রেসিপি পোস্ট ||| মজাদার ঝাল রোস্ট ||| original recipe by @saymaakter.

in hive-129948 •  2 days ago 

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি,তবে সেরকম ভালো না। বর্তমানে এমন অবস্থা হয়েছে ঠান্ডা লেগেই আছে এবং আমার বাবুটারও আমার মত একই অবস্থা। আসলে সব মিলিয়ে শরীরটা যদিও ভালো না তারপরও সবদিকে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হয় এবং বাস্তবতার মুখোমুখি হতে হয়।

Messenger_creation_5877AE29-EB99-40DA-A657-9B865B95CC0A.jpeg


যে কাজই করি না কেন রুটিন মাফিক এবং তার নিয়ম অনুযায়ী না করলে কোন কাজ সঠিক ভাবে কমপ্লিট হতে চায় না। তাইতো অসুস্থ থাকা সত্ত্বেও চেষ্টা করি কাজগুলো ঠিকভাবে করার। প্রত্যেকটি নারীকে অনেক দায়িত্ব নিয়ে তার পরিবারের কাজ করতে হয় এবং যারা জব করে তাদেরও বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে বাসার টেক কেয়ার করতে হয়। আসলে নারীদের দায়িত্ব অনেক আমি মেয়ে জন্য বলছি না। যে যার জায়গা থেকে একটু ভাবলেই বোঝা যায়। আর বর্তমান সময়টা এমন যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে প্রত্যেক নারী পুরুষকে কাজ করতে হয়। কারণ দ্রব্যমূল্য এতটা বৃদ্ধি যে মধ্যবিত্ত পরিবারের জন্য খুব কষ্টদায়ক। আর সুন্দর জীবন যাপনের জন্য আমাদেরকে অনেক কিছুই কিনতে হয়। যতটুকু প্রয়োজন ততটুকু। কারণ এই সময়ে এসে কারোর এতটা বিলাসিতা করার মত অর্থ নেই বিশেষ করে মধ্যবিত্তদের। মধ্যবিত্তদের এমন অবস্থা না পারে তারা সহ্য করতে না পারে কাউকে বলতে। আর এই ধৈর্য ধারণ করা মনে হয় সৃষ্টিকর্তাই তাদেরকে দিয়েছে।তারপরও প্রত্যেকটি মানুষের থাকে কিছু শখ আহ্লাদ।বাচ্চাদের ভালো রাখতে হলে তাদেরও কিছু শখ পূরণ করতে হয়। আর এটাই যেন প্রত্যেকটি বাবা মার কর্তব্য। কোন চাহিদা পূরণ করতে পারলে সন্তান যেমন খুশি হয় তেমনি অভিভাবকদেরও ভালো লাগলো। আসলে বর্তমান সমাজের মধ্যবিত্তদের কিছু কষ্টের কথা বললাম আর কথা না বাড়িয়ে আমি আজ আপনাদের মাঝে "মজাদার ঝাল রোস্ট" রেসিপি নিয়ে হাজির হয়েছি।যদিও এই রেসিপিটি আমার গ্যালারিতে অনেকদিন আগের ফটোগ্রাফি করা ছিল ভাবলাম আজকে এই রেসিপিটি শেয়ার করা যাক। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।মুরগি।
২।পেঁয়াজ।
৩।রসুন বাটা।
৪।আদা বাটা
৫।জিরা বাটা।
৬।দারচিনি।
৭।এলাচ।
৮।গাভীর দুধ।
৯।মরিচ গুঁড়ো।
১০।রোস্ট মসলা।
১১।মিষ্টি জিরা বাটা।
১২।লবণ।
১৩।তৈল।

Messenger_creation_66A172D3-E27B-4F7C-86D2-7374C3D03E4A.jpegMessenger_creation_DB72CB1C-F8DF-41FE-B8E7-9C24789597F9.jpeg
Messenger_creation_3076DCEE-DC4E-42FA-B157-7C024BC528BB.jpegMessenger_creation_E6302DF4-2E7B-4914-88E9-23682A53DFB6.jpeg
Messenger_creation_1B243814-3BAA-47D4-9A7B-8F733E3BA538.jpegMessenger_creation_88F690D5-1174-4742-9FE8-4CA4A2E2CE40.jpeg
Messenger_creation_2F9E78EE-F29A-4DF7-A329-D672C27A98C6.jpegMessenger_creation_88A8C67E-7E9E-4AE7-8755-5C7AD1F93C27.jpeg

Messenger_creation_A8B8535F-A370-4E06-88E5-2F6C3F1FAE84.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🍲প্রথম ধাপ🍲

Messenger_creation_C4FB9FE7-5084-4EB2-99D0-9E42256F9448.jpeg

প্রথমে মুরগির মাংস কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি।

🍲দ্বিতীয় ধাপ🍲

Messenger_creation_E7779DBB-C32C-48A1-8407-B15061D30D6D.jpeg

এবার সে মাংসগুলো সুন্দর করে মসলা দিয়ে মেখে নিয়েছি।

🍲তৃতীয় ধাপ🍲

Messenger_creation_2D8741F4-A2B7-4D71-B33A-F4F404A3E61D.jpeg

এবার চুলায় কড়াইয়ে তেল গরম করে তার ভিতরে মাংসগুলো ভেঁজে নিয়েছি।

🍲চতুর্থ ধাপ🍲

Messenger_creation_FABE6C49-CB7E-4874-BC1D-BC0B5DE57E76.jpeg

এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি।

🍲পঞ্চম ধাপ🍲

Messenger_creation_ECE316FB-149F-4B2E-A157-59B543CF5FA9.jpeg

সমস্ত মসলার উপকরণ দিয়ে মাংসগুলো আবারো ভেঁজে নিয়েছি।

🍲ষষ্ঠ ধাপ🍲

Messenger_creation_00E0EE47-1BAA-4F15-AC71-D9B95A1CA342.jpeg

কিছুক্ষণ ভেঁজে নেওয়ার পর তার ভিতরে গাভীর দুধ দিয়ে দিয়েছি ।

🍲সপ্তম ধাপ🍲

Messenger_creation_9E748E11-4EA2-436B-8899-4026D3C5C781.jpeg

গাভীর দুধ ও সামান্য পরিমাণ পানি দিয়ে রোস্ট গুলো নেড়েচেড়ে নিয়েছি।

🍲অষ্টম ধাপ🍲

Messenger_creation_994A75BD-A6CB-423F-8FC0-6DAF2579814C.jpeg

এবার রোস্টগুলো রান্না হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে হালকা আচে জাল দিয়েছি।

🍲নবম ধাপ🍲

Messenger_creation_8F1C85C0-1AC3-46D4-AD35-8EDAD8E5E5D6.jpeg

যখন রোস্টের পানি শুকিয়ে গেছে এবং শুকনো হয়ে এসেছে তখন নামিয়ে নিয়েছি। আর এভাবে হয়ে গেল আমার "মজাদার ঝাল রোস্ট"।এবার "মজাদার ঝাল রোস্ট" এর একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPUKjCNMssSxJkvgdsvpaUg8sN31ZfHCz6JrQC2krxSWBpMM6B2MmeCBSnH4MX5e3W8HXJ11zQE.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলেই মধ্যবিত্তদের জন্য সকল কাজ করা কঠিন।যাইহোক আপনার রেসিপিটি সুন্দর হয়েছে আপু।ঝাল খেতে আমিও খুবই পছন্দ করি এবং এটা তৈরি করা বেশ সময়সাপেক্ষ বলে মনে হচ্ছে।ধন্যবাদ আপু।।

মজার মজার খাবার খেতে পছন্দ করে না এরকম মানুষ তো একেবারে কম রয়েছে। আমার তো মনে হয় একটাও নেই। আমরা সবাই কিন্তু মজার মজার খাবার খেতে অনেক পছন্দ করি। এ ধরনের রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে শুধু। তেমনি আপনার তৈরি করা মজাদার ঝাল রোস্ট রেসিপিটা দেখে আমার অনেক লোভ লেগেছে। আর ইচ্ছে করছে খেয়ে নিতে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

মধ্যবিত্তরাই সব সময় বিপাকে থাকে। কারণ তারা অনেক কিছুই বলতে পারেনা আবার সহ্যও করতে পারে না। এভাবেই তাদের দিনকাল যায়। যাই হোক তবুও সবাই সুস্থ ভাবে বেঁচে থাকতে পারে এটাই শুকরিয়া । আজকের রেসিপি টা দারুন করেছেন আপু। এটা খেতে অসম্ভব মজা হয়। বেশ ভালই মসলা উপকরণ ব্যবহার করে এটা তৈরি করেছেন। যার কারণে এটা অনেক বেশি সুস্বাদু হবে।

ইস্ আপু আপনার তৈরি করা রোস্ট দেখে তো বেশ খেতে মনে চাইছে। আপনি তো দারুন লোভনীয় একটি আইটেম আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ধাপ দেখেলে যে কেউ খুব সহজে রেসিপিটি তৈরি করে খেতে পারবে। ধন্যবাদ এমন দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

মিষ্টি রোস্ট অথবা ঝাল রোস্ট দুটোই আমার পছন্দ। আপনার আজকে রেসিপিটা দেখে খুবই ভালো লাগলো। অনেকদিন হলো ঝাল রোস্ট খাওয়া হয়না। আপনি একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করেছেন আপু। দেখতেও বেশ লোভনীয় লাগছে। অনেক ধন্যবাদ আপু সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

বর্তমান সময়ে মধ্যবিত্ত পরিবারের জন্য ভালো কিছু খাওয়াটা শুধু স্বপ্নের মত। যাইহোক আপনি খুব চমৎকার ভাবে মুরগির রোস্ট তৈরি করেছেন। তৈরির ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আর রোস্ট খুব সুন্দর লাগছে। আপু ধন্যবাদ শেয়ার করার জন্য।

বাহ মজাদার ঝাল রোস্ট দেখে খুবই ভালো লাগলো। রোস্ট গুলো দেখে বড়ই মনে হচ্ছে। খুব সুন্দর ভাবে লোভনীয় করে সাজিয়েছেন। আমার প্রিয় একটি রেসিপি শেয়ার করলেন। ধন্যবাদ আপু।

আপনি খুবই মজাদার ঝাল রোস্ট রেসিপি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপিটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে একটা বিষয় একদমই ঠিক বলেছেন আপু মধ্যবিত্ত দের বর্তমানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কোন চাহিদা ঠিকভাবে পূরণ করতে পারছেনা। আর যারা মা বাবা তারা তো সবটুকু দিয়েই চেষ্টা করছে বাচ্চাদের সকাল শখ পূরণ করতে। মা বাবা হলে বোঝা যায় বাচ্চাদের শখ পূরণ করা মা বাবার কাছে কতটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। চিকেন রোস্ট আমার খুব পছন্দ। সেটা ঝাল হোক কিংবা মিষ্টি। এই রেসিপিটা তৈরি করতে আমার বেশ ভালো লাগে। বাসায় মাঝেমধ্যেই এই রেসিপিটা খাওয়া হয় আমার। যাইহোক রেসিপিটা দেখে খুব ভালো লাগলো। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

যেকোনো কাজ একটা নিয়ম অনুসরণ করে করতে হয়। তাহলে দ্রুতই ফলাফল পাওয়া যায়। দারুণ লাগল আপনার রেসিপি টা আপু। রোস্ট আমার খুবই পছন্দের। দারুণ ভাবে উপস্থাপন করেছেন আপনি সবগুলো ধাপ। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

বাহ্ মিষ্টি রোস্ট আর ঝাল রোস্ট, দুইই তো বেশ মজাদার। আপনার রেসিপিটা দেখে মনে হলো, ঝাল রোস্টের খাস্তা আর মশলাদার স্বাদটা আবার উপভোগ করা উচিত। এতদিন ঝাল রোস্টের অভাব বোধ করছিলাম, আপনার শেয়ার করা রেসিপি দেখে আবার ইচ্ছে করছে বানিয়ে খেতে। এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, সত্যিই খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

আমার প্রিয় একটা রেসিপি দেখলাম আজকে আপনার এই পোস্টে। আর আমার কাছে পোস্টটা দেখেই তো অনেক ভালো লেগেছে। মজাদার ঝাল রোস্ট দেখে জিভে জল চলে আসলো। রেসিপিটা অনেক বেশি লোভনীয় এবং মজাদার ছিল দেখেই বুঝতে পারছি। মনে তো হচ্ছে অনেক মজা করে খেয়েছিলেন।

আপু বর্তমান সময় আবহাওয়ার কারণে অনেক মানুষ অসুস্থ। যাই হোক আজকে আপনি খুব মজার একটি রেসিপি করেছেন। তবে এ ধরনের ঝাল রোস্ট রেসিপি খেতে সবাই কম বেশি অনেক পছন্দ করে। আর গরম রুটি আর পরোটার সাথে তো খেতে বেশ মজাই লাগে। মজার রেসিপিটি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।