"নকশী কাথা কি?"

in hive-129948 •  7 months ago 

InShot_20240711_141528838.jpg
"আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো
আছেন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাতায়ালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন।

      আজকে আমি যে বিষয়ের উপর কথা বলবো 
            সেটি হল নকশি কাথা। 

নকশী কাথা হলো বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী
কাঁথা, যা সাধারণত পুরনো শাড়ি বা কাপড় ব্যবহার
করে হাতে সেলাই করে তৈরি করা হয়। এই
কাঁথাগুলি সেলাই করার সময়, নানা ধরনের নকশা
ও মটিফ ব্যবহার করা হয়, যা সাধারণত ফুল,
পাখি, প্রাণী, গাছপালা, এবং গ্রামীণ জীবনের চিত্র
তুলে ধরে। নকশী কাঁথা কেবল একটি উষ্ণ ও
আরামদায়ক বস্ত্র নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

      আশা করি আপনাদের সবার ভালো লেগেছে 
   আজকের পোস্টটি। আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী  কোন পোস্টে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

        Writer" = Sanjid"
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

ছোটবেলায় সাজুর উপর গল্প করে নকশি কাঁথা জেনেছিলাম। তবে সেই ভাবে চোখের দেখা কখনোই দেখে উঠতে পারিনি। আসলে এবার বাংলায় নকশি কাঁথা হয়েই ওঠে না। আপনার ছবিতে খুব স্পষ্ট বোঝা না গেলেও খারাপ লাগছে না। আশা করব নকশি কাঁথা নিয়ে একটা বড় সুন্দর ধরনের পোস্ট আপনি করবেন পরে তাতে করে আমরাও জানতে পারব নকশি কাঁথা আসলেই কেমন দেখতে হয় কিভাবে বানানো হয়।

একদমই ঠিক বলেছেন নকশীকাঁথা এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।নকশিকাঁথা আমার ভীষণ পছন্দের। দেখতে দারুণ লাগে ও ব্যাবহারেও আরামদায়ক। ধন্যবাদ নকশিকাঁথা সম্পর্কে বিস্তারিত জানিয়ে পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।