আসসালামুয়ালাইকুম ......
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য,এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আজকে আমি আপনাদের সাথে হাড়িয়ে যাওয়া শৈশবের খেলাধুলার অনুভূতি শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক।
আমরা জানি আমাদের আগে অনেক খেলাধুলা প্রায় বিলুপ্ত পথে। এখনকার বাচ্চারা অনেক এই আগে খেলাধুলা সাথে পরিচিত নয়। ১০,১২ বছর আগে ও প্রায়ই সবাই খেলাধুলা করতো । কিন্তু এখন আর আগের মত খেলাধুলা করে না ।তবে গ্রামাঞ্চলে মাঝে মাঝে দেখে যায় ।এখন প্রতিটা ঘরে ঘরে স্মার্টফোন , বাচ্চারা পড়া শোনা শেষ এ যেটুকু সবাই পায় মোবাইল ফোনে ব্যস্ত থাকে । তার আগে অনেক ঐতিহ্যবাহী খেলাধুলা এখন প্রায় বিলুপ্ত।
আমি কিছু দিন আগে এক জায়গায় যাওয়ার পথে দেখতে পাই । ছোট বাচ্চা গুলো কি জানি করতেছে ।একটু দুরে আছিলাম তাই ভালো করে বুঝতে পারছিলাম না। তাই তাদের কাছে যাই ! কাছে গিয়ে দেখতে পায় তাঁরা ছোট ছোট খেলা পাটা দিয়ে রান্না করতেছে । ওদের দেখে আমার সেই ছোট বেলার কথা মনে পড়ে যায়। আমরাও আগে এই রকম অনেক খেলে ছিলাম।তবে এখন দেখা যায় না তেমন এই খেলাটি ।তাই অনেক দিন পরে খেলাটি দেখে বেশ দারুন লাগলো।এই খেলাটার নাম আমরা আগে ভুরকা ভাত বলতাম । আপনার কে কি নামে এই খেলা টি চিনেন অবশ্য কমেন্ট এর মাধ্যমে জানাবেন।
বেশ কিছুক্ষণ থাকার পরে আমি তাদের জিজ্ঞেস করি তোমরা কি করছ ? তাঁরা অনেক সুন্দর করে উওর দিলো ভাত তরকারি রান্না করি। আপু আপনি খাবেন ? আমি বললাম কি কি রান্না হচ্ছে তাঁরা বলল , বালুর ভাত,কচু শাকের ভর্তা,কচু শাকের নুডুলস , ইত্যাদি। তাদের কথা শুনে আমি হাসতে হাসতে শেষ, তাদের সাথে অনেক মজা করছি।আবার তাঁরা ইট দিয়ে চুল বানিয়ে ,সত্যি সত্যিই বড়দের মত আগুন লাগায় রান্না করতেছে । মন চাইতে ছিল তাদের সাথে বসে আমিও খেলি । কিন্তু আমি তো এখন বড় হয়ে গেয়েছি। তাই আর ওরকম খেলা সম্ভব নয় আমার পক্ষে ।
তার পরে তাদের সবার নাম জিজ্ঞেস করি। তারা এক এক করে তাদের নাম বলে। তারপরে তাদেরকে বলে সেখান থেকে চলে যাই।আমি ওদের সাথে প্রায় ২০ ,৩০ মিনিটের মত খুব ভালো মুহূর্তের সময় কাটাই । আমার কাছে অনেক ভালো লাগে। আজকে মত এখানেই শেষ করছি।সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, এই কামনা রইল।
Device | Infinix hot 12 play |
---|---|
Camera | 13 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
বাচ্চাদের খেলাধুলার মুহূর্তগুলো দেখে ভীষণ ভালো লাগলো। ছোট বেলায় নানুদের বাড়িতে গেলে আমরা সব কাজিনরা মিলে এভাবে খেলতে বসতাম। শৈশবের দিনগুলো আসলেই অনেক সুন্দর ছিল। আপনার অনুভূতিগুলো সম্পর্কে জেনে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন কাউকে খেলতে দেখি তখন ছোটবেলার এই স্মৃতিগুলো মনে পড়ে যায়। মনে হয় যেন আবারও চোখের সামনে নিজের শৈশব দেখতে পাচ্ছি। আপু আপনার পোস্ট দেখে সত্যি অনেক ভালো লাগলো। আর শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শৈশবের দিনগুলো খুবই আনন্দের ছিল।আর শৈশবের সেই সময়ের সাথে এখনকার সময়ের অনেক পার্থক্য আপু। তাই এখন সুন্দর সময় গুলো আর আমাদের জীবনে নেই। খুবই ভালো লেগেছে আপনার এই পোস্ট পড়ে। সুন্দর করে আপনি এই পোস্ট উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit