বেগুন ও মুরগির মাংস ভুনা।

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।

IMG_20220323_150407.jpg

এই রমজানে প্রতিটি দিন সবার ভালো যাক এই কামনা করি।রমজান মাস মুসলমান ধর্মের অনেক ত্যাগ ও সাধনার মাস। এই রমজান মাস এলে মেয়েদের কাজের চাপ অনেকটা বেড়ে যায়। কারণ রোজা রাখার পর এমনিতেই শরীরটা ক্লান্ত থাকে তার উপর ইফতারির জন্য অনেক আইটেম তৈরি করতে হয় ।এত পরিশ্রমের পরও রোজার মাসটা আমাদের জন্য অনেক ফজিলতের মাস। বিধাতার কাছে একটাই চাওয়া আমাদের সবার জীবনে যেন বছর ঘুরে ঘুরে এই মাসটি বার বার আসে।আজকে আমি একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি। আমার রেসিপিটির নাম "বেগুন ও মুরগির মাংস ভুনা"। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী ও উপকরণাদি নিয়ে আলোচনা করা যাক।

উপকরনসমুহ👇👇

১। মুরগির মাংস।
২। বেগুন।
৩। সাদা এলাচ।
৪। কালো এলাচ।
৫। কাঁচা মরিচ।
৬। পেঁয়াজ।
৭। হলুদ গুঁড়ো।
৮। মরিচ গুঁড়ো।
৯। জিরা গুঁড়ো।
১০। লবন।
১১। তৈল।
১২। রসুন।
১৩। আদা গুঁড়ো।

received_1211338902991478.jpegreceived_3133647506853780.jpeg
received_638716420650554.jpegreceived_1807679036099409.jpeg
received_1392360641234862.jpegreceived_686067879178446.jpeg
received_1325485661290541.jpegreceived_1014000066199318.jpeg
received_397828958436138.jpegreceived_2278994732249910.jpeg

received_954103061937011.jpeg

------💖প্রস্তুত প্রণালী💖------

--------💖 প্রথম স্টেপ 💖--------

received_276711264665411.jpegreceived_956323901700321.jpeg

পেঁয়াজের খোসা পরিষ্কার করে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়ে পেঁয়াজ গুলো কেটে নিয়েছি রান্নার জন্য।

----------💖 দ্বিতীয় স্টেপ 💖---------

received_365037852173350.jpeg

কাঁচামরিচ গুলো সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে মরিচগুলো মাঝ দিয়ে চিড়ে নিয়েছি।

--------💖 তৃতীয় স্টেপ 💖--------

received_511368790654656.jpeg

বেগুনের বোটা ফেলে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে বেগুন গুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে রান্নাটি সুন্দর ভাবে করা যায়।

--------💖 চতুর্থ স্টেপ 💖--------

received_1444694222667354.jpeg

রসুনের কোয়া খুলে প্রতিটি কোয়ার ছাল পরিষ্কার করে নিয়েছি রান্নার উপযোগী করে।

--------💖পঞ্চম স্টেপ 💖--------

received_374496064556536.jpegreceived_516791566458683.jpeg

received_313039844096953.jpeg

এবার ফ্রাইপেনে পেঁয়াজ কুঁচি,মরিচ, হলুদ গুঁড়ো,জিরা গুঁড়ো,লবণ,সাদা এলাচ,কালো এলাচ,আদা গুঁড়ো, রসুন এবং তৈল দিয়ে একটু কষিয়ে নিলাম।

----------💖 ষষ্ঠ স্টেপ 💖--------

received_357101253034431.jpegreceived_660986315202545.jpeg

এবার মুরগির মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না বসিয়ে দিলাম।যাতে মাংস ভালো ভাবে সিদ্ধ হয়।

---------💖 সপ্তম স্টেপ 💖--------

received_685608079352270.jpegreceived_474924710998381.jpeg

received_388036422893526.jpeg

এইবার ঢাকনা খুলে বেগুনের টুকরো গুলো ফ্রাইপেনে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষন রান্না বসিয়ে দিলাম।

----------💖 অষ্টম স্টেপ 💖--------

received_534372384704336.jpegreceived_363475919016523.jpeg

IMG_20220323_150440.jpg

এবার ফ্রাইপেনের ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে রস শুকিয়ে গেলে হয়ে গেল আমার "বেগুন ও মুরগির মাংস ভুনা" রেসিপি। এইবার পরিবেশনের জন্য রেডি করে তার একটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি।আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি সহযোগিতামুলক এবং নিরপেক্ষ একটি কমিউনিটি। তাই এই কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।

বিষয়ঃ- বেগুন ও মুরগির মাংস ভুনা।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোনদের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি.......

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বেগুন দিয়ে যে মুরগির মাংস রান্না করা যায় তা তো জানতাম না জীবনে প্রথম দেখলাম। মনে হচ্ছে খাবারটি অনেক ভালো হয়েছে তবে বেগুনে অনেক ভালো লাগে তারপর আবার মুরগির মাংস দিয়ে রান্না করলে ভালো হওয়ারই কথা। আপনার খাবারটি অনেক মাখামাখা হয়েছে গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে মনে হচ্ছে খাবারটি ।নতুন একটি রেসিপি আপনার কাছ থেকে শিখতে পারলাম।

গঠনমূলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

ঠিক বলেছেন আপু রোজার মাস কষ্টের হলেও এটি ফযিলতের মাস।
বেগুন দিয়ে কখনও মুরগির মাংস রান্না করে খাওয়া হয়নি। মুরগির মাংস বেগুন দিয়ে রান্না করা যায় জানাই ছিল না। আপনার বেগুন দিয়ে মুরগির মাংসের রেসিপি দেখে মনে হচ্ছে যে খেতে বেশ মজাদার হয়েছিল। দেখতেই লোভনীয় লাগছে।

জি আপু অনেক মজাদার ছিল।

আপনি খুব সুন্দর করে বেগুন দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপি তৈরি করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আপনি প্রতিটি ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

আপু বেগুন ও মুরগির মাংস ভুনা রেসিপি আমার কাছে খুব ইউনিক মনে হচ্ছে। কারণ সাধারণত আমরা মুরগির মাংস আলু দিয়ে ভুনা করি কিন্তু বেগুন দিয়ে কখনো ভুল করে দেখিনি।তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে । প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। শুভকামনা রইল আপু।

আপনার জন্য অনেক শুভকামনা রইল।

দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু। তবে কখনোই আমি এই বেগুন দিয়ে মুরগির মাংস খাই নি। সবসময় মুরগির মাংস আলু দিয়ে খেয়েছি বা অন্য কোন সবজি দিয়ে কিন্তু বেগুন দিয়ে খাওয়া হয়নি তবে আপনার রেসিপিটি দেখতে খুবই ভালো লাগছে। আর লোভনীয় লাগছে ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

বেগুন দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি আমার কাছে একদম ইউনিক লেগেছে। এইভাবে কখনো বেগুন দিয়ে মুরগির মাংস রান্না করা হয়নি। কিন্তু আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে। খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। আমিতো রেসিপিগুলো ছবিটি দেখি ভেবেছিলাম একটু খেয়ে দেখি ‌‌। রেসিপিটি অনেক ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার রেসিপিটি আপনার ভাল লেগেছে শুনে অনেক ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

বেগুন ও মুরগির মাংস ভুনা। রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। এভাবে কখনো খাইনি তবে আপনার রেসিপি দেখে ভালো লাগলো। শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো।

সব সময় পাশে থেকে উৎসহমুলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

আমি মুরগীর মাংস ভুনা খেয়েছি। কিন্তু বেগুন দিয়ে মুরগির মাংসের ভুনা কখনো খাওয়া হয়েনি। আপু আপনি অনেক সুন্দর করে রেসিপিটি তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। দেখে তো জিভে পানি চলে আসলো। রেসিপিটি আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

এই কমিউনিটিতে আসার কারণে কতকিছু যে শিখতে পারলাম। বেগুন দিয়ে যে মুরগির মাংস ভুনা করা যায় এটা কখনো মাথায় আসেনি। তবে আপনার রান্নার চেহারা দেখে মনে হচ্ছে খেতে খুব মজা হয়েছে। সম্পূর্ণ নতুন একটি জিনিস শিখতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। আমার পরিশ্রম সার্থক মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

