"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| শেয়ার করো তোমার শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি

in hive-129948 •  12 days ago 

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।


বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময় আমাদের জন্য দারুন প্রতিযোগিতার আয়োজন করে থাকে।সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যেমন ভালো লাগে তেমনি অনেক ইউনিক ইউনিক বিষয় দেখার সুযোগ পেয়ে থাকি।ফুল সৌন্দর্যের প্রতিক।ফুলের সৌন্দর্যে আমরা মুগ্ধ হই। ফুলের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে।সময়োপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| শেয়ার করো তোমার শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি। শীতকাল মানে ফুলের সমারোহ।শীতকালে ফুলের সৌন্দর্য অন্যরকম লাগে। প্রতিটি ফুলের মাঝে সতেজতা থাকে।যে ফুলটির ফটোগ্রাফি করা হয় মনে হয় আরো দেখে এই ফুলটি অনেক বেশি সুন্দর লাগবে।কুয়াশা ঢাকা শীতের সময় প্রকৃতির অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে আমাদের সবাইকে।ফুলের ফটোগ্রাফি গুলো যখন করছিলাম তখন মনের আনন্দে করছিলাম।চলুন আর কথা না বাড়িয়ে ফুলের ফটোগ্রাফিগুলো দেখে নেওয়া যাক।

Messenger_creation_70B3CB28-722B-4EA2-B84B-5D40A164D0CE.jpeg

Messenger_creation_5564454C-6E0D-4404-AC67-51865835252E.jpegMessenger_creation_79DDFE50-AF69-43A9-B449-DB5A29F5CA8B.jpeg

গাঁদা ফুল

শীতকালে ফুলের সৌন্দর্যে আমরা সবাই মুগ্ধ হই। গাঁদা ফুল মানেই নেই তার তুলনা। যেমন ফুলের সৌন্দর্য তেমনি অপূর্ব তার কালার। গাঁদা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। প্রত্যেকটি কালার মুগ্ধ করে মানুষকে। তাইতো গাঁদা ফুলের সৌন্দর্য দেখে আর দেরি না করে তার একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম ।

Messenger_creation_6F6B3752-E40A-40BC-B17B-1DD13FCF8B65.jpegMessenger_creation_EA529DC0-2AC0-4AD4-B94B-80E514905100.jpeg

সরিষা ফুল

শীতকাল মানে সরিষা ফুলের সুবাস এবং তার সৌন্দর্যমুগ্ধ করে আমাদের সকলকেই। সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করেনি এমন কোন মানুষ নেই। বিশাল একটি মাঠে হলুদ ফুলের সৌন্দর্য উপভোগ করতে সবাই পছন্দ করে। একটি মাঠে নীল আকাশের নিচে যখন হলুদ রঙের ফুল ও সবুজ রংয়ের পাতা দেখা যায় তখন অটোমেটিক মনটা ফুলের সৌন্দর্যে ভালো হয়ে যায়।তাই সরিষা ফুলের ফটোগ্রাফি করতে আর দেরি করলাম না।

Messenger_creation_B641B98B-161E-453A-9340-C7560D9A8335.jpeg

নয়ন তারা

নয়ন তারা এই ফুলটি আমরা সকলেই চিনে থাকি। নয়ন তারা ফুলের গাছ বেশি যত্ন করতে হয় না। অনায়াসেই ফুলটি খুব সুন্দর গাছে ফুটে।নয়ন তারা ফুল বিভিন্ন রংয়ের হয়ে থাকে। তবে এ রঙ্গের ফুলটি সচারচর বেশি দেখা যায়। নয়ন তারা ফুলের সৌন্দর্য আকৃষ্ট করে সবাইকে।

Messenger_creation_E5988E98-54A7-4830-AC4A-DE3B3576A99D.jpeg

কৃষ্ণচূড়া

এই ফুলটি সকলের চেনা। কৃষ্ণচূড়া ফুল দেখতে অপূর্ব লাগে। কিছুদিন আগে এই কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি করেছিলাম। এই ফুলটি ঝিরিঝিরি সবুজ পাতার ভেতর লাল ফুল উঁকি দেয় দেখতে কি যে ভালো লাগে । তাই তার একটু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।

Messenger_creation_51D9862C-B011-4C9B-9C9F-FB10186E102C.jpeg

গোলাপ ফুল

গোলাপ ফুল ভালোবাসো না এমন কোন মানুষ নেই। গোলাপ সৌন্দর্যের প্রতিক।গোলাপের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। গোলাপ বিভিন্ন রঙের হয়। তবে গোলাপের কলির ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।

Messenger_creation_7D422C7E-B93C-418F-AF89-657536EA42F1.jpegMessenger_creation_EE48AB75-2053-44F2-8D36-28CA263E0EC3.jpeg

নাম না জানা ফুল

এই ফুলটির নামটিজানা ছিল কিন্তু এই মুহূর্তে আমি মনে করতে পারছিনা এজন্য অনেক দুঃখিত। তবে এই ফুলটি আমার অনেক ভালো লাগে আর কালারটিও ঠিক টকটকে লাল এজন্য আরও বেশি আমার ভালো লাগে। তাই এই ফুলের ফটোগ্রাফি করতে একটু ভুল করিনি যা আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNfpBCoUK6ETfatwuEEXF1GMTEppWBzP7MEcgA3kAsPm7kmUxBTGy74x4W4wDB7DkZ1ZyJJo9nv.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Screenshot_2025-01-22-16-41-24-556_com.peak.jpg

Screenshot_2025-01-22-16-40-26-116_com.android.chrome.jpgScreenshot_2025-01-22-16-39-42-069_com.coinmarketcap.android.jpg

আপু আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো।শীতকালীন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করছেন আপু। সরিষা ফুল শীতকালের খুবই জনপ্রিয় একটি ফুল। আপনার ধারণ করা প্রতিটি ফুল অসাধারণ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এ প্রতিযোগিতা আপনি চমৎকার ফুল গুলো নিয়ে অংশগ্রহণ করেছেন আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আসলে শীত মানে ফুলের বৈচিত্র। আর বৈচিত্র্য এই শীতের মাঝে প্রকৃতির চারিপাশে ছড়িয়ে পড়ে।

গুছিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল আপু। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে আমি অনেক্ষণ ধরে তাকিয়ে ছিলাম। আজকে আপনি চমৎকার কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো।

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার জন্য বড় পাওয়া।

শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় দারুন সুন্দর কিছু ছবি আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। বিশেষ করে আমার ভালো লেগেছে সরিষা ফুলের ছবিটি। আপনি খুব যত্ন করে সব কটি ছবি ক্যাপচার করেছেন। প্রতিযোগিতায় আপনার সাফল্য লাভের আশায় শুভকামনা রইল। অনেক সুন্দর সব কটি ছবি আমাদের সঙ্গে শেয়ার করেছেন।

সরিষা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া।

আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতা গুলো সব সময় সেরা হয়। যেমন সেরা বিষয়গুলো সিলেক্ট করা হয় তেমনি আমরা অনেক ভালো ভালো পোস্ট গুলো দেখতে পাই। এবারে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার জন্য শুভকামনা রইল। বেশ কিছু ফুলের ছবি আপনি শেয়ার করেছেন এবং ছবিগুলো অনেকটা জায়গা জুড়ে তোলা মানে বড় বড় বাগানের ছবি। যা দেখতে সত্যিই ভালো লাগলো। সব থেকে বেশি ভালো লেগেছে সরষে ফুলের ছবিগুলো।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

শীতকালীন ফুলের ফটোগ্রাফি কনটেস্ট এর আয়োজন করা হয়েছে তাই এ সপ্তাহে অনেক সুন্দর সুন্দর ফুলদের দেখা পেলাম। সুদের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে। ঠিক তেমনি ভালোলাগা খুঁজে পেলাম আপনার পোস্টে।

আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো আপু।

আপনি তো দেখছি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ফুলের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। যদিও আপনার বেশ কয়েকটি ফটোগ্রাফি ক্লিয়ার আসেনি, তবে সরিষা ফুলের ফটোগ্রাফি দারুণ লেগেছে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।