বাবা তুমি কেমন আছো ইসলামিক সংগীত।

in hive-129948 •  8 months ago  (edited)
আসসালামু আলাইকুম/আপনারা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম। আজকে আমি আমার খুব খুব পছন্দের একটি ইসলামিক সংগীত নিয়ে চলে এলাম।বাবা তুমি কেমন আছো। এই সংগীত টা গাওয়ার সময় আমার চোখে পানি চলে আসে।আসলে দুনিয়াতে যাদের বাবা নেই তারাই বুঝে। বাবা না থাকার কতটা কষ্টের।যাদের বাবা এখনো বেঁচে আছে তাদের যত্ন নিন।বাবাকে নিয়ে যা ইচ্ছা সপ্ন সব পূরণ করুন। পৃথিবীতে সব কিছু হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়া যায়। কিন্তু বাবা- মাকে কখনো খুজে পাওয়া যায় না।তাদের আদর যত্ন গুলো কখনো না।জানেন বাবাকে নিয়ে কতো সপ্ন ছিলও।নিজের ইনকাম দিয়ে বাবাকে অনেক কিছু কিনে দিবও।আজকে তো ইনকাম করছি এখন টাকা ও থাকে হাতে। অথচ সেই মানুষ টা নেই যে এতো যত্ন করে আদর করে বড় করেছে। আমাদের সব আবদার পূরণ করেছে।

আমি নিজেই পারিনি কিছু করতে আমার সেই কবরে শুয়ে থাকা অসহায় বাবার জন্য😭।আসলে কবরে শুয়ে থাকা প্রতিটি বাবা-ভাই বোন সকলের আত্মীয়-স্বজনরা খুব অসহায় হয়।তাদের কে দেখার মতো আল্লাহ ছাড়া কেউ হয় না। আমরা অসুস্থ হলে সবাই থাকে সাথে। আর তারা অন্ধকার কবরে একা একা।আমরা সবাই চলে যাবও একদিন। শুধু কিছু আগে আর কিছু পরে।দোয়া করি আল্লাহ তায়ালা সবাই কে নেক আমল দান করুক।
দোয়াও করবেন আমার বাবার জন্য এবং কবরে শুয়ে থাকা সকল বাবাকে আল্লাহ তায়ালা যেনও জান্নাতুল ফেরদৌসে দান করেন। চলুন তাহলে শুরু করি আজকের পোস্ট।

বাবা তুমি কেমন আছো ইসলামিক সংগীত
ইসলামিক সংগীত
  • গীতিকার: শেখ নজরুল।
  • সুরকার: ওবায়দুল্লাহ তারেক।
  • কভার:আমি @santa14
ইসলামিক সংগীত লিরিক্স

বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে,পড়ছে বারে বারে..।
বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে,পড়ছে বারে বারে..।
বাবা..গো..ও.. ও.. বাবা....
বাবা..গো..ও..ও.. বাবা....
বাবা..গো..ও.. ও.. বাবা....
বাবা..গো..ও..ও.. বাবা....।

কত আদর কত স্নেহ, তোমার কাছে পেলাম..
সব কিছু হারিয়ে আজকে,নিঃস্ব হয়ে গেলাম।
কত আদর কত স্নেহ.. তোমার কাছে পেলাম..
সব কিছু হারিয়ে আজকে,নিঃস্ব হয়ে গেলাম..।
ভালোবাসি তোমায় বাবা,বুকটা যে যায় ছিঁড়ে
তোমার কথা হৃদয় মাঝে,পড়ছে বারে বারে..।
বাবা.. গো..ও.. ও.. বাবা..
বাবা.. গো.. ও..ও.. বাবা..।
বাবা.. গো.. ও.. ও.. বাবা..
বাবা.. গো.. ও..ও.. বাবা..।

তোমার মত আপন কেহ,পাই না তো আর খুঁজে
তাইতো আজই ঘুমের ঘোরে,অশ্রুতে যায় ভিজে
তোমার মত আপন কেহ,পাই না তো আর খুঁজে
তাইতো আজই ঘুমের ঘোরে,অশ্রুতে যায় ভিজে
সুখে থেকো পরম সুখে.. জান্নাতের ভিতরে..।
তোমার কথা হৃদয় মাঝে, পড়ছে বারে বারে..।
বাবা..গো.. ও.. ও.. বাবা..
বাবা..গো.. ও.. ও..বাবা..
বাবা.. গো.. ও..ও.. বাবা..
বাবা.. গো.. ও..ও.. বাবা..।

