বেগুন ও রুই মাছের মাথা ঘন্ট।

in hive-129948 •  3 years ago 

আশা রাখি কমিউনিটির সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সব সময় এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ।

বেশ কিছু দিন হলো রেসিপির বিষয়টা নিয়ে চিন্তা করছিলাম। কারণ বর্তমান সময়টা এমন একটি সময় নয় শীত, নয় গরম আর এই রকম মুহূর্তে সবার খাবারে একটি অনিহা ভাব থাকে। আর এই জন্যই সবাই চায় একটু ব্যতিক্রম কোন রেসিপি যে রেসিপি তার সম্পূর্ণ মনের চাহিদা মেটাবে।তাই আমি আজকে এমন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যা আমার খুব প্রিয় । আমি মনে প্রাণে বিশ্বাস করি এই রেসিপিটি আপনাদের সবার পছন্দ হবে।আজকে আমি "বেগুন ও রুই মাছের মাথা ঘন্ট" রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করবো।আর বেশি কথা না বাড়িয়ে চলুন কিভাবে "বেগুন ও রুই মাছের মাথা ঘন্ট "রেসিপি তৈরি করেছি তা আপনাদের বুঝিয়ে বলছি।

IMG_20211030_135432.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ-

১। রুই মাছের মাথা -------------------২পিচ।

২। বেগুন----------------------------৪পিচ।

৩। পিঁয়াজ----------------------------৬পিচ।

৪। কাঁচা মরিচ --------------------১০পিচ।

৫। রসুন---------------------------১পিচ।

৬।তৈল------------------------পরিমান মত।

৭। লবণ--------------------------সাধ বুঝে।

৮।হলুদ গুঁড়ো -------------------পরিমান মত।

৯। মরিচ গুঁড়ো -----------------পরিমান মত।

১০। জিরা গুঁড়ো --------------- সাধ মত।

---------প্রস্তুত প্রণালী-----------

---------------প্রথম ধাপ -----------------

received_956299064968135.jpeg

received_222543063281753.jpeg

কাঁচামরিচ বোটা ছেড়ে পানিতে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে মাঝখান দিয়ে একটি করে চির দিয়ে নিয়েছি।

----------------দ্বিতীয় ধাপ---------------------

received_1310174579463075.jpeg

received_609463160234016.jpeg

পিঁয়াজের খোসা ছাড়িয়ে পিঁয়াজ গুলোকে ধুয়ে নিয়েছি। এরপর পিঁয়াজগুলো কে কুচি কুচি করে কেটে নিয়েছি।

---------------তৃতীয় ধাপ---------------------

received_1681360338727075.jpeg

received_426407152310487.jpeg
রসুনের খোসা ছাড়িয়ে রসুন গুলোকে পাঠাতে পিষে নিয়েছি।

---------------চতুর্থ ধাপ--------------------

received_902232080418636.jpeg

received_587079016075649.jpeg
প্রথমে বেগুন গুলোকে পানিতে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর বেগুন গুলোকে একটু ডিজাইন করে কেটে নিয়েছে।

----------------পঞ্চম ধাপ--------------------

received_413648433672025.jpeg

received_1289888691525529.jpeg

রুই মাছের মাথা দুটিকে পরিষ্কার করে নিয়ে মাঝখান দিয়ে ফাটিয়ে দুই ভাগ করে মোট ৪টুকরা করে নিয়েছি।

---------------ষষ্ঠ ধাপ -----------------

received_444939563880918.jpeg

received_577732593286753.jpeg
জিরা গুঁড়া, লবন, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মাছটিকে সুন্দর করে মেখে নিয়েছে।

--------------সপ্তম ভাগ -------------------

received_465595638186606.jpeg

received_316615376517197.jpeg

এবার ফ্রাইপেন গরম করে হালকা তৈল দিয়ে রুই মাছের মাথা গুলো একটু ভেঁজে নিলাম। রুই মাছের ভাঁজা মাথাগুলো একটি বাটিতে রেখে দিলাম।

-----------------অষ্টম ধাপ----------------

received_667263047592144.jpeg

received_837737643561563.jpeg

এবার ফ্রাই প্যানে তৈল,পিঁয়াজ, রসুন বাটা, মরিচ গুঁড়ো,হালকা লবন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম।

---------------নবম ধাপ-------------------

received_638219507170523.jpeg

received_195414132725410.jpeg

ভালো ভাবে কষিয়ে নিয়ে যখন একটু লাল লাল কালার হয়ে গেল তখন বেগুনের কুচিগুলো এতে দিয়ে দিলাম।

-------------------দশম মত-----------------------

received_4341844149245509.jpeg
বেগুন গুলো দিয়ে একটু নেড়েচেড়ে সুন্দর করে ৪/৫ মিনিট একটু রান্না করে নিলাম।

-------------এগারো তম ধাপ -------------------

received_593520818461019.jpeg

IMG_20211030_135233.jpg

এবার রুই মাছের ভাজা মাথাগুলো ফ্রাইপেনে দিয়ে আবার ৪/৫ মিনিট রান্না করলাম আর এভাবেই হয়ে গেল আমার বেগুন ও রুই মাছের মাথা ঘন্ট রেসিপি।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি সব সময় স্বাধীন ভাবে মতামত প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। নিজেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির ব্লগার হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং কবিতা লিখতে ও বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি।আজকে আমি আপনাদের মাঝে বেগুন ও রুই মাছের মাথা ঘন্ট রেসিপি উপস্থাপন করলাম। আশা করি আপনি সময় নিয়ে আমার পোষ্টটি দেখেছেন। এখন আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লেখে সহযোগিতা করবেন।

