আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি সকলের পরিবারকে নিয়ে সুস্থভাবে দিনযাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমি আজ আপনাদের মাঝে আমার স্বরচিত আরেকটি কবিতা নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগকে আমি অনেক ভালোবাসি। আমার বাংলা ব্লগ হাটি হাটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটি বছর নয় প্রায় দুই দুটি বছর হয়ে আসলো আমার বাংলা ব্লগ।আমার বাংলা ব্লগে এসে আমি শিখতে পেরেছি অনেক কিছু। শিখতে পেরেছি আমার ভাষাগুলো কিভাবে সঠিক ভাবে প্রয়োগ করবো। শিখতে পেরেছি নতুনত্বকে কিভাবে সবার মাঝে তুলে ধরবো। আর এ সবই হয়েছে আমাদের abb school হতে। আমার বাংলা ব্লগে আমাদের জন্য একটি school খোলে দিয়েছেন। যেখানে আমরা ক্লাস করেছি পরীক্ষা দিয়েছি এবং অনেক কিছু শিখতে পেরেছি। আমার বাংলা ব্লগের কৃতজ্ঞতা কখনোই ভুলতে পারবো না। কারণ যার মাধ্যমে এতকিছু পেয়েছি তাকে আসলেই ভুলার মত নয়।ছোটবেলার শিক্ষককে কেউ কখনো ভুলতে পারে না সেরকম আমার বাংলা ব্লগের শিক্ষা যেখান থেকে শুরু হয়েছে আমরা যেখানেই থাকি না কেন এই শিক্ষকদের এবং যে আমাদেরকে শিখিয়েছেন মূল দায়িত্বে @rme দাদা রয়েছেন তাকে কখনোই আমরা ভুলতে পারবো না। আমার বাংলা ব্লগকে ভালোবেসে আমি স্বরচিত কবিতা "হৃদয়ে বাংলা ব্লগ" নিয়ে হাজির হয়েছি।আমার স্বরচিত কবিতার নাম "হৃদয় বাংলা ব্লগ"। চলুন যে কবিতাটি লিখেছি সেই কবিতাটি দেখে নেওয়া যাক।
আমার এই ছোট্ট জীবনে
ছিলো অনেক আশা,
ছিল অনেক ভালোবাসা
ছিল আবার অনেক হতাশা।
দুঃখ কষ্ট সইয়ে
জীবনটা যাচ্ছিল বয়ে
হঠাৎ তোমার সাথে দেখা,
শুনতে পেলাম তোমার অনেক কথা
তোমার সুনাম খ্যাতি যশ।
তাইতো তোমার সাথে হেটে চলেছি
একই পথ ধরে
দূর-দূরান্তের সেই,
দীর্ঘপথের প্রান্তরে
তুমি আছো বলে
জীবনে খুঁজে পাই
অনেক আস্থা।
তোমার মাঝে পাই আমি
বেঁচে থাকার জীবনের সত্তা
আমি নতুন করে কাকে খুঁজবো?
বলো, আমার বাংলা ব্লগ।
তোমার মাঝে পেয়েছি
জীবনের আনন্দ
ভুলে গেছি বেদনা
জীবনে যার হতে আনন্দ পাওয়া যায়
তাকে কি ভোলা যায়?
আমি পেয়েছি
আমার বাংলা ব্লগ হতে
যত শিক্ষা সঠিক ভাষার সঠিক প্রয়োগ।
আমি শিখেছি
কিভাবে আমার ক্রিয়েটিভিটি
সবার মাঝে তুলে ধরব
আমি পেয়েছি,
এখানে বুকভরা আশা
পেয়েছি @rme দাদার ভালোবাসা।
যে যার মতন
বাংলা ব্লগকে করেছে আপন
নিজেকে প্রশ্ন করি !
এতদূর এসেছি হেঁটে
বাকি পথ পাড়ি দিতে চাই
স্বপ্নীল মন জেগেছে
বাংলা ব্লগের জন্য।
তাইতো আশাবাদী
যুগ যুগ ধরে থাকুক
সবার হৃদয়ে আমার বাংলা ব্লগ।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
বিষয়ঃ- স্বরচিত কবিতা "হৃদয়ে আমার বাংলা ব্লগ"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
আপনি তো দেখছি আমার বাংলা ব্লগ কে কেন্দ্র করে খুবই সুন্দর একটা কবিতা লিখে ফেলেছেন। হৃদয়ে আমার বাংলা ব্লগ কবিতাটি পড়ে মনটা একেবারে ভরে গিয়েছে আমার। খুব সুন্দর ভাবে আপনি সাজিয়ে গুছিয়ে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে কবিতাটি সম্পূর্ণভাবে লিখেছেন। সত্যি কথা বলতে কবিতা লেখার টপিক অসম্ভব ভালো ছিল। প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল বলতে হচ্ছে। এরকম একটা টপিক নিয়ে লেখা কবিতা আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন দেখে সত্যি ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কবিতাটি আপনার ভালো লেগেছে এটি আমার অনেক বড় পাওয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ। আমাদের প্রাণের প্রিয় বাংলা ব্লগ কমিউনিউটি কে নিয়ে অসাধারণ কবিতা শেয়ার করলেন আপু। নামটিও দিয়েছেন হৃদয়ে আমার বাংলা ব্লগ। আসলে এক কথায় আমাদের ফাউন্ডার এর অবদান বলে শেষ করা যাবে না। আমরা এখানে এসে যা শিখতে পেরেছি সেটা কি আমরা কখনো পরিশোধ করতে পারব? প্রিয় কমিউনিটি কে নিয়ে একটি অসাধারণ কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি আমার বাংলা ব্লগ নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার এই কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করে কবিতা লেখার প্রতি আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit