চ্যাপা শুটকি ও মাছ দিয়ে লাউয়ের খোসার ঝাল ঝাল সুস্বাদু ভর্তা রেসিপ। প্রিয় shy-fox 10% beneficiar।

in hive-129948 •  11 months ago 
আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন?আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।যদিও রোজা রেখে একটু ক্লান্ত আছি। আমি না শুধু সকল ভাই বোনেরাই।

Picsart_24-03-13_05-03-09-851.jpg

আজকে আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম। আজকে কিন্তু একটি মজাদার ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম।চ্যাপা শুটকি ও মাছ দিয়ে লাউয়ের খোসার ঝাল ঝাল সুস্বাদু ভর্তা রেসিপ।রোজা রেখে সারাদিন ইফতারি করার পর আর কিছুই খেতে ইচ্ছে করে না।তার মধ্যে আরও ভালো লাগে না মাছ মাংস। তবে সবার এমন হয় কি না জানি না।তার জন্য প্রতিদিন সেহরিতে একটি করে ভর্তা আইটেম রাখতেই হয় আমার।ভর্তা ছাড়া মনে হয় গলা দিয়ে ভাত নামতেই চাই না।ভর্তাটা হলে মনে হয় একটু খাওয়া যায়।তার জন্য আজকের ভর্তা রেসিপি টা আপনাদের মাঝে শেয়ার করছি। খেতে অসম্ভব মজাদার হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের পোস্টে।

চ্যাপা শুটকি ও মাছ দিয়ে লাউয়ের খোসার সুস্বাদু ঝাল ঝাল ভর্তা রেসিপি
উপকরণ সমূহপরিমাণ
১.লাউয়ের খোসাপরিমাণ মতো।
২.চ্যাপা শুটকিএকটি।
৩.মাছের লেজএকটি।
৪.পেঁয়াজচারটি।
৫.শুকনো মরিচআটটি।
৬ কাঁচা মরিচদশটি।
৭.রসুনএকটি।
৮.ধনিয়াপাতাপরিমাণ মতো।
৯.হলুদ গুঁড়োহাফ্ চামচ।
১০.সাদা তেলতিন চামচ।
১১.লবণস্বাদমতো।
১২শিলও পাটা।

IMG_20240311_205911.jpg

প্রথম ধাপ

IMG_20240311_205948.jpg

IMG_20240311_210511.jpg

প্রথমেই লাউয়ের খোসা গুলো কুচি কুচি করে কেটে নিবও। এরপর ভালো করে ধুয়ে নিয়ে নিবও।এরপর একটি করিয়াতে পানি দিয়ে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিব।

দ্বিতীয় ধাপ

IMG_20240311_210531.jpg

IMG_20240311_210445.jpg

IMG_20240311_210619.jpg

এবার নেড়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নিবও।এরপর সিদ্ধ হলে পানি গুলো ছেঁকে নিয়ে রেখে দিবও।জেনও ভালো ভাবে পানি পড়ে যায়।

তৃতীয় ধাপ

IMG_20240311_210103.jpg

IMG_20240311_210133.jpg

এবার একটি থালায় পেঁয়াজ ও রসুন খোসা ছাড়িয়ে নিবও।এরপর পেঁয়াজ, রসুন কাঁচা মরিচ, ধনিয়াপাতা ও চ্যাপা শুটকি ভালো করে ধুয়ে নিয়ে নিবও।পেঁয়াজ-রসুন ও ধনিয়াপাতা কুচি করে কেটে নিবও।

চতুর্থ ধাপ

IMG_20240311_210216.jpg

IMG_20240311_210241.jpg

এখন চুলায় একটি করিয়া বসিয়ে দিলাম। এরপর পেঁয়াজ-রসুন ও কাঁচা মরিচ গুলো হালকা ভেজে নিলাম।এরপর এতে শুকনো মরিচ ও ধনিয়াপাতা কুচি দিয়ে ভেজে নিবও।

পঞ্চম ধাপ

IMG_20240311_210305.jpg

IMG_20240311_210424.jpg

এবার চ্যাপা শুটকি আর মাছের লেজ টা দিয়ে ভালো করে ভেজে নিবও।সব কিছু ভালো করে ভাজা হলে একটি মাটির বাটিতে নামিয়ে নিবও।

ষষ্ঠ ধাপ

IMG_20240311_210658.jpg

IMG_20240311_210719.jpg

IMG_20240311_210740.jpg

এবার পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে নিলাম একটি শিল ও পাটা।প্রথমে সিদ্ধ করে রাখা লাউয়ের খোসা বেটে নিলাম।

সপ্তম ধাপ

IMG_20240311_210805.jpg

IMG_20240311_210828.jpg

এবার আমি সব গুলো উপকরণ এক সাথে করে বেটে নিয়ে নিবও ভালো করে।

অষ্টম ধাপ

IMG_20240311_210849.jpg

IMG_20240311_210924.jpg

এবার আমি চ্যাপা শুটকি ও মাছ গুলো এক সাথে করে ভালো করে বেটে নিয়ে নিবও।

নবম ধাপ

IMG_20240311_210944.jpg

IMG_20240311_211018.jpg

এবার আমি অল্প লবণ দিয়ে পেঁয়াজ কুচি গুলো বেটে নিয়ে নিবও।

দশম ধাপ

IMG_20240311_211038.jpg

IMG_20240311_211053.jpg

এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে নিবও। এরপর লবণ টেস্ট করে নিয়ে সব ঠিক হলে একটা বাটিতে নামিয়ে নিবও।

পরিবেশনে

IMG_20240311_211321.jpg

IMG_20240311_211139.jpg

IMG_20240311_211407.jpg

এখন কাঁচা মরিচ ও রসুন দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলাম। খেতে অসম্ভব মজাদার আর ঝাল ঝাল হয়েছিলও।আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63EzJkCoSKKtqLR9nX3YSyjVShEtA13eAPdcRDuvTvZkWUHLZpNEicZu9EF9xS...s64PSwc3TBMrEmeN7Q1VYGssCuLmmXnbEvkEeJyhGVri9ge74RoTTjCj2Z6H5T3UHWVTee6GbnTigSycigMx6Ai4WcCAcR3goGUqtcajkU1jbR8sxMMYbeiNjx.png

আজকে এ পর্যন্তই বিদায় নিলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। কোনো ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvSdGLWkDaDJPgEpW2HBpRzWVBWYeZPStyQvwCfppe5ZctbWrSRFM4hXHSKb5NHJqVuDbm8YCr3PsMXaSSESJ9TUgbR7gRbpasC68zcNduTZ8RNgWdg8SxW8xqTnY718yvjiRYdrBabs72my5i7jju4HF9x4X8KA57QDHWcjuo5g.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvaqfo8YsKCzkAvQoGDwrtvAJeqMTpZW7N8oPfDYiXSRYy9GcqfTUqDM1iFDWsBzhCdG1R398pL1oASFBtqZywrsnwqe2VkXnB2FBC8XGqsFCERyGofn3FTo8gW7KMiJDpWx1oHyL5tjbYfnpdh7DGupXpsgTV9Jsq1WUDkThNrS.png

আমার নাম শান্তা হাবিব। আব্বুর আদরের মেয়ে ছিলাম তাই আব্বুর নামের সাথে মিল রেখে আমার নাম।আমার স্টিমিট আইডি @santa14।আমি ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে জয়েন করেছি।আমি বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়া জেলায় থাকি।আমি একজন ছাএী ডিগ্রিতে পড়াশোনা করছি।আমি গান করতে অনেক বেশি ভালোবাসি।তার পাশাপাশি রান্না করতে আর নতুন কিছু শিখতে পছন্দ করি।ফটোগ্রাফি,আর্ট,ডাই করতে বেশি পছন্দ করি।ঘুরাঘুরি করতেও খুব ভালোবাসি যদিও তা বেশি হয়ে উঠে না।আমার বাংলা ব্লগ কে অনেক বেশি ভালবাসি কারণ এখানে নিজের মাতৃভাষায় লিখতে পারি।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvSdGLWkDaDJPgEpW2HBpRzWVBWYeZPStyQvwCfppe5ZctbWrSRFM4hXHSKb5NHJqVuDbm8YCr3PsMXaSSESJ9TUgbR7gRbpasC68zcNduTZ8RNgWdg8SxW8xqTnY718yvjiRYdrBabs72my5i7jju4HF9x4X8KA57QDHWcjuo5g.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmw4A3zY3NcDtsXXcknfiPWwLU6feJwZBt5cQhRcR3SPGqHf5Ws4Bjy3cSPz6mERQ1sDZwH4DBExxbZW1DTirHi88MKSQTFbdHRXBsYDrufkmeD4foYQShuJ6ezpD7oQ2nAYyz12uRSP6ewx1siSB3msxMiFW1QTwZhhSSDddtqVQ.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmukNfs2GuW2etrTVEYNc1vW1DsqnRnee2zJWh2DCbPduaKfaS7uvzEJJQXDnyBqwU6zxcFcXiXiYSUu6AwvfNtE1ECCufxHeAzKkus6TvSJwfCCs3nsrDWUfPFybRULDd6FgG7D3tcH5W3dXoNWzfLMEgYHRnicmRcgwmQ2vRhdo.gif

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmwKtcuUVAUNh2dfaLjMTAZpWSVqHGryjmSxKCnmwDdfcL3LHsM1Di4PEMRy1dZC9LygW5XWq56mHEMLE8jjhy45DzWPtuhAM3gcxPDVmnY1LHJZcdxftcLbr1W8TbyUjK68U8HxVhi3wzFTKTf9gyqJaBGUU5mNpwKn2MgQFneUE.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvMvKFZyjg3L8ykGz7LRTxBjTUYHLm3rgpQC5HrASbbZVEHY6KrzxK5D6Ls42xqWeR6w3Bcb4uzQsABsqdgxsxGE8bdC19AQtoeL9EGk3Y1yrEHeodcqtJ46yuidfjhXHqHW7ADtPFW4xy2o1AvghWydrQtuTaQ1XGrXSzJV2Ytu.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চ্যাপা শুটকি ও মাছ দিয়ে লাউয়ের খোসার ঝাল ঝাল সুস্বাদু ভর্তা রেসিপি দেখে আমার দাদি এবং আমার শাশুড়ির কথা মনে পড়ে গেল। তারা এই ভর্তাগুলো খুব পছন্দ করতেন।
তবে আমি তেমন একটা খাই না। তোমার রেসিপি প্রসেস টা দারুন ছিল।

আপু এভাবে খেয়ে দেখবে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়।আমিও নতুন তৈরি করেছি এই ভর্তা খেতে চমৎকার।

Upvoted! Thank you for supporting witness @jswit.

চ্যাপা শুটকি কখনো খায় নাই ও আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুণভাবে চাপা শুটকি মাছ দিয়ে লাউয়ের খোসার ঝাল ঝাল সুস্বাদু ভর্তা রেসিপি সম্পন্ন করেছেন। ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। সকাল সকাল ভাতের সাথে ভর্তা যেন জমে উঠে বেশ দারুণভাবে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার উপস্থাপনা করার প্রক্রিয়াগুলি অনেক সুন্দর ছিল এবং ধাপ গুলি খুবই স্পষ্ট। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

ভাইয়া চ্যাপা শুটকির ভর্তা খান নাই তো। তাহলে একবার হলেও খেয়ে দেখবেন। এতো মজার হয় এই চ্যাপা শুটকির ভর্তা।

চ্যাপা শুটকি ও মাছ দিয়ে লাউয়ের খোসার ঝাল ভর্তা কখনো খাওয়া হয়নি।তবে আপনার রেসিপি দেখে খুব লোভ হচ্ছে। এই রমজানে ইফতারের পরে এই ভর্তা খেতে অনেকটাই ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

ভাইয়া এমন করে একদিন তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছেন আপু।আমার মামনি এভাবে লাউয়ের খোসা দিয়ে মজা করে ভর্তা বানায়, খেতে খুব ভালো লাগে।আর রমজান মাসে ঠিকমত কিছু খাওয়া যায় না। ইফতার করার পর আর ভাত খেতে ইচ্ছে করে না। তবে এভাবে ভর্তা হলে আসলেই আর কিছু লাগে না।দারুণ রেসিপি শেয়ার করেছেন।

একদম ঠিক বলছেন আপু। তার জন্য সেহরিতে খাওয়ার জন্য। তৈরি করেছিলাম এই মজার ভর্তা টা।অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

বাহ! দারুণ স্বাদের একটা রেসিপি উপস্থাপন করেছেন। চ্যাপা শুটকি যে কোন কিছুর সাথে ভর্তা বানানো যায় এবং সেটা খেতে ভীষণ স্বাদের হয়ে থাকে। অনেক ধন্যবাদ।

ভাইয়া আপনার কাছে আমার রেসিপি টা ভালো লেগেছে।দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। জি ভাইয়া চ্যাপা শুটকি দিয়ে যে কোনো ভর্তা অনেক সুস্বাদু হয়।

বেশ চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। ভর্তা আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আপনার তৈরি চ্যাপা শুটকি ও মাছ দিয়ে লাউয়ের খোসার ভর্তা রেসিপি আমার কাছে অনেক ইউনিক মনে হয়েছে। এভাবে কখনো লাউয়ের খোসা শুঁটকি মাছ দিয়ে ভর্তা করে খাওয়া হয়নি। গরম ভাতের সাথে এধরনের ভর্তা খেতে দারুন লাগে। ধন্যবাদ মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দিয়ে পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য।

চ্যাপা শুটকি ভীষণ সুস্বাদু। আপনি ভীষণ সুস্বাদু করে লাউ এর খোসা দিয়ে চ্যাপা শুটকি রেসিপিটি শেয়ার করেছেন। ধাপে ধাপে চমৎকার করে রন্ধন প্রনালী তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার মূল্যবান সময় দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

লাউয়ের খোসার ভর্তা কখনো খাওয়া হয়নি। আজকে নতুন একটি রেসিপি শিখতে পারলাম আপু। শুটকি মাছ দিয়ে যে কোন ভর্তা করে খেতে অনেক ভালো লাগে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

আপু আমিও নতুন তৈরি করেছি এ ভর্তাটা খেতে অসম্ভব মজাদার। এমন করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন দারুণ হবে।

যেকোনো ভর্তা রেসিপি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর যদি ভর্তা রেসিপি এমন ইউনিক হয় তাহলে তা খেতে দুর্দান্ত স্বাদ লাগবে তা বলার অপেক্ষা রাখে না। যেহেতু আপনি এই ভর্তা রেসিপিতে চ্যাপা শুটকি ব্যবহার করেছেন তাতে বোঝা যাচ্ছে স্বাদের মাত্রা দ্বিগুণ হয়ে গিয়েছিল। অনেক অনেক ধন্যবাদ আপু, চ্যাপা শুটকি ও মাছ দিয়ে লাউয়ের খোসার ঝাল ঝাল সুস্বাদু ভর্তা রেসিপি শেয়ার করার জন্য।

একদম ভাইয়া চ্যাপা শুটকি দিয়ে কোনো ভর্তা মজাদার হয়।অনেক ধন্যবাদ ভাইয়া কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য।

চ্যাপা শুটকি ও মাছ দিয়ে লাউয়ের খোসার ঝাল ঝাল সুস্বাদু ভর্তা রেসিপ দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে। আসলে এরকম রেসিপি গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার লাগে।

Posted using SteemPro Mobile

গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা অসম্ভব সুস্বাদু লাগে।বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। অনেক ধন্যবাদ ভাইয়া কমেন্ট করে পাশে থাকার জন্য।

আপু অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন রেসিপিটি দেখেই তো লোভ লেগে গেল। আর আপনার শুটকি ভর্তাটি দেখে আমার বাবার কথা মনে পড়ে গেল।
কারণ আমার বাবার চ্যাপা শুটকির ভর্তা অনেক প্রিয় ছিল। তবে লাউয়ের খোসা দিয়ে এভাবে খাওয়া হয়নি। দারুণ একটি রেসিপি আপনার মাধ্যমে শিখে নিলাম ধন্যবাদ আপু আপনাকে।

অবশ্যই আপু বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। খেতে অসম্ভব মজাদার হয়।অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।