আসসালামুয়ালাইকুম ......
......এবং হিন্দু ভাই বোনদের কে আদাব........।
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য, এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে । আজকে আমি আপনাদের সাথে আমাদের গ্ৰামের এক ভাইয়ের মেয়ের বিয়ের দাওয়াত খাওয়ার অনুভূতি শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে। চলুন এবার শুরু করা যাক।
লোকেশন
বেশ কিছুদিন আগে শুনছিলাম আমাদের গ্ৰামের মধ্যে একটি বিয়ে অনুষ্ঠিত হবে। সম্পর্কে আমার ভাইয়ের মেয়ে , আমার ভাতিজি হচ্ছে।আর গ্ৰামের মানেই হচ্ছে অন্যরকম আনন্দ। বিয়ে উপলক্ষে বেশ কয়েকদিন ধরে ডেকোরেশন চলছিল। আমার বাসা থেকেই বিয়ের ডেকোরেশনের কাজ গুলো চলছিল। অবশেষে আগামীকাল ডেকোরেশনের কাজ গুলো সম্পন্ন হয়ে যায়। আমি এই বিয়ের জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছিলাম। কেননা, বিয়ের কথা শুনলেই আমার মনের মধ্যে অন্যরকম আনন্দ কাজ করে। গান ,নাচ,আর ও কত কি মজা ,আপনাদের কার কী রকম লাগে তা আসলে আমার জানা নেই। তবে, আমার টা একটু ভিন্ন রকম।
লোকেশন
অবশেষে বিয়ের দিন চলে আসলো। সকাল বেলা ঘুম থেকে উঠে দেখতে পারলাম বিয়ের বাড়িতে বেশ ধুমধাম করে বিয়ের সকল ধরনের কাজ চলছে।আমি ফ্রেশ হয়ে উঠে আমার বাসার সকল ধরনের কাজ সম্পন্ন করে চলে গেলাম বিয়ে বাড়ীতে। বিয়ে বাড়ীতে গিয়ে দেখতে পারলাম প্রচুর পরিমাণে আত্মীয় স্বজন এসেছে বিয়ে খাওয়ার জন্য।আর বিশেষ করে গ্ৰাম এলাকার বিয়ে গুলোর মধ্যে একটু বেশি পরিমাণে ভীড় হয়। ঠিক অনুরুপ ভাবে এমনটা আমাদের এখানে ও হয়েছিল। যাইহোক, আমি বেশ কিছুক্ষণ সময় ধরে বিয়ের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে দেখছিলাম। চারদিকে খুবই সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে।
লোকেশন
বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর বউকে খুঁজতেছি ।কিন্তু বউ তো পার্লারে গেছে তাই বউকে তখন খুঁজে পেলাম না । কিছুক্ষণ আত্মীয়-স্বজনের সাথে বসে গল্প করলাম।তার পরে দেখি শুক্রবারের আযান দিচ্ছে , নামাজের পরে দাওয়াত সবার সাথে খেতে হবে ।সবার সাথে বসে দাওয়াত খাওয়ার মজাই আলাদা।তাই সেখান থেকে উঠে বাসায় গিয়ে গোসল করে নামাজ শেষে বাসার সবাই মিলে রেডি হয়ে পেন্ডেলে চলে গেলাম ।
সেখানে গিয়ে দেখি প্রচুর ভীর নামাজ শেষে সবাই খেতে এসেছে কোথাও জায়গা ফাঁকা নেই ।কারণ প্রচুর পরিমাণ লোককে ইনভাইট করাছিল ।তাই আমরা বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর সিট খালি হতেই আমার সাথে সাথে সবাই বসে পরি খাওয়ার জন্য।
তারপর আমাদের টেবিলে খাবার চলে আসে, যে যতটুক পরিমান খেতে পারে সে ততটুকু পরিমাণ তার প্লেটে তুলে নিয়ে খেতে সুরু করলো । খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে চলে আসে । আমার ভাবি কে জিজ্ঞেস করি আমার ভাতিজি কি এসে পার্লার থেকে, ভাবি বললো হ্যাঁ এসেছে।তার পর ভাতিজি কোন রুমে আছে ভাবি কে জিজ্ঞেস করলাম ভাবি আমাকে দেখায় দিল । আমি ভাতিজির সাথে কয়েকটি ছবি তুলে বেশ কিছুক্ষণ সেখানে আড্ডা দিলাম ।
সেখানে থাকতে থাকতে বউকে দেখার জন্য আত্মীয়- স্বজনদের ভীড় বাড়তে থাকলো । ভাতিজিকে বললাম তুমি থাকো আমি বাইরে আছি পরে আসবো ।সেখান থেকে বের হয়ে বাসায় চলে যাই ।
এই ছিল আজকের বিয়ে বাড়ীর দাওয়াত খাওয়ার অনুভূতি। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল ।
Device | Infinix hot 12 play |
---|---|
Camera | 13 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
আপু আপনি আপনার পোস্টে খাবারের ছবিটি এভয়েড করলে ভালো করতেন। আসলে অনেক সময় বোঝা যায় না এটা কিসের মাংস। একটু সতর্ক হবেন এই বিষয়গুলোতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit