আসসালামুয়ালাইকুম ......
......এবং হিন্দু ভাই বোনদের কে আদাব........।
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য, এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে । আজকে আমি আপনাদের সাথে বিকাল বেলায় কাশফুল বনে ঘোরাঘুরি করার অনুভূতি শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে। চলুন এবার শুরু করা যাক।
নিচে সাদা কাশফুল, উপরে মেঘের ভেলা,আহা কি অপূর্ব, এই গোধূলি বিকেল বেলা ।প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মানব জীবনের গভীর সম্পর্ক রয়েছে। তাইতো একে একে কৃষ্ণচূড়া, শাপলা ও বর্ষাকালের মত সকল প্রাকৃতিক সৌন্দর্যকে বিদায় দিয়ে কাশফুলের আগমন ঘটে। কাশফুল যেন প্রকৃতির এক সুন্দর প্রতীক।প্রকৃতির ভালোবাসায় নদীর তীরের কাশফুলের সাদা ঢেউ যেন চোখময় হয়ে যায় শীতল।
আমার শরৎ কালে কাশফুল দেখতে পাই ।কাশফুল মূলত ছন গোত্রীয় এক ধরনের ঘাস। নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো রুক্ষ এলাকা, পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় কাশের ঝাড় বেড়ে ওঠে। তবে নদীর তীরেই এদের বেশি জন্মাতে দেখা যায়। এর কারণ হল নদীর তীরে পলি মাটির আস্তর থাকে এবং এই মাটিতে কাশের মূল সহজে সম্প্রসারিত হতে পারে।সাধারণত নদী তীর এবং পানির কাছাকাছি ফাকা বালুময় জমিতে প্রচুর কাশফুল ফুটে।তবে কাশফুলের দেখা বেশি পাওয়া যায় সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে । তাই কাশবন বেড়ানোর জন্যে উপযুক্ত সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে ।
আসলে ঘোরাঘুরি করতে আমাদের কার না ভালো লাগে। বড়দের থেকে ছোট বাচ্চাদের ও ঘোরাঘুরি অনেক পছন্দ। তাই তো সময় পেলেই মাঝে মাঝে কোথাও ঘুরতে যাওয়া হয় ।তবে আমার এই প্ল্যাটফর্মে সাথে যুক্ত হয়ে , ঘোরাঘুরি ,ফটোগ্রাফি, করার নেশা দ্বিগুণ হয়ে যাচ্ছে । আগে তেমন ফটোগ্রাফি করতে পারতাম না, তবে এখন শিখে গিয়েছি। আমার কাছে বেশ ভালো লাগতেছে আমার বাংলা কমিটিতে যুক্ত হতে পেড়ে ।আমার মনে হয় ঘুরতে সবারই অনেক বেশি ভালো লাগে আর সবার খুবই পছন্দের বিষয় । আর সেই ঘুরটা যদি হয় কোন ফুল বাগানে তাহলে তো কোন কথায় নেই।
আমার বাসা থেকে এই কাশফুল বনে যেতে লাগে ২০ মিনিট এর মত ।ওই গ্রামটির নাম এই কাশফুলের জন্য কাশিগঞ্জ নামে পরিচিত।তবে আমাদের নদী পার হয়ে যেতে হয় । সেখানে আমার কয়েকটি বান্ধবীর বাড়ি তারা গল্প করে তাদের ঐদিকে অনেক কাশফুল ফুটেছে। তারা হটাৎ ফোন দিয়ে যাইতে বলে। যাওয়ার কোন প্লান ছিল না হঠাৎ করে যাই । আমার বাসা থেকে যেতে যেতে ৫ টা বেজে গিয়েছে ।আর আমরা যখন সবাই এক হলাম তখন বিকেল বেলা সূর্যাস্ত সময় এই সময়ে ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর উঠানো যাই । যাইহোক কাশফুল বনেই গিয়েই আগে আমি কিছু কাশফুল ছিড়ে হাতে নেই ।আপনারা সবাই জানেন ঘুরতে এলেই আগে ফুল নিতে হবে। আমি প্রথমে ফুল ছিড়তে গিয়ে হাতে লাগাই।পরে আমার বান্ধবীরা আমাকে ফুল ছিঁড়ে দেয় ।আসলে এভাবে ফুলের রাজ্যে ঘুরতে আসলে অনেক ভালো লাগে। সবাই মিলে বেশ কয়েকটি ছবি উঠাই নিলাম ।
কিন্তু কিছু সময় থাকার পরে দেখি আকাশ কালো মেঘে অন্ধ কার হয়ে ঠান্ডা বাতাস বয়েছে । নদীর পাশে আবহাওয়া টি উপভোগ করতে অনেক মজা লাগতেছে ।আমাদের মত অনেকেই সেখানে ঘুরতে গেছে, আকাশের অবস্থা দেখে অনেকেই চলে যাচ্ছে। আবার অনেকেই আবহাওয়া টি উপভোগ করতেছে ।
আসলে এখানে আরো বেশ কিছুক্ষণ সময় ঘুরতে এবং থাকার ইচ্ছে করছিল। কিন্তু আকাশের আবহাওয়া খারাপ এবং সন্ধ্যা হয়ে আসতেছে ।তাই মন না চাইতেও আমাদের বাড়ি উদ্দেশ্যে রওনা দিতে হয় ।সত্যি বিকেল বেলায় সব জায়গায় মনোরম পরিবেশে ঘুরলে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার আজকে বিকেল বেলা কাশফুল বনে ঘুরতে ও অনেক ভালো লেগেছিল। আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আজকে মত এখানেই শেষ করছি।দেখা হবে অন্য কোন নতুন ব্লগে । সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
..….🥰ধন্যবাদ সবাইকে🥰💖.....
Device | Infinix hot 12 play |
---|---|
Camera | 13 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
শরৎ মানেই কাশফুলের শুভ্রতা। কাশিগঞ্জে কাশফুলের বনে বান্ধবীদের সাথে দারুণ সময় উপভোগ করেছেন আপু। কাশফুলের শুভ্রতা কার না ভালো লাগে! ঠিকেই বলেছেন এখনেই কাশবনে যাওয়ার উপযুক্ত সময়। আপনার লেখা ও ছবি গুলো বেশ ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শরত কাল মানেই কাশফুলে ভরা বিভিন্ন এলাকা। আপনি আপনার বন্ধু বান্ধব মিলে খুবই সুন্দর একটি সময় উপভোগ করছেন।সত্যি আপু বিকেল বেলায় এইরকম বন্ধু বান্ধব মিলে কাশফুলে ঘুরতে বেশ দারুণ লাগে। আপনার লেখা ও কিছু ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে সময় টি দারুণ ভাবে উপভোগ করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন পর্যন্ত কাশবনে ঘুরতে যেতে পারলাম না। আপনি দেখছি আপনার বান্ধবীদের সাথে আপনার নিকটস্থ একটি কাশবনে ঘুরতে গিয়েছিলেন, দেখে বেশ ভালো লাগলো। আসলে, কাশফুল আমাদের মন কে একদম রাঙিয়ে তোলে। যাইহোক, আপনি কাশবনের মধ্যে আপনার বান্ধবীদের সাথে খুবই সুন্দর একটি সময় উপভোগ করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাশফুলবাগান আমার অনেক বেশি ভালো লাগে। কাশ ফুলবাগানে অনেকেই ঘুরতে যায়। আপনি তো দেখছি আপনার ফ্রেন্ডদের সাথে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন কাশফুল বাগানে গিয়ে। এই জায়গাটা সত্যি অনেক সুন্দর। আর আমার তো দেখেই খুব পছন্দ হয়েছে। মাঝেমধ্যে এভাবে ঘুরতে গেলে মনটা অনেক ভালো হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit