শপিং ব্যাগ, পানির বোতল দিয়ে "ফুল গাছসহ টব"।

in hive-129948 •  3 years ago 

‌আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই মুহুর্তে যারা আমার এই পোস্টটি পড়ছেন তারা তো অবশ্যই ভালো আছেন আল্লাহ তায়ালা আপনাদের সবার নেক হায়াত দান করুক। আমরা সব সময় কিছু জিনিস একবার কাজ করার পর ফেলে দেই, দ্বিতীয় বার ঐ জিনিসটাকে দিয়ে কোন কাজ করার চিন্তা খুব কম করি।তাই আজকে আমার মাথায় একটি প্লান আসে যে জিনিস গুলো কে আমরা সব সময় ফেলে দেই, এই ফেলে দেওয়া জিনিস গুলো কে দিয়ে কিছু করা যায় কিনা। যেই চিন্তা, সেই কাজ শুরু করলাম। তাই যে জিনিস গুলো ফেলে দেই, সেই জিনিস গুলো সংগ্রহ করা শুরু করে দিলাম। আট কি বানানো শুরু করলাম সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি এখন।

-----------------প্রস্তুত প্রণালী--------------------

উপকরণঃ-
১। ব্যবহৃত শপিং ব্যাগ।

২। ঝাড়ুর কাঠি।

৩। ব্যবহৃত পানির প্লাস্টিক বোতল।

৪। আইকা গাম।

৫। ব্যবহৃত সুতা।

৬। কেঁচি।
৭। সুঁই।

IMG_20211003_171026.jpg

received_383827600118759.jpeg

------------------প্রথম ধাপ -------------------

বিভিন্ন কালারের ব্যবহৃত শপিং ব্যাগ ১.৫ইঞ্চি প্রশস্ত করে কেটে নিয়েছি। এমন ভাবে কেটে নিয়েছি যে যাতে সমান দূরত্ব বজায় থাকে কমবেশি না হয়।

received_944696829451252.jpeg

----------------দ্বিতীয় ধাপ----------------------
১.৫ ইঞ্চি প্রশস্ত করে শপিং ব্যাগের টুকরোগুলো কেঁচি দিয়ে কুঁচি কুঁচি করে কেটে নিয়েছি।

-----------------তৃতীয় ধাপ-----------------------

কুঁচি কুঁচি করে কাটা শপিং ব্যাগের টুকরোগুলো আইকা গাম লাগিয়ে ঝাড়ুর কাঠিতে পেঁচিয়ে নিয়েছি।

received_566115901325386.jpeg

IMG_20211003_170719.jpg

IMG_20211003_170617.jpg

IMG_20211003_170539.jpg

---------------------চতুর্থ ধাপ--------------------

১.৫ ইঞ্চি প্রশস্ত করে কাটা ব্যবহৃত শপিং ব্যাগের টুকরোগুলো ফুলের আকৃতি করে সুঁই সুতা দিয়ে ফুল বানিয়ে ফেলেছি।

IMG_20211003_170447.jpg

-----------------------পঞ্চম ধাপ-----------------

প্রতিটি ফুল ঝাড়ুর কাঠির মাথায় লাগিয়ে নিয়েছি আইকা গাম দিয়ে।

received_1206096389884703.jpeg

received_283684773580216.jpeg

-------------------ষষ্ঠ ধাপ ----------------------

ব্যবহৃত পানির প্লাস্টিক বোতল কেটে নিয়েছি। এরপর বাটির মতো করে প্লাস্টিকের বোতলের নিচের অংশ নিয়ে এটাকে কয়েকটি খন্ডে ভাগ করে নিয়েছে।এতে ব্যবহৃত সুতা পেঁচিয়ে পেঁচিয়ে ফুলের টব তৈরি করে নিয়েছি।

IMG_20211003_170407.jpg

IMG_20211003_170400.jpg

--------------------সপ্তম ভাগ -------------------

পরিশেষে ঝাড়ুর কাঠির স্টিক গুলো এই প্লাস্টিকের বোতলের টবের ভিতরে সেট করে পরিপূর্ণ "ফুল গাছসহ টব" বানিয়ে ফেলিয়েছি।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি " ফুল গাছসহ টব"সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস দিয়ে এটি তৈরি করেছি। যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে কমেন্ট করে সহযোগিতা করবেন।

