আসসালামুয়ালাইকুম ......
.......এবং হিন্দু ভাই বোনদের কে আদাব........।
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য, এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে । আজকে আমি আপনাদের সাথে ,শরৎকালের আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৩। আমার ফোনে ধারণ করা বেশ কয়েকটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে। চলুন এবার শুরু করা যাক।
দীর্ঘ দিন পর পর আমার বাংলা ব্লগ কমিউনিটির মধ্যে নিত্য নতুন প্রতিযোগিতার আয়োজন করা হয় । সেটা দেখে আমার খুবই ভালো লাগে। যেহেতু আমি একজন নতুন সদস্য আমি কমিউনিটিতে যুক্ত হওয়ার পর থেকে ৩ টি প্রতিযোগিতা অনুষ্ঠিত দেখে আসলাম । এবারের শরৎ কালের প্রতিযোগিতা আয়োজন করা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। যেহেতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত,বছরে এ ছয় ঋতুর নিয়েই আমাদের বাংলা।জলবায়ু আর আবহাওয়ার যে বৈরী লগ্ন, তা রূপবতী শরৎ কে করে তুলছে রূপ হীন।ঋতুর রাজ্যে শরৎ আসে অন্তহীন রূপের খেলা নিয়ে তাই শরৎ নিয়ে হতাশাও ঘিরে ধরছে প্রকৃতি প্রেমীদের।বর্তমানে শরৎ কাল এই শরৎ কাল নিয়ে আমাদের প্রতিযোগিতা । আমার কাছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বেশ ভালো লাগে।তাই আমি শরৎ কালের বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি দিয়ে ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম।
লোকেশন
আপনারা উপরে যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, আকাশ ছেয়ে যাওয়া কালো মেঘে ঢাকা সূর্য।এই ফটোগ্রাফি টি আমি বাসার ছাদ থেকে সংগ্রহ করেছি। যদি কখনো দেখি আকাশে কালো মেঘে জমে, তাহলে আমার ভাবি প্রচন্ড রকমের বৃষ্টি হবে। তবে কিছু কিছু কালো মেঘ আছে আকাশে উড়ে উড়ে বেড়ায় সে তা থেকে বৃষ্টি হয় না ।বর্তমান সময়ে আকাশ অসীমে মিলে যায় সাদা,কালো,নীল মেঘে আকাশ ভড়া , এ বেলায় রোদ ও বেলায় আচমকাই শীতল হাওয়া।এই নিয়ে আমাদের শরৎ কালের বিকেল বেলা ।
নদী হচ্ছে একটি প্রাকৃতিক সম্পদ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।নদীর প্রকৃতি বড়ই নির্মম নদীর এক কূল বেঙ্গে অনন্য কূল গড়ে। এটা বুজা খুবই দায় কেউ বলতে পারবে না নদীর কূল কখন কথায় বাঙ্গবে। নদীর জীবন ফিরে পায় যখন নদীতে পানি আসে। শরৎকাল মানেই নদ- নদীয় পানিতে ভরপুর । আমাদের একটি নদী প্রিয় সব দেশেই বইছে।আর এই নদীকে ভালো বাসে না এমন লোক খুঁজে পাওয়া দুস্কর। নদীর দিকে তাকালে বুঝা যায় আকাশ আর নদী যেন মিশে আছে।নদী হলো প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যা মনকে শান্তি ও প্রশান্তি দেয়। শরৎকালে আকাশে সাদা ও নীল সাজ দেখা যায়। যে গুলো দেখলে বুঝা যায় আকাশ ও যেন হাঁসি খুশিতে ভরপুর।
বর্তমান সময়ে বাংলার মাটিতে প্রতিটি মাঠে মাঠে সোনালী ধান ক্ষেতে ভরপুর হয়েছে।নানা সৌন্দর্যের পরিপূর্ণ ঋতু শরৎ, বাংলার তৃতীয় ঋতু। শ্রাবণ শেষে এর উপস্থিতি, যে ঋতু ভাদ্র আর আশ্বিন এ দু'মাস মিলে গঠিত।এই শরৎ কালের প্রথমে নতুন নতুন সোনালী ধানে ভোরে যাই ধান খেত । ধান গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ।আর আমি এই ধানের শীষ ও খেত এর ফটোগ্রাফি গুলো রাস্তার সাইড থেকে সংগ্রহ করেছি।
শরতের আকাশ নীল মেঘের ভেলায় , অপরূপ প্রাকৃতি এ ভরপুর।আকাশে নীল সাদা মেঘে ঘেরা সূর্যের কিরণ, দেখতে যে ভীষণ ভালো লাগে । সুন্দর মনোরম পরিবেশ আমাদের কম বেশি সবার কাছেই ভালো লাগে,সাথে নদ-নদীর দৃশ্য ।নদীর প্রকৃতির প্রেম আমরা বার বার পড়তে চায় তাই বার বার ছুতে যায় নদীর কাছে।এই ফটোগ্রাফি গুলো নদী সাউড থেকে সংগ্রহ করেছি।
লোকেশন
প্রকৃতিতে এখন ফুলে ফলে শরৎকাল। ভাদ্র-আশ্বিন এ দুই মাস শরৎকাল। শরতে প্রকৃতি হেসে উঠেছে। শরৎকালের প্রকৃতি হয় কোমল, শান্ত, স্নিগ্ধ ও উদার। শরতে রকমারি ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। এ সময়ে নদীর ধারে বালির চরে হেসে ওঠে কাশফুল। শুধু কাশফুলই নয়, শাপলা, শালুক, পদ্ম, জুঁই, কেয়া, শিউলি, জবা, কামিনী, মালতি, মল্লিকা, মাধবী, ছাতিম, দোলনচাঁপা, বেলি, জারুল, নয়ন তারা, ধূ-তরা, ঝিঙে, ইত্যাদি ।নানা রকমের কত ফুলে হেসে ওঠে প্রকৃতি সাথে ।এই ফটোগ্রাফি গুলো আমি আমার বাসার পাশ থেকে সংগ্রহ করেছি।
লোকেশন
উপরের ফটোগ্রাফি গুলো বেশ কয়েকদিন আগে ফটোগ্রাফি করেছি ।এই কাশফুল আমার শরৎ কালে দেখতে পাই ।কাশফুল মূলত ছন গোত্রীয় এক ধরনের ঘাস।নদীর তীরে, বিলের কাছে ও জলাভূমিতে এখন কাশফুলের মেলা। শরৎ চেনা যায় কাশফুলের এই অসাধারণ দৃশ্যে। কাশফুল যেন প্রকৃতির এক সুন্দর প্রতীক।কাচের মতো স্বচ্ছ নীল আকাশে গুচ্ছ গুচ্ছ সাজে মেঘের ভেলায় ছোটাছুটি, নদীর ধারে কিংবা গ্রামের কোনো প্রান্তে মৃদু সমীরণে দোল খাওয়া শুভ্র কাশফুলের স্নিগ্ধতা, দোলনচাঁপা, বেলি, শিউলি, শাপলা ফুলের অবারিত সৌন্দর্য নিয়ে আসে শরৎ।
আজকে মত এখানেই শেষ করছি, আশা করি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।কার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
Device | realme |
---|---|
Camera | 16 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
বাহ বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন তো!! আমার কাছে ধানের ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার বাংলা ব্লগ প্রত্যেকবারে নতুন, নতুন কনটেস্ট আয়োজন করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কমিউনিটির কনটেস্টে জয়েন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর দেখতে কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। শরৎকালের অনেক সুন্দর ফটোগ্রাফি হয়েছে। আর আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে দেখতে। বিশেষ করে কাশফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। আপনি সত্যি খুব সুন্দর ফটোগ্রাফি করেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দেখছি দারুন দারুন কতগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথমে ধন্যবাদ জানাই ফটোগ্রাফি কনটেস্ট অংশগ্রহণের জন্য। এছাড়া প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শরতের খুব সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। বেশ ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে। প্রাকৃতিক এই দৃশ্যগুলো সত্যিই মনমুগ্ধকর। চমৎকার কিছু ফটোগ্রাফির মাধ্যমে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখছি আজকে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি দিয়ে ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি শরৎকালের সৌন্দর্য কে স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে আপনার শেয়ার করা ধান ক্ষেতের ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন। শরৎকালের অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফিতে তুলে ধরেছেন আপু। অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রকৃতির এই সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যাই। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আসলেই আপনি অনেক সুন্দর সুন্দর কিছু শরতের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ।কাশফুল গুলো দেখতে অনেক অসাধারণ লাগছে ।ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit