আর্ট পোস্ট : একটি সিম্পল মেহেদী ডিজাইন তৈরি ।

in hive-129948 •  4 months ago 
আসসালামুয়ালাইকুম ......

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য,এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি।সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে।আজকে আমি আপনাদের সাথে সিম্পল একটি মেহেদী ডিজাইন শেয়ার করবো।মেহেদী মেয়েদের অন্যতম একটি শখের জিনিস,আমি মেহেদী দিতে খুব পছন্দ করি।প্রায় প্রায় হাতে মেহেদী দেই।আমার হাতে মেহেদী ডিজাইন দেখে অনেকেই তাদের হতে দিয়ে নিতে চায়।আমি আবার তাদের ও দিয়ে দেই।সত্যি বলতে আমার কাছে মেহেদী ডিজাইন করতে অনেক বেশি ভালো লাগে।আজকে এই মেহেদী ডিজাইন টি আমার চাচাতো বোন হতে দিয়ে দিয়েছি।ওর কাছে অনেক ভালো লেগেছে।আশা করি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লাগবে।চলুন এবার শুরু করা যাক।

img_1726227322843_1.jpg

প্রয়োজনীয় উপকরণ

একটি মেহেদী

ধাপ : ১

প্রথমে চারদিকে চারটি রেখা একটু মোটা করে দিয়ে একটি চতুর্ভুজ আর্ট করে নিলাম।
IMG_20240824_171757_860.jpg

ধাপ : ২

এরপর চতুর্ভুজের ভিতরে চিকন করে দাড়ি আর্ট করে নিলাম।সাথে চতুর্ভুজের উপরে ডাবল করে আঁকে নিলাম।
img_1726235914872_1.jpg

ধাপ : ৩

এরপরে চতুর্ভুজের ভিতরে অংশ ছোট ছোট পাতা দিয়ে ভিতরে নকশা তৈরি করে নিলাম।
img_1726236039934_1.jpg

ধাপ : ৪

এরপরে নিচে দিকে একটি পেঁচানো ফুলের নকশা তৈরি করে নিলাম
img_1726236435422_1.jpg

ধাপ : ৫

এরপরে চতুর্ভুজের উপরে চিকন চিকন নকশা তৈরি করে নিলাম।
img_1726236581472_1.jpg

ধাপ : ৬

এবার চিকন চিকন নকশা গুলোর উপরে পেঁচিয়ে পেঁচিয়ে আর একটু নকশা তৈরি করে।এরপরে হাতের নকশা অনুযায়ী আঙ্গুলের নকশা টি তৈরি করে নিলাম।
img_1726236872497_1.jpg

ডিজাইন টি এখানে শেষ করা যেত, তবে আমার চাচাতো বোন বলে আর একটু ডিজাইন করতে।তার নাকি ফাঁকা ফাঁকা লাগছিলো। তাই আর একটু ডিজাইন করে দেই।
IMG_20240824_173747_151.jpg

ধাপ : ৭

এরপরে নিচে দিকে যে ফুলটি তৈরি করে রেখেছি , সেখানে ছোট ছোট করে পেঁচিয়ে পেঁচিয়ে ফুল বানিয়ে নিলাম।

img_1726237041662_1.jpg

ধাপ : ৮

এরপরে তর্জনী আঙ্গুলে হাতের নকশা অনুযায়ী নকশা তৈরি করে নিলাম।
img_1726283911073_1.jpg

IMG_20240824_174718_090.jpg

IMG_20240824_182643_758.jpg

IMG_20240824_182626_480.jpg

অবশেষে আমার মেহেদী ডিজাইনটি পুরোপুরি সম্পূর্ণ হলো ।কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ।আবার নতুন কোন মেহেদী ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ
DeviceInfinix hot 12 play
Camera13 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব চমৎকার একটি সুন্দর মেহেদী ডিজাইন শেয়ার করেছেন। দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

ঠিক বলেছেন আপু মেহেদির মেয়েদের সখের বিষয়। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে মেহেদি হাতে না লাগালে অনুষ্ঠানই পূর্ণ হয় না। যাইহোক আপনার চাচাতো বোনের হাতে খুব সুন্দর মেহেদির ডিজাইন এঁকে দিয়েছেন। এত সুন্দর ডিজাইন আঁকতে পারেন তার জন্যই সবাই আপনার কাছে মেহেদি দিতে চায়। ভালো লাগলো ডিজাইনটি দেখে।

ওয়াও আপু আপনার মেহেদী আর্ট ডিজাইন চমৎকার হয়েছে। বেশ ভালো করেছেন আপনার চাচাতো বোনের হাতে সুন্দর মেহেদী ডিজাইন করে। এ ধরনের সিম্পল মেহেদী আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

মেহেদী দিতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর মেহেদী ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। সিম্পল হলেও ডিজাইনটা বেশ ভালো লাগছে দেখতে। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটা ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট নিয়ে আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনি। এমন সুন্দর ভাবে হাত রাঙানো দেখলে অনেক ভালো লাগে। সবকিছুর মাঝে যেমন অন্যরকম সৌন্দর্য পাওয়া যায়, ঠিক তেমনি মেহেদি রাঙালে হাতের মধ্যে অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে।

আমি আপনার চাচাতো বোনের হাতে অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইন করে দিয়েছেন। এই মেহেদির ডিজাইন টা অনেক সুন্দর ছিল। আর আমার কাছেও দেখতে অনেক বেশি ভালো লেগেছে। এই ধরনের ডিজাইনগুলো আমার নিজেরও অনেক বেশি পছন্দের। আমার নিজের কাছেও হাতে মেহেদি লাগাতে অনেক বেশি ভালো লাগে। তবে ব্যস্ততার কারণে খুব একটা লাগানো হয় না। এই ডিজাইনটা আমার নিজেরও অনেক পছন্দ হয়েছে। মেহেদিটা দেওয়ার পরও কালার অনেক সুন্দর ছিল, আর দেখতেও ভালো লাগছে।

আপু আপনার চাচাতো বোনের হাতে দারুন মেহেদি ডিজাইন করেছেন। মেহেদি দিতে সত্যিই অনেক ভালো লাগে। আর মেয়েরা মেহেদি দিতে সত্যিই অনেক পছন্দ করে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। অনেক ভালো লেগেছে।

মেহেদী দিতে আমার খুবই ভালো লাগে।আগে প্রায় সময় হাতে মেহেদী দেওয়া হতো।কিন্তু সময় স্বল্পতার অভাবে এখন তেমন একটা একটা মেহেদী দেওয়া হয়ে উঠে না।আপনার শেয়ার করা ডিজাইন টি দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।