-------------------ধন্যবাদ------------------------

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঝাড়ুর কাঠি,প্লাস্টিকের বোতল,সুতা,শপিং ব্যাগ ইত্যাদি সরঞ্জাম দিয়ে আপনার ফুলগাছ সহ যে একটি টপ তৈরি করেছেন তা আমার কাছে অনেক মনোমুগ্ধকর একটি দৃশ্য। আসলেই আপনার কারুকার্য শোভিত ফুলের টপটি আপনার নিপুণ দক্ষতারই পরিচায়ক বটে। ধন্যবাদ আপনাকে।

অসংখ্য ধন্যবাদ ভাই।

শপিং ব্যাগ, পানির বোতল দিয়ে "ফুল গাছসহ টব সব কিছুই আপনি‌ অনেক সুন্দর করে তৈরী করেছেন আপু, আপনার প্রশংসা করতে হয়,সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

সত্যি আপু সাধ্যের মধ্যে অনেক কিছু করে ফেলেছেন আপনি। আমাদেরও প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে আপনি সুন্দর এবং দৃষ্টিনন্দন কিছু তৈরি করেছেন। স্বাগতম জানাই আপনার এই ক্রিয়েটিভ চিন্তা ধারাকে

অসংখ্য ধন্যবাদ দাদা।

শুভকামনা রইল তোমার জন্য দিদি। সুন্দর হোক আগামীর পথ চলা।

ধন্যবাদ দাদা।

ওয়াও অসাধারন আপু। শপিং ব্যাগ, পানির বোতল দিয়ে "ফুল গাছসহ টব সব কিছুই আপনি‌ অনেক সুন্দর করে তৈরী করেছেন আপু। শুভকামনা রইল আপনার জন‍্য।

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ ভাই।

আপনি শপিং ব্যাগ ও পানির বোতল দিয়ে খুব সুন্দর করে ফুলগাছসহ টব বানিয়েছেন। অসাধারণ হয়েছে আপু। আমি আপনার কাজ দেখে মুগ্ধ। আপনার জন্য শুভকামনা রইলো।

পাশে থেকে মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করবেন ভাই।

ব্যবহৃত শপিং ব্যাগ ও ঝাড়ুর কাঠি আমরা ফেলে দেই আর তা দিয়ে অসাধারণ একটা কাজ দেখালেন আপু। অনেক ভাল হয়েছে ও শুভকামনা।

দোয়া করবেন ভাই আরো সুন্দর সুন্দর পোস্ট যেন করতে পারি।

মূল্য হীন জিনিস গুলো দিয়ে আপনি মূল্যবান জিনিস তৈরি করেছেন।খুবই সুন্দর হয়েছে আপনার শপিং ব্যাগ দিয়ে তৈরি ফুল গুলো।অনেক ধন্যবাদ আপনাকে আপনার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ ভাই।

ওয়াও অসাধারণ হয়েছে আপু।আর আপনার আইডিয়াটাও দারুণ-ব্যাবহৃত জিনিস ফেলে না দিয়ে সেগুলো কাজে লাগানো।
সর্বোপরি পোস্টটির উপস্থাপনা ও ধাপ ক্রমান্বয়ে ফুলগুলো তৈরির প্রক্রিয়াও ছিল চমৎকার।শুভকামনা রইলো আপু আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাই।

শপিং ব্যাগ পানির বোতল দিয়ে খুবই সুন্দর ভাবে আপনি ফুল গাছের টব তৈরি করেছেন। এটি সর্বোৎকৃষ্ট সৃজনশীলতার প্রতীক বলে আমি মনে করছি। খুবই সুন্দর হয়েছে ফুল গাছের টপ , আমার কাছে ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য, সে সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

অনেক অনেক ধন্যবাদ ভাই।

মনে হচ্ছে কোন নিপুণ হাতে তৈরি করে একটি কারুকাজ সত্যিই অসাধারণ হয়েছে আপু ‌‌। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই।

ওয়াও পরিত্যক্ত ব্যাগ দিয়ে আপনি দৃষ্টিনন্দন ফুল বানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা রইল আপু।

মতামত দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

অনেক সুন্দর একটি ডাই প্রজেক্ট আপনি সম্পন্ন করেছেন আপু। আমার অনেক ভালো লেগেছে এটি। আসলে এসব জিনিস ফেলে না রেখে কাজে লাগানোটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি আপু।

ধন্যবাদ ভাই।

সত্যিই ধৈর্যের ব্যপার এমন একটা সুন্দর জিনিস তৈরী করা। তাছাড়া এত কিছু যোগার করাও তো কঠিন। দেখতে খুব সুন্দর হয়েছে ফুল গাছের টব। অপেক্ষায় রইলাম নতুন কিছুর । ভাল থাকবেন।

ধন্যবাদ ভাই।