সুস্বাদু মাজাদার ঝাল কাঁচা কলার কোপ্তা রেসিপি। 🥰🦊 প্রিয়@shy-fox 10% beneficiary🦊🥰।

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াতে ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার রেসিপি।
কাঁচা কলা দিয়ে মজাদার ঝাল কোপ্তা রেসিপি।
কাঁচা কলায় রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন বি যা আমাদের শরীলের জন্য অনেক উপকারী ঔষধ হিসেবে কাজ করে। কাঁচা কলার সব ধরনের রেসিপি আমার অনেক ভালো লাগে,বিশেষ করে কাঁচা কলা দিয়ে মাছ ভুনা করে খেতে অনেক ভালো লাগে। আবার কাঁচা কলা দিয়ে তেঁতুল দিয়ে হাতে মাখিয়ে ভর্তা করে খেতে তো দারুণ লাগে। আমি জানি অনেকেই কাঁচা কলার ভর্তা আমার মতো সবাই অনেক পছন্দ করেন।আমার আজকের কোপ্তা রেসিপি কেমন হয়েছে জানাবেন। এই রেসিপি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমি এই রেসিপি প্রথমবার তৈরি করেছি। আমার আম্মু খেয়ে বলেছেন অনেক টেস্টি হয়েছে।

চলুন তাহলে শুরু করি কাঁচা কলার ঝাল কোপ্তা রেসিপি।

IMG_20211211_144415.jpg

উপকরণ

কাঁচা কলা তিনটি।
টমেটো দুইটি।
পেঁয়াজ দুইটি।
বেসন হাফ কাপ।
পেঁয়াজ পাতা দুইটি।
ধনিয়াপাতা গাছ তিনটি।
হলুদ গুঁড়ো এক চামচ।
শুকনো মরিচ গুঁড়ো দুই চামচ।
জিরা গুঁড়ো এক চামচ।
ধনিয়া গুঁড়ো এক চামচ।
আদা বাটা এক চামচ।
রসুন বাটা এক চামচ।
এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাত পরিমাণ মতো।
সয়াবিন তেল পরিমাণ মতো।
লবণ পরিমাণ মতো।

IMG_20211211_145343.jpg

IMG_20211211_145214.jpg

প্রস্তুত প্রণালী

১. এখন প্রথমে একটি কলা তিনটি করে টুকরো করে কেটে নিবো ।
এরপর পরিষ্কার করে ধুয়ে একটি হাঁড়িতে সিদ্ধ করে নিবো।

IMG_20211211_145316.jpg

IMG_20211211_145256.jpg

IMG_20211211_145235.jpg

২.এবার কলা গুলো সিদ্ধ হয়ে গেলে ঢেলে রাখি।এরপর কলা গুলোর খোসা ছাড়িয়ে একটি বাটিতে নিয়ে নিবো।

IMG_20211211_145047.jpg

IMG_20211211_145032.jpg

৩.এখন পেঁয়াজ, কাঁচা মরিচ, পেঁয়াজ পাতা, টমেটো, ধনিয়াপাতা পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে নিবো।

IMG_20211211_145152.jpg

IMG_20211211_145128.jpg

৪.এবার একটি থালায় শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এলাচ,দারচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, লবঙ্গ ও লবণ নিয়ে নিবো।

IMG_20211211_145404.jpg

৫.খোসা ছাড়িয়ে রাখা কলায় পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে হাত দিয়ে ভালো ভাবে মাখিয়ে নিবো।

IMG_20211211_145015.jpg

IMG_20211211_145000.jpg

৬. এখন সব গুলো উপকরণ মাখানো হয়ে গেলে এতে দিয়ে দিবো, হাফ চামচ আদা, রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়ো এক চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরা, ধনিয়া গুঁড়ো হাফ চামচ ও লবণ দিয়ে ভালো ভাবে মেখে নিবো।
IMG_20211211_144939.jpg

৭.এরপর বেসন হাফ কাপ দিয়ে ভালো ভাবে মাখিয়ে, হাতে অল্প পরিমাণে সরিষার৷ তেল মাখিয়ে গোল গোল করে কোপ্তা তৈরি করে নিবো।

