আসসালামু আলাইকুম,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াতে।
আজকে আমি চলে এলাম সুস্বাদু মজাদার শীতের পিঠার রেসিপি নিয়ে। মাটির চুলায় খোলা দিয়ে চিতই পিঠা রেসিপি।
চিতই পিঠার সাথে রয়েছে ঝাল ঝাল সরিষা ভর্তা,ধনিয়াপাতা ভর্তা,চ্যাপা শুটকি ভর্তা রেসিপি।
শীত মানেই প্রতিদিন ঘরে ঘরে পিঠার উৎসব। নতুন চাউলের সাথে নতুন নতুন পিঠাপুলি। আমাদের ব্রাণবাড়িয়াতে বিশেষ করে শীতের মধ্যে চিতই পিঠা বেশি খাওয়া হয়।
বিভিন্ন রকমের ভর্তা দিয়ে এই চিতই পিঠা পরিবেশেন করা হয়।
আজকে আমি তিন ধরনের ভর্তা তৈরি করেছি, সরিষা ভর্তা, শুটকির ভর্তা, ধনিয়াপাতা ভর্তা তার মধ্যে সরিষা ভর্তা আমাদের শরীলের জন্য অনেক উপকারী। বিশেষ করে যখন আমাদের সর্দি হয় তখন এই ভর্তা দিয়ে গরম ভাত খেলে নাক আর মাথা একদম হালকা হয়ে যায়।
আমার খুব পছন্দের এই তিনটা ভর্তা তবে এই ভর্তা গুলো আমাদের শরীলের কোনো ক্ষতি হবে না।
কারণ?
কারণ হলো ভর্তা গুলো তৈরি করেছি কাঁচা মরিচ দিয়ে। আর কাঁচা মরিচের রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন "সি"।
আর কাঁচা মরিচে থাকা ভিটামিন সি আমাদের চুল ও ত্বকের জন্য অনেক উপকারী।
চলুন শুরু করি শীতের মজাদার পিঠা তৈরি রেসিপি।
উপকরণ
চাউলের গুড়া চার কাপ।
চ্যাপা শুটকি তিনটি।
সরিষা হাফ কাপ।
পেঁয়াজ দুইটি।
রসুন সাতটি।
কাঁচা মরিচ ১০০ গ্রাম।
ধনিয়াপাতা পাতা ৫০ গ্রাম
শিল ও পাটা।
মাটির খোলা।
পরিমাণ মতো লবণ।
প্রস্তুত প্রণালী
১.প্রথমে আমি চাউলের গুড়া গুলো একটি বাটিতে নিয়ে এক চামচ পরিমাণ লবণ দিয়ে আগে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মেখে নিবো।
২.এখন ভালো ভাবে মেখে আরো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে চিতই পিঠার মিশ্রণ তৈরি করে নিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিবো।
৩.এখন প্রথমে চ্যাপা শুটকি গুলো আশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিবো।
এরপর রসুন গুলো খোসা ছাড়িয়ে কাঁচা মরিচ সহ এক সাথে ধুয়ে নিবো।
৪.সরিষা গুলো দুই মিনিট পানিতে ভিজিয়ে রেখে ভালো ভাবে ধুয়ে নিলাম।
৫.এবার ধনিয়াপাতা ও পেঁয়াজ পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিবো।
৬.এখন চুলায় একটি খোলা বসিয়ে গরম করে প্রথমে কাঁচা মরিচ গুলো ভেজে নিবো।
৭.এরপর রসুন গুলো দিয়ে হালকা করে ভেজে নিবো।
৮.এখন চ্যাপা শুটকি গুলো ভেজে নিবো।
৯.এবার শিল ও পাটা নিয়ে নিবো, এখন প্রথমে শিলে সরিষা ও এক চামচ লবণ দিয়ে দিবো।
১০.এখন সরিষা ভালো ভাবে বাটা হয়ে গেল কাঁচা মরিচ দিয়ে দিবো।
১১.কাঁচা মরিচ গুলো ভালো ভাবে বেটে এতে ভেজে রাখা কিছু রসুন দিয়ে বেটে টেস্ট করে সরিষা ভর্তা নামিয়ে রাখবো।
১২. একইভাবে ধনিয়াপাতা ভর্তার তৈরি করতে প্রথমে শিলে ধনিয়াপাতা ও ভেজে রাখা কিছু কাঁচা মরিচ দিয়ে দিবো।
১৩.ধনিয়াপাতা ও কাঁচা মরিচ ভালো ভাবে বাটা হয়ে গেলে এতে দিয়ে দিবো ভাজা রসুন।
১৪.সব গুলো উপকরণ এক সাথে বেটে এখন পেঁয়াজ কুচি ও এক চামচ লবণ দিয়ে বেটে টেস্ট করে ধনিয়াপাতার ভর্তা নামিয়ে রাখি বাটিতে।
১৫.এখন চ্যাপা শুকটি ভর্তা তৈরির জন্য প্রথমে কাঁচা মরিচ ও শুটকি বেটে নিবো।
১৬.এরপর পেঁয়াজ কুচি ও লবণ দিয়ে সব উপকরণ এক সাথে বেটে টেস্ট করে বাটিতে নিয়ে নিলাম তিনটি ভর্তা।
১৬.এখন আগে থেকে ভিজিয়ে রাখা চিতই পিঠার মিশ্রণে এক চামচ ধনিয়াপাতা কুচি দিয়ে ভালো ভাবে নেড়ে দিবো।
এরপর মাটির চুলায় খোলা বসিয়ে দিবো।
১৭. এখন খোলা গরম হলে এতে দিয়ে দিবো বড় চামচ দিয়ে এক চামচ চিতই পিঠার মিশ্রণ।
১৮.এরপর মাটির ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনার উপরে চতুর্দিকে পানি দিয়ে দিবো,
এক মিনিট পর পিঠা হয়ে ঢাকনা তুলে পিঠা নামিয়ে রাখি।
এভাবে সব গুলো চিতই পিঠা তৈরি করে নিলাম।
এখন পিঠা পরিবেশন করবো, পরিবেশন করার জন্য আমি একটি থালায় অল্প অল্প করে ধনিয়ার ভর্তা, সরিষা ভর্তা,চ্যাপা শুটকি ভর্তা দিয়ে সাজিয়ে দিলাম।
আশা করি আমার এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। মাটির চুলায় খোলা দিয়ে চিতই পিঠা সাথে তিন রকমের ঝাল ঝাল ভর্তা।
কেমন হয়েছে আমরা আজকের শীতের পিঠার রেসিপি দয়া করে কমেন্ট করে জানাবেন।
আপু অনেক সুন্দর একটা চিতই পিঠার রেসিপি তৈরি করেছেন আপনি। তার সাথে রাখছেন আবার তিনটা ভর্তা রেসিপি। এটা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর চিতাই পিঠা আমার খুবই পছন্দের। প্রত্যেকটা ধাপ সুন্দর উপস্থাপনা করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া মতামত দিয়ে উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও অসাধারন একটি রেসিপি শেয়ার করেছেন , রেসিপিটি বেশ ইউনিক কেননা চিতই পিঠা আমরা সাধারণত দুধ দিয়ে ভিজিয়ে খেয়ে থাকি, আপনি একটু ব্যতিক্রমভাবে তিনটি ভর্তা দিয়ে তৈরি করার প্রসেসটি দেখিয়েছেন। অনেক আলাদা কিছু দেখতে পেলাম ধন্যবাদ আপু একটি সৃষ্টিশীল পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কমেন্ট করে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহ্ দেখেই খেতে ইচ্ছে করছে। কতো সুন্দর একটি রেসিপি। চিতই পিঠা সাথে ঝাল ঝাল সুস্বাদু তিনটি ভর্তা রেসিপি সম্পূর্ণ একটি নতুন রেসিপি আপু। আমি কোন খাইনি বটে। এবার বাসাতে যেয়ে চেষ্টা করবো তৈরি করতে। রেসিপি সম্পর্কে সাবলীল ভাষা ব্যবহার করেছেন যে কেউ চাইলে তৈরি করতে পারবে। শুভেচ্ছা আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজাদার হয়। আর শীতের মধ্যে তো এই পিঠা ছাড়া চলেই না।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি আমার খুবই ভালো লাগছে আজকে আপনি চিতই পিঠা তৈরি করেছেন সাথে আবার ঝাল ঝাল ভর্তা রেসিপি দারুণভাবে উপস্থাপনা করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার খুবই ভালো লাগলো। আপনি নিত্যনতুন ভালো রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। খুবই ভালো লাগে আপু। আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটা চিতই পিঠার রেসিপি আমাদের উপহার দিয়েছেন। শীতের সময়ে পিঠা ভাত খেতে ভারি মজা লাগে। শীতের পিঠা আমিও খুব পছন্দ করি। যেখানে ছিল তিন ধরনের ভর্তা এবং কি আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। কিভাবে ভত্ত্বা গুলো তৈরি করেছে। আমাদের সাথে এত সুন্দর করে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া মানেই লোভনীয় সব পিঠা।
অনেক ধন্যবাদ ভাইয়া মতামত শেয়ার করার উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু এরকম রেসিপি কেউ শেয়ার করে যা দেখলে মুখে পানি আটকানো যায় না। চিতই পিঠা এবং সাথে এত সুন্দর সুন্দর ভর্তা আপনি তৈরি করেছেন দেখে মনে হচ্ছে যে এখনই খেতে বসে যাই। কিছুতেই লোভ সামলাতে পারছিনা। কি আর করা পিঠাতো বানাতে পারি না আপনার পিঠার ছবি দেখি মনকে শান্ত করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আমাদের বাসায় চলে আসেন তৈরি করে খাওয়াবো।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাওয়া গেলে সত্যি যেতাম আপু।ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু ইচ্ছা করলে কিন্তু উপায় হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তা ঠিক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু তাহলে তো ইনশাআল্লাহ আসবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চিতই পিঠা দেখে আমার জিভে সত্যিই জল এসে গেল চিতই পিঠার সাথে কোন ভর্তা বা ঘন্ট খেতে অনেক সুস্বাদু লাগে চিতই পিঠার অনেক সুন্দর একটি রেসিপি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং চিতই পিঠার সাথে তিনটি ভর্তার রেসিপি টা আপনি শেয়ার করেছেন সেটা সত্যিই অনেক লোভনীয় ছিল এত সুন্দর একটি মজাদার রেসিপি আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit