জেনারেল রাইটিং |||| শেকরের টানে অসীম ভালোবাসা।

in hive-129948 •  3 months ago  (edited)

আসসালামু আলাইকুম।কেমন আছেন?আশা করছি পরিবারের সবাইকে নিয়ে সুস্থ ভাবে দিন যাপন করছেন।আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

ai-generated-8301769_1280.jpg
source

আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আর একটি নতুন পোস্ট দিয়ে। আজ কোন গল্প বা কবিতা পোস্ট নয়।আজ আমি আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।"শেকরের টানে অসীম ভালোবাসা"।চলুন আর কথা না বাড়িয়ে মূল কথায় আসা যাক।

এই পৃথিবীটা বড়ই সুন্দর। এই সুন্দর পৃথিবীতে আমাদের সকলের একটি নিজস্ব বাসস্থান আছে। যে বাসস্থানে একই পরিবার থেকে আনন্দ ভালবাসায় মেতে থাকি।আমরা সেই পরিবার, যে পরিবারে আদর ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়ে ছোট থেকে বড় করেছে আমাদের মা বাবা। আমাদের শিক্ষা ও আদর্শে সঠিক আলোয় উজ্জীবীত করেছে আমাদের জননী। যার মুখের প্রথম ভাষায় আমরা পেয়েছি ভাষার শিক্ষা। যে আমাদের পথ প্রদর্শক, যে আমাদের সুখে-দুখে পাশে থেকে নিজেকে কখনো সুখে না রেখে সন্তানের ভালো-মন্দর ব্যাপারে বিলিয়ে দিয়েছে সে আমাদেরই মা বাবা।

এই পৃথিবীটা বড়ই অদ্ভুত মা-বাবার মত নির্ভেজাল ভালোবাসা আর কারো কাছ থেকে হয়তো পাওয়া যায় না। তাদের ভালোবাসা এতটাই এতটাই খাঁটি যে ভালোবাসার জন্য দূর দূরান্ত থেকে আমাদের ছুটে চলে আসতে হয়। মা-বাবা ছাড়াও পৃথিবীতে অনেক আত্মীয়-স্বজন রয়েছে কিন্তু আমরা যে যেখানেই থাকি না কেন আমরা সব সময় আমাদের মা-বাবা কেই স্মরণ করে চলে আসি নিজ আপন বাসস্থানে একটু শান্তি আশায়। মনে হয় কতদিন হয়তো মা-বাবাকে দেখি না দেখলে একটু মনের ভিতর শান্তি পাব।

তাইতো অনেকে দেশের বাইরে ও বিভিন্ন জায়গা থেকে চলে যায় সেই মায়ের মমতা মুখোর মুখটি দেখার জন্য। হয়তো কর্মব্যস্ততার কারণে অনেকেই আসতে পারে না কিন্তু তারাও চেষ্টা করে এক বছর না হলেও পরেও শান্তি জায়গাটি গিয়ে একটু বুক ভরে বিশ্বাস নেওয়ার জন্য। এ নিঃশ্বাসের ভেতরে যেন প্রত্যেক মুহূর্ত শান্তি ও ভালোবাসা কাজ করে। মনে হয় দিনের কাজের ব্যস্ততার পরে একটু হয়তোবা শান্তি পেলাম। তাইতো আমরা আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে ছুটে চলে যায় সেই শিকড়ের টানে মায়ার টানে নিজের বাসস্থানে। যে খুশি বা আনন্দ আমাদের মাঝে কাজ করে সেটি আমাদের বাবা মার মুখটি দেখলেই বোঝা যায় যে তারা আমাদেরকে এতদিন পরে পেয়ে কতটা খুশি হয়েছে। আর তাদের আনন্দটাই মনে হয় অনেক বেশি তার প্রিয় সন্তানদেরকে কাছে পেয়ে।

মা তার সন্তানকে দেখে চেষ্টা করে তার প্রিয় সব খাবারগুলো রান্না করার জন্য। তার প্রিয় জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখে বাসায় নিয়ে যাবে সেজন্য।মায়ের কোন তুলনা হয় না আসলে মা আমাদের প্রত্যেকের জীবনে একটি পরম শান্তি ও ভালোবাসার মানুষ। যুগ যুগ ধরে সবার মা বেঁচে থাক সবাই সবার শিকড়ের টানে এসে একটু বুক ভরে নিঃশ্বাস নিয়ে এই কামনাই করি এবং প্রতিটি মা ভাল থাক সুস্থ থাক।

আজ যাচ্ছি তবে আবার নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই কামনায়।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে মায়ের কোন তুলনা হয় না, পৃথিবীতে মা তার সন্তানকে যতটা ভালবাসে তার বিন্দু পরিমান ভালবাসাও অন্য কোন জায়গা থেকে সন্তান পায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মায়ের ভালোবাসার কখনো কমতি হয় না অন্য মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালবাসবে কিন্তু মা সবসময় আপনাকে নিঃস্বার্থভাবে ভালবাসবে।

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

লেখাগুলো বোল্ড না করে জাস্টিফাই করলে আরো বেশী সুন্দর লাগতো। ধন্যবাদ

জাস্টিফাই করার পরে লেখাগুলো বোল্ড করেছি যাতে স্পষ্টভাবে চোখে পড়ে।আপনি ঠিক বলেছেন ভাই বোল্ট না করলেই বেশি ভালো লাগতো।