স্বরচিত কবিতা ||| বেদনাকে করেছি সঙ্গী ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in hive-129948 •  2 years ago  (edited)

হ্যালো বাংলা ব্লগের সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। আশা রাখছি সকলে দূর-দূরান্ত থেকে সকলের পরিবারকে নিয়ে অনেক ভালভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও বিধাতার রহমতে অনেক ভাল আছি। আমি আজ আপনাদের মাঝে কোনো রেসিপি নিয়ে আসিনি আমি এসেছি আমার নিজের লেখা কবিতা নিয়ে। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা নিজে লিখে আপনাদের মাঝে নিয়ে হাজির হই।জানিনা আমার কবিতাগুলো আপনাদের কেমন লাগে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার কবিতা লেখা সার্থক। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি,কবিতা লিখবো, কবিতা নিয়ে স্বপ্ন দেখবো এবং কবিতার মাঝেই বেঁচে থাকব। আমি আজ যে কবিতা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি সেই কবিতাটির নাম "বেদনাকে করেছি সঙ্গী "।আসলে একটি মানুষ সারা জীবন সুখে থাকতে পারে না। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। সুখের পরে দুঃখ আসে আবার দুঃখের পরে সুখ আসে এই তো মানুষের জীবনের ধারাপাত। অন্ধকারের পর যেমন সকালের আলো ফুটে ওঠে তেমনি মানুষের জীবনেও তার ব্যতিক্রম নয়। আর কথা না বাড়িয়ে আমি কবিতায় কি প্রকাশ করেছি তা চলুন নিচে দেখে নেওয়া যাক।

IMG_20220908_132009.jpg

বিন্দু বিন্দু জল যদি হয় সিন্ধু
তবে, ছোট ছোট কষ্ট কেন বিষাক্ত নয়
মনের কষ্টটা ছোট নয়
যেটি হৃদয়ে নিয়ে ঘুরতে হয়
ডানা ঝাপটে যদি ফেলে দেওয়া যেত
তাহলে কিছুটা হলেও হৃদয় শান্তি পেত ।

রোগব্যাধি বয়ে নিয়ে যাওয়া যায়
আবারঔষধ সেবনে পাচ্ছে অনেকেই স্বস্তি
কিন্তু মনেরকষ্ট টি তুচ্ছ নয়
মনের জ্বালাটাকে বয়ে বেড়াতে হয়।

অনেক ওজনের সেই পাথরটি কেও
তুলে সহজেই সরিয়ে রাখছে সবাই
কিন্তু মনের জানালা হতে
প্রিয় মানুষটির সেই কষ্ট
শুধু প্রিয় মানুষটিই পারে সরাতে।

যতনে অতি যতনে
রেখেছি আমি তোমাকে
হৃদয়ের মনের কোঠায়
পুষ্পের প্রতিটি পাতায় পাতায়
অতি আদরের সংগোপনে
তোমায় যেনো কেউ ছুঁতে না পারে।

সেই গভীর ভালোবাসায়
যদি ধরিয়ে দাও ঘুন
তাহলে নিয়তির কাছে
আমার আর কি চাওয়ার আছে
বেদনাকে মনে বয়ে
বেড়াচ্ছি সঙ্গি করে।

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।

বিষয়ঃ- কবিতা "বেদনাকে করেছি সঙ্গী "।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার কবিতাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.......

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রিয় মানুষের উপর এক সহজ আবেগ ও নরম একটা প্রেমের অনুভূতি প্রস্ফুটিত হয়েছে কবিতার প্রত্যেক পংক্তিতে। সার্বিকভাবে কবিতাটিকে একটি সুন্দর প্রেমের কবিতা হিসেবে ধরা যায়, কারণ কবিতার যে বিষয়বস্তু সেটা ভাষায় খুব সুন্দরভাবেই ফুটে উঠেছে।

সুন্দর মন্তব্য করে আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

আপু অনেক সুন্দর একটি কবিতা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন।
তবে শেষের বিষয় অংশটিতে আপনার কিছু ভুল আছে সেটি ঠিক করে নিবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

চমৎকার কবিতা লিখেছেন মনের যত আবেগ যত ব্যথা প্রেম সবকিছুই যেন উপস্থিতি পেয়েছে আপনার কবিতার প্রতিটি লাইনে, অসাধারণ লিখেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য।

আপনার জন্যও শুভকামনা রইল ভাই।

দারুন দারুন লিখেছেন।
আসলেই মনের ব্যাধি যদি ওষুধে সেরে যেত তবে বোধয় পৃথিবীতে খুব বেশি দুঃখী মানুষ থাকতো না।🙏

আপনার কথায় যুক্তি আছে ভাই।

বেদনাকে করেছি সঙ্গী কবিতায় প্রিয়জনের প্রতি গভীর ভালবাসার এবং নিজের কষ্টের বহিঃপ্রকাশ দেখানো হয়েছে। কবিতা পড়ে আমার খুব ভাল লেগেছে। পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপু।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।