--------সবাইকে ধন্যবাদ ---------

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রুই মাছের উপকারিতা অনেক। প্রবাদে আছে মাছে ভাতে বাঙালী ।আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন রুটিন হিসাবে মাছ কে সবচেয়ে বেশি প্রধান্য দেওয়া হয়। আর রুই মাছের পুষ্টিগুণ প্রচুর রয়েছে। বেগুন দিয়ে রুই মাছের মাথা ঘন্ট খুবই সুস্বাদু হয়েছে মনে হচ্ছে।প্রতিটা ধাপ সুন্দর করে উপস্থাপনা করেছেন।যা আমাদের বুঝতে অনেক সুবিধা হয়েছে।
ধন্যবাদ আপনাকে রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার সুচিন্তিত মন্তব্য করে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

বেগুন দিয়ে রুই মাছের মাথা ঘন্ট আপনি সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থানা করেছেন। দেখে আমার খুব ভালো লাগলো। তাই আমার পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপু।

আপনার সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

অনেক সুন্দর একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এটি দেখতে বেশ ভালো হয়েছে। তরকারি কালার পারফেক্ট। আর আমি সাবলীল ভাষায় তা উপস্থাপন করেছেন। রুই আমার অনেক পছন্দের একটি মাছ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

আপানার সুচিন্তিত মন্তব্য আমার জন্য অনেক সহযোগিতা করবে। তাই আপনার জন্য অনেক ধন্যবাদ ভাই।

আপনার বেগুন দিয়ে রুই মাছের মাথা ঘন্টটি খুবই চমৎকার হয়েছে ।দেখেই বোঝা যাচ্ছে খুবই মজাদার হয়েছে ।আপনার প্রতিটি ধাপ ছিল খুবই সুন্দর। যা দেখে খুব সহজেই রান্নার প্রসেস টা বোঝা যাচ্ছে ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

অসংখ্য ধন্যবাদ আপু। আপনার মুল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

বেগুন দিয়ে রুই মাছ আমার খুবই পছন্দের একটি খাবার।আমার রুই মাছটা খুব বেশি ভালো লাগে আর বেগুন তো ফেভারিট। যদিও বেগুন আজকাল খুবই কম খাওয়ার চেষ্টা করছি। তবে আমি মাথা একটু কম খাই, কারণ কাঁটা বাছতে আমার একটু ভয় লাগে। তবে আপনার রেসিপিটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার মুল্যবান সময় নষ্ট করে আমার পোস্ট সম্পকে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

বাবা বাজার থেকে মাছ নিয়ে আসলে সর্বপ্রথম মাথার বাজেট আমার জন্য। মাথা ছাড়া আমি খেতে পারি না। আপনি আবার রেসিপি তৈরি করেছেন ইয়া বড় রুই মাছের মাথা দিয়ে। আহা শুনেই মনে একটা তৃপ্তি পেলাম।

বেগুন যদি এলার্জি তারপরেও খেতে খুব ভালো লাগে। মোটকথা পছন্দের রেসিপি শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ

জি ভাই। মল্যবান মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

আপনার রেসিপি টা খুবই সুন্দর হয়েছে। এবং আপনি অনেক সুন্দর উপস্থাপন করছেন। আপনার পোস্ট টা পড়ে আমি এখন নিজেও রান্না করতে পারবো। এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে শুভ কামনা রইলো

আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার এবং দেখার জন্য অনেক ধন্যবাদ ভাই।

যেকোন ঘন্টর ভেতর মাছের মাথা দিয়ে রান্না করলে স্বাদটা একটু বেড়ে যায়। আমার কাছে ভালো লাগলো আপনার তৈরি ঘন্ট রেসিপি। শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ ভাই।

অসংখ্য ধন্যবাদ ভাই।

বেগুন দিয়ে যে কোন তরকারি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আমি বেগুন অনেক বেশি খাই তরকারিতে।কিন্তু কখনো বেগুন দিয়ে রুই মাছের মাথা ঘন্ট করিনি ।আপনার থেকে রান্নাটা শিখে নিলাম কোন এক সময় ট্রাই করবো ।অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

ঠিক করা করে খাবেন আশা করি ভালো লাগবে।

বেগুন ও রুই মাছের মাথা ঘন্ট অনেক সুন্দর ভাবে আপনি রান্না করেছেন।। রান্নার ধরনটি আমার খুবই ভালো লাগলো। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।আপনার জন্য শুভকামনা রইল

আমার পোস্টটি সময় নিয়ে দেখার এবং পড়ার জন্য ধন্যবাদ ভাই।

বেগুনের সাথে যেকোনো মাঝেই আমার খুব প্রিয়। আরও যদি হয় রুই মাছের মাথা ঘন্ট ও তাহলে তো কোন কথাই নেই। সাথে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে তো আরো মজাদার। খুব সুন্দর ভাবে আমাদের সামনে রেসিপিটি তুলে ধরেছেন।

আপনার সুচিন্তিত মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।