আলু,টমেটো ও ডিম দিয়ে সুস্বাদু মিষ্টি আলুর শাক ভাজি রেসিপি। (ইউনিক)প্রিয়💐@shy-fox 10% beneficiary💐।

in hive-129948 •  3 years ago 
আসসালামু আলাইকুম

Picsart_22-01-18_18-27-01-891.jpg

আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

আপনাদের সবার দিন কাল কেমন যাচ্ছে, এই কনকনে ঠান্ডায়।আমি তো একদমি ভালো নেই। কারণ প্রচুর পরিমানে ঠান্ডা, আর ঠান্ডা আমার একদম পছন্দ না। তার মধ্যে আবার প্রতিদিন রাতের বেলায় জ্বর আসে শরীলে।যেই ঠান্ডা এরপর মধ্যে আবার জ্বর থাকে কি করি বলেন তো।আর যাই হোক দুআ করি আল্লাহ তায়ালা যেনও, আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে সুস্থ রাখেন,নেক হায়াত দান করে 🤲আমিন🤲

আজকে আমি আপনাদের সাথে চলে এলাম একটি ইউনিক রেসিপি নিয়ে।আলু, ডিম ও টমেটো দিয়ে মিষ্টি আলু শাক ভাজা রেসিপি। আমার এই রেসিপির নামটা হয়তো আপনাদের কাছে কিছু টা অদ্ভুত থাকতে পারে। আসলে অদ্ভুত হলেও এটাই সত্যি। মিষ্টি আলু শাক আমার খুব প্রিয় একটি শাক।মিষ্টি আলু শাক দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করে বেশির ভাগ সময়। তবে মিষ্টি আলু শাক রান্নার চেয়ে ভাজি রেসিপি টা খুব সুস্বাদু হয়।আজকে আম্মু এই মিষ্টি আলু শাক আমাদের দাদার বাড়ি থেকে নিয়ে আসে। এরপর শাক টা একটু ইউনিক ভাবে ভাজি করবো। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। খেতে কিন্তু অসাধারণ কেউ খেয়েছেন কি না জানাবেন।
চলুন তাহলে বেশি বকবক না করে শুরু করি আজকের ইউনিক শাক ভাজি রেসিপি।

শুরু করি আজকের ইউনিক শাক ভাজি রেসিপি

IMG_20220118_174555.jpg

উপকরণ সমূহপরিমাণ
১.মিষ্টি আলু শাকপরিমাণ মতো।
২.টমেটোএকটি।
৩.আলুতিনটি।
৪.পেঁয়াজদুইটি।
৫.ছোট রসুনছয়টি।
৬.শুকনো মরিচপরিমাণ মতো।
৭.সয়াবিন তেলছয় চামচ।
৮.ডিমএকটি।
৯.লবণপরিমাণ মতো।

IMG_20220118_175156.jpg

প্রস্তুত প্রণালী

১নং ধাপ

IMG_20220118_175217.jpg

IMG_20220118_175133.jpg

IMG_20220118_174947.jpg

প্রথমে আমি মিষ্টি আলু শাক নিয়ে নিবো। এরপর শাকের আশ গুলো ছাড়িয়ে নিয়ে ছোট করে টুকরো করে কেটে নিবো। এবার ভালো ভাবে পরিষ্কার করে ধুয়ে নিবো।

২নং ধাপ

IMG_20220118_175118.jpg

IMG_20220118_175056.jpg

এখন আলু, পেঁয়াজ ও রসুন খোসা ছাড়িয়ে নিয়ে নিবো। এরপর টমেটো নিয়ে সব গুলো এক সাথে ভালো ভাবে পরিষ্কার করে ধুয়ে নিবো। এবার একটি থালায় পেঁয়াজ, টমেটো, আলু ও রসুন কুচি করে কেটে নিয়ে নিবো।

৩নং ধাপ

IMG_20220118_175023.jpg

এবার একটি থালায় শুকনো মরিচ, ডিম ও পরিমাণ মতো লবণ নিয়ে নিবো।

৪নং ধাপ

IMG_20220118_174913.jpg

IMG_20220118_174841.jpg

এখন চুলায় একটি করিয়া বসিয়ে ছয় চামচ সয়াবিন তেল দিয়ে দিবো। এরপর এতে পেঁয়াজ কুচি ও রসুনের টুকরো গুলো দিয়ে দুই মিনিট ভেজে নিবো।

৫নং ধাপ

IMG_20220118_174810.jpg

IMG_20220118_174726.jpg

এবার দুই মিনিট ভাজা হলে এতে শুকনো মরিচ দিয়ে, আরো দুই মিনিট ভেজে এতে টমেটো টুকরো ও একটি ডিম ফাটিয়ে দিয়ে এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিবো।

৬নং ধাপ

IMG_20220118_174704.jpg

IMG_20220118_174642.jpg

এবার সব গুলো উপকরণ ভালো ভাবে নেড়ে এখন কুচি করে রাখা আলু গুলো দিয়ে দিবো। এবার আলু কুচি গুলো দিয়ে এক মিনিট রান্না করে নিবো।

৭নং ধাপ

IMG_20220118_174620.jpg

IMG_20220118_174555.jpg

IMG_20220118_174534.jpg

এখন ধুয়ে রাখা মিষ্টি আলু শাক দিয়ে দিবো। এরপর ভালো ভাবে নেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিবো।

৮নং ধাপ

IMG_20220118_174508.jpg

এবার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নেড়ে নিবো। এরপর লবণ টেস্ট করে নামিয়ে রাখি।

এখন একটি থালায় সুন্দর ভাবে সাজিয়ে দিলাম পরিবেশনের জন্য। এই শাক ভাজি গরম গরম ভাতের সাথে খেতে অনেক টেস্টি লাগে

IMG_20220118_174406.jpg

আশা করি আমার আজকের ইউনিক শাক ভাজি রেসিপি, আপনাদের কাছে ভালো লাগবে। কেমন হয়েছে আমার আজকের ইউনিক রেসিপি দয়া করে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।

আমার লিখায় ভুল হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে।

@santa14

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলেই বেশ ইউনিক রেসিপি ছিলো। অনেক মুখরোচক খাবার এইটা আমি জানি। আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন সাথে ফটোগ্রাফিও খুব সুন্দর ছিলো। সব মিলিয়ে পারফেক্ট। শুভকামনা রইলো আপু আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইলো।

আলু,টমেটো ও ডিম দিয়ে সুস্বাদু মিষ্টি আলুর শাক ভাজি রেসিপিটা দেখতে খুব লোভনীয় লাগছে। আহ্ মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। সত‍্যি একটি ইউনিক রেসিপি তৈরি করেছেন আপনি। আলু,টমেটো ও ডিম দিয়ে সুস্বাদু মিষ্টি আলুর শাক ভাজি রেসিপি সম্পর্কে সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন‍্য সেই সাথে ধন্যবাদ জানাই পোস্ট টি শেয়ার করার জন‍্য।

জি ভাইয়া খেতে এতো অনেক সুস্বাদু হয়েছে। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন ভাইয়া।
ধন্যবাদ ভাইয়া।

মিষ্টি আলুর শাক কখনো খাইনি। রেসিপি টির ভিতরে নতুনত্ব পেয়েছি । উপস্থাপনাও ঠিকঠাক ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া।

তোমার আবার রাতের বেলা কেন জ্বর উঠে ডাক্তার দেখাও বসে থাকলে সমস্যা হবে যাই।যাইহোক রান্না করা মিষ্টি আলোর শাক দেখে আমার সত্যিই খুব খেতে ইচ্ছে করছে। মিষ্টি আলু শাক আমার খুবই পছন্দের।তবে তুমি মিষ্টি আলু শাক রেসিপিটি তৈরি করেছে একদম ইউনিক ভাবে।মিষ্টি আলু শাক,ডিম দিয়ে তুমি খুব সুস্বাদু ভাবে রেসিপি তৈরি করেছ।আমার খুবই ভালো লেগেছে তোমার এই রেসিপিটি দেখে।খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে?অসংখ্য ধন্যবাদ সুস্বাদু এবং ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু মূল্যবান সময় দিয়ে আমাকে এতো সুন্দর একটি কমেন্ট উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা ও দুআ রইলো।

আলু, টমেটো আর ডিম দিয়ে মিষ্টি আলুর শাক ভীষণ সুস্বাদু হয়েছে মনে হলো। এ খাবারটা আমি খেয়েছি তবে ডিম আর টমেটো ছাড়া। যাক বেশ পুষ্টিকর আর স্বাদের হয়েছে মনে হয় ☺️।
শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀

জি ভাইয়া খেতে অনেক মজাদার হয়। এভাবে একবার খেয়ে দেখবেন। ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইলো।

চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। এই শাক ভাজি রেসিপি আগে খাওয়া হয়েছে কিনা ঠিক মনে আসছে না তবে দেখতে বেশ সুন্দর এবং ইউনিক লাগছে। আশাকরি ভালোই হবে খেতে ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

মূল্যবান সময় দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। আপনার মিস্টি আলুর শাকের রেসিপিটি ছিলো একটু ব্যতিক্রমী। কখনোই এটা এভাবে খাওয়া হয় নাই।তবে আপনার ধাপে ধাপে বর্নণায় আমি সহজেই এটি তৈরি করতে পারবো।ধন্যবাদ, এমন একটি ইউনিক রেসিপি শেয়ারের জন্য।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ আপনাকেও।আবার,আসবেন।আমন্ত্রন রইলো,ভালো থাকার শুভ প্রত্যয়;

আলু,টমেটো ও ডিম দিয়ে সুস্বাদু মিষ্টি আলুর শাক ভাজি রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে আপু অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো আমিও শিখে নিলাম। আপনার জন্য শুভকামনা রইলো

ভাইয়া একবার খেয়ে দেখবেন অনেক মজাদার হয়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

এতোগুলো সবজি দিয়ে মিক্সড ভাজি দেখে অনেক ভালো লাগলো। সবগুলোই অনেক পুষ্টিকর সব্জি। আপনার রেসিপি তৈরির উপস্থাপনা আমার অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি বিষয় বর্ণনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জনু। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

একটি আনকমন রেসিপি দেখলাম।খুব ভালো লাগলো।এইরকম রেসিপি আগে দেখি নাই। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা করেছেন ভালো লাগলো। শুভ কামনা রইল ।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এতো সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইলো ভাইয়া।

আমার বাংলা ব্লগ এর কল্যাণে মাঝে মাঝে এমন সব ইউনিট রেসিপি শিখি যেগুলো আগে কখনো দেখিনি এবং ভাবিও নি। ডিম আমার ভাইয়ের ভীষণ প্রিয় একটি খাবার। ও শাকসবজি এতটা পছন্দ করেনা। তবে আমি যদি আপনার রেসিপির মত করে ডিমের সাথে ভাইকে শাকসবজি এভাবে রান্না করে দেই তাহলে নিশ্চয়ই ওর খুব পছন্দ হবে। আমি অবশ্যই এই বুদ্ধি প্রয়োগ করার চেষ্টা করব দিদি। অনেক ভালো থাকবেন।

জি দিদি এভাবে শাক রান্না করে খেতে ভিষণ মজাদার হয়। দিদি অবশ্যই একবার এই রেসিপি তৈরি করে খাবেন। আপনার ভাইও অনেক পছন্দ করবে। ধন্যবাদ দিদি সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইলো দিদি।

আলু শাক শীতের মৌসুমে এক মজাদার খাবার। সাথে আলু ডিম টমেটো মিক্স করে সত্যিই একটি ইউনিক রেসিপি তৈরি করেছে । দেখে খুবই মজাদার মনে হচ্ছে ।উপস্থাপনটি ও সুন্দর ছিল ।ধন্যবাদ এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

জি শীতকালে সব ধরনের শাক খেতে মজাদার লাগে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কমেন্ট করার জন্য।

➡️ শাক ভাজি আমার খুবই প্রিয়। আমার খুব প্রিয় একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আলুর শাক খেতে খুবই ভালো লাগে আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ভাইয়া আমারও খুব প্রিয় শাক মিষ্টি আলু শাক। ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দিয়ে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইলো ভাইয়া।

অনেক ধরনের শাক ভাজি খেয়েছি কিন্তু মিষ্টি আলুর শাক ভাজি কখনো খাওয়া হয়নি। আপনি আলু, টমেটো ও ডিম দিয়ে মিষ্টি আলুর শাক ভাজি করেছেন, দেখেই জিভে পানি চলে আসলো। খুব সুন্দর একটি ‌ রেসিপি শেয়ার করেছেন আপু। শুভকামনা রইল আপনার জন্য।

ভাইয়া একবার খেয়ে দেখবেন অনেক মজাদার হয়। আমার কাছে অনেক ভালো লাগে।
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইলো।