মাটির চুলায় খোলা দিয়ে চিতই পিঠা সাথে ঝাল ঝাল সুস্বাদু তিনটি ভর্তা রেসিপি ।প্রিয়@shy-fox 10% beneficiary।

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াতে।

আজকে আমি চলে এলাম সুস্বাদু মজাদার শীতের পিঠার রেসিপি নিয়ে। মাটির চুলায় খোলা দিয়ে চিতই পিঠা রেসিপি।
চিতই পিঠার সাথে রয়েছে ঝাল ঝাল সরিষা ভর্তা,ধনিয়াপাতা ভর্তা,চ্যাপা শুটকি ভর্তা রেসিপি।
শীত মানেই প্রতিদিন ঘরে ঘরে পিঠার উৎসব। নতুন চাউলের সাথে নতুন নতুন পিঠাপুলি। আমাদের ব্রাণবাড়িয়াতে বিশেষ করে শীতের মধ্যে চিতই পিঠা বেশি খাওয়া হয়।
বিভিন্ন রকমের ভর্তা দিয়ে এই চিতই পিঠা পরিবেশেন করা হয়।

আজকে আমি তিন ধরনের ভর্তা তৈরি করেছি, সরিষা ভর্তা, শুটকির ভর্তা, ধনিয়াপাতা ভর্তা তার মধ্যে সরিষা ভর্তা আমাদের শরীলের জন্য অনেক উপকারী। বিশেষ করে যখন আমাদের সর্দি হয় তখন এই ভর্তা দিয়ে গরম ভাত খেলে নাক আর মাথা একদম হালকা হয়ে যায়।
আমার খুব পছন্দের এই তিনটা ভর্তা তবে এই ভর্তা গুলো আমাদের শরীলের কোনো ক্ষতি হবে না।
কারণ?
কারণ হলো ভর্তা গুলো তৈরি করেছি কাঁচা মরিচ দিয়ে। আর কাঁচা মরিচের রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন "সি"।
আর কাঁচা মরিচে থাকা ভিটামিন সি আমাদের চুল ও ত্বকের জন্য অনেক উপকারী।

চলুন শুরু করি শীতের মজাদার পিঠা তৈরি রেসিপি।

IMG_20211120_212212.jpg

উপকরণ

চাউলের গুড়া চার কাপ।

চ্যাপা শুটকি তিনটি।

সরিষা হাফ কাপ।

পেঁয়াজ দুইটি।

রসুন সাতটি।

কাঁচা মরিচ ১০০ গ্রাম।

ধনিয়াপাতা পাতা ৫০ গ্রাম

শিল ও পাটা।

মাটির খোলা।

পরিমাণ মতো লবণ।

IMG_20211120_213356.jpg

IMG_20211120_213333.jpg

প্রস্তুত প্রণালী

১.প্রথমে আমি চাউলের গুড়া গুলো একটি বাটিতে নিয়ে এক চামচ পরিমাণ লবণ দিয়ে আগে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মেখে নিবো।
IMG_20211120_213301.jpg

IMG_20211120_213245.jpg

IMG_20211120_213225.jpg

২.এখন ভালো ভাবে মেখে আরো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে চিতই পিঠার মিশ্রণ তৈরি করে নিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিবো।
IMG_20211120_213206.jpg

IMG_20211120_213147.jpg

৩.এখন প্রথমে চ্যাপা শুটকি গুলো আশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিবো।
এরপর রসুন গুলো খোসা ছাড়িয়ে কাঁচা মরিচ সহ এক সাথে ধুয়ে নিবো।
IMG_20211120_213124.jpg

৪.সরিষা গুলো দুই মিনিট পানিতে ভিজিয়ে রেখে ভালো ভাবে ধুয়ে নিলাম।
IMG_20211120_213105.jpg

৫.এবার ধনিয়াপাতা ও পেঁয়াজ পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিবো।
IMG_20211120_213045.jpg

IMG_20211120_213026.jpg

৬.এখন চুলায় একটি খোলা বসিয়ে গরম করে প্রথমে কাঁচা মরিচ গুলো ভেজে নিবো।
IMG_20211120_213009.jpg

IMG_20211120_212947.jpg

৭.এরপর রসুন গুলো দিয়ে হালকা করে ভেজে নিবো।
IMG_20211120_212932.jpg

IMG_20211120_212859.jpg

৮.এখন চ্যাপা শুটকি গুলো ভেজে নিবো।
IMG_20211120_212914.jpg

IMG_20211120_212845.jpg

৯.এবার শিল ও পাটা নিয়ে নিবো, এখন প্রথমে শিলে সরিষা ও এক চামচ লবণ দিয়ে দিবো।
IMG_20211120_212829.jpg

IMG_20211120_212812.jpg

১০.এখন সরিষা ভালো ভাবে বাটা হয়ে গেল কাঁচা মরিচ দিয়ে দিবো।
IMG_20211120_212754.jpg

১১.কাঁচা মরিচ গুলো ভালো ভাবে বেটে এতে ভেজে রাখা কিছু রসুন দিয়ে বেটে টেস্ট করে সরিষা ভর্তা নামিয়ে রাখবো।
IMG_20211120_212734.jpg

IMG_20211120_212717.jpg

১২. একইভাবে ধনিয়াপাতা ভর্তার তৈরি করতে প্রথমে শিলে ধনিয়াপাতা ও ভেজে রাখা কিছু কাঁচা মরিচ দিয়ে দিবো।
IMG_20211120_212700.jpg

১৩.ধনিয়াপাতা ও কাঁচা মরিচ ভালো ভাবে বাটা হয়ে গেলে এতে দিয়ে দিবো ভাজা রসুন।
IMG_20211120_212605.jpg

১৪.সব গুলো উপকরণ এক সাথে বেটে এখন পেঁয়াজ কুচি ও এক চামচ লবণ দিয়ে বেটে টেস্ট করে ধনিয়াপাতার ভর্তা নামিয়ে রাখি বাটিতে।
IMG_20211120_212548.jpg

IMG_20211120_212531.jpg

১৫.এখন চ্যাপা শুকটি ভর্তা তৈরির জন্য প্রথমে কাঁচা মরিচ ও শুটকি বেটে নিবো।
IMG_20211120_212516.jpg

১৬.এরপর পেঁয়াজ কুচি ও লবণ দিয়ে সব উপকরণ এক সাথে বেটে টেস্ট করে বাটিতে নিয়ে নিলাম তিনটি ভর্তা।
IMG_20211120_212459.jpg

IMG_20211120_212440.jpg

১৬.এখন আগে থেকে ভিজিয়ে রাখা চিতই পিঠার মিশ্রণে এক চামচ ধনিয়াপাতা কুচি দিয়ে ভালো ভাবে নেড়ে দিবো।
এরপর মাটির চুলায় খোলা বসিয়ে দিবো।
IMG_20211120_212425.jpg

IMG_20211120_212411.jpg

IMG_20211120_212345.jpg

১৭. এখন খোলা গরম হলে এতে দিয়ে দিবো বড় চামচ দিয়ে এক চামচ চিতই পিঠার মিশ্রণ।
IMG_20211120_212310.jpg

১৮.এরপর মাটির ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনার উপরে চতুর্দিকে পানি দিয়ে দিবো,
এক মিনিট পর পিঠা হয়ে ঢাকনা তুলে পিঠা নামিয়ে রাখি।
IMG_20211120_212252.jpg

IMG_20211120_212231.jpg
এভাবে সব গুলো চিতই পিঠা তৈরি করে নিলাম।

এখন পিঠা পরিবেশন করবো, পরিবেশন করার জন্য আমি একটি থালায় অল্প অল্প করে ধনিয়ার ভর্তা, সরিষা ভর্তা,চ্যাপা শুটকি ভর্তা দিয়ে সাজিয়ে দিলাম।
IMG_20211120_212212.jpg

আশা করি আমার এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। মাটির চুলায় খোলা দিয়ে চিতই পিঠা সাথে তিন রকমের ঝাল ঝাল ভর্তা।
কেমন হয়েছে আমরা আজকের শীতের পিঠার রেসিপি দয়া করে কমেন্ট করে জানাবেন।

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে।
ধন্যবাদ সবাইকে।

@santa14

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু অনেক সুন্দর একটা চিতই পিঠার রেসিপি তৈরি করেছেন আপনি। তার সাথে রাখছেন আবার তিনটা ভর্তা রেসিপি। এটা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর চিতাই পিঠা আমার খুবই পছন্দের। প্রত্যেকটা ধাপ সুন্দর উপস্থাপনা করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া মতামত দিয়ে উৎসাহিত করার জন্য।

ওয়াও অসাধারন একটি রেসিপি শেয়ার করেছেন , রেসিপিটি বেশ ইউনিক কেননা চিতই পিঠা আমরা সাধারণত দুধ দিয়ে ভিজিয়ে খেয়ে থাকি, আপনি একটু ব্যতিক্রমভাবে তিনটি ভর্তা দিয়ে তৈরি করার প্রসেসটি দেখিয়েছেন। অনেক আলাদা কিছু দেখতে পেলাম ধন্যবাদ আপু একটি সৃষ্টিশীল পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

কমেন্ট করে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

আহ্ দেখেই খেতে ইচ্ছে করছে। কতো সুন্দর একটি রেসিপি। চিতই পিঠা সাথে ঝাল ঝাল সুস্বাদু তিনটি ভর্তা রেসিপি সম্পূর্ণ একটি নতুন রেসিপি আপু। আমি কোন খাইনি বটে। এবার বাসাতে যেয়ে চেষ্টা করবো তৈরি করতে। রেসিপি সম্পর্কে সাবলীল ভাষা ব‍্যবহার করেছেন যে কেউ চাইলে তৈরি করতে পারবে। শুভেচ্ছা আপু।

জি ভাইয়া বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজাদার হয়। আর শীতের মধ্যে তো এই পিঠা ছাড়া চলেই না।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত শেয়ার করার জন্য।

সত্যি আমার খুবই ভালো লাগছে আজকে আপনি চিতই পিঠা তৈরি করেছেন সাথে আবার ঝাল ঝাল ভর্তা রেসিপি দারুণভাবে উপস্থাপনা করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার খুবই ভালো লাগলো। আপনি নিত্যনতুন ভালো রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। খুবই ভালো লাগে আপু। আপনার জন্য শুভকামনা রইল

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য।

খুব সুন্দর একটা চিতই পিঠার রেসিপি আমাদের উপহার দিয়েছেন। শীতের সময়ে পিঠা ভাত খেতে ভারি মজা লাগে। শীতের পিঠা আমিও খুব পছন্দ করি। যেখানে ছিল তিন ধরনের ভর্তা এবং কি আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। কিভাবে ভত্ত্বা গুলো তৈরি করেছে। আমাদের সাথে এত সুন্দর করে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আপু।

জি ভাইয়া মানেই লোভনীয় সব পিঠা।

অনেক ধন্যবাদ ভাইয়া মতামত শেয়ার করার উৎসাহিত করার জন্য।

আপু এরকম রেসিপি কেউ শেয়ার করে যা দেখলে মুখে পানি আটকানো যায় না। চিতই পিঠা এবং সাথে এত সুন্দর সুন্দর ভর্তা আপনি তৈরি করেছেন দেখে মনে হচ্ছে যে এখনই খেতে বসে যাই। কিছুতেই লোভ সামলাতে পারছিনা। কি আর করা পিঠাতো বানাতে পারি না আপনার পিঠার ছবি দেখি মনকে শান্ত করি।

আপু আমাদের বাসায় চলে আসেন তৈরি করে খাওয়াবো।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

যাওয়া গেলে সত্যি যেতাম আপু।ধন্যবাদ।

আপু ইচ্ছা করলে কিন্তু উপায় হয়।

তা ঠিক।

জি আপু তাহলে তো ইনশাআল্লাহ আসবেন।

ইনশাআল্লাহ।

  ·  3 years ago (edited)

চিতই পিঠা দেখে আমার জিভে সত্যিই জল এসে গেল চিতই পিঠার সাথে কোন ভর্তা বা ঘন্ট খেতে অনেক সুস্বাদু লাগে চিতই পিঠার অনেক সুন্দর একটি রেসিপি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং চিতই পিঠার সাথে তিনটি ভর্তার রেসিপি টা আপনি শেয়ার করেছেন সেটা সত্যিই অনেক লোভনীয় ছিল এত সুন্দর একটি মজাদার রেসিপি আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।