IMG_20211211_144919.jpg

IMG_20211211_144900.jpg

IMG_20211211_144841.jpg

৮.এবার চুলায় প্যান বসিয়ে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে গরম করে এতে কোপ্তা গুলো এক এক করে সব গুলো দিয়ে ভেজে নিবো।

IMG_20211211_144816.jpg

IMG_20211211_144731.jpg

৯.এখন কোপ্তা গুলো ভাজা হয়ে গেলে সব গুলো কোপ্তা একটি থালায় নামিয়ে রাখি।

IMG_20211211_144707.jpg

১০. এবার কোপ্তা ভাজা তেলেই পেঁয়াজ কুচি
গুলো দিয়ে একটু ভেজে এতে টমেটো টুকরো ও কিছু কাঁচা মরিচ ফালি দিয়ে দিবো।

IMG_20211211_144653.jpg

IMG_20211211_144638.jpg

১১.সব গুলো উপকরণ এক মিনিট ভেজে এতে এলাচি, দারচিনি, তেজপাতা,লবঙ্গ,আদা ও রসুন বাটা দিয়ে দিবো।

IMG_20211211_144610.jpg

১২.এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও লবণ দিয়ে কষিয়ে নিবো দুই মিনিট।

IMG_20211211_144555.jpg

IMG_20211211_144541.jpg

১৩.এবার দুই মিনিট মশলা গুলো কষানো হলে,এতে ভেজে রাখা কোপ্তা গুলো দিয়ে একটু নেড়ে আবার এক কাপ পরিমাণ পানি দিয়ে দুই মিনিট রান্না করে নিবো।

IMG_20211211_144525.jpg

IMG_20211211_144510.jpg

১৪.এবার ধনিয়াপাতা কুচি দিয়ে নেড়ে টেস্ট করে নামিয়ে রাখি।

IMG_20211211_144449.jpg

IMG_20211211_144431.jpg

এখন পরিবেশনের জন্য তিনটি কলার কোপ্তা নিয়ে এতে লেবু ও শসার টুকরো দিয়ে সাজিয়ে দিলাম।

IMG_20211211_144415.jpg

আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।
কলা দিয়ে ঝাল সুস্বাদু কোপ্তা রেসিপি। কেমন হয়েছে দয়া করে জানাবেন।
আজকে এখানেই শেষে আবার আসবো নতুন কিছু নিয়ে।

আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই।

ধন্যবাদ সবাইকে।

@santa14

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও😋!! আপনার তৈরি কাঁচা কলার কোপ্তা রেসিপিটা খুবই লোভনীয় লাগছে দেখতে। দেখেই তো জিহ্বায় জল চলে আসছে। খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। কাঁচা কলার কোপ্তা রেসিপি টা এই প্রথম দেখলাম এবং শুনলাম। কাচা কলা দিয়েও এতো সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় আপনার রেসিপি না দেখলে বুঝতামই নাহ। আপু আপনার কাছ থেকে এ ধরনের ইউনিক ইউনিক রেসিপি আশা করছি। কাঁচা কলার কোপ্তা রেসিপি তৈরি পদ্ধতি সম্পর্কে অসম্ভব সুন্দর বর্নণা দিয়েছেন যা বোঝার মতো ছিল। ধন্যবাদ ভালো থাকবেন।

ভাইয়া কাঁচা কলা দিয়ে কোপ্তা অসম্ভব মজাদার। তবে ভাইয়া না খেলে বুঝতেই পারবেন না। আমার কাছে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে।
ভাইয়া সব সময় চেষ্টা করি ইউনিক কিছু শেয়ার করতে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য।

সত্যিই আপু আপনার রেসিপিটা অসাধারণ হয়েছে। আসলে কোপ্তা খাসির মাংসের কিন্তু আপনি কাঁচা কলার কোপ্তা নিয়ে এসেছেন। খুবই অসাধারণ হয়েছে। বিশেষ করে আপনার উপস্থাপনা আমার কাছে বেশ ভালো লেগেছে। শুভকামনা রইল আপু।

