"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৯ || শেয়ার করো "ক্লে" দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য।

in hive-129948 •  6 months ago 

হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_20240708_181634.jpg


আজ আপনাদের মাঝে হাজির হলাম একটা ভিন্ন ধরনের ডাই পোস্ট নিয়ে।আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা মানে অসাধারণ কিছু। এখানে অংশগ্রহণ করতে যেমন ভালো লাগে এবং মনের আনন্দে কাজগুলো করা যায়।অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে। আমি আজ ডাইপোস্টের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। প্রত্যেক বারের মতো এবারেও ইউনিক একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে।ইউনিক একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য কমিউনিটির ফাউন্ডার, এডমিন ও মডারেটরদের অনেক ধন্যবাদ জানাই।আমি চেষ্টা করেছি অংশগ্রহণ করার জন্য। যদিও আমি অনেক অসুস্থ তারপরও আমার দিক থেকে আমি চেষ্টা করেছি।যেহেতু বর্তমান সময়টা বর্ষাকাল। তাই সময়োপযোগী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।তাইতো এই দারুন প্রতিযোগিতা টি মিস করতে চাইলাম না।ক্লে দিয়ে বর্ষাকালের অংকন অন্যরকম একটি অনুভূতি ছিল মনে।কারণ এই কনটেস্ট টি ছিল একটু ভিন্নরকম।আর্ট করে তার ওপরে যখন ক্লে সংযুক্ত করছিলাম তখন অনেক সময় লেগে গিয়েছিল। মোটকথা এই আর্টগুলো করতে অনেক সময় ও ধৈর্য লাগে। তাছাড়া এই ক্লে দিয়ে বর্ষাকালের আর্টি সত্যিই দেখতে যেমন অসাধারণ লাগে তেমনি তৈরি করার সময় কাজগুলো করতেও অনেক ভালো লাগছিল। মনের ভিতর প্রফুল্লতা নিয়ে কোন কাজ করলে সে কাজটি আসলেই সুন্দর হয়। চলুন আর কথা না বাড়িয়ে আমি ক্লে দিয়ে বর্ষাকালের যে অংকনটি করেছি তা কিভাবে করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১। ক্লে।
২। রং পেন্সিল।
৩। পেন্সিল।
৪। রাবার।
৫। স্কেল।

Messenger_creation_e03d1ea9-4242-45f0-b103-a43b7eabd474.jpegMessenger_creation_ca5a4142-ea27-4964-85bc-fe47d72c33fe.jpeg
IMG_20240708_224633.jpgMessenger_creation_70894e11-9ea1-49f9-a24e-202fe61708e8.jpeg

Messenger_creation_cc417e28-8920-4547-80e9-d0b68c05be65.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

❄️প্রথম ধাপ❄️

Messenger_creation_2e8bfcd5-c506-4393-9db9-b2d110028be5.jpeg

প্রথমে একটি পেজে দুটো ঘর এঁকে নিয়েছি।

❄️দ্বিতীয় ধাপ❄️

Messenger_creation_a386643a-09dd-4862-82e5-2d521da549fa.jpegMessenger_creation_2eef6d21-1d0e-4344-bf6e-24a29a2a6dfb.jpeg

এরপর নিচের দিকে একটি বাঁকা করে দাগ দিয়ে নিয়েছি।
এবং তার উপরে একটি রাস্তায় এঁকে নিয়েছি।

❄️তৃতীয় ধাপ❄️

Messenger_creation_7943981d-643d-4b8e-8b51-d82d081699dd.jpegMessenger_creation_b3195097-1d96-466b-a85b-a74728267197.jpeg

এবার খ্ড়ের পালা এঁকে নিয়েছি এবং তার সাইডে গাছ এঁকে নিয়েছি।

❄️চতুর্থ ধাপ❄️

Messenger_creation_770c019b-f374-4777-b91a-ffe9ce4d4695.jpeg

উপরে আরো কিছু গাছ এঁকে নিয়েছি।

❄️পঞ্চম ধাপ❄️

Messenger_creation_69611406-37cc-4928-b08b-f9774db9f424.jpegMessenger_creation_ffcd58a1-d7d9-4813-9af2-781adc089132.jpeg

ওপরে কিছু মেঘ এঁকে নিয়েছি এবং আকাশের মাঝে আরেকটি মেঘ এঁকে নিয়েছি।

❄️ষষ্ঠ ধাপ❄️

Messenger_creation_a3d27290-786a-4c03-94bc-817cd40a42be.jpeg

এবার রাস্তায় ছাতা সহ একটি মানুষ এঁকে নিয়েছি ।

❄️সপ্তম ধাপ❄️

Messenger_creation_a6bd2929-d978-4694-9c7d-1e8d3c6879d4.jpeg

কালো ক্লে দিয়ে ঘরের চাল লাগিয়ে নিয়েছি।

❄️অষ্টম ধাপ❄️

Messenger_creation_606e43e1-a458-45b2-9c4c-ed8df21fed83.jpeg

এবার হালকা টিয়া কালার ক্লে দিয়ে ঘরের দেয়াল লাগিয়ে নিয়েছি।

❄️নবম ধাপ❄️

Messenger_creation_b4f7c4ea-7e0f-4b10-b30e-037703f37be2.jpeg

আরেকটি ঘর নীল কালার এবং পার্টিশন হলুদ কালার ক্লে দিয়ে লাগিয়ে নিয়েছি দরজা-জানালা কেটে নিয়েছি ।

❄️দশম ধাপ❄️

Messenger_creation_afbbc499-fb47-4b5a-9d8a-77bbee4136d0.jpeg

ঘরের নিচের অংশে লম্বা করে তিনটি কালার লাগিয়ে নিয়েছি এবং ঘরের উপরের চালের সাইডে সাদা ক্লে দিয়ে লাগিয়ে নিয়েছি।

❄️এগারো তম ধাপ❄️

Messenger_creation_e0fcad74-551b-4ba9-91e8-55a37e7005a0.jpeg

হলুদ কালার ক্লে দিয়ে খড়ের পালা লাগিয়ে নিয়েছি।

❄️বারো তম ধাপ❄️

Messenger_creation_d5714175-e2fe-403f-823a-d5ddd67d5f44.jpeg

গাছ রং পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি এবং গাছের পাতা ক্লে দিয়ে সুন্দর করে ডিজাইন করে আটকে নিয়েছি।

❄️তেরো তম ধাপ❄️

Messenger_creation_95b28372-077c-46c7-a1ab-167fc3112bd5.jpeg

ছাতা সহ একটি মানুষ ক্লে দিয়ে লাগিয়ে নিয়েছি।

❄️চৌদ্দ তম ধাপ❄️

Messenger_creation_0bf75279-9cbd-48a6-a515-f3e1ee2d4705.jpegMessenger_creation_d21b9109-1cdf-4f6c-bf19-9628f85effb6.jpeg

এবার ওপরে সবুজ লতাপাতা গুলো এবং গাছগুলো ক্লে দিয়ে লাগিয়ে নিয়েছি এবং ডিজাইন করে নিয়েছি।

❄️পনেরো তম ধাপ❄️

Messenger_creation_44555548-0341-4a2b-bf6d-70bd17ffd5be.jpeg

আকাশের রং করে নিয়েছি এবং মেঘে ক্লে দিয়ে লাগিয়ে নিয়েছি।

❄️ষোল তম ধাপ❄️

Messenger_creation_ed9137fc-a964-43b2-9118-f80febecc39b.jpegMessenger_creation_541e26ed-df19-41da-beb1-4062c89de3fd.jpeg

খড়ের পালার সাইডে ঘাস ক্লে দিয়ে করে নিয়েছি এবং ক্লে দিয়ে ঘাস গুলো সুন্দর করে লাগিয়ে নিয়েছি ও ফুল দিয়ে দিয়েছি ।

❄️সতেরো তম ধাপ❄️

Messenger_creation_9f8d8412-f20d-44b6-84f4-0bbdb7813b78.jpeg

এবার ঘরের নিচের অংশেও ঘাস রং পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি এবং ঘাস গুলো দিয়ে লাগিয়ে নিয়েছি ফুল ও ক্লে দিয়ে লাগিয়ে নিয়েছি।

❄️আঠারো তম ধাপ❄️

Messenger_creation_f489dc67-0261-4072-9d42-df9ec3cbd5d2.jpeg

রাস্তা রং পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি।

❄️উনিশ তম ধাপ❄️

Messenger_creation_f0481d34-efb8-4336-8211-adf93c800b4d.jpeg

IMG_20240708_181642.jpg

এবার বৃষ্টির ফোঁটা গুলো ক্লে দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এভাবেই হয়ে গেল আমার "ক্লে দিয়ে বর্ষাকালের গ্রামের দৃশ্য"।এবার এই "ক্লে দিয়ে বর্ষাকালের গ্রামের দৃশ্য" ডাইটির একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিযোগিতার জন্য শুভকামনা আপু। কি দারুণ বানিয়েছেন বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য। ক্লে দিয়ে চমৎকার সুন্দর বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য ফুটিয়ে তুলেছেন আপু। চমৎকার হয়েছে আপনার বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যটি। ধাপে ধাপে ক্লে ব্যবহার করে আর্টের মাধ্যমে চমৎকার সুন্দরভাবে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য তৈরি পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ দিদি।

প্রথমেই আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাই। ঠিক বলেছেন আপু এবারের প্রতিযোগিতা একদমই ভিন্ন হয়েছে আর তারজন্য আপনি কিন্তু ভিন্ন কিছুই তৈরি করেছেন। ক্লে দিয়ে আপনি খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য বানিয়েছেন। আপনি আর্টের মাধ্যমে ক্লে দিয়ে খুব সুন্দর ভাবে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

চেষ্টা করেছি আপু ভালো কিছু করার জন্য। জানিনা কতটুকু করতে পেরেছি।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিততেই হবে এরকম কোন কথা নয়, তবে অংশগ্রহণ করাটাই হচ্ছে বড়। আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ৫৯ এ ক্লে দিয়ে বর্ষাকালীন দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দৃশ্যটি দেখতে বেশ সুন্দর লাগছে। দৃশ্যটি অংকনের প্রতিটি ধাপ অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ক্লে দিয়ে বর্ষাকালীন একটি দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। বেশি দারুন ভাবে আপনি কনটেস্টে অংশগ্রহণ করেছেন এবং অসাধারণ একটি প্রাকৃতিক চিত্র তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। বেশ ভালো লেগেছে আপনার এত সুন্দর দক্ষতা দেখে।

চেষ্টা করেছি ভালো একটি দৃশ্য উপস্থাপন করার জন্য। আর এই ডাই আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাই।

প্রথমে আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটি ধাপ আপনি বেশ চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার দৃশ্য দেখেই আমি মুগ্ধ হয়েছি ধন্যবাদ এত সুন্দর একটি দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সহযোগিতা মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

প্রথমেই কনটেস্টে অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন দারুন লাগছে আপু উপরে মেঘলা আকাশের দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার ডাই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া।

প্রথমে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমার বাংলা ব্লগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য তুলে ধরেছেন দেখে আমার অনেক ভালো লাগলো। ছাতা সহ একটি মানুষ ক্লে দিয়ে লাগিয়ে নেওয়াটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

প্রতিযোগিতার জন্য আপনি খুব সুন্দর করে বর্ষাকালীন প্রকৃতিক দৃশ্য তৈরি করেছেন।কালার কম্বিনেশন টা বেশ ভালো হয়েছে।প্রতিটি ধাপ আপনি খুব ভালো করে দেখিয়েছেন। ধন্যবাদ

আপনার কাছে ডাইটি ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখতে অনেক সুন্দর লাগতেছে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবারের আয়োজন ছিলো ভিন্ন রকম। কম বেশি সবাই সুন্দর সুন্দর পোস্ট উপহার দিয়েছেন। প্রতিযোগিতার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যটি খুবই চমৎকার হয়েছে আপু । দেখে বেশ ভালো লাগলো। চমৎকারভাবে বর্ষাকালীন দৃশ্য ফুটিয়ে তুলেছেন। প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনি ক্লে দিয়ে খুব সুন্দর ভাবে বর্ষাকালীন দৃশ্যটিকে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে ভালো লেগেছে আপনার এই ডাই পোস্টটি।অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

ক্লে ব্যবহার করে এরকম ভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যটা ক্লে দিয়ে তৈরি করেছেন প্রতিযোগিতা উপলক্ষে, যেটা অনেক সুন্দর হয়েছে। ঘরবাড়ি গাছপালা সবকিছুই অনেক সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। বৃষ্টির এরকম সুন্দর মুহূর্ত সত্যি খুব ভালো লাগে। বর্ষাকাল তো আমার অনেক বেশি পছন্দের। ধন্যবাদ আপু এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তৈরি করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

সব সময় গঠনমূলক মন্তব্য করে কাজে অগ্রগতি বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। আজকে আপনি ক্লে দিয়ে খুব সুন্দর বর্ষাকালের প্রাকৃতিক দৃশ্যে তৈরি করেছেন। তবে ক্লে দিয়ে খুব সুন্দর ঘর ও গাছ বানিয়েছেন দেখতে বেশ ভালই লাগতেছে। এবং ক্লে দিয়ে বৃষ্টির ফোঁটা গুলো দেওয়ার কারণে সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেল। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

চেষ্টা করেছি ভাই ভালোভাবে উপস্থাপন করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

বর্ষাকালীন অপরূপ সৌন্দর্য এত সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে খুশি হলাম আপু। এই ধরনের দৃশ্যগুলো দেখে সত্যিই অনেক ভালো লাগে। আর আপনি অনেক সুন্দর করে এই চিত্রটি উপস্থাপন করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

আমার ডাইপোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগছে আপু।

চমৎকার ভাবে বর্ষাকালীন প্রকৃতির দৃশ্য ভাগ করে নিয়েছেন আপু।ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানো ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যে।ধাপে ধাপে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন পোস্ট টি।ধন্যবাদ আপনাকে সুন্দর প্রাকৃতিক দৃশ্যেটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

আমার ডাই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো দিদি।

প্রথমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আপু।খুব সুন্দর করে ক্লে দিয়ে এই প্রতিযোগিতার জন্য একটি প্রাকৃতিক দৃশ্যের প্রজেক্ট তৈরি করেছেন । দৃশ্যটি দেখতে বেশ চমৎকার হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

আমার ডাই প্রজেক্টটি আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার জন্য বড় পাওয়া।

ক্লে দিয়ে খুবই সুন্দর একটি বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন আপনি৷ এখানে এটি খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ যেভাবে আপনি এটি তৈরি করেছেন তা খুবই সুন্দর দেখা যাচ্ছে৷ একইসাথে এটি তৈরি করতে সময় দিয়েছেন এবং অনেক কষ্ট করেছেন৷ ধন্যবাদ এই সুন্দর দৃশ্য শেয়ার করার জন্য৷

সুন্দর গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।