সাক্ষী থাকার চেষ্টা করবেন,আশা করি আপনারও ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ট্রাইবাল ডান্স এর নাম শুনেছি কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি এখনো। আপনার পোস্টের মাধ্যমে দেখে বেশ আকর্ষণীয় লাগছে। শেষে দেখছি আবার বিরিয়ানির সাথে মাটন চাপ ছিল। অনেক সুন্দর একটা মুহূর্ত শেয়ার করলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্টের মাধ্যমে আপনি প্রথম ট্রাইবাল ডান্স এর কিছু মুহূর্ত দেখলেন জেনে খুব ভালো লাগলো।
চেষ্টা করবো ভবিষ্যতে যদি এর কিছু ভিডিও পোস্ট করতে পারি।
ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit