হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। যখনই নতুন কোন রেসিপি তৈরি করি তখনই আমার আগ্রহটা দ্বিগুণ বেড়ে যায় কখন আমার বাংলা ব্লগে পোস্ট করব।নতুন কোন রেসিপি তৈরি করতে পারলে এবং সবার কাছে সেই রেসিপি প্রশংসা শুনতে কার ভালো লাগেনা। তাই চেষ্টা থাকে সবসময় একটু ব্যতিক্রম ধরনের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য।
আমি আজ আপনাদের মাঝে অসময়ের তাল দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করেছি। রেসিপিটি খেতে যেমন সুস্বাদু ছিল তেমনি সবাইকে খাওয়ানোর পর অনেক প্রশংসাও করেছে ।তাই আমার উৎসাহটা আরো বেড়ে গেছে কখন রেসিপিটি আপনাদের মাঝে উপস্থাপন করব। তালের ভিন্ন স্বাদের মজাদার কেক।
তাল দিয়ে আমরা বিভিন্ন রকমের পিঠা তৈরি করি এবং সেই পিঠাগুলো খেতে অনেক সুস্বাদু। তাইতো তাল দিয়ে একটু ব্যতিক্রম কিছু তৈরি করার চেষ্টা করেছি। ভেবে ছিলাম হয়তোবা অতটা সাকসেসফুল হতে পারব না কিন্তু অনেকক্ষণ টেনশনে থাকার পরে দেখি বেশ পারফেক্ট হয়েছিল আমার তালের কেক।চলুন আর কথা না বাড়িয়ে তালের মজাদার কেক কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ-
১।তাল।
২।ময়দা।
৩।চালের গুঁড়া।
৪।চিনি।
৫।ডিম।
৬।কিসমিস।
৭।ঘি।
৮।সয়াবিন তৈল।
৯।নারিকেল।
১০। গুড়া দুধ।
১১। ইস্ট।
প্রথমে একটি বাটিতে ময়দা ও চালের গুড়া নিয়ে নিয়েছি ।
এবার চালের গুড়া ও ময়দাতে ডিম মিক্স করে নিয়েছি।
এবার পাউডার দুধ মিক্সড করে নিয়েছি।
এবার তালের রস মিক্সড করে নিয়েছি ।
কিসমিস, চিনি, নারকেল ও সয়াবিন তৈল দিয়ে উপকরণটি ভালো করে মেখে নিয়েছি।
এবার কেক বানানোর জন্য একটি সাসপেনে সামান্য তৈল দিয়ে এবং কাগজে তৈল দিয়ে সাসপেনে সুন্দর করে বসিয়ে দিয়েছি।
এবার কেকের মিশ্রণটি সাসপেনে ঢেলে চুলায় সামান্য আচে ঢেকে দিয়েছি ।
কিছুক্ষণ অপেক্ষা করার পর হয়ে গেল আমার তালের সুস্বাদু মজাদার কেক। এবার সুস্বাদু মজাদার তালের কেকের ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
তাল দিয়ে যে এভাবে এত মজাদার কেক তৈরি করা যায় তা তো আগে জানা ছিল না। আমি ব্যক্তিগতভাবে তাল একদম পছন্দ করি না। তবে এভাবে কেক বানিয়ে অবশ্যই খেতে পারব। কেক তৈরি করার সম্পূর্ণ পদ্ধতি আপনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এখন চেষ্টা করলে অবশ্যই তৈরি করে নিতে পারব। কেক খুব সুন্দর হয়েছে। এত সুন্দর একটি রেসিপি দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mst_akter31610/status/1880313743068000392?t=g5oc30kXrAR24KGc1kiBag&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তালের মজাদার কেক যে আদৌ হয় তা একেবারেই জানতাম না। আবার আমার মা পোড়া পিঠে বানাতেন এভাবেই কড়াইতে ঘুটের আগুন চাপিয়ে সারারাত রেখে দিতেন৷ পোড়া পিঠে হল তালের দিনে তাল দিয়ে সাথে চালের গুঁড়ো মিশিয়ে করতেন। সেই এক পিঠেই। আপনি তো বেশ চমৎকার কার করেছেন। ফল দিয়ে কেক তো হয়ই। তালের কেকটা বেশ অভিনব লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কেক তো অনেক ধরনের খাওয়া হয়েছে তবে তালের কেক কখনো খাওয়া হয়নি।কেক আমার পছন্দের একটি খাবার।কেকটি দেখতে অনেক লোভনীয় লাগছে আপু। রেসিপির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু আপনি। মজাদার এই তালের কেক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তালের কেক ইউনিক একটি রেসিপি।কি দারুণ বানিয়েছেন আপু কেকটি।ধাপে ধাপে কেক তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। তালের কেক কখনো খাওয়া হয়নি আপনার রেসিপিটি দেখে লোভ লেগে গেলো।তালের ঘ্রাণ আমার খুবই ভালো লাগে।ধাপে ধাপে তালের কেক তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে তালের লভনীয় কেকটি তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ আপু তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে থাকি। কিন্তু আজকে আপনি ইউনিক একটি রেসিপি তাল দিয়ে কেক তৈরি করেছেন।প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে কেক টি খেতে বেশ সুস্বাদু হয়েছে । ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক কেক দেখেছি বা নাম শুনেছি কিন্তু তালের কেক এর নাম ও রেসিপি এ প্রথম আপনার কাছ থেকে দেখে ও শিখে নিলাম। যাইহোক আমি চিন্তা করছি, কেক নিয়ে একটি ব্যবসা করব। মনে হচ্ছে আপনার এই চমৎকার কেকর রেসিপিটি আমার ব্যবসার কাজে লাগাতে পারবো হিহিহি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তালের কেক আমি বেশ কয়েকবার তৈরি করেছিলাম। আমার কাছে তালের কেক খেতে অনেক ভালো লাগে। আপনি এত মজাদার ভাবে তালের কেক তৈরি করলেন দেখে ভালো লাগলো। দেখেই বুঝতে পারছি এটা খেতে অনেক ভালো লেগেছিল। আমার জন্য পার্সেল করে কয়েক পিস পাঠিয়ে দেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এখন পর্যন্ত কোন দিন তালের কেক রেসিপি খাওয়া হয়নি। তবে, তালের পিঠা রেসিপি খাওয়া হয়েছিল বেশ কয়েকবার। আপনি দেখছি তালের মজাদার কেক রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা তালের কেক রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তালের খুব মজার কেক এর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি করা কেকটা একদম পারফেক্ট হয়েছে। খেতেও নিশ্চয়ই সুস্বাদু ছিল। লোভনীয় লাগছে দেখতে। অনেকদিন হলো রেসিপিটা খাওয়া হয় না। সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তালের কেক এত মজাদার ভাবে তৈরি করেছেন, এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। তালের কেক বেশ কয়েকবার আমি খেয়েছি। মজার মজার রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। তেমনি এটা দেখে তো আমার ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তালের মজাদার কেক রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য অনেকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ মজাদার লোভনীয় রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। জাতীয় রেসিপিগুলো আমি সত্যি অনেক অনেক পছন্দ করে থাকি। বিশেষ করে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করার রেসিপি গুলো আমার খুবই প্রিয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার রেসিপিটা আমার কাছে অনেকে ইউনিক লেগেছে। বিভিন্ন ধরনের কেক খেয়েছি কিন্তু তালের কেক আজও খাওয়া হয়নি । দেখে মনে হচ্ছে মজাদার হয়েছে ।একদিন তৈরি করে দেখব খেতে কেমন লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@saymaakter, সপ্তম ধাপে ছবি আপলোড হয়নি। এডিট করে আপলোড করে নেবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ দাদা। বাবু অসুস্থ থাকার কারণে তাড়াতাড়ি করে পোস্ট করেছিলাম। তাই এরকম হয়েছে।এবার এডিট করে দিয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক স্বাদের অনেক ফ্লেভারের কেক খেয়েছি। তবে তালের কেক কখনও খাইনি। দেখে বেশ লাগছে। তালের কেক টা দারুণ তৈরি করেছেন আপু। এককথায় দারুণ। আপনার পোস্টের উপস্থাপনা টাও বেশ চমৎকার ছিল। সবমিলিয়ে দারুণ করেছেন। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু,আপনার তালের তৈরী কেকটি মনে হচ্ছে একেবারেই পারফেক্ট হয়েছে।আর খেতেও অনেক মজাদার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে।আমার তো খেতে মন চাইছে,চালের গুঁড়া দেওয়াতে মনে হয় একটু বেশিই ভালো হয়েছে।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি দেখছি অসময়ে তাল দিয়ে মজার কেকের রেসিপি করেছেন। তবে তাল দিয়ে যে কোন কিছুই বানালে খেতে বেশ মজাই লাগে। সত্যি আপনার রেসিপিটি দেখে আমার নিজেরও খেতে মন চাইছে। খুব সুন্দর করে তাল দিয়ে কেকের রেসিপি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তালের সিজনে তালের বড়া রেসিপি খাওয়া হয়েছে তবে তাল দিয়ে যে কেক তৈরি করা যায় সেটা আমার আইডিয়ার বাইরে ছিল। পুরোপুরি ইউনিক একটা রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপু কেক রেসিপিটা বেশ লোভনীয় দেখাচ্ছে। মজাদার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোন একটা খাবার বানানোর পর সবাই সেই খাবারের প্রশংসা করলে পরবর্তীতে বানানোর উৎসাহ আরও বেড়ে যায়। তালের কেক কখনো খাওয়া হয়নি। আপনার তালের কেক এর রেসিপি একেবারে ইউনিক লেগেছে আমার কাছে। দেখে মনে হচ্ছে খেতেও বেশ মজাদার হয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চালের গুড়ি দিয়ে এবং তালের পাল্প দিয়ে আমাদের বাড়িতে এক সময় পোড়া পিঠে হতো। তার অনেক ঝক্কি। পরের দিকে আমার মা আপনার মত করে ইফতারের কেক বানাতেন। যা খেতে খুবই ভালো লাগতো। আপনি দেখছি সেই একই পদ্ধতিতে বানিয়েছেন। আমি অবশ্য আগে পোস্টটি দেখিনি। গতকাল রাতে ফিচার হওয়ার ফলে চোখে পড়ল। খুব ভালো খেতে হয় এই তালের কেক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তালের পিঠা খেয়েছি, কিন্তু কখনো তালের কেক খাওয়া হয়নি। আপনি আজকে চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয় খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল।আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তালের বড়া অনেক খাওয়া হয়েছে, তবে তালের কেক খাওয়া হয়নি কখনো। আপনার রেসিপিটা বেশ ইউনিক লেগেছে আপু। বিকেলের নাস্তায় এই ধরনের রেসিপি খাওয়ার মজাই আলাদা। তাছাড়া তালের কেক দেখেই বুঝা যাচ্ছে খেতে ইয়াম্মি লেগেছিল। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit