আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৪ || গ্রীস্মকালীন ফলের গল্প -আম ও কাঁঠাল চুরির গল্প [10% @𝖘𝖍𝖞-𝖋𝖔𝖝 🦊]

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা


আমি @sangram5 বাংলাদেশ থেকে লিখছি!


░▒▓█আসসালামুআলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?█▓▒░


আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আমার বাংলা ব্লগে আমার গ্রীস্মকালে ঘটে যাওয়া কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করে আমার সব বন্ধুদের আমার এই ঘটে যাওয়া ঘটনা গুলোর কথা অনেক ভালো লাগবে, তো চলুন বন্ধুরা দেরী না করে পড়ে নেওয়া যাক!
তাহলে শুরু করলাম

আমি আজকে শেয়ার করতে চলেছি আমার জীবনের গ্রীস্মকালীন ফল চুরির সেরা কিছু মুহূর্তের গল্প। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই ৬/৮ বছর আগের কথা। আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুল থেকে ফেরার সময় দেখলাম এক বাড়ির আম গাছে আম পেকে রয়েছে। আমি সেখানে চিন্তা করলাম কিভাবে খাওয়া যায়। বাসায় আস্তে আস্তে চিন্তা করলাম যে রাতে যাবো । যেমন চিন্তা তেমন কাজ রাতে সেই বাড়ির আম গাছের নিচে গিয়ে হাজির।
IMG_20220330_113135.jpg
আমি জানতাম না যে সেই বাড়িতে কুকুর রয়েছে। কুকুরের ধাওয়া খেয়ে সেদিন আর আম খাওয়া হলো না। বাসায় আসার পর আমার মনের ভিতর যেন একটা আম খাবার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হলো। আমি চিন্তা করলাম এবার যে করেই হোক আম আমাকে খেতেই হবে। এবার আমি বাসার মশারি কেটে কোটা তৈরি করলাম। এবার গিয়ে আমি বাহির থেকেই আম পেরে নিয়ে আসি। সে রাতেই আমি আম গুলোকে খরের পূজে রেখে দিই ভালো করে পাকার জন্য।
IMG_20220330_112907.jpg
আমরা তো সবাই জানি আমরা ছোটবেলায় দলবেঁধে ঘুরে বেড়াতে ভালোবাসতাম। আমরা যারা গ্রামে থাকি তারা তো সবাই জানে গ্রামের আশেপাশে কোন ফলের বাগান থাকলে ছেলে মেয়েদের অত্যাচার থেকে ফল বাগান মালিক রেহাই পেতো না। আমি ও আমার বন্ধুরা মিলে একদিন গ্রামের পাশের এক বাগানে যাই। যেখানে রয়েছে আম, কাঁঠাল, লিচু সহ বিভিন্ন ফলের গাছ। তখন লিচু শেষ এর পথে কিন্তু কাঁঠাল গাছে কাঁঠাল রয়েছে।
IMG_20220330_154750.jpg
আমরা দেখতে লাগলাম যে কোনটা কাঁঠাল পেকেছে‌‌। দেখলাম যে কয়েকটা কাঁঠাল পাকার মতো হয়েছে কয়েকদিনের মধ্যে পেকে যাবে। ঐদিন আমরা ঐ বাগান থেকে চলে আসলাম। দুইদিন পর আমরা গিয়ে কাঁঠাল গুলো পেরে খেলাম। সবসময়ের মতো এবারো ফল বাগান মালিকের ধাওয়া খেতে হলো। অন্য দিকে আমি জানতাম না যে আমার সব বন্ধুরা মিলে প্ল্যান করেছে কাঁঠালের আঠা আমার চুলে মেখে দেওয়ার জন্য। অবশেষে তারা আমার চুলগুলোকে কাঁঠালের আঠা দিয়ে একেবারে নষ্ট করে ছেড়ে দিল।
IMG_20220330_113156.jpg
এরপর বাসায় ফেরার পর মা দেখেই বুঝে গিয়েছি আমি কোথায় গিয়েছিলাম। মায়ের হাতে খেলাম বেদম মার। সেদিন থেকেই ফল চুরি করার বাদ দিয়ে দেই।
আমার যতটুকু মনে পড়ে সেটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি।


আশা করি বন্ধুরা আমার এই পোস্টটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে। আর যদি কথা এবং লেখায় কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।


শুভেচ্ছান্তে:-
@sangram5

আমার পরিচয়

IMG-20210813-WA0019.jpg

আমার নাম মোঃ আবু হানিফ সংগ্রাম। আর আমার ইউজার আইডি নাম হচ্ছে @sangram আমি একজন নিয়মিত ছাত্র, বর্তমানে আমি পার্বতীপুর সরকারি কলেজের বিএসএস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার বাসা দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর থানা, ঢাকা, বাংলাদেশ।




ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কনটেস্ট উপলক্ষে দারুন দারুন কিছু গল্প পড়ার সুযোগ হচ্ছ। আপনার গল্পটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক গুছিয়ে আমাদের মাঝে গল্পটা উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার গল্প টি আমার খুবই ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে গল্পটি সকলের সামনে উপস্থাপন করেছেন। আমার আম ও কাঁঠাল খেতে ভালো বাসী।আপনি অনেক সুন্দর একটি গল্প লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার কাঠাল চুরির গল্প পড়ে অনেক ভালো লাগলো।তবে বাসায় এসে মায়ের মাইর খাওয়ার বিষয়টি আমি ভীষণ উপভোগ করেছি আপনার গল্পে ।আমি দেখতাম আমার পাশের বাসার একটা ছেলে আকাম করে আসত আর আপনার মত মায়ের হাতের মাইর খেত।যাইহোক আপনি দারুন একটি গল্প লিখেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

খুব সুন্দর একটি গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন কনটেস্ট উপলক্ষে। তবে কোন কিছু করার আগে ভেবে চিন্তে করতে হয়। সে বিষয়ে আমাদের বিশেষ যত্নবান হতে হবে। অনেকের বাড়িতে কুকুর থাকে।এটা যারা চুরি করে তারা সবসময় মাথায় রাখে কিন্তু আপনারা সামান্য বিষয়টা মাথায় রাখেন নাই।

কাঠালের আঠা মাথায় । বাপ রে বাপ কাঠালের আঠার ভয়ে অনেকে কাঠাল খায় না। আর সেটি যদি চুলে লাগে।তবে আমি কাঠাল খুবি পছন্দ করি। সুন্দর ছিল গল্প টি। ধন্যবাদ । ভাল থাকবেন। শুভেচ্ছা ।

আপনার দেওয়া গল্পটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে গল্পটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য।