আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৭ || কাগজ/কাপড় দিয়ে ওয়ালমেট তৈরির।

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ ভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

received_712842147052569.jpeg

আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের জন্য "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৭ ||ডাই কন্টেস্ট: কাগজ/কাপড় দিয়ে ওয়ালমেট তৈরির আয়োজন করেছেন।আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলে অনেক ভালো লাগে। তবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই যে প্রথম দ্বিতীয় অথবা পুরস্কার নিতে হবে তা কিন্তু নয়।আমার বাংলা ব্লগের আমাদের সবার প্রিয় @rme দাদা ও এডমিন মডারেটর ভাই ও বোনেরা তারা অনেক পরিশ্রম ও যাচাই-বাছাই করেই সেই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন। তবে বাংলা ব্লগের এই ধরনের প্রতিযোগিতায় আমাদের মত ইউজাররা অনেক উৎসাহ পেয়ে থাকি।এই উৎসাহের মাধ্যমে আমরা আমাদের কাজের গতিও ভালো রাখতে পারি।প্রতিযোগিতায় পোস্টগুলার কোয়ালিটি সম্পর্কেও বেশ ধারণা পাওয়া যায়। প্রত্যেক প্রতিযোগী চেষ্টা করে ভালো কিছু করার। প্রতিযোগিতার পোস্টগুলো দেখতে ভালো লাগে। অনেক নতুন কিছু এখানে দেখা যায়। আমি আপনাদের মাঝে এই প্রতিযোগিতায় একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রথমত এই ডাই পোস্টটি করতে আমার অনেক কষ্ট হয়েছে। প্রথমে একটি ডাই পোস্ট বানিয়ে ছিলাম টেবিলে বসে।গ্লাসের পানি পড়ে সেই কাগজ গুলো ভিজে গেছে। তারপরও আমি হতাশ হয়নি সঙ্গে সঙ্গে সেই কাজ আবারো শুরু করেছি নতুন করে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের মাঝে কাজ করার কারণ আমি আমার বাংলা ব্লগকে প্রচন্ড ভালোবাসি এবং বাংলা ব্লগের সাথে আজীবন থাকতে চাই। চলুন আর কথা না বাড়িয়ে আমি আজ "দেয়ালের সুন্দর্য্য বর্ধনের ওয়ালমেট" আপনাদের মাঝে হাজির করেছি তা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।কার্টুন পেপার।
২।রঙিন কাগজ।
৩।গাম।
৪।কাঁচি।
৫।স্ট্যাপলার।
৬।মেট।
৭।পেন্সিল।

received_388516436836762.jpeg

received_229159763517677.jpeg

received_1010605286720816.jpeg

received_729799412535504.jpeg

received_1071920450910270.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_3491302147775488.jpeg

প্রথমে একটি মোটা কার্টুন পেপার ঢাকনা দিয়ে এঁকে নিয়েছি গোল বৃত্ত করে।

দ্বিতীয় ধাপ

received_1726762154496701.jpeg

এবার সেই গোল বৃত্তের ভিতরে আরেকটি বৃত্ত এঁকে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_722323492677875.jpeg

এবার মাঝের বৃত্তটি কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_7020162108021217.jpeg

এবার টিয়া কালার একটি রঙিন কাগজ সেই বৃত্তের মাপে কেটে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_2309591485897734.jpeg

সেই রঙিন কাগজটি মোটা কাটুন পেপারে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_865599628534733.jpeg

কালো কালার কাগজ স্কেল দিয়ে মেপে ভাঁজ করে কেটে নিয়েছি।

সপ্তম ধাপ

received_801406388408819.jpeg

received_206926989023690.jpeg

এবার সেই লম্বা কালো কাগজটিকে গাম দিয়ে একটি কাঠির সাহায্যের পেচিয়ে বড় স্টিক করে নিয়েছি।

অষ্টম ধাপ

received_1780903915686180.jpeg

received_1638771269979101.jpeg

সেই কালো স্টিকগুলোকে একটি পেন্সিল দিয়ে পেঁচিয়ে
গাছের লতা বানিয়ে নিয়েছি।

নবম ধাপ

received_642972994410958.jpeg

received_2213633352168723.jpeg

ঠিক একই ভাবে সবুজ কালার কাগজ দিয়ে স্টিক বানিয়ে সেই স্টিক পেন্সিলে পেঁচিয়ে গাছের লতা বানিয়ে নিয়েছি।

দশম ধাপ

received_1563850224442871.jpeg

received_6683110645130245.jpeg

এবার একটি লাল কাগজ ছোট ছোট অংশে কেটে নিয়েছি।

এগারো তম ধাপ

received_175444362308511.jpeg

received_1388914288725170.jpeg

এবার লাল কাগজের ছোট অংশটি চার ভাঁজ করে নিয়েছি এবং দুই সাইডে মুড়ে দিয়েছি।

বারো তম ধাপ

received_1072234433795449.jpeg

দুই সাইডের মাঝে পেন্সিল দিয়ে মাপ দিয়ে ফুলের শেপ করে একে নিয়েছি এবং কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

তেরো তম ধাপ

received_723918892418316.jpeg

received_1754018885094834.jpeg

received_3463758043769707.jpeg

প্রত্যেকটি ফুল বানানোর পর সেই ফুলগুলোর মাঝখানে কেটে গাম দিয়ে লাগিয়ে সুন্দর করে ফুল বানিয়ে নিয়েছি।

চৌদ্দ তম ধাপ

received_1371020970170099.jpeg

received_1278355836015660.jpeg

received_723918892418316.jpeg

প্রথমে বড় ফুলটি তার উপরে গাম দিয়ে মাঝারি ফুলটি লাগিয়েছি এবং তার উপরে আরো ছোট ফুলটি লাগিয়ে নিয়েছি।আর এভাবে হয়ে গেল আমার অনেকগুলো সুন্দর ফুল ।

পনের তম ধাপ

received_1371020970170099.jpeg

received_3697035143863375.jpeg

received_1057059615423288.jpeg

এবার গোল বৃত্তর উপরে বড় কালো লতাটি লাগিয়েছি ।
এভাবে পর্যায়ক্রমে একটির সঙ্গে আরেকটি লাগিয়ে নিয়েছি।

ষোল তম ধাপ

received_260154936640671.jpeg

লতা লাগিয়ে নেওয়ার পর তার সাইডে লাল ফুল গুলো গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

সতেরো তম ধাপ

received_723553812994459.jpeg

received_639975021551111.jpegreceived_281677857587945.jpeg

এবার সবুজ কালার লতাগুলো একটির সঙ্গে আরেকটি লাগিয়ে নিয়েছি এবং গোল বৃত্তের উপর গাম দিয়ে ফুলের নিচের দিকে আটকিয়ে নিয়েছি। আর এভাবে হয়ে গেল আমার "দেয়ালের সৌন্দর্য বর্ধনের ওয়ালমেট"।এবার এই "দেয়ালের সৌন্দর্য বর্ধনের ওয়ালমেট" ডাই এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "দেয়ালের সৌন্দর্য বর্ধনের ওয়ালমেট"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...2qQB6HhCyJYjRMeDz5GAqsgEbYLXRkhCLxxQK4aigmLnAkyqzzg377K1eU4UURKbhenJmGE2QF86YifMTz1gWvTf8H1panrrke7vRPRcTkWW9n6x21HFBRr8xD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। কাপড় আর কাগজ দিয়ে বেশ সুন্দর করে আপনি ওয়ালমেট তৈরি করেছেন যা দেখতে অসাধারণ লাগছে আপু। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

উৎসাহ মূলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই। কাগজ ও কাপড় দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট প্রস্তুত করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। এত সুন্দর একটা ওয়ালমেট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

আমার ডাই পোস্টটি আপনার পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে আপু। কাপড় দিয়ে ওয়ালমেট তৈরি ধাপসমূহ দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার একটি ডাই প্রজেক্ট নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে।

অনেক ধৈর্য ধরে অনেক সময় নিয়ে কাজটি করেছি আর সেই ডাই পোস্টটি সম্পর্কে আপনার এত সুন্দর একটি মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে।

আপনি একজন সত্য কথা বলেছেন আমার বাংলা ব্লগ কম ইউনিটের এডমিন এবং মডারেটর এদের ছোট ছোট এই উদ্যোগগুলোর কারণে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই। বরাবরই তারা অনেক সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করে থাকে। চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখি খুবই ভালো লাগলো সেই সাথে রঙিন কাগজ কাপড় দিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

মন্তব্যটি লেখার পরে একবার দেখে নিলে আমার মনে হয় ভালো হতো।

ওয়ালমেটটা তৈরি করতে আপনি খুবই পরিশ্রম করেছেন আপনার এই কার্যক্রমের মধ্য দিয়ে দেখতে পারলাম এবং বুঝলাম যেখানে অনেক কিছু ব্যবহার করতে হয়েছে যেমন রঙিন কাগজ কাটুন এ ছাড়া সিট কাপড় পাশাপাশি আরো প্রয়োজনীয় জিনিস। খুবই চমৎকার হয়েছে আপনার ফুলের এই ওয়ালমেটটা আমি তো দেখে মুগ্ধ।

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

প্রথমেই জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ ওয়ালমেট বানিয়েছেন । আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।আবারো ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

প্রথমেই আপনাকে কনটেস্ট - ৪৭ এর জন্য শুভকামনা জানায়।ডাইটি জাস্ট চমৎকার লাগছে দেখতে।ডেকোরেশন টা খুব সুন্দর করে করেছেন।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার হয়েছে।এটি দেখে খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

কাগজ/কাপড় দিয়ে ওয়ালমেট তৈরির অসাধারণ হয়েছে দেখে খুবি ভালো লেগেছে আমার।এতো সুন্দর ওয়ালমেট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।