|| লেভেল ০৩ থেকে আমার অর্জন - by samratsaha ||06th জুলাই,2022 ||১০% shy-fox এর জন্যে ||

in hive-129948 •  3 years ago  (edited)

নমস্কার সকলকে।আশা করি প্রত্যেকে ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং ভগবানের আশীর্বাদে আমিও ভাল আছি।
প্রথমেই 'আমার বাংলা ব্লগ'এর এডমিন সকল মডারেটর ও প্রফেসরদের জানাই আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা ।
এর আগে আমি level 01 এবং level 02 পরীক্ষায় পাশ করেছিলাম।বর্তমানে level 03 ও আমি পাশ করেছি, এবং লিখিত পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছি।

InShot_20220706_101150104.jpg

Level 03 তে আমি মার্কডাউন কিভাবে করতে হয় শিখেছি, জানতে পেরেছি কনটেন্টের প্রকারভেদ সম্পর্কে, কিউরেশানের পুঙ্খানুপুঙ্খ জেনেছি, কাকে কত পরিমান ভোট দিতে হবে বা কখন ভোট দিলে লাভজনক হবে অথবা কিভাবে ভোট দিতে হবে সে সম্পর্কেও জেনেছি,যেগুলির প্রত্যেকটি ইউজারদের জন্য জানা অতি আবশ্যক।

আমি admin দাদা,সকল প্রফেসর এবং মডারেটর দের ধন্যবাদ জানাতে চাই @abb-school এর মতো এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য,যার ফলে আমার কমিউনিটির সকল নিয়ম ও level এর ক্লাসের বিষয় গুলি সম্পর্কে খুব সহজ ভাষায় সঠিক ভাবে ধারণা লাভ করতে পারছি এবং বিষয় গুলি বুঝতে পারছি।

উপরিউক্ত level 03 এর এই প্রত্যকটি বিষয় সম্পর্কে আমাকে সঠিক ধারণা প্রদান করার জন্যে @alsarzilsiam ভাই, @engrsayful, ভাই এবং @hafizullah ভাই কে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, তাঁরা আমাকে একাধিক ভাবে একাধিক বার সাহায্য করেছেন।তাদের বোঝানোর কৌশল সত্যিই অতুলনীয়, যা প্রশংসার দাবী রাখে।তাই তাদের কথা না বললেই নয়।

◆ আমার পরিচয় ◆

আমি সম্রাট সাহা,একজন ভারতীয়।পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষনগর শহরে আমার বাড়ি।
আমি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করি। এরপর কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে ম্যাকাউট ইউনিভার্সিটি থেকে স্নাতক হয়ে বর্তমানে একই বিষয় নিয়ে স্নাতকোত্তর কোর্স করছি।
আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং পাশাপাশি খেলা দেখতে ভালবাসি,গান শুনতে খুব ভালোবাসি,পাহাড় ঘুরতে যেতে খুবই ভালোবাসি।এছাড়াও ছবি তোলা আমার অত্যন্ত প্রিয় একটি শখ।
আমার সম্পর্কে আরও কিছু তথ্য জানতে আমার পরিচিতিমূলক পোস্টটি একবার ঘুরে আসতে পারেন।
আমার পরিচয় পর্ব

◆ লেভেল ০৩ থেকে আমার অর্জন ◆


লেভেল থ্রি থেকে আমি পোষ্টের মার্ক ডাউন, কিভাবে একটি পোষ্টকে পাঠকের কাছে আকর্ষণীয় করে তোলা যায়, পোষ্টের সৃজনশীলতা, পোষ্টের কনটেন্ট ,ভোটিং পদ্ধতি, কিউরেশন রিওয়ার্ড বন্টন - মূলত এই বিষয়গুলি সম্পর্কে অবগত হই।
আমি উপলব্ধি করেছি আমার বাংলা ব্লগে একজন স্থায়ী সফল ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত হতে গেলে এই বিষয়গুলি সম্পর্কে ব্লগার বা লেখকের একটি স্বচ্ছ ধারণা থাকা উচিত।

◆ প্রশ্নোত্তর পর্ব◆

১) মার্কডাউন কি ?

●উত্তরঃ- একটি লেখাকে বা মূলত পোস্টকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে এবং আকর্ষণীয় ভাবে উপস্থাপন করার জন্য আমরা যেসব কোডিং ব্যবহার করে থাকি সেই কোড গুলিকেই মার্কডাউন বলে।

২) মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

●উত্তরঃ- একটি পোস্টকে পাঠকের কাছে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার জন্য মারকডাউনের ব্যবহার অপরিসীম। সঠিক মার্কডাউন এর ব্যবহার না থাকলে পাঠক পোস্টটি পড়ার সময় বিরক্তবোধ করতে পারেন ,হয়তো বা পোস্টটি এড়িয়ে যেতেও পারেন।
তাই সঠিক মার্কডাউন একজনের পাঠকের মনে সেই পোস্টটিকে পড়ার আগ্রহ জন্ম দেয়। ওপর থেকে দেখে যদি পোষ্টের যত্ন ও নিপুনতা বোঝা যায়,তবে স্বভাবতই পাঠকগণ সেই পোষ্টের প্রতি আকৃষ্ট হবেন।

তাই পোস্টকে সুন্দরভাবে তৈরি করতে এবং পাঠক এর কাছে আকর্ষিত করে তুলতে মার্কডাউনের গুরুত্ব অপরিসীম।

৩) পোস্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

●উত্তরঃ- মার্কডাউনের কোডগুলো দৃশ্যমান করার জন্য যে তিনটি উপায় রয়েছে,তা হলো-

ক) লেখার শুরুতে চারটি স্পেস দিতে হবে।
খ) লেখার শুরু এবং শেষে (') Apostrophe চিহ্ন ব্যবহার করতে হবে।
গ) লেখার শুরু এবং শেষে (`) Back Quote চিহ্ন ব্যবহার করতে হবে।

উদাহরনঃ
# সম্রাট

'# সম্রাট'

'#সম্রাট'

৪) নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

● উত্তর: | User | Posts | Steem Power|
| --- | --- | ---|
| User1 | 10 | 500|
| User2 | 20 | 9000|

৫) সোর্স উল্লেখ করার নিয়মটি কি ?

●উত্তরঃ- সোর্স উল্লেখ করতে যে নির্দিষ্ট কোডটি ব্যবহার করতে হবে তা হল: [লেখা] (লিংক)

উদাহরণঃ সোর্স

৬) বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

●উত্তরঃ-

# Header 1
## Header 2
### Header 3
#### Header 4
##### Header 5
###### Header 6

৭) টেক্সট জাস্টিফাই করার মার্কডাউন কোড টি লিখুন।

●উত্তরঃ-
<div class="text-justify">CONTENT</div>

৮) কনটেন্টের টপিক নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

●উত্তরঃ- কন্টেন্টের টপিক নির্বাচনের ক্ষেত্রে মূলত
★ জ্ঞান,
★ অভিজ্ঞতা ও
★ সৃজনশীলতা -এই বিষয়গুলোর উপরই নির্ভর করা উচিৎ।

৯) কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

●উত্তরঃ- কোন টপিকস এর উপর ব্লগ লিখতে হলে সে সম্পর্কে অবশ্যই যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকা প্রয়োজন। কারণ আমরা যদি কোন রকম সঠিক তথ্য বা জ্ঞান না রেখে একটি বিষয়ের উপর লিখতে বসি, তাহলে সেই বিষয় সম্পর্কে আমাদের ভুল হওয়ার একটা বড়ো সম্ভাবনা থেকে যায়। ফলে পাঠক সমাজের কাছে নিজেদের অজান্তেই একটি ভুল বার্তা পৌঁছে যায়। কিন্তু সেই বিষয় সম্পর্কে যদি আমার অভিজ্ঞতা থাকে এবং যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকে, তাহলে আমি সেটিকে সুন্দরভাবে উপস্থাপন করতে সক্ষম হব। তাই, টপিক সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকাটা অত্যন্ত জরুরী।

