আমার স্বরচিত কবিতা ||| অপেক্ষা ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। আশা করছি সবাই দূর-দূরান্ত থেকে সকলের পরিবারকে নিয়ে সুস্থ ও মঙ্গল ভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

IMG_20221002_123053.jpg

আপনাদের মাঝে আমার স্বরচিত আরেকটি কবিতা নিয়ে হাজির হয়েছি।আমার কবিতা লিখতে অনেক ভালো লাগে। যত দিন আমার সুস্থ মস্তিষ্ক ও এই দেহে প্রাণ রবে ততদিন আমি আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা উপহার দিয়ে যাব। ভালোবাসা সে তো এক বিশাল বিষয় যার মূল্য কোন কিছুতে হয় না এবং এই ভালোবাসার অপেক্ষায় যদি প্রহর গুনতে হয় সেই প্রিয় মানুষটির জন্য।তবে প্রতিটি দিন প্রতিটি ক্ষণ তার কাছে মনের ভেতর অপেক্ষার সাগরের ঢেউ এর উতাল পাতাল চলে। অপেক্ষার প্রহর যে কত কঠিন এটি শুধু যে যাকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটিই বুঝে । একজন আরেক জনের জন্য শয়নে স্বপনে শুধু তাকে নিয়েই ভাবনা ও চিন্তা ধারায় মত্ত থাকে। তাইতো আমার স্বরচিত কবিতার নাম দিয়েছি "অপেক্ষা"।চলুন আর কথা না বাড়িয়ে আমি "অপেক্ষা"কবিতার ভিতরে কিসের অপেক্ষা করেছি তা দেখে নেওয়া যাক।

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUCXtuDz4j3YogH8bYTQ7xEKZH7aDHtXkofFUwqFTCbSMKCNJfvw1YHrxtdy6G5iPWCytZsbrW8WKx.png

তোমায় নিয়ে অনেক আনন্দ
অনেক কল্পনা
অপেক্ষার সময় যে শেষ হয় না।

অপেক্ষা করতে গিয়ে
যায় যে দিন
যায় বেলা
আমায় নিয়ে করছো কি
অবহেলার খেলা।

মাস চলে যায়
বছর আসে
কি যে যন্ত্রনা চলছে বুকে
অপেক্ষার সময় যাচ্ছে না
বছর আমার ফুরাচ্ছে না
শুনেছি জেনেছি আমি
অপেক্ষার প্রহর নাকি
সবচেয়ে দামী।

অনেক কষ্ট হয়
তোমাকে নিয়ে তাইতো
আমার অনেক ভাবতে হয়
এতো ভেবেও
তবু তুমি ফিরে আসছ না
অপেক্ষার প্রহর যে আর কাটছে না।

সময় ও স্রোত করে না অপেক্ষা
কারোর জন্য
আমি তো করেছি অপেক্ষা
তোমারই জন্য
তুমি আসনি বোঝনি
এই আমাকে
হৃদয় ক্ষত হয়েছে অপেক্ষার কারণে
তবুও আছি তোমার অপেক্ষায়
আসবে ফিরে
এই হৃদয়ের মনি কোঠায়।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি।আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি সহযোগিতা মুলক এবং নিরপেক্ষ একটি কমিউনিটি। তাই এই কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।আর সবাইকে বলবো নিজের প্রতিভা বিকাশের জন্য অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করবেন।

বিষয়ঃ- কবিতা "অপেক্ষা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করছি.......

সমাপ্ত

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর ছিল কবিতাটি। এমনিতেই অপেক্ষা করতে নিলে সময় যেতে চায় না,আর সেই অপেক্ষা যদি হয় প্রিয়জনের তবে প্রতিটা মুহুর্ত যেন বছররের সমান হয়।কাটতেই চায়না।তারপরেও প্রিয়জনের অপেক্ষা মধুর। ধন্যবাদ আপু এমন অসাধারণ কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

সুন্দর করে মন্তব্য করে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

হ্যাঁ প্রতিটি মানুষ তার ভালো মানুষের জন্য অনেক কিছুই করতে পারে। তার জন্য সারাটি জীবন অপেক্ষার প্রহরে কাটিয়ে দিতে পারে। সেটা যদি হয় প্রকৃত ভালোবাসা যেটা আপনার কবিতার মূল সার্থকতা অনেক ভালো লাগলো।

অনেক অনেক ধন্যবাদ ভাই।

সত্যি আপু সব কিছুর উর্ধ্বে হচ্ছে ভালোবাসা। হয়তো হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসা উজার করে দিলে প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় না। আপু আপনার কবিতা পড়ে ভালো লাগলো। সত্যি আপু আপনি দারুন কবিতা লিখেন।

দোয়া করবেন আপু যাতে আরও ভালো ভালো কবিতা লিখতে পারি।

কবিতাটি পড়ে ভালো লাগলো। আসলে অপেক্ষার প্রহর যেন শেষ হতে চায় না। সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে কারো জন্য অপেক্ষা করা। প্রিয় মানুষের জন্য সবকিছু দিয়ে বিসর্জন দিলেও ভালোবাসা প্রকাশ করা সম্ভব নয়। তারপরও প্রিয়জনের জন্য অপেক্ষা করতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

কবিতাটি দারুন লিখেছেন আপু।আসলেই অপেক্ষা জিনিসটা যে ভালোবাসে সেই বুঝতে পারে। কারও ফিরে আসার অপেক্ষা নিয়ে আপনি দারুন কবিতাটি লিখেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য।

গঠনমূলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

অপেক্ষা কঠিন একটা জিনিস আর যদি ভালোবাসার মানুষের জন্য হয় তাহলে তো আরো কঠিন হয়ে পড়ে।অনেকেই বলে অপেক্ষা ফল নাকি মিষ্টি হয়।আপনার কবিতাটি খুব দারুণ হয়েছে আপু। আপনি প্রিয়জনে নিয়ে অনেক সুন্দর করে কবিতাটি লিখেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনি ঠিক বলেছেন ভাই।

আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। অনেক চমৎকার কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। কারো জন্য অপেক্ষা করাটা খুবই কষ্টের বিষয়। অপেক্ষা সময় গুলো যেন যেতে চায় না। তা যদি হয় প্রিয়জনের জন্য অপেক্ষায় তাহলে তো প্রতিটি মুহূর্ত মনে হয় একদিনে সমান। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

আপু আপনার কবিতা লেখা এবং আমাদের সাথে শেয়ার করার যে আগ্রহ তা জেনে খুব ভাল লেগেছে। আপনার লেখা কবিতা আমি রেগুলার পড়ি। আমার খুব ভাল লাগে আপনার কবিতা পড়তে। আজও আপনি অপেক্ষা নামক একটি কষ্টের কবিতা লিখেছেন। ভালবাসার মানুষের জন্য অপেক্ষা করতে করতে যখন হাঁপিয়ে যায় কিন্তু সে না আসে তখন আসলেই খুব কষ্ট লাগে। আমি মনে করি যে একবার চলে যায় তার জন্য অপেক্ষা না করাই ভাল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ ভাই।

অপেক্ষা করতে গিয়ে
যায় যে দিন
যায় বেলা
আমায় নিয়ে করছো কি
অবহেলার খেলা।

অপেক্ষা করতে যেয়ে দিন আর বেলা যে কখন পার হয়ে যায় বুঝাই যায়না। আমার তো অপেক্ষা করতে খুবই বিরক্ত লাগে। তবে কিছু মানুষ এর জন্য যেনো অনেক অপেক্ষা করা যায়। হাজার অপেক্ষা করলেও যেনো সময় কাটেনা।

আপনি ঠিক বলেছেন ভাই।