আমার পরিচিতি

in hive-129948 •  2 years ago 

নমস্কার

প্রিয় আমার বাংলা ব্লগ এর সদস্য এবং ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভাল আছেন।

আজ, আমি আমার আইডি ভেরিফিকেশনের জন্য প্রিয় আমার বাংলা ব্লগের সাথে আমার পরিচয় তুলে ধরলাম।

বিনীত নিবেদন করি, প্রিয় আমার বাংলা ব্লগ এর সদস্যবৃন্দ আমার আবেদন মঞ্জুর করবেন।

20220831_180641.jpg

আমার নাম সনাতন চন্দ্র রায়। আমার বয়স 23 বছর। আমার বাড়ি রংপুর বিভাগের দিনাজপুর জেলার সাতনালা গ্রামে।আমার বাবা একজন সামান্য চাকুরিজীবি,মা গৃহিনী। বর্তমানে আমার পরিবারে রয়েছে আমি, মা- বাবা ও ছোট বোন।

আমি আমার গ্রামের পাশেই ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার পড়ালেখার হাতে খড়ি । সুন্দর ছিল বিদ্যালয় এর শৈশবকাল টা। এখানেই আমার অনেকটা আচার-আচরণ ও সুন্দরভাবে চলার বিকাশ ঘটে।
আমি আলোকডিহি জে.বি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করি এবং এইচএসসি ইছামতি ডিগ্রী কলেজ থেকে পাস করে।এখন আমি নীলফামারী সরকারি কলেজ এর অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগের ছাত্র।
পড়াশোনার পাশাপাশি গল্পের বই, ফেসবুকও ইউটিউবে বিভিন্ন তথ্য-উপাত্ত শুনতেও পড়তে ভালো লাগে। এবং খেলাধুলার মধ্যে প্রিয় খেলা ছিল ক্রিকেট।

ছোটবেলা থেকেই গ্রামে বসবাস। গ্রামের মুক্ত বাতাস, পাখির কলরব, চারদিকে সবুজের সমারোহ এসব প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। গ্রামীণ শৈশবকাল টা অনেক সুন্দর যা বারবার ফিরে পেতে মন চায়।

20211030_172017.jpg

গ্রাম বাংলার পরিবেশে বড় হলে ও প্রযুক্তির ছোঁয়া সব কিছু কাছেই ছিল।পড়াশুনার পাশাপাশি প্রযুক্তির ছোঁয়ার জানা ও শেখার আগ্রহটা একটু বেশিই ছিল। তাই বর্তমানে পড়াশুনার পাশাপাশি অনলাইন ভিত্তিক কাজ করতে চাই।

এজন্য অনলাইন ভিত্তিক কিছু করার জন্য ফেসবুক নিউজফিডে ও ইউটিউবে খোঁজাখুঁজি করি,অনেক খোঁজাখুঁজির পর আমার প্রিয় আমার বাংলা ব্লগ সম্পর্কে জানতে পারি।

তাই আমার বাংলা ব্লগের প্রতি খুবই আগ্রহী হই এবং আমার বাংলা ব্লগের ভিডিও দেখি সেখান থেকে বিভিন্ন নিয়ম কানুন জানতে পারি এর সম্পর্কে।

তাই আমি আমার বাংলা ব্লগের সহযোগিতার মাধ্যমে আমার দীর্ঘদিনের ইচ্ছা অনলাইন ভিত্তিক কিছু করার এবং সকল নিয়ম-নীতি মেনে কাজ করতে চাই। আমি জানতে পারলাম আমার বাংলা ব্লগে ভেরিফাইড মেম্বারদের রেফারেন্স ছাড়া নতুন করে যুক্ত হওয়া যাবে না। কিন্তু আমাকে রেফারেন্স দেওয়ার মত কেউ নেই , তাই নতুন হিসাবে আমি আমার বাংলা ব্লগে সুযোগ আশা করছি। তাই, আমার বাংলা ব্লগে কাজ করার সুযোগ পেলে নিয়ম শৃঙ্খলা মেনে -সততার সাথে কাজ করে যাব।

এই আশায় আমার আবেদনটি আমার বাংলা ব্লগ কে বিশেষভাবে অনুমোদন করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি।

আমি তোমাকে ভালোবাসি আমার বাংলা ব্লগ।

ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দরভাবে আপনার পরিচিতি মুলক পোস্ট উপস্থাপন করেছেন। তবে আমরা আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বারদের রেফার ছাড়া অন্য কোনো মেম্বার গ্রহণ করছি না।
আশাকরি বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে।