DIY ||| এসো নিজে করি ||| বৃত্তের মাঝে দারুণ একটি আর্ট।

in hive-129948 •  3 months ago 

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন?প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে সময় পার করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।

Messenger_creation_69723f2e-709c-4b0e-a3c5-103237bf834f.jpeg


আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি পেন্সিলের একটি আর্ট নিয়ে। আমার বাংলা ব্লগের ভাই বোনেরা বেশ দারুন সব আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়।তাদের আর্ট গুলো আমার অনেক ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই আমার মনে আর্টের জন্ম।আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আমার আর্ট গুলো শেয়ার করার জন্য।আসলে যেকোনো বিষয়ে শিক্ষা,যেভাবে হোক সেই শিক্ষা অর্জন করতে যেতে পারে।আমার বিশ্বাস চেষ্টা করলে সবই সম্ভব। তাইতো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং কাজের ধারাবাহিকতাও বজায় রাখছি।একজন কবি যেমন মনের আবেগগুলো তার কবিতার মাধ্যমে প্রকাশ করে। তেমনি যারা আর্ট করে তারাও তাদের মনের বহিঃপ্রকাশগুলো আর্টের মাধ্যমে প্রকাশ করে।শিল্পী তার যে কোনো বিষয় হোক তার উদ্দেশ্য এবং কি করবে সেটা যদি মেমোরিতে রেখে কাজ করে তবে নিশ্চিত সে কাজে সাফল্য অর্জন করবেই।আমার আর্ট স্পেশাল না হলেও আশা করছি অন্য সময় স্পেশাল হয়ে যাবে।কারণ চেষ্টা মানুষকে অনেক দূর পর্যায়ে নিয়ে যেতে পারে।তাইতো এই বৃষ্টির দিনে ভাবছিলাম কি আর্ট করা যায়।কারণ অনেকদিন আর্ট করা হয়নি। আর ঈদের জন্য সেরকম সময়ও পাওয়া যায়নি।তাই যখন একটু ফ্রি হলাম এবং হাতে একটু কাজ কমে গেল ভাবলাম দুই-একটি আর্ট নিয়ে বসি।তবে আজ তিনটি আর্টঅনেক সময় নিয়ে একসঙ্গে করেছি।নেক্সট টাইমে অন্যগুলো আপনাদের মাঝে শেয়ার করব।পেন্সিলের আর্ট গুলো আমার অনেক ভালো লাগে।বৃত্তের মাঝে দারুন একটি আর্ট চলুন আর কথা না বাড়িয়ে আর্টি কিভাবে করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।পেন্সিল।
২।কম্পাস।
৩।রাবার।
৪।স্কেল।
৫।খাতা।

Messenger_creation_101dcd23-ab92-4f8b-8fcf-e1c1276dca2e.jpeg

Messenger_creation_e5621e86-4dd8-4af9-81a3-6d545276ccad.jpegMessenger_creation_4017dc23-d347-47b7-bfa6-936fd7eabe64.jpeg
Messenger_creation_3043dab9-b2a8-4c4c-9872-5b84110b5dd4.jpegMessenger_creation_bb936634-9eb8-4b7b-83c7-b9c472b025ea.jpeg
Messenger_creation_d4a15cd8-d9e4-4204-bca4-ce97c83a82f6.jpegMessenger_creation_f9a73985-2cb8-4462-a744-57e0890c985f.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

❄️প্রথম ধাপ❄️

Messenger_creation_cae80b55-e869-41b7-ad15-dc447947b43e.jpeg

প্রথমে একটি খাতা নিয়েছি।

❄️দ্বিতীয় ধাপ❄️

Messenger_creation_c6932578-7d2a-4e25-813d-c503cf2f4aeb.jpeg

এবার সেই খাতায় কম্পাস পেন্সিল এড করে একটি গোলবৃত্ত এঁকে নিয়েছি।

❄️তৃতীয় ধাপ❄

Messenger_creation_c6932578-7d2a-4e25-813d-c503cf2f4aeb.jpeg

এবার বৃত্তের এক অংশে দাগ দিয়ে নিয়েছি আর বাকি অংশ ফাঁকা রেখেছি।

❄️চতুর্থ ধাপ❄️

Messenger_creation_59b0b67d-d0a5-4400-bdc2-1444e30f1e1b.jpeg

এবার সাইডের অংশে স্কেল দিয়ে মেপে চওড়া দাগ এঁকে নিয়েছি।

❄️পঞ্চম ধাপ❄️

Messenger_creation_29111439-516d-4db6-bea6-8dc1e076bdea.jpeg

এবার চওড়া দাগ গুলোর মাঝে আবারও লম্বা করে দাগ দিয়ে নিয়েছি।

❄️ষষ্ঠ ধাপ❄️

Messenger_creation_c90b9b95-1e1f-46c1-adcc-384557e30781.jpeg

সেই দাগের মাঝে আবারও পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি।দেয়ালের সৌন্দর্য বৃদ্ধির জন্য।

❄️সপ্তম ধাপ❄️

Messenger_creation_1ec450e7-409f-4bd9-a6d8-ef661ec62280.jpeg

এবার বৃত্তের অবশিষ্ট দাগের মাঝ বরাবর আবারো একটি সোজা দাগ কেটে নিয়েছি ।

❄️অষ্টম ধাপ❄️

Messenger_creation_bf14d4c6-5809-4297-bdf7-a58419ef3907.jpeg

সেই দাগ থেকে নিচের দিকে লম্বা করে পাঁচটি দাগ এঁকে নিয়েছি এবং সেই দাগগুলো পেন্সিলের সাহায্যে গারো রং করে নিয়েছি।

❄️নবম ধাপ❄️

Messenger_creation_ef5900cd-2f2b-4d98-8d8f-c96c88a3d7ff.jpeg

এক সাইডে একটি চাঁদ এঁকে নিয়েছি।

❄️দশম ধাপ❄️

Messenger_creation_0cf14654-b7c0-488e-bdfe-9db47f41873c.jpeg

Messenger_creation_9218abbc-d313-4b69-831e-921a9c9e1eed.jpeg

বারান্দার গ্রিলের উপরে একটি টব এঁকে নিয়েছি।

❄️এগারো তম ধাপ❄️

Messenger_creation_0ebeaa09-a28a-4cfa-9608-0cc643d2f0de.jpeg

সেই টবে একটি ফুল গাছ এঁকে নিয়েছি।

❄️বারো তম ধাপ❄️

Messenger_creation_52f288fd-3b69-42da-82ec-87f8ec6ad345.jpeg

ফুল গাছগুলোতে রং পেন্সিল দিয়ে লাল ফুল এঁকে নিয়েছি।আর এভাবে হয়ে গেল "বৃত্তের মাঝে দারুণ একটি আর্ট"।এবার এই "বৃত্তের মাঝে দারুণ একটি আর্ট"এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার আর্ট বেশ দুর্দান্ত হয়েছে আপু। বৃত্তের মাঝে দারুণ আর্ট দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে আর্ট করার প্রক্রিয়া উপস্থাপন করেছেন। এতো সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

ওয়াও আপু আপনি বৃত্তের ভিতরে চমৎকার আর্ট করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। টবসহ ফুলের গাছ অঙ্কন করেছেন এজন্য আরো বেশি সুন্দর লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

খুবই সুন্দর একটি চিত্র অংকন করেছেন। বৃত্তের ভিতরে চিত্রটি আমার অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি চিত্র অংকন শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

আপু আপনি খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের আর্ট করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব সুন্দর লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

পাশে থেকে সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।

জীবনে সফলতার পেছনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হলো চেষ্টা। আপনি যে বিষয়ের উপর যত বেশি চেষ্টা করবেন সেখান থেকে আপনি বেশি এগিয়ে যাবেন। আপনি বৃত্তের মাঝে দারুন একটি আর্ট তৈরি করেছেন। আপনার তৈরি আর্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। তৈরি ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনি তিনটি আর্ট একদিনে করেছেন জেনে ভালো লাগলো।তবে এই আর্টটি কেমন ফাঁকা ফাঁকা লাগছে।যদিও আর্টের গঠন অনেক সুন্দর হয়েছে আপু।একটু রং করলে আরো আকর্ষণীয় হতো,ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

বৃত্তের মাঝে অংকন করা চিত্রগুলো আমার কাছে সবসময়ই অনেক ভালো লাগে। যেহেতু ছোট জায়গাতে এমন চিত্র অঙ্কন করতে হয় তাই অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

বৃত্তের মাঝে চমৎকার সুন্দর একটি আর্ট করেছেন আপু। বৃত্তের মাঝে দেয়াল, গ্রিল ও গ্রিলের মাঝে চমৎকার একটি ফুলের টবে ফুলের গাছ,আকাশ ও চাঁদ আর্ট করেছেন। সুন্দর লাগছে দেখতে। ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর ভাবে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ দিদি।

আমি বেশ কয়েকবার বৃত্তের মাঝে এই আর্ট গুলো শেয়ার করেছি।এই আর্ট দেখতে বেশ সুন্দর লাগে।আর্ট এর ধাপগুলো অনুসরণ করে যে কেউ সহজে চাইলে আর্ট টি করতে পারবেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

আপু আপনি বৃত্তের মধ্যে দারুণ একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করছেন। এইরকম আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি ধাপে ধাপে সুন্দর ভাবে পোস্ট টি শেয়ার করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।