ঘুম ভাঙার আলোয় খোলেন দুচোখ,
পাখির গানে ভরে ওঠে হৃদয়ের কোণ।
রোদে ভেজা ঘাসে মিশে যায় শীতলতা,
আনন্দে মেলে নতুন দিনের আশা।
চায়ের কাপে ভাসে বুদবুদ স্বপ্ন,
মন খুঁজে পায় জীবনের প্রেরণা।
প্রতিটি সকাল, যেন একটি নতুন কাব্য,
প্রত্যাশার পথে এগিয়ে চলে ভালোবাসা।