আসসালামু আলাইকুম, আশা করছি আমার বাংলা ব্লগের সকল সম্মানিও মেম্বারগন সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
মনের গভির থেকে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের প্রতিসঠাতা গনকে, যারা আমাদের জন্য এমন সুন্দর একটা প্লাটফর্ম তৈরী করেছেন,ধন্যবাদ জানাই আমার সম্মানিত প্রফেসর গনকে যারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের ধৈর্যের সাথে সহজ ভাবে শিখিয়েছেন, কিভাবে এখানে কাজ করলতে হয়, কোন কাজ গুলা করা যাবেনা। আমি তাদের কাছ থেকে লেভেল ওয়ানে যতোটুকু অর্জন করতে পেরেছি তা শেয়ার করছি আমার এই পোস্টে। আমার কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
প্রথমে যেটা বুঝেছি স্পামিং, স্পাম বলতে বোঝায় অবাঞ্চিত ঘটনা, যা আপনি না চাওয়া সত্যেও কেউ আপনার সাথে বার বার সেটা করে, যেমন কোন পোস্টে আপনাকে বার বার ম্যানশন করা। আবার আপনার পোস্টের সাথে মিল না রেখে ট্যাগ ব্যবহার করাও এক ধরনের স্পামিং বলেই ধরা হয়।
তারপর আসি কপিরাইট,
এটা হচ্ছে অন্যের কোন লেখা বা ছবি নিজের নামে চালিয়ে দেয়া, এটি একটা অন্যায় কাজ, এটা স্টিমিট কখনোই সাপোর্ট করে না, এরকম কোন কাজ করলে আপনাকে ব্যান করে দেয়া হবে। তবে ব্যবহার করতে পারবেন সে ক্ষেত্রে মালিকের উনুমতি নিতে হবে এবং তাকে ম্যানশন করে দিতে হবে। আমরা জেনেছি স্টিমিট আমেরিকাভিত্তিক একটা প্ল্যাটফর্ম, আর এখানে কপিরাইটকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাবে দেখা হয়,এর কারণ হচ্ছে আমেরিকাতে কপিরাইট আইন অনেক বেশি করাকরি। তাই অবশ্যই এই বিষয়ে সচেতন থাকতে হবে।
এবং কয়েকটি কপিরাইট ফ্রি ওয়েবসাইট আছে, যেখান থেকে কপিরাইট বিহিন ছবি ডাউনলোড করা যাবে, আমি তিনটির নাম উল্লেট করছি
মোতাবেক সোর্স দিবেন।
https://pixabay.com
https://www.pexels.com
https://unsplash.com
এরপর যেমন ট্যাগ কেন করতে হয় এবং কিসের ভিত্তিতে করতে হয়??
যে কোন বিষয় নিয়ে পোস্ট করলে, সেই পোস্টে আপনি ট্যাগ ব্যাবহার করলে শব্দটি ট্রেন্ডিং হিসাবে থাকবে, এটাতে ক্লিক করলে ওই বিষয়ের সকল পোস্ট পরপর একই চলে আসে একসাথে।
আপনি যেই বিষয় নিয়ে পোস্ট করবেন আপনাকে তার উপর নির্ভর করে ট্যাগ লিখতে হবে, যেমন কোন কিছুর ছবি তুল্লে সেখানে photography. বিভিন্ন রান্নার পোস্টের ক্ষেত্রে cooking, recipe এসব বা যা রান্না করবেন তার নাম সংক্রান্ত ট্যাগ ব্যবহার করতে হবে।
এরপর আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যে বিষয়গুলির উপর লেখা বা পোস্ট করা সম্পুর্ন নিষিদ্ধ তা হলো,
১. কোন ধর্মকে ছোট করে কোন কিছু লেখা যাবেনা, ধর্মীয় এফিলিয়েশনের উপরে কোনো পোস্ট করা নিষিদ্ধ।
২. চাইল্ড পর্নোগ্রাফিক নিয়ে প্রকার কনটেন্ট পোস্ট করা যাবেনা।
৩. নারীদের নিয়ে এমন কোন পোস্ট করা যাবেনা যাতে তাদের সম্মানহানি হয়, নারী নির্যাতনমূলক যে কোনো ধরণের পোস্ট করা যাবেনা।
৪. কোনো ধর্ম, ব্যক্তিত্ব ও জাতিসত্ত্বার ও বিদ্বেষমূলক
এবং ছোট করে কোনো পোস্ট করা যাবেনা।
৫. নিজ ইচ্ছায় কোনো ব্যক্তি বিশেষের
নামে ঘৃণা ও অবজ্ঞাসূচক কোনো পোস্ট করা যাবেনা, কারো সম্মানহানি হয় এমন কোন পোস্ট করা যাবেনা।
৬.রাজনৈতিক কোন দল নিয়ে কোন প্রকার সমর্থন বা সমালোচনা মূলক পোস্ট করা যাবেনা।
রাজনৈতিক যে কোন ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক
৭.কোন ধরনের মিথ্যা গুজব, কুসংস্কার এর পক্ষে বা এ ধরণের পোস্ট করা যাবেনা
৮ কোন পশু-পাখি উপর নিপিড়নমূলক কোনো পোস্ট, ছবি অথবা ভিডিও শেয়ার করা যাবে না।
৯. শিশু শ্রম সমর্থন করে এমন সকল পোস্ট করা নিষিদ্ধ।
১০. NSFW ট্যাগ ছাড়া কোনো ধরনের অশ্লীল পোস্ট করা নিষিদ্ধ।
১১. কোন অপরাধমুলক কাজকে সমর্থন করে তা পোস্ট করা যাবেনা।
এরপর আসি প্লাগারিজম সম্পর্কে,
প্লাগারিজম হচ্ছে আপনি যদি কারো সম্পূর্ণ ৭০%থেকে ৮০% ব্যবহার করেন এটাই হচ্ছে প্লাগারিজম, অন্যের লেখাকে কিছু পরিবর্তন করে নিজের বলে পোস্ট করলে তা প্লাগারিজম বলে গন্য হয়।
এরপর হচ্ছে re-write আর্টিকেল কাকে বলে?
এটা হচ্ছে, যদি এমন কোনো বিষয়ে পোষ্ট করা হয়, যার জন্য সঠিক তথ্য দরকার, এবং অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বা কোন ভালো সোর্স থেকে ডাটা নিতে হয়, তখন সেই লেখাটাকে নিজের মতো করে লেখাকে re-write বলা হয়। তবে মনে রাখতে হবে এখানে অবশ্যই নিজের লেখা অন্তত ৭৫ % হতে হবে।
এবং re-write আর্টিকেলে যে বিষয় গুলো বলে দিতে হয় তা হলো,
১. আপনি যেখান থেকে তথ্য সংগ্রহ করেছেন, সোর্সগুলো অবশ্যই উল্লেখ করতে হবে।
২. লেখা সম্পূর্ণ মৌলিক হতে হবে ৭০ % থেকে ৭৫%
৩ আর্টিকেলের কোনো ছবি যদি
কোনো ওয়েবসাইট থেকে সংগ্রহ করে থাকেন তবে সোর্স অবশ্যই তা উল্লেখ করে দিতে হবে।
আরো শিখেছি দুই চার লাইনের লেখা ছোট পোষ্টকে মাইক্রো পোষ্ট হিসাবে গণ্য করা হয়।
এবং একজন ব্লগার একদিনে সর্বোচ্চ ৩ টি পোস্ট করতে পারবে।
ধন্যবাদ সবাইকে, আমার পোস্ট পড়ার জন্য এবং কোন ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন , আমি নতুন শিখছি তাই ভুল হতে পারে।