আসসালামুয়ালাইকুম ......
.......এবং হিন্দু ভাই বোনদের কে আদাব........।
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য, এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে ।আমি লেভেল থ্রি উত্তীর্ণ হয়ে লেভেল ফোর এর ক্লাস করেছি।@abb-school থেকে লেভেল ফোরে আমাদের Steem/Sbd/Trx Transfer, Internal Market এ SBD থেকে Steem এ Convert করা,External Market এ Steem এবং TRX Exchange করা শেখানো হয়েছে ।ইতোমধ্যেই আমি @abb-school থেকে লেভেল ০৪ এর ক্লাস হতে নভেম্বরের ২৫ তারিখে ভাইভা শেষ করেছি। আমাদের প্রফেসর @alsarzilsiam ভাইয়া খুব সুন্দর করে লেভেল ০৪ এর বিষয় গুলো বুঝিয়েছেন। আমি তার দেয়া দিক নির্দেশনা অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি।
লেভেল ০৪ হতে আমার অর্জন-by @samsunnaharsuity
প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন:-১: p2p কি?
- উত্তর:
P2p এর সম্পূর্ণ রূপ হচ্ছে person to person।p2p হলো একজনের স্টিমিট আ্যাকাউন্ট থেকে অন্য আরেকজন স্টিমিট ব্যবহারকারীর অ্যাকাউন্টে স্টিম,এস বি ডি, টি আর এক্স (ট্রোন) ট্রান্সফার করা। যা আমাদের একদমই করা উচিত নয়।আমার বাংলা ব্লগ কমিটিতে P2P পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে ।
প্রশ্ন:-২: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
- উত্তর:
প্রথমে আমরা এক্টিভ কী দিয়ে স্টিম ওয়ালেট লগইন করবো, তারপর আমরা নিচের দিকে গেলে sbd নামে একটা অপশন দেখতে পারবো। তারপর আমরা steem dollar লেখাটির উপরে ক্লিক করবো।steem dollar এর উপরে ক্লিক করার পর কয়েকটি অপশন আসবে, আমরা ট্রান্সফার অপশনটি সিলেক্ট করবো।ট্রান্সফার অপশনটি সিলেক্ট করার পর আরেকটি পেজ ওপেন হবে, সেখানে প্রথমে আমার নিজের ইউজার নেম থাকবে,তারপর to নামে একটা অপশন থাকবে সেখানে আমরা যাকে ট্রান্সফার করবো তার ইউজার নাম দেবো। তারপর amount অপশনে কত পরিমাণ sbd ট্রান্সফার করবো সেটা বসাবো।আর মেমো অপশনে আপনারা চাইলে কি উদ্যোশে পাঠাচ্ছেন সেটি লিখতে পারেন। তারপর ওকে বাটনে ক্লিক করবো ওকে বাটনে ক্লিক করার পর আবার নতুন একটি পেইজ আসবে, সেখানে আমরা দেখবো সব কিছু ঠিক আছে কি না? ঠিক থাকলে ওকে বাটনে ক্লিক করবো।ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই যাকে ট্রান্সফার করতেছি তার ওয়ালেটে sbd চলে যাবে।
প্রশ্ন-৩: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
- উত্তর:
প্রথমে আমরা এক্টিভ কী দিয়ে স্টিম ওয়ালেট লগইন করবো, তারপর আমরা নিচের দিকে গেলে steem নামে একটা অপশন দেখতে পারবো। তারপর আমরা steem লেখাটির উপরে ক্লিক করবো।steem লেখাটির উপরে ক্লিক করার পর কয়েকটি অপশন আসবে, আমরা ট্রান্সফার অপশনটি সিলেক্ট করবো।
ট্রান্সফার অপশনটি সিলেক্ট করার পর আরেকটি পেজ ওপেন হবে, সেখানে প্রথমে আমার নিজের ইউজার নেম থাকবে,তারপর to নামে একটা অপশন থাকবে সেখানে আমরা যাকে ট্রান্সফার করবো তার ইউজার নাম দেবো। তারপর amount অপশনে কত পরিমাণ steem ট্রান্সফার করবো সেটা বসাবো।আর মেমো অপশনে আপনারা চাইলে কি উদ্যোশে পাঠাচ্ছেন সেটি লিখতে পারেন। তারপর ওকে বাটনে ক্লিক করবো । ওকে বাটনে ক্লিক করার পর আবার নতুন একটি পেইজ আসবে, সেখানে আমরা দেখবো সব কিছু ঠিক আছে কি না? ঠিক থাকলে ওকে বাটনে ক্লিক করবো।ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই যাকে ট্রান্সফার করতেছি তার ওয়ালেটে steem চলে যাবে।
প্রশ্ন-৪: Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
- উত্তর:
প্রথমে আমরা এক্টিভ কী দিয়ে স্টিম ওয়ালেট লগইন করবো। তারপর একবারে উপরে ডানে কোনায় তিন লাইন বিশিষ্ট একটি অপশন আছে, আমরা সেখানে ক্লিক করবো।তারপর আবার অনেক গুলো অফশন আসবে, আমরা currency market এ ক্লিক করবো।তারপর আরেকটি নতুন পেইজ আসবে, আমরা সেখানে কত sbd পরিমাণ স্টিম কিনবো,তা সেখানে বাসাবো।আর আমরা price এর ঘরে ইচ্ছা মতো price বসিয়ে নিবো। তারপর আমরা buy steem এ ক্লিক করবো।তারপর আমাদের একটা নতুন পেইজ আসবে সেখানে, আমরা কত sbd দিয়ে কত steem কিনছি সেটা দেখাবে এবং price ও দেখাবে।সব কিছু ঠিক থাকলে আমরা ওকে বাটনে ক্লিক করে দিবো, কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ক্রয় কৃত স্টিম আমাদের ওয়ালেটে দেখতে পারবো।
প্রশ্ন -৫:Poloniex Exchange site এ একটি Account Create করুন।
- উত্তর:-
প্রথমে গুগলে Poloniex লিখে সার্চ দিবো।তার পর Poloniex exchange ডাউনলোড করে নিবো । Poloniex exchange site এর মধ্যে প্রবেশ করবো। তারপর get start অফশন এ ক্লিক করবো।তারপর আবার নতুন পেইজ আসবে, সেখানে অ্যাকাউন্ট খোলার জন্য ইমেইল এবং পাসওয়ার্ড বসাতে বলবে, আমরা সব কিছু ঠিক ভাবে বসিয়ে নিবো। তারপর create account এ ক্লিক করবো।আবার নতুন একটি পেইজ আসবে, সেখানে ইমেইল ভ্যারিভিকেশনের জন্য একটি কোড পাঠাবে,তা আমরা জিমেইলের ইনবক্স গিয়ে দেখতে পারবো, এবং সেখানে থেকে নিয়ে এসে ঠিক ভাবে এখানে বসিয়ে দেবো।তারপর আমাদের অ্যাকাউন্ট খোলা সম্পুর্ন হয়ে যাবে। আমরা এখন চাইলে ট্রেডিং শুরু করতে পারবো।
প্রশ্ন-৬: আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।
- উত্তর:
Steemit account থেকে Poloniex Exchange site এ Steem Transfer তার জন্য সবার আগে আমি Poloniex লগইন করি এবং সেখান থেকে ওয়ালেটে ক্লিক করি। ওয়ালেট থেকে আমি ডিপোজিট অপশনে ক্লিক করি। সেখানে একটি সার্চ বার আসে যেখানে আমি স্টিম লিখে সার্চ করি এবং নেটওয়ার্ক হিসেবে স্টিম সিলেক্ট করি । সেখানে আমি এড্রেস এবং মেমো দেখতে পাই এবং তা কপি করে রাখি । এরপর পুনরায় আমি আমার স্টিমিট ওয়ালেটে লগইন করি। স্টিমের পাশে যে ড্রপটা ডাউন রয়েছে সেখান থেকে ট্রান্সফার অপশনটি ক্লিক করি। সেখানে একটি বক্স আসে যেখানে আমার আমি আমার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে নেক্সট দিই। এই বক্সটিতে আমি poloniex থেকে কপি করা এড্রেস এবং মেমো পেস্ট করে এমাউন্ট বসিয়ে দিই।এরপর আমাকে ফাইনাল প্রিভিউ দেখায় যা আমি ওকে করে দেই। সবশেষে আমি আমার প্রাইভেট কি দিয়ে ট্রান্সফারটি সম্পন্ন করি।
প্রশ্ন -৭ : Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
- উত্তর:
Poloniex Exchange site এ Steem কে USDT তে Exchange করার জন্য আমি আমার Poloniex একাউন্টে লগইন করি। সেখান থেকে আমি ট্রেড Trade অপশনটিতে ক্লিক করি। সেখান থেকে স্পট Spot option এবং সেখানে একটি সার্চ বার আসে যেটায় আমি Steem/USDT লিখে সার্চ দেই এ দুটোর এবং পেয়ার সিলেক্ট করি। সেখানে বাই এবং সেলর দুইটি অপশন থাকে। আমি Sell অপশনে ক্লিক করি। তারপর আমি যে পরিমাণের steem USDT তে exchange সেই অ্যামাউন্ট লিখব। আমি এইখানে একটি স্টিম এক্সচেঞ্জ করব তাই ১ লিখেছি। সবশেষে আমি Sell steem অপশনে ক্লিক করে আমার steem USDT তে Exchange হয়ে যাবে ।
- Poloniex Exchange site এ TRX কে USDT তে Exchange করার জন্য আমি আমার Poloniex একাউন্টে লগইন করি। সেখান থেকে আমি ট্রেড Trade অপশনটিতে ক্লিক করি। সেখান থেকে স্পট Spot option এবং সেখানে একটি সার্চ বার আসে যেটায় আমি TRX/USDT লিখে সার্চ দেই এ দুটোর এবং পেয়ার সিলেক্ট করি। সেখানে বাই এবং সেল দুইটি অপশন থাকে। আমি Sell অপশনে ক্লিক করি। তারপর আমি যে পরিমাণের TRX USDT তে exchange সেই অ্যামাউন্ট লিখব। আমি এইখানে একটি TRX এক্সচেঞ্জ করব তাই 1 লিখেছি। সবশেষে আমি Sell TRX অপশনে ক্লিক করে আমার TRX তে Exchange করি।
এই ছিল আজকের লেভেল ০৪ এর লেখিত পরীক্ষা। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল ।
🌺❤️ধন্যবাদ🌺❤️
Device | Infinix hot 12 play |
---|---|
Camera | 13 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
https://x.com/SSuity88623/status/1861725187366150362?t=I-qI6B2zRrEdKDjPuKov_w&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিমিট প্ল্যাটফর্মে ভেরিফাইড ব্লগার এর জন্য লেভেল গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ লেভেলে থাকাকালীন অনেক কিছু শেখানো হয় কিভাবে স্টিমিট প্ল্যাটফর্মে ভালোভাবে জার্নি দেওয়া যায়। আপনি পর্যায়ক্রমে অতিক্রম করে লেভেল ফোর থেকে অনেক কিছু অর্জন করেছেন। আশা করি আপনি সবগুলো লেভেল অতিক্রম করে ভেরিফাইড মেম্বার হবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল ফোর পাস করা মানে প্রায় আপনি ভেরিফাইড মেম্বার। লেভেল ফোর এর প্রত্যেকটা বিষয়কে যেভাবে আপনি উপস্থাপন করেছেন তাতে মনে হচ্ছে লেভেল ফোর সহ সবগুলো ক্লাসেই আপনি বুঝতে পেরেছেন এবং ক্লাসের প্রত্যেকটা বিষয়কে নিজের আয়ত্ত করে নিয়েছেন। আপনার জন্য অগ্রিম ভেরিফাইড মেম্বার এর শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিদিনের বাধ্যতামূলক টাস্কগুলো আপনি পূরণ করেননি, সেটা অবশ্যই পূরণ করে আমাকে জানাবেন.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিদিনের টাস্ক গুলো পূরণ করে নিয়েছি ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ট্রানজেকশন গুলো সফল হয়নি, ট্রানজেকশন গুলো পূরণ করে আমাকে অবশ্যই জানাবেন..
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল ফোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেভেল। এখানে লেভেল ফোর যত সুন্দর ভাবে আপনি আয়ত্তে নিতে পারবেন আগামী দিনে স্টিমিট প্ল্যাটফর্মে আপনার পথচলা তত বেশি সহজ হবে। তাই সবসময় চেষ্টা করবেন লেভেল ৪ টা সব সময় সঠিকভাবে শিখে রাখতে। যাতে ভবিষ্যতে আপনিও অন্যকে শিখাতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit