ছেলেবেলার কাহিনী (হ্যাজাঙ্গালা :পর্ব-০১)

in hive-129948 •  3 years ago 

216537000_100809738960184_6334609099126310682_n.jpeg
যখন ছোট ছিলাম, ছোট বলতে ক্লাস ২/৩ তে পড়ি এরকম হবে। তখন পড়ালেখা বলতে স্কুলে যাওয়া আসা আর বাড়িতে মায়ের বকা খেয়ে একটু পড়তে বসা এই আর কি কোনরকম টেনেটুনে। তখন জীবনের লক্ষ্য ছিল প্রচুর খেলাধুলা করা আর কিছু না। সকালে ঘুম থেকে উঠে পান্তা ভাত আর খেজুর গুড় খেয়ে খেলতে চলে যেতাম। খেলা বলতে সাইকেলের টায়ার চালানো, ডুমুর ফল বাশের কঞ্চির আগায় গেথে পুকুরে ছুড়ে মারা আর কাদা দিয়ে গরু মহিষ টিভি এইসব বানানো। ক্রিকেট ফুটবল এর ধারে কাছেও যেতাম না তখন। স্কুলে যাওয়ার আগে মা কে এক আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বুঝাতাম যে আমার এক টাকা লাগবে। আর সেই এই টাকা দিয়ে যা যা পাওয়া যেত এখন ও মনে পড়লে আমার আবার সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। ২৫ পয়সা দিয়ে টক ঝাল মিষ্টি চকলেট আর ২৫ পয়সা দিয়ে টোপা (এক ধরনের বিস্কুট) কিনে স্কুলে ক্লাসে বসতাম। ছুটির সময় আইসক্রিম ওয়ালার সাথে দেখা হত তারা তখনকার বাংলা সিনেমার গান বাজাতো আর আইসক্রিম বিক্রি করত। আট আনা (৫০ পয়সা) দিয়ে একটা লাল রঙ এর আইসক্রিম কিনে খেতে খেতে বাসায় ফিরতাম। অবশ্য সবসময় আট আনা দিয়ে আইসক্রিম খাওয়া হতো না। মাঝে মাঝে ভুট্টা, পেয়াজ, রসুন যখন যেটার সিজন তখন সেটার বিনিময়ে আইসক্রিম পাওয়া যেত। বিকেলে প্রতিদিন খেলা জমতো পাড়ার ছেলেদের সাথে, বিভিন্ন রকম খেলায় মেতে উঠতাম। ঝি ঝি পোকা ধরে সেটার পশ্চাদংশে সূতা বেধে উড়াতাম। লুকোচুরি খেলতাম। আর ও কত কি খেলা। একদিন লুকোচুরি খেলার সময় লুকানোর জন্য আমরা তিনজন দৌড়াচ্ছি। আমি সবার সামনে ছিলাম উদ্দেশ্য একটায় আমাকে যেন আগে না দেখে ফেলে। তো একটু পর সামনে দেখি একটা মুরগি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনার পোস্টটা অনেক ভাল ছিল তবে আপনি যদি আমাদের এই কমিউনিটিতে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে পরিচয় মূলক পোস্ট করতে হবে। আশা করি ভবিষ্যতে এই বিষয়টি খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোষ্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ❤️

Loading...

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Main Source: Unknown

Source: https://www.facebook.com/gouripurbazar/photos/1243242872539103