হ্যালো বন্ধুরা এখন সবাই কি করছেন? আশা করি সবাই বসে বসে মোবাইল ফোন দেখছেন,নয়তো আমার বাংলা ব্লগে বসে বসে চ্যাটিং করছেন।কারণ কথায় আছে কানা মনে মনে জানা।
আজকে কোন কবিতা,রেসিপি,ডিজাইন এবং ডাই পোস্ট নয়।আজ আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমার কাছে খুব খারাপ লেগেছে।আমি আমার উদ্যোগের কাজে সাব অফিসে গিয়েছিলাম একটি গ্রামে।সাব অফিস বলতে আবার আপনারা অন্য কিছু মনে করবেন না।কিছু কিছু গ্রামে অবহেলিত মহিলাদের নিয়ে যে হাতের কাজগুলো করায় তাদের এক একটিকে আমি সাব অফিস বলি।
আজকে যে সাব অফিসে গিয়েছিলাম সেখানে আমার প্রায় ২৫ জন অবহেলিত মহিলা একসঙ্গে বসে কাজ করে।তাদের ভিতর ২জন তৃতীয় লিঙ্গের বা হিজরা আপু কাজ করেন।কিন্তু এই দুই আপু যখন কাজে আসেন তখন গ্রামের কিছু ছেলেরা তাদেরকে খারাপ কথা বলে, শিশ কাটে এবং উপহাস মূলক কথা বলে।যার কারণে এই দুইজন আপু খুব অস্বস্তি বোধ করে এবং তারা ঘর থেকে বের হয়ে আসতে চায় না।
আজকে এই দুই আপুর অভিভাবক আমার সঙ্গে দেখা করে অনেক ধরনের কথা বললেন কিন্তু কথাগুলো শুনে আমার অনেক খারাপ লেগেছে।কারণ যাদের জন্য উদ্যোগ হাতে নিয়ে কাজ করছি।ঠিক সেই আপুদেরকে ঘর থেকে বের হওয়া জন্য সমাজের মানুষের কাছে হেনস্তা এবং উপহাসের পাত্র হতে হচ্ছে।তবে একটি বিষয় ভালো লেগেছে যে তাদের অভিভাবকেরা আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। যে তাদের এই মেয়েরা ঘর থেকে আগে বের হতো না, কারো সামনে যেত না,সবসময় নিজেকে গুটিয়ে রাখতেন।অথচ আমার জন্যই তারা নাকি আজকে ঘর থেকে বের হচ্ছে, ইনকামের মধ্যে ঢুকেছে এবং পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য তারা একজন স্বাভাবিক মানুষের মত কাজ করে যাচ্ছে।
তাই আমি সমাজের ওই দুষ্ট কিছু লোকদের উদ্দেশ্যে বলতে চাই।মনটাকে সব সময় আকাশের মত বিশাল ভাববেন এই পৃথিবীতে আমরা এসেছি মাত্র কয়েকটি দিনের জন্য। আর এই কয়েকটি দিনে ভালো কিছু করে যেতে পারলে সেটাই পৃথিবীর বুকে থেকে যাবে।
তাই সবাইকে বলব আমরা কখনো কাউকে কষ্ট দেওয়ার মত কোন কাজ করব না কারণ মানুষকে কষ্ট দেওয়া খুব সহজ কিন্তু মানুষের সহযোগী হওয়া অনেক কঠিন।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
বিষয়ঃ- আমার অনুভূতি "কাউকে কষ্ট না দিয়ে সহযোগী হই সবার"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........