"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-১২/শেয়ার করো তোমার লেখা সেরা প্রেমের কবিতা/ ভালোবাসা এলো মেলো।

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভাল আছেন আল্লাহ তায়ালার রহমতে।

received_661027178572475.jpeg

আমি ভালোবাসি কবিতা। কবিতা কেন ভালোবাসি তা আমি জানিনা। তবে এতটুকু বলতে পারি ভালোলাগা থেকেই কবিতার সূচনা হয় । কবিতা মানে সতস্ফুর্ত আনন্দ-বেদনা, বিচ্ছেদ, প্রেমিক-প্রেমিকার রোমান্স, আবেগের মূর্ছনা, চোখের লিপি, আকাশের উদারতা, মেঘের বর্ষা ঘিরেই কবিতা। কবিতা হয় শৈশবের, যৌবনের, কৈশোরের। কবিতায় বাক্যগুলো ফুটে ওঠে, আমি ভালোবাসার কথা বলছি নাকি ব্যর্থতার প্রহর গুনছি । ভালোবাসা শব্দটিই সোনালী অক্ষরের গাঁথা, আমাদের সকলের জীবনের ধারা ও গতিতে ওতপ্রোত ভাবে মিশে আছে। কাউকে ভালোবাসলে যে কেমন অনুভূতি হয় তার বহিঃপ্রকাশ এই কবিতার মাধ্যমে বোঝা যায়। ভালোবাসা হৃদ মাঝে থেকেই আসে। এই ভালোবাসা বিধাতার দান। কাউকে যদি গভীর ভাবে ভালোবাসা যায় তাহলে সেই ভালোবাসা পাওয়া মিলে। ভালোবাসলে মন বুঝি এমনই হয় নিজেকে বারবার ইচ্ছে হয় দেখতে আয়নায়। আকাশে, বাগানে সবকিছুতে মিলিয়ে যেতে ইচ্ছে হয়। নদী সাগরের গভীর ধারায় হারিয়ে যেতে ইচ্ছে হয়। এই বুঝি হৃদয়ে ভালোবাসা এলো জীবনটাও পাল্টে গেল তোমারি পরশে ।

আকাশের ঐ তারার ভিতরে
যে তারাটি মিটিমিটি জ্বলে
সেটাই আমার ভালোবাসা।

বাগানের শত ফুলে
যে ফুল হয়নি স্পর্শ
সেটা যত্নে রেখেছি
তোমারি কারণে।

তুমি যে বাগানের পুষ্প হও
যে আকাশের তারা হও
তুমি যে মেঘের ছায়া হও
আমি সেই বৃষ্টির জলধারা।

সবই আমার ভালোলাগার চাওয়া
ভালোলাগা থেকেই পাওয়া মেলে
তোমার স্পর্শেই ভালোবাসা জাগে।

ভালোবাসা একান্তর মাঝেই সুখ
নিঃস্বার্থ আসা অভিমান ভালোবাসা
হৃদ মাঝে প্রেমের মায়াবী লুকোচুরি
আয়নায় প্রতিবিম্ব হয় মুখের চাহনি
কেন জানি বারবার দেখতে ইচ্ছে হয় নিজেকে
এই আমি, আমি আছি,
নাকি কোন কিছুতে অপূর্ণ রয়েছি
থমকে থমকে উঠি
নিজেকে প্রশ্ন করি
আমি কি পরেছি তোমারি প্রেমে?

অন্তরে তোমার তুমি কি করেছো বাস
তোমার হৃদ যেন ঢেকে আছে
আমারই ছবি দিয়ে।

মনের দর্পণে কোন একখানে
পুষ্পে পুষ্পে রাঙিয়ে দিয়েছো মন
ভালোবাসায় একি শিহরন ।

ব্যাকুল হয়ে চন্দ্র পূর্ণিমার রূপে
তোমার এই অপরূপ প্রেমে
যা কিনা পাই আমি খুঁজে
তোমারি পরশে পেয়েছি ভালোবাসা
মনে জাগে তোমাকে পাওয়ার আশা
নদী যেমন সাগরকে চায়
ফিরে দেখেনা কোন অজানায়
আমিও গোপন ইশারায়
ভালোবাসবো তোমার অজানায়।

হাজার ব্যথার মাঝেও
কেন জানি তোমাকে অনুভব করি
ভাবতেও লাগে ভালো
এ বুঝি ছোঁয়া এলো ভালোবাসার
ভালবাসি ভালবাসবো
ভালোবাসা থাকবে গহীনে
ভালোবাসা এলো মনে মনে
তোমাকে ভালোবাসিই বলে।

received_524285418967668.jpeg

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।আমার বাংলা ব্লগ এমন একটি প্ল্যাটফর্ম আমাদের দিয়েছে যেখানে আমি আমার মতামত স্বাধীন ভাবে উপস্থাপন করতে পারি।তাই আমার বাংলা ব্লগের একজন সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।

-------খোদা হাফেজ------

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ব্যাকুল হয়ে চন্দ্র পূর্ণিমার রূপে
তোমার এই অপরূপ প্রেমে
যা কিনা পাই আমি খুঁজে
তোমারি পরশে পেয়েছি ভালোবাসা
মনে জাগে তোমাকে পাওয়ার আশা
নদী যেমন সাগরকে চায়
ফিরে দেখেনা কোন অজানায়
আমিও গোপন ইশারায়
ভালোবাসবো তোমার অজানায়।

প্রথমে আপনাকে স্বাগতম জানাতে চাই এমন রোমান্টিক একটা কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার ছবিটা সত্যিই খুবই চমৎকার লাগছে অনেক সুন্দর করে সেজেছেন আপনি। আপনার কবিতাটি পড়ে ভালোবাসার মানে আবার নতুন করে শিখলাম। এমন কবিতা আপনার কাছ থেকে আরও প্রত্যাশা রইল আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️❤️

অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক গুলো কবিতা এই প্রতিযোগিতার মাধ্যমে পড়তে পেরেছি। তবে আপনার টা একটু ব্যতিক্রম এবং অনেক ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা থাকবে সবসময়।

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কাছে আমার কবিতাটি ব্যতিক্রম এবং ভাল লেগেছে শুনে অনেক ভালো লাগলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন। এর আগেও আপনার কবিতা পড়া হইছে। দাদা, বৌদি কে নিয়ে লিখছিলেন,ভালো ছিলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ ও আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

তুমি যে বাগানের পুষ্প হও
যে আকাশের তারা হও
তুমি যে মেঘের ছায়া হও
আমি সেই বৃষ্টির জলধারা।

সুন্দর ছন্দ, সুন্দর বর্হিপ্রকাশ । ভালোই লেগেছে আমার কাছে ।

আপনার কাছে আমার কবিতার লাইনগুলো ভাল লেগেছে শুনে অনেক ভালো লাগলো। আর আপনার মত মানুষের আমার পোস্টে কমান্ট এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার কবিতাটা লেখা সার্থক। অসংখ্য ধন্যবাদ ভাই।