মুরগির মাংস দিয়ে বেগুন ভুনা করা যায় কখনো তো চিন্তাও করেনি, আসলে আমার বাংলা ব্লগে এসে অনেক কিছু শিখলাম অনেক কিছুই দেখলাম। যাইহোক দেখতে অসাধারণ লাগছে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে, অবশ্যই এভাবে বাসায় একদিন তৈরি করে দেখবো খেতে কেমন লাগে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জি ভাই অনেক মজাদার ও সুস্বাদু ছিল রেসিপিটি।

ওয়াও! পুরোই আনকমন একটা রেসিপি ছিলো। বেগুনের সাথে আবার মাংস ভুনা। আমি এই রেসিপি আগে কখনোই খাই নাই। তবে আমার কাছে বেশ আকর্ষনীয় লাগছে বিষয় টা।

রেসিপিটি বাসায় তৈরি করে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে।

আপু অনেক অনেক রেসিপি খেয়েছি। আলু দিয়ে মুরগির ভুনা খেয়েছি ,ডাটা দিয়ে মুরগি ভুনা ,খেয়েছে পেঁপে দিয়ে মুরগী খেয়েছে, কিন্তু কখনো বেগুন দিয়ে মুরগি ভুনা খাওয়া হয়নি। জানিনা খেতে কেমন হবে কিন্তু আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে দারুন হবে এটা খেতে। আমি এটা একদিন বাসায় চেষ্টা করে দেখব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নতুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জি আপু চেষ্টা করি সব সময় ব্যতিক্রম কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জানিনা কতটুকু আপনাদের ভালো লাগে।

এই রেসিপি টা আমার কাছে একেবারে নতুন লাগলো।বেগুন দিয়ে কখনো মুরগীর মাংস খাওয়া হয়নি।বেগুন এবং মুরগীর মাংসের রেসিপি আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য।

বেগুন দিয়ে কখনো মুরগির মাংস খাওয়া হয়নি। তবে আপনার রান্নাকৃত রেসিপি দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

জি রেসিপিটি অনেক সুস্বাদু ও মজাদার ছিল।

আপু এমন রেসিপি দেখিনি কখনো আমি।আপনার রেসিপি টা দেখে জিভে জল চলে আসলো। দেখে লোভ সামলাতে পারছিনা। কালারটা জাস্ট দারুন হয়েছে। আমি কখনো বেগুন দিয়ে মুরগির রেসিপি খাই নি। দেখে খাওয়ার আগ্রহটা বেড়ে গেল। আমি অবশ্যই বাসায় এটি একবার তৈরি করে দেখার চেষ্টা করব।
ধন্যআাদ আপনাকে এত সুন্দর এই রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য

জি আপু বাসায় তৈরি করে খাবেন অনেক সুস্বাদু এবং মজাদার লাগবে ইনশাআল্লাহ।

  ·  3 years ago (edited)

ওয়াও আপু সকাল সকাল আপনার মুরগী ও বেগুন দিয়ে রেসিপি টা দেখে অনেক ভালো লাগলো ৷দেখে জিভে জল এসে গেছে ৷রেসিপির প্রতিটি ধাপ ভালো লেগেছে ৷ধন্যবাদ এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

প্রিয় আপু আপনি খুব সুন্দর করে বেগুন ও মুরগির মাংস ভুনা।'করেছেন যা দেখতে অনেকটাই লোভনীয় ও আকর্ষণীয় হয়েছে আমি বেগুন দিয়ে মুরগির মাংস কোনদিন কখনো খাইনি তবে আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো নেক্সটাইম বাসায় করব।
♥♥

উৎসাহমূলক মন্তব্য করে আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

বেগুন দিয়ে কিভাবে মুরগির মাংসের ভুনা কখনো খাওয়া হয়নাই। তবে আপনার রেসিপিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। মুরগির মাংসের সাথে একটু নতুনত্ব রেসিপি দেখলাম। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম একটি নতুন ধরনের মুরগির মাংসের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

গুছিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

বেগুন দিয়ে মাংসের ভুনা উফফ। এটা দেখতে খুবই লোভনীয় লাগছে। আশা করি খেতেও অনেক স্বাদ লাগবে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ

আপনার কাছে ভাল লেগেছে শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাই।

  ·  3 years ago (edited)

