জীবনের ভুল থেকে শোধরানো ||| 10% লাজুক শিয়ালের জন্য।

in hive-129948 •  2 years ago 

আসসালামু য়ালাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদেরকে জানাই রজনীগন্ধার শুভেচ্ছা । আশা রাখছি বাংলার এপার-ওপারের সকল ভাই ও বোনেরা বিধাতার রহমতে ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

IMG_20220526_082325.jpg

পড়েছে প্রচন্ড রোদের তাপ। চারিদিকে শুধু রোদের প্রচন্ড তাপের ঝলকানি । অসুস্থতা বাড়ছে সবার ঘরে ঘরে। কবে যে মুক্তি পাব এই রোদের তাপ হতে কিছুতেই শান্তি মিলে না আজ। কোন কাজে যেন মন বসে না শান্তি ও মিলে না। সব কিছুতেই অস্থিরতা কাজ করে । বিধাতা আমাদের মাঝে কবে যে ঝড় ঝড় বৃষ্টির প্লাবনে বৃষ্টি ঝরিয়ে দিবে সেই অপেক্ষায় রইলাম আজ। তবেই না হবে প্রকৃতি সতেজ। মানুষের মধ্যে আসবে সতেজতার অনুভূতি। অসুস্থতা কমে যাবে। রোগমুক্ত হবে সবাই। সবার জন্য দোয়া রইল এই আবহাওয়ায় সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে অনেক আনন্দের একটি দিন। এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। এই দিনে অনেক আনন্দ অনেক বিনোদন অনেক উল্লাস হয়। একজন আরেকজনের কুশলাদি জানতে পারি এই দিনে। ভাইবোনের সঙ্গে অনেক অন্তরঙ্গ কথা এই দিনেই বলে থাকি। এজন্য এই দিনটি আমাদের জন্য অনেক মধুর একটি দিন । আর এই দিনেই প্রতিবারের মতো আমার নিজের লেখা কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে থাকি। আমার কবিতা আপনাদের ভালো লাগে কিনা জানিনা তবে আমি কবিতা লিখে যাব। আমি আজ যে কবিতা নিয়ে হাজির হয়েছি তা আমাদের জীবনেরি অনেক ঘটে যাওয়া ভূলকে সামলে নিয়ে কিছু কথা । অনেক রকমের ভুল নিজেদের হয়ে থাকে সেই ভুল কে সঠিক পথ দেখিয়ে সঠিক রাস্তায় হেঁটে গন্তব্য স্থানে পৌঁছাতে হয়। চলুন আর কথা না বাড়িয়ে " জীবনের ভুল থেকে শোধরানো"কবিতাটি দেখে নেয়া যাক ।

কষ্ট যদি আমি কখনো কাউকে দেই
অনুতাপে আগুনে যদি কাউকে পুড়াই,
স্বার্থপরের মত যদি নিজেকে
অন্যের বিপদ হতে গুটিয়ে রাখি।

পৃথিবীটা গোল আকার
ঘুরতে ঘুরতে সেই কষ্ট
আমারই সামনে ধরা দিবে।
এটি যেমন চিরসত্য!
তেমনি আমি আর দশজনের মত নই
শুধু নিজেকে আড়ালে রাখি
যেথায় আমার মূল্য নেই।

বুকের ভেতর অনেক চাপ দেওয়া কষ্ট
সেই কষ্টের ব্যথায় যদি কখনো ভেতরটা ভেঙ্গে যায়
সেটা কাউকে বোঝানো বা বুঝতে দেওয়া ঠিক নয়,
কারণ এখন পৃথিবীতে শুধু
দুর্বলতার সুযোগই নেয় সবাই,
যখন তোমার কোনো দুর্বলতার সুযোগ পাবে
তখনই সেই সুযোগের সদ্ব্যবহার করবে।

পৃথিবী এখন নেই আর আগের মতন,
খোলস বদলানো দেখানো ভালোবাসার পরিপূর্ণ ভুবনটা।
কারো প্রতারণা প্রবঞ্চনায় পড়ে
স্নেহ মায়া-মমতা ডুবে,
নিজেকে শেষ করার চেয়ে
শুরুতেই সাবধানতা অবলম্বন করাই শ্রেয়।

জীবন একটাই তাই তাকে নিয়ে,
অনেক হিসাব কিতাব করে
সামনে আগানো ভালো।
হুট হাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়,
এ জীবনটা একবার বেঁকে গেলে
এই আমাকেই তার সমস্ত ঘানি টানতে হবে।

কষ্টেরস্রোত, বেদনার নীল আকাশ,
অন্ধকারের কালো উচ্ছ্বাস
এসবই জীবনের সঙ্গী হয়ে রবে।
যদি সিদ্ধান্তে হয় ভুল
সেই ভুলের নেই কোন কুল।

তারপরও বাঁচতে হয়,
বাঁচার আশা জাগাতে হয় মনে
জীবনের ভুল থেকে নিজেকে
অনেক কিছুতে শোধরাতে হয়
নতুন ভাবে বাঁচার আকাঙ্ক্ষায়।

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ-কবিতা( "জীবনের ভুল থেকে শোধরানো")।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার কবিতাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.......

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দুঃখ আছে বলেই সুখের এত মূল্য। ভুল করলেই তার সমাধান খোজে পাওয়া যায়।