বাবা তুমি কেমন আছো..? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে.. পড়ছে বারে বারে..।
বাবা তুমি কেমন আছো..? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে.. পড়ছে বারে বারে..।
বাবা.. গো.. ও ও.. বাবা..
বাবা.. গো.. ও ও.. বাবা..
বাবা.. গো.. ও ও.. বাবা..
বাবা.. গো.. ও ও.. বাবা..।

ইউটিউব লিংক

আশা করি আমার আজকের বাবাকে নিয়ে কভার করা ইসলামিক সংগীত টা ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63EzJkCoSKKtqLR9nX3YSyjVShEtA13eAPdcRDuvTvZkWUHLZpNEicZu9EF9xS...s64PSwc3TBMrEmeN7Q1VYGssCuLmmXnbEvkEeJyhGVri9ge74RoTTjCj2Z6H5T3UHWVTee6GbnTigSycigMx6Ai4WcCAcR3goGUqtcajkU1jbR8sxMMYbeiNjx.png

আজকে এখানে বিদায় নিলাম।কোনো ভুল হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।ধন্যবাদ সবাই কে।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvSwW3AUnY7pXDSmaYZX1mwt1YK8UZeuFMN2GcF1hwAK27bgkK92HLbt7VfjzzrU6G6LjMm5QNJ3oLV7ajvat2Sg97LTWfu1QSgoueU41USU3NhBmcR684kh5Mpr8gqs1RhgPGbjKsgs1hdHQsTXuJctZMBokKNSKVCneoo8YRqY.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvaqfo8YsKCzkAvQoGDwrtvAJeqMTpZW7N8oPfDYiXSRYy9GcqfTUqDM1iFDWsBzhCdG1R398pL1oASFBtqZywrsnwqe2VkXnB2FBC8XGqsFCERyGofn3FTo8gW7KMiJDpWx1oHyL5tjbYfnpdh7DGupXpsgTV9Jsq1WUDkThNrS.png
আমার নাম শান্তা হাবিব। আব্বুর আদরের মেয়ে ছিলাম তাই আব্বুর নামের সাথে মিল রেখে আমার নাম।আমার স্টিমিট আইডি @santa14।আমি ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে জয়েন করেছি।আমি বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়া জেলায় থাকি।আমি একজন ছাএী ডিগ্রিতে পড়াশোনা করছি।আমি গান করতে অনেক বেশি ভালোবাসি।তার পাশাপাশি রান্না করতে আর নতুন কিছু শিখতে পছন্দ করি।ফটোগ্রাফি,আর্ট,ডাই করতে বেশি পছন্দ করি।ঘুরাঘুরি করতেও খুব ভালোবাসি যদিও তা বেশি হয়ে উঠে না।আমার বাংলা ব্লগ কে অনেক বেশি ভালবাসি কারণ এখানে নিজের মাতৃভাষায় লিখতে পারি।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvSwW3AUnY7pXDSmaYZX1mwt1YK8UZeuFMN2GcF1hwAK27bgkK92HLbt7VfjzzrU6G6LjMm5QNJ3oLV7ajvat2Sg97LTWfu1QSgoueU41USU3NhBmcR684kh5Mpr8gqs1RhgPGbjKsgs1hdHQsTXuJctZMBokKNSKVCneoo8YRqY.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmwKtcuUVAUNh2dfaLjMTAZpWSVqHGryjmSxKCnmwDdfcL3LHsM1Di4PEMRy1dZC9LygW5XWq56mHEMLE8jjhy45DzWPtuhAM3gcxPDVmnY1LHJZcdxftcLbr1W8TbyUjK68U8HxVhi3wzFTKTf9gyqJaBGUU5mNpwKn2MgQFneUE.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmukNfs2GuW2etrTVEYNc1vW1DsqnRnee2zJWh2DCbPduaKfaS7uvzEJJQXDnyBqwU6zxcFcXiXiYSUu6AwvfNtE1ECCufxHeAzKkus6TvSJwfCCs3nsrDWUfPFybRULDd6FgG7D3tcH5W3dXoNWzfLMEgYHRnicmRcgwmQ2vRhdo.gif

