আত্মকাহিনী ||| আড়ং বুটিকস-১।

in hive-129948 •  2 years ago 

হ্যালো,

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি যে যেখান থেকে এই মুহূর্তে পোস্টটি পড়ছেন আল্লাহর রহমতে সপরিবারে সুস্থ আছেন এবং সুন্দরভাবে জীবন অতিবাহিত করছেন।আমিও আপনাদের দোয়ায় আমার পরিবার এবং আমার উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকলকে নিয়ে অনেক সুন্দর ভাবে জীবন অতিবাহিত করছি এবং অনেক কর্মব্যস্ত জীবন অতিবাহিত করছি।

received_1022437462248951.jpeg

আমি সবসময় আপনাদের মাঝে কবিতা,ডাই পোস্ট, রেসিপি পোস্ট এবং ডিজাইনের বিভিন্ন ছোট খাটো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই।আজকে হঠাৎ একটি বিষয় আমার মাথায় ধরা দিল যে আমি তো আরো বড় বড় কিছু ডিজাইন নিয়ে কাজ করি।আর সেই ডিজাইন গুলো নিয়ে যদি সবার সামনে আলোচনা করি তাহলে আমারও ভালো লাগবে।আবার সবার কিছু দিক নির্দেশনা মূলক মন্তব্য এবং ভালো কিছু মন্তব্য পেলে আমার কাজের প্রতি আরো আগ্রহ বেড়ে যাবে ও কাজের গতি আরো বেড়ে যাবে।

received_1469406843872272.jpeg

এই শাড়ির ডিজাইনটি যখন আমি করছিলাম তখন প্রায় সময় কাজ থেকে নিজেকে দূরে সরে নিয়ে গেছি কারণ এত বার বার ডিজাইন চেঞ্জ করতে হয়েছে যেটার জন্য আমার বারবার ধৈর্য হাড়া হয়ে গিয়ে ছিলাম।এরপরেও বারবার নিজেকে নতুন করে তৈরি করে আবার ডিজাইন তৈরি করার চেষ্টা করেছি।আর এভাবে প্রায় এই ডিজাইনটি আমার সম্পন্ন করতে ২৯দিন সময় লেগেছিল।কিন্তু এরপরেও যখন এ ডিজাইনটি শাড়ীতে স্থাপন করতে গিয়েছি তখন এমন কিছু টেকনিক্যাল সমস্যায় পড়েছি যেগুলো আসলে ডিজাইনারের সাথে আলাপ না করে সমাধান করতে পারি নাই।

received_733201185482364.jpeg

কিন্তু এত সময় ব্যয় করে,ধৈর্য ধারণ করার পরেও যখন একটি ডিজাইন সম্পূর্ণ হয় আর সেই ডিজাইনটি যখন কিছু মানুষ ক্রয় করে নিয়ে ব্যবহার করে এবং ভালো কিছু মন্তব্য ও ভালো কিছু ফিডব্যাক প্রদান করে তখন সকল পরিশ্রমের কথা ভুলে যাই একজন ডিজাইনার।

received_183638674689362.jpeg

যে ডিজাইনার ডিজাইন তৈরি করুক না কেন এই ডিজাইনটি ফুটিয়ে তুলতে সেই গ্রামের অবহেলিত মহিলাদের অবদান সবচাইতে বেশি।কিন্তু আমাদের ক্রেতা সাধারণ এবং আমরা কখনো তাদের অবদানের কথা মনে করি না বা একবারও মনের মধ্যে তাদের জন্য দাগ কাটেনা।তাই আমরা সব সময় যে যে কাজের জন্য যতটুকু প্রাপ্য ঠিক ততোটুকু তাকে দেবার চেষ্টা করব।

received_979457319920447.jpeg

পরিশেষে সবার কাছে আমার আড়ং বুটিক্সের সঙ্গে সম্পৃক্ত সবার জন্য দোয়ার দরখাস্ত রেখে বিদায় নিলাম আজকের মত।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- আত্মকাহিনী "আড়ং বুটিকস-১"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...2qQB6HhCyJYjRMeDz5GAqsgEbYLXRkhCLxxQK4aigmLnAkyqzzg377K1eU4UURKbhenJmGE2QF86YifMTz1gWvTf8H1panrrke7vRPRcTkWW9n6x21HFBRr8xD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