জি ভাইয়া কাঁচা কলা দিয়েও অনেক টেস্টি কোপ্তা তৈরি করা যায়।
বাসায় একবার ট্রাই করে দেখবেন ভাইয়া ।

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় দিয়ে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
আপনার জন্য শুভকামনা রইলো।

অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আপু। কাচা কলার কোপ্তা রেসিপি এই প্রথম দেখলাম। এর আগে কখনো এই রেসিপিটি দেখিনি। রেসিপিটা আসলেই অনেক ইউনিক ছিল। দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। খাবারের কালার টা অনেক সুন্দর লাগছে। খুব সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

কাঁচা কলার কোপ্তা খেতে আপু দারুণ লাগে। জি আপু খেতে অনেকটাই সুস্বাদু বিশেষ করে গরম ভাতের সাথে খেতে অনেক মজাদার লাগে আপু।
একবার বাসায় ট্রাই করে দেখবেন আপু।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য।
আপনার জন্যও অনেক শুভকামনা রইলো আপু মনি।

আজকে নতুন একটা রেসিপি আমি দেখলাম। সত্যি আমি দেখে অবাক হয়ে গেল। অনেক সুন্দর হয়েছে আপু। ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

দেখতে তো অসাধারণ লাগছে মনে হচ্ছে খেতেও ভালো লেগেছে। কাঁচ কলার কোপ্তা মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন অন্য কোন রেসিপি। কাঁচকলা দিয়ে এত সুন্দর ভাবে রেসিপি ফুটিয়ে তুলেছেন প্রথম ছবিটা দেখেই যে কারো খেতে ইচ্ছে করবে। অনেক অনেক বেশি ভাল লেগেছে আপনার আজকের রেসিপি টা। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর একটি রেসিপি নিয়ে আসার জন্য।

আপু কাঁচা কলার কোপ্তা খেতে অনেক মজাদার হয়।
আপনি একবার তৈরি করে খেয়ে দেখবেন অনেক টেস্টি লাগে আপু।

ধন্যবাদ আপু মতামত শেয়ার করার জন্য।

ওয়াও! আপু অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন আজকে আপনি। এটা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার রেসিপি। কাচা কলার কোপ্তা রেসিপি কখনো খাওয়া হয়নি মনে হয় এই জীবনে। শুধু ভর্তা খেয়ে এসেছি। ধন্যবাদ আপু সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভাইয়া একবার ট্রাই করে দেখতে পারেন।
এতোটা সুস্বাদু না খেলে বুঝতেই পারবেন না।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

দারুণ হয়েছে আপু আপনার রেসিপিটি।এটি আমার কাছে সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি লাগছে কারণ কাঁচা কলা আলাদাভাবে কোনদিন খাওয়া হয় নাই।সর্বোপরি ধাপে ধাপে রান্নার পদ্ধতি এবং উপস্থাপনা চমৎকার ছিল।শুভকামনা রইলো আপু আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া।

কাঁচ কলার কোপ্তা এই প্রথম জীবনে নাম শুনলাম। রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। কালার টাও খুব সুন্দর হয়েছে। তবে আমি আপনার রেসিপিটি ধাপে ধাপে অনুসরণ করে একদিন বাসায় তৈরি করব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

অবশ্যই ভাইয়া বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কতোটা মজাদার।
অনেক ধন্যবাদ ভাইয়া মতামত শেয়ার করার জন্য।

কাঁচা কলার কোপ্তা রেসিপি টা দেখে তো জিভে জল চলে এলো। কাচা কলার কোপ্তা খেতে দারুন হয়। খুব মজাদার একটি রেসিপি আপনি শেয়ার করেছেন। খুব সুন্দর ভাবে উপস্থাপন করে আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ আপু মনি, সুন্দর কমেন্ট শেয়ার করে উৎসাহিত করার জন্য।

সুস্বাদু মাজাদার ঝাল কাঁচা কলার কোপ্তা রেসিপি খুবই সুন্দর হয়েছে। দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।