সুস্থতা সৃষ্টিকর্তার অশেষ নিয়ামত।প্রিয় shy-fox 10% beneficiary।

in hive-129948 •  2 years ago 
আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুআ তে ভালো আছি।

IMG_20230602_171943.jpg

আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম। আজকে কোনো রেসিপি বা গান পোস্ট করবো না। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো দীর্ঘ ১০ দিন অসুস্থ থাকার পর সুস্থ হওয়ার গল্প। সত্যি সুস্থতা হলো সৃষ্টিকর্তার অশেষ নিয়ামত।চলুন তাহলে বলতে শুরু করি।

IMG_20230521_131011.jpg

*যেই পরিমাণে রৌদ্র পড়ছে তার মধ্যে বাহিরে যাওয়া খুব কষ্ট দায়ক।কিছু দিন আগে কলেজে গিয়ে ছিলাম আমাদের রেজাল্ট দিয়েছে রেজাল্ট দেখার জন্য।আর আমার একটা বাজে সভাব কি আমি বাহিরে কোথাও কিছু খেতে পারি না।বিশেষ করে পানি খেতে পারি না আমাদের টিউবওয়েল এর পানি ছাড়া।তারপর বান্ধুবী জোর করে বাহিরে তৈরি বিভিন্ন ধরনের ফলে দিয়ে তৈরি জুস খাওয়াবে।তার মন রাখতে গিয়ে না খেতে ইচ্ছা করেও খেয়েছিলাম।তবে সারাদিন রোদে ঘুরাঘুরি করে খেতে যেনও ভালোই লেগেছে। যাইহোক তার পর থেকে যেনও শরীল টা কেমন কেমন করছিল।এরপর বাসায় আসতে আসতে ২ টা থেকে ২:৩০ বেজে যায়।

IMG_20230602_193853.jpg

এরপর বাসায় আসার পর থেকে পেটে ব্যাথা প্রচুর পরিমাণে। পানি খেতে খেতে বমি আসে তাও পেটে ব্যাথা যায় না।এরপর আমাদের গ্রামের একটা ডাক্তার এর কাছে ফোন দিয়ে সব সমস্যার কথা বলি। ডাক্তার স্যালাইন আর এ্যালকুলী ঔষধ টা দিয়ে পাঠায়।এরপর ঔষধ আর স্যালাইন খাওয়ার পর সারাদিন একদম সুস্থ ছিলাম আমি। তারপর আবার রাত ১২ টা থেকে শুরু হয় প্রচুর পরিমানে ব্যাথা যা আমি সয্য করতে পারছিলাম না😭।আর এই ব্যাথা রাত ১ টা থেকে শুরু করে সকাল ৯ টা পর্যন্ত ৮ টা প্যারাসিটামল ঔষধ খেয়েছি। তাও ব্যাথা কমছে একটু তো আবার বাড়ছে। সকাল ১০ টা বাজা মাএ আমাদের এখানে সরকারি হাসপাতালে চলে যায়।

IMG_20230602_195059.jpg

এরপর সাথে সাথে গিয়ে একটা মহিলা ডাক্তার এর
সিরিয়াল নিয়ে নিলাম। তারপর ওই মহিলা আমার সমস্যার কথা শুনে আমাকে ইউরিন টেস্ট করতে বলে। পরে আমি এই সরকারি হাসপাতালেই ইউরিন টেস্ট করতে দিয়ে আসি।

IMG_20230602_191012.jpg

IMG_20230602_191042.jpg

এরপর ১ ঘন্টা পর আমাকে ডাকা হয় রিপোর্ট নিয়ে যেতে। এই রিপোর্ট দেখেই আমি বুঝি কিছু একটা সমস্যা😢😢।এরপর ওই মহিলা ডাক্তার কে আবার রিপোর্ট দেখায়। ওই মহিলা ডাক্তার বলেন আমার নাকি প্রচুর পরিমানে ইউরিনে ইনফেকশন হয়েছে😭।তারপর আবার বলছিলও আরেক টা সমস্যা আছে?পরে জিজ্ঞেস করলাম কি আপু।বলে কিডনিতে নাকি অনেক বেশি প্রটিন রয়েছে।

IMG_20230602_190938.jpg

IMG_20230602_190729.jpg

এরপর একটা ইনজেকশন লিখে দেয় আর একটা ঔষধ। ইনজেকশন টা দেয় ৭ দিনে সাতটা দেওয়ার জন্য।সাতদি ইনজেকশন টা দেওয়ার পর আবার দেখাতে বলেছেন। আর বলেছেন প্রচুর পরিমানে পানি খাওয়ার জন্য।

IMG_20230602_171926.jpg

এবার সমস্যা হলো আমার হাতের শিরা খুঁজে পাই না কেউ একদম ভিতরে😢।তারপর চার টা ক্যানোলা নষ্ট করে আর আমার হাতে তো ব্যাথা দেয়।পাঁচ নাম্বার ক্যানোলা টা আমার হাতে লাগে একদম ঠিক ভাবে।

IMG_20230602_190813.jpg

IMG_20230602_172014.jpg

এবার প্রতিদিন নিজের ইনজেকশন গুলো নিজে নিজেই সব গুলো দিলাম।যদিও এক হাতে দিতে খুব কষ্ট হয়েছে।ইনজেকশন গুলো নিয়ম করে দেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন ভালো আছি।

IMG_20230602_172257.jpg

IMG_20230602_172228.jpg

IMG_20230602_172151.jpg

আর এই সাতদিন হাতে ক্যানোলা লাগিয়ে রেখে এই অবস্থা । প্রচুর পরিমানে গরম ছিলও তার জন্য মনে হয় একদম হাতের চামড়া মরে গেছে। আর আরেক টা কথা কি এই হাত নিয়ে আমি রেসিপি ও তৈরি করেছি পোস্ট করার জন্য🤭🤭। এখন আপনাদের সবার দুআ তে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি।

আশা করি আমার আজকের পোস্ট আপনারা পড়বেন। আর এই গরমের মধ্যে দয়া করে পানি বেশি বেশি করে খাবেন।কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWAXVXAZqzQtAZipx7CtkfZzdpUxEJ1PJv9XRgcSbyKhnceiV9MC2a1oftwqFQf...P7UR2uKjFdAM6h8UJSf4esGrzqUr6Lt1V4Y71LBCbqgxHhmo2wEWe5wcdmACqsBD2y6UDyubmRkKX58fih91XNG7KiLMDjivA4PiQo3X9CqUzZ1mh9auM2pk9b.gif

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21Q1PGa9VRULriCxk4fH6j7PUgfzSWQc6Li3te11seJaUFauSCXHoUgfDszACba...ZFNB6ea6tjQifmiCcAUG9x2KRuk6DfgPB1LDdC5Wy3iWUD9cDnJymr76LWfRHxF3Wdm6CtUUgoo6wW1MQcnWraTaz8zDhJLjjhq5ysiQjMQPtz6Wi6JPD4XVvN.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

এটা সত্যি যে সুস্থতা হচ্ছে সৃষ্টিকর্তার অন্যতম নিয়ামত গুলোর মধ্যে একটি। মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে, তিনি এখন তোমাকে সুস্থতা দান করেছে।আর ইউরিন ইনফেকশন হলে প্রচুর পরিমাণে পানি খেতে হয়। প্রচুর পরিমাণে পানি খাও রেস্ট নাও আর পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে।
♥♥

সুস্থতা হলো ঈশ্বরের আশীর্বাদ।যা আমরা অসুস্থ হলে বুঝতে পারি যে সুস্থ থাকাটা কত জরুরি।আবহাওয়া কারনে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেড়িয়ে যাচ্ছে আর বাইরে ঘোরাঘুরি করার সময় জল কম খাওয়ার কারনে ইউরিন ইনফেকশন দেখা দেয়।সাতদিন সাতট্ ইনজেকশন দেওয়া সত্যিই অনেক কষ্টদায়ক ব্যাপার।ডাক্তার যেভাবে বলেছেন সেভাবে নিয়ম করে চলুন আর বেশি বেশি জল পান করুন আপু তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে।ঈশ্বর আপনার মঙ্গল করুক এই প্রার্থনা করি।

সুস্থতা হচ্ছে সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু আমরা যখন সুস্থ থাকি তখন সেটা বুঝি না। অসুস্থ হওয়ার পর সেটা টের পাই। এই গরমে সাতদিন হাতে ক্যানোলা লাগিয়ে রেখে তো আপনার হাতের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত আপনি ভালো আছেন জেনে খুব ভালো লাগলো আপু। নিজের যত্ন নিবেন আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।