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmw4A3zY3NcDtsXXcknfiPWwLU6feJwZBt5cQhRcR3SPGqHf5Ws4Bjy3cSPz6mERQ1sDZwH4DBExxbZW1DTirHi88MKSQTFbdHRXBsYDrufkmeD4foYQShuJ6ezpD7oQ2nAYyz12uRSP6ewx1siSB3msxMiFW1QTwZhhSSDddtqVQ.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvMvKFZyjg3L8ykGz7LRTxBjTUYHLm3rgpQC5HrASbbZVEHY6KrzxK5D6Ls42xqWeR6w3Bcb4uzQsABsqdgxsxGE8bdC19AQtoeL9EGk3Y1yrEHeodcqtJ46yuidfjhXHqHW7ADtPFW4xy2o1AvghWydrQtuTaQ1XGrXSzJV2Ytu.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

এখন সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার বাবার জন্য কিছু করতে পারছে না। আসলে এখন দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই আপু। যাইহোক, বাবাকে নিয়ে খুব সুন্দর একটি ইসলামিক সংগীত কভার করেছেন। ভালো লাগলো শুনে। খুব সুন্দর গেয়েছেন আপনি। ধন্যবাদ আপু।

মিষ্টি কন্ঠে আজকে খুব সুন্দর একটি ইসলামিক সংগীত শুনলাম। বুকটার ভিতরে যেন কেমন করে উঠলো আপনার কন্ঠে ইসলামিক সংগীত শুনে। এই রকম ইসলামিক সংগীত গুলো শুনলেই চোখ দিয়ে যেন জল চলে আসে। একটা চমৎকার একটি ইসলামিক সংগীত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই ইসলামী গানটি আমার খুবই প্রিয় যতবার শুনি ততবারই মন থেকে অনেক ব্যথা এবং কষ্ট ঝরে পড়ে।
আপনার কন্ঠে শুনতে পেরে খুবই ভালো লাগলো আপনি অনেক সুন্দর ভাবে গেয়েছেন।

বেশ দারুন একটি ইসলামী সংগীত আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ইসলামী সংগীত টি শুনে অনেক ভালো লাগলো। এই ইসলামী সংগীতটি আমার অনেক প্রিয়।বাবাকে নিয়ে খুব সুন্দর একটি ইসলামী সংগীত কভার করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

আসলে একদিন না একদিন আমাদের বাবা-মা আমাদেরকে ছেড়ে চলে যাবে। আপনার বাবার চলে যাওয়ার কথাটা সত্যি অনেক খারাপ লেগেছে। আর সেই বাবাকে নিয়ে অনেক সুন্দর একটা গজল কভার করেছেন আপনি, যেটা শুনতে খুবই ভালো লেগেছে আমার কাছে। পুরো গজলটা অনেক বেশি সুন্দর হয়েছে। আমার তো মনটা একেবারে ভরে গিয়েছে আপনার কন্ঠে পুরো গজলটা শুনে। এটাই কামনা করি যেন, আল্লাহ তায়ালা সবাইকেই জান্নাতুল ফেরদৌস দান করে।

আসলেই এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী থাকতে আসিনি। আমাদের সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। আপনি আজকে আপনার বাবাকে স্মরণ করে চমৎকার একটি গজল কভার করেছেন। গজলটি শুনে ভীষণ ভালো লাগলো। আসলেই যাদের বাবা মা বেঁচে নেই তারাই বুঝে জীবন থেকে কি হারিয়ে গিয়েছে।‌ ধন্যবাদ এতো সুন্দর একটি গজল আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আপু আপনার মতো আমারও বাবা নেই। আমারও অনেক ইচ্ছে ছিল নিজের ইনকামের টাকা দিয়ে বাবাকে কিছু কিনে দেবো। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেলো। আপনার অনুভূতিগুলো পড়ে কান্না চলে এসেছে। ঠিক বলেছেন আপু যাদের বাবা নেই তারাই বুঝে এই যন্ত্রনা। 'বাবা তুমি কেমন আছো' এই ইসলামিক সংগীতটি আমার খুব পছন্দের। যতবার শুনি ততবারই চোখে জল চলে আসে। আপনার মিষ্টি কণ্ঠে শুনে আরও বেশি ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর ইসলামিক সংগীত কভার করার জন্য।