১০) ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

●উত্তরঃ- এই হিসেব অনুযায়ী আমি কিউরেশন রিওয়ার্ড হিসাবে পাবো $3.5 USD।যার ভ্যালু হবে ৭ স্টিম পাওয়ার।

১১) সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

●উত্তরঃ- সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার জন্য আমাকে পোস্টের মান বাড়াতে হবে,অর্থাৎ ভালো কনটেন্ট তৈরি করতে হবে ।প্রথমদিকে ভোট দেয়ার প্রবণতা থাকতে হবে। এবং সে ক্ষেত্রে আমার ভোট দেওয়ার পড়ে যদি কোনো বড়ো ভোট পড়ে ,তাহলে ওই পোস্টের সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়া সম্ভব হবে।

১২) নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

●উত্তরঃ- আমি মনে করি নিজে কিউরেশন করার থেকে বেশি আর্ন করতে পারবো যদি আমি @heroism কে ডেলিগেশন করি। কারন আমরা খুব ক্ষুদ্র ক্ষুদ্র ইউজার, ফলে যেহেতু আমাদের স্টিম পাওয়ার কম, তাই আমাদের ভোট ভ্যালু ও কম। এই কম পরিমাণ স্টীম পাওয়ার নিয়ে আমরা কিউরেশন করলে খুব অল্প পরিমাণ ভোট দিতে পারব যেটা খুব বেশি কাজে লাগবে না এবং চলে যাবে রিওয়ার্ড পুলে।
এক্ষেত্রে @heroism কে ডেলিগেশন করাটাই বুদ্ধিমানের কাজ হবে এবং আমাদের আর্নিংও বেশি হবে।

এছাড়া ভালো পোস্ট কে খুঁজে বের করাও অনেক সময়-সাপেক্ষ ব্যাপার, যা আমাদের পক্ষে সর্বসময় করা সম্ভব নয়। যেহেতু আমাদের Heroism প্যানেলে আমাদের থেকেও অনেক অভিজ্ঞ লোক আছে ,তাই এই দায়িত্বটা আমাদের তুলনায় তারা যথেষ্ট ভালোভাবে পালন করতে পারবেন।

Heroism থেকে নির্দিষ্ট সময় পর লিকুইড স্টিম ডেলিগেশন রিওয়ার্ড হিসাবে আমাদের পাঠাবে, যা পরবর্তীতে আমরা আমাদের নিজেস্ব কাজে ব্যবহার করতে পারব এবং আমাদের পোস্টেও Heroism থেকে ভোট পাওয়ার একটি সম্ভাবনা থাকে।

Cc:- @alsarzilsiam

@samratsaha

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি প্রত্যেকটি বিষয় অনেক সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

আপনাকেও অনেক ধন্যবাদ দাদা সহযোগিতা করার জন্যে।ভালো থাকবেন।

level3 সম্পর্কে খুব ভালো কিছু বুঝেছেন দেখে বোঝা যাচ্ছে। খুব সুন্দর করে লিখিত পরীক্ষা আমাদের সামনে তুলে ধরেছেন। এভাবে স্বপ্ন লেভেল পেরিয়ে সামনের দিকে এগিয়ে যান।শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ দাদা আপনাকেও, ভালো থাকবেন।

  ·  3 years ago (edited)

আপনি লেবেল ৩ থেকে অনেক ভালো কিছু অর্জন করতে পেরেছেন। আমাদের এই কমিউনিটি এবিবির ক্লাসগুলো সত্যি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে থাকে এই প্লাটফর্মে কাজ করার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

হ্যাঁ আপু,@abb-school এর জন্যে আমাদের পক্ষে বিষয় গুলি বোঝা খুব সহজ হয়ে গেছে।আসলেই খুব ভালো একটু উদ্যোগ এটি।দোয়া করবেন যেনো আগামী ক্লাস গুলো আমি ভালোভাবে পাশ করতে পারি।আপনার জন্যেও অনেক ভালোবাসা ।