বেগুন দিয়ে আপনি খুব সুন্দর একটি রেসিপি করেছেন আপু এমন রেসিপি আমি প্রথম দেখলাম আমার কাছে খুবই ইউনিক লেগেছে ধন্যবাদ আমাদের মাঝে গুছিয়ে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

আমি অনেক ধরনের মুরগির মাংসের রেসিপি খেয়েছি কিন্তু কোনদিন বেগুন দিয়ে মুরগির মাংস রান্না করে খাওয়া হয়নি। আপনার তৈরি করা এই রেসিপিটি আমার কাছে একটি ভিন্নধর্মী রেসিপি বলে মনে হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন ভিন্নধর্মী একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ব্যতিক্রমী কিছু তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারলে অনেক ভালো লাগে।

বেগুন দিয়ে মুরগির মাংস রান্না করলেন খেতে খুবই ভালো লাগে। অনেক মজার একটি রেসিপি তৈরি করেছেন আপনি। বেগুন দিয়ে মুরগির মাংস খেতে আমি অনেক পছন্দ করি। আমার বাসায় মাঝে মাঝেই এই রেসিপি তৈরি করা হয়। বিশেষ করে লেয়ার মুরগির মাংস দিয়ে বেগুন রান্না করলে খেতে অনেক মজা লাগে। অনেক মজাদার রেসিপি তৈরি করে সকলের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

গঠনমূলক মন্তব্য করে সবসময় পাশে থেকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

বেগুন মুরগির মাংসের রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুস্বাদু রেসিপি তৈরি করেছেন।আপনার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল।

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

খুব সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এটা দেখে। খেতে খুব সুস্বাদু লাগে আমার কাছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন ও বর্ণনা করেছেন। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাই আমার রেসিপির প্রশংসা করে কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ।

মুরগির মাংস ভুনা খেয়েছি তবে আপনার মত করে বেগুন দিয়ে কখনো ভুনা করে খাওয়া হয়নি আমার কাছে মনে হচ্ছে তবে খেতে খুব সুস্বাদু হয়েছিল এতে কোন সন্দেহ নেই ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপু

রেসিপিটি নতুন তবে খেতে ও অনেক সুস্বাদু ছিল। আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে এজন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

বেগুন দিয়ে মুরগির মাংস কখনো খাওয়া হয়নি।। তবে আপনার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে ।। খেতেও মনে হয় স্বাদ হয়েছিল ।।শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য।

অনেকভাবে মুরগির মাংস ভুনা খেয়েছি তবে বেগুন দিয়ে মুরগির মাংস ভুনা করে কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে বেগুন দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপিটি খেতে অনেক বেশি সুস্বাদু ও লোভনীয় হয়েছে। তবে এই রেসিপিটি আমার কাছে সম্পূর্ণ ইউনিক লেগেছে। ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

বেগুন ও মুরগির মাংস ভুনা দেখে ভীষণ লোভ লেগে গেল 😋
কি চমৎকার রং এসেছে তরকারির ☺️।
তবে এ খাবারটা আমি কখনো খাইনি।
তবে চেষ্টা করে দেখবো একবার স্বাদ কেমন লাগে।

জি ভাই রেসিপিটি অনেক মজাদার এবং সুস্বাদু ছিল।

বেগুন দিয়ে মুরগির মাংস রেসিপি আমি কখনো তৈরি করে দেখিনি। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে একবার অবশ্যই তৈরি করে দেখতে হবে। কারণ আপনার রেসিপি দেখতে এতটাই সুস্বাদু হয়েছে। আপনার রেসিপি কালার অনেক সুন্দর হয়েছে যেহেতু কালার এত সুন্দর হয়েছে নিশ্চয়ই খেতেও সুস্বাদু হয়েছিল। এতো সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য।

ওয়াও আপু বেগুন ও মুরগির মাংস ভুনা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে মুরগির মাংস খেতে আমি খুবই পছন্দ করি। তাও আবার বেগুন দিয়ে ভুনা করেছেন। খেতে তো অনেক সুস্বাদু লাগবে দেখে মনে হচ্ছে। সুন্দরভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপু বেগুন রেসিপি টা দেখে তো অনেক ভাল লাগলো তার থেকে বেশি ভাল লাগলো আপনার পরিবেশন টা। জাষ্ট ওয়াও ।

অনেক অনেক ধন্যবাদ।