আপু অসাধারন একটি ডিজাইন দেখছি। আসলে একথা সত্য যে কারিগররা এই ডিজাইন করে তারা যখন তাদের ডিজাইন গুলোর ফিডব্যাক পায় তখন তাদের আনন্দের শেষ থাকে না। একজন ডিজাইনার আর একজন কারিগর প্রতিনিয়ত মেধা কাজে লাগিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের পোশাক আমাদের কে উপহার দেয়। আর এই সুন্দর ডিজাইন করে পড়া পোশাক টি যখন সবার কাছে প্রশংসিত হয় তখনই তারা তাদের স্বার্থকতা খুঁজে পায়।

এটি আমাদের আড়ং বুটিকস এর ডিজাইন আপু। আমাদের উদ্যোগের জন্য দোয়া করবেন।

আপু আপনি এতো সুন্দর করে একটি ডিজাইন করেছেন দেখে খুব খুশি হলাম। তবে অনেক কষ্ট আর ধৈর্য্যের ফলে আপনি সফল হয়েছে আপু।আসলেই আপু আমার এতো সুন্দর সুন্দর সব ডিজাইন করা জামা, শাড়ি বিভিন্ন ধরনের কাপড় কিনে থাকি। তবে এর পিছনে লুকিয়ে থাকে অনেক কষ্ট আর পরিশ্রম।অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল।

সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

আপু আপনি তো দেখছি অনেক সুন্দর ডিজাইন করেন।সত্যি আপু ডিজাইন করতে কষ্ট হলেও করার পরে ক্রেতারা ভালো বললে অনেক ভালো লাগে। তখন আর কষ্টের কথা মনে থাকে না।ধন্যবাদ আপু সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

শাড়ির ডিজাইন অসাধারণ সুন্দর হয়েছে আপু আড়ং বুটিক্সের সব জিনিস আমার অনেক ভালো লাগে। আপনি ঠিক বলছেন আপু যে কোন কিছু করতে অনেক পরিশ্রম এবং ধৈর্য ধারণ করতে হয়। এরপর যখন ভালো ফলাফল পাওয়া যায় তখন কিন্তু সব দুঃখ কষ্ট ভুলে যায়। আপনি অনেক পরিশ্রমী মানুষ প্রতিনিয়ত পরিশ্রম করে এগিয়ে যাচ্ছেন বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

আপনার সুন্দর মন্তব্য আমার অনেক ভালো লেগেছে।

আড়ং বুটিকসের কাজগুলো খুবই পরিশ্রম ও ধৈর্য্যের।আর আপনি এই কাজে অনেক দক্ষতার পরিচয় দিয়েছেন।যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে।তাছাড়া দীর্ঘ 29 দিন পরিশ্রমের পর ডিজাইনটি আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।অনেকটা নকশা কাঁথার মতই লেগেছে ফোরগুলি আমার কাছে, ধন্যবাদ আপু।

অনেক ধন্যবাদ আপু যে আমার আড়ং বুটিক্সের কাজ আপনার ভালো লেগেছে।

ওয়াও! আপনার ক্রিয়েটিভিটি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি আপু। দারুণ একটি ডিজাইন করেছেন আপু। তবে দীর্ঘ ২৯ দিন পরিশ্রম করতে হয়েছে এটার পিছনে, এটা জেনে খুবই অবাক হলাম। আপনার এই পোস্টটি না পড়লে হয়তো কখনো জানা হতো না, এগুলো তৈরি করতে কতোটা পরিশ্রম করতে হয়। আপনি সত্যিই একজন ক্রিয়েটিভ মানুষ। যাইহোক এমন সৃজনশীল একটি কাজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

আমার ডিজাইন টা আপনার পছন্দ হয়েছে এটি আমার জন্য অনেক বড় পাওয়া।