"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫২ || ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি

in hive-129948 •  9 months ago 

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের এবং বাংলার এপার ওপারের সকল ভাই ও বোনেরা আশা রাখছি সবাই সুস্থ ভাবে দিন যাপন করছেন।আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

received_726699752942913.jpeg

আমি আজ আপনাদের মাঝে "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫২ || ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি উপলক্ষে একটি কার্ড তৈরি করে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।ভালোবাসা দিবস শুধু প্রেমিক প্রেমিকাদের নিয়ে নয়।ভালোবাসা চারটি অক্ষরে লেখা। কিন্তু এর অর্থ ও গভীরতা ব্যাপক। ভালোবাসা দিবসে শুধু প্রেমিক-প্রেমিকাদের নিয়ে যে ভালোবাসা তা নয় আসলে ভালোবাসা এমন যার ভেতরে শুধু মায়া-মমতা এবং কিছু কিছু সময় আদর্শও কাজ করে। ভালোবাসা হতে পারে মা-বাবার ভালোবাসা ভাই বোনের ভালবাসা হতে পারে প্রিয় কোন শিক্ষকের ভালোবাসা।প্রিয়জন হতে গেলে সেখানে ভালবাসার পরিপূর্ণতা থাকতে হয়।সন্তান যেমন তার মাকে ভালোবাসে ঠিক তেমনি মা ও সন্তানকে ভালোবাসে। আর এই ভালোবাসাটা কখনো মাপা যায় না ও পরিমাপ করা যায় না। তেমনি এমনও অনেক ভালোবাসা রয়েছে যেটা মাপা ও পরিমাপ করা যায় না আবার কিছু ভালোবাসা রয়েছে অন্তরে অন্তর দিয়ে বুঝে নিতে হয়। আমি আজ প্রিয় @rme দাদার জন্য এই ভালোবাসার কার্ড নিয়ে হাজির হয়েছি।জানিনা আমার এই তিন দিনে একটু একটু করে করা কার্ডটি আমার প্রিয় @rme দাদার ভালো লাগবে কিনা?তারপরও চেষ্টা করেছি । কারণ বোনের থেকে কোন জিনিস দাদার পাওয়া আমার মনে হয় দাদার চোখে খারাপ লাগার কথা না। শুধু রক্তের বন্ধন হলেই তো হয় না দাদা বোনের সম্পর্ক রাখি বন্ধন এর সম্পর্ক। তাইতো এই ভালোবাসার দিনে দূরে থেকে দাদাকে দেওয়ার মতো এই বোনের ছোট্ট একটি কার্ড আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। চলুন আর কথা না বাড়িয়ে কার্ডটি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।রঙিন কাগজ।
২।চিকিমিকি স্টিকার ।
৩।গাম।
৪।কাঁচি।
৫।স্কেল।
৬।পেন্সিল।
৭।কলম।

received_1034672240927469.jpegreceived_1633003604191267.jpeg
received_704560714856018.jpegreceived_1736789500177530.jpeg
received_914897376966027.jpegreceived_1376864019639993.jpeg
received_773110311332900.jpegreceived_869563374921166.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🔯প্রথম ধাপ🔯

received_333480865673727.jpeg

প্রথমে এ ফোর সাইজের একটি লাল কাগজ মাঝখানে সমান ভাঁজ করে নিয়েছি।

🔯দ্বিতীয় ধাপ🔯

received_1049685426115593.jpeg

এবার মাঝে ভাঁজ করার অংশ দুই সাইট থেকে ৪ ইঞ্চি করে মেপে এঁকে নিয়েছি ।

🔯তৃতীয় ধাপ🔯

received_925452238980119.jpeg

৪ ইঞ্চি মেপে উপরের দিকে আবার ছয় ইঞ্চি দুই সাইডে এঁকে স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছি ।

🔯চতুর্থ ধাপ🔯

received_761045519420533.jpeg

এবার সেই মেজারমেন্ট অনুপাতে কেটে নিয়েছি।

🔯পঞ্চম ধাপ🔯

received_355325290726211.jpeg

কেটে নেওয়া অংশ উল্টিয়ে মাঝে ঢুকিয়ে আবারো ভাঁজ করে নিয়েছি ।

🔯ষষ্ঠ ধাপ🔯

received_7119051458210405.jpeg

এবার প্রথম ভাঁজের এক অংশের দুই প্রান্তে দুই ইঞ্চি করে রেখে এবং ওপরের দিকে তিন ইঞ্চি পরিমাণ দাগ এঁকে কেটে নিয়েছি।

🔯সপ্তম ধাপ🔯

received_1062383581719587.jpeg

আবারো সেই কেটে নেওয়া অংশটুকু উল্টিয়ে ভাঁজ করে নিয়েছি।

🔯অষ্টম ধাপ🔯

received_419595397122606.jpeg

এবার আরেক প্রান্তের ভাঁজের অংশটুকু দুই সাইডে এক ইঞ্চি রেখে উপরের দিকে তিন ইঞ্চি পর্যন্ত দাগ এঁকে নিয়েছি।

🔯নবম ধাপ🔯

received_360340766838913.jpeg

received_7841554875857766.jpeg

এবার সেই দাগে ছোট বড় মিলে মোট সাতটি ঘর এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

🔯দশম ধাপ🔯

received_1146201556742387.jpeg

received_1100248711117384.jpeg

কেটে নেওয়া অংশগুলো ভাঁজ করে নিয়েছি এবং ভিতরের দিকে কিছু ঢুকিয়ে দিয়েছি।

🔯এগারো তম ধাপ🔯

received_355383627418553.jpeg

received_2139651429718609.jpeg

received_927508035702416.jpeg

received_920738312914867.jpeg

এবার আকাশি রং এর আরেকটি a4 সাইজের কাগজ মাঝে ভাঁজ করে সেই লাল রংয়ের কাগজ ঘাম দিয়ে এক সাইড লাগিয়ে নিয়েছি।

🔯বারো তম ধাপ🔯

received_414305201125421.jpeg

received_1155043158960350.jpeg

ঠিক একই ভাবে অপরপ্রান্তেও গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

🔯তেরো তম ধাপ🔯

received_407569911775231.jpeg

received_757407769243898.jpeg

received_2615100338657129.jpeg

received_2212729482401180.jpeg

received_397042029677302.jpeg

চিকিমিকি স্টিকার কাগজ দুই সাইডে লাগানোর জন্য কেটে নিয়েছি এবং কার্ডের দুই সাইডে লাল ও হলুদ স্টিকার লাগিয়ে নিয়েছি।

🔯চৌদ্দ তম ধাপ🔯

received_924387049259734.jpeg

received_1056157585662392.jpeg

এবার লাল রঙের আরও দুটো এফোর সাইজের কাগজ নিয়ে কুঁচি কুঁচি ভাঁজ করে নিয়েছি।

🔯পনের তম ধাপ🔯

received_1119580165886730.jpeg

সেই লাল রঙ্গের কুঁচি কুঁচি করা কাগজটির মাঝখানে ভাঁজ করে নিয়েছি।

🔯ষোল তম ধাপ🔯

received_7096834640403261.jpeg

received_937796277780335.jpeg

ভাঁজ করা অংশে ঘাম দিয়ে দুই সাইড লাগিয়ে নিয়েছি।

🔯সতেরো তম ধাপ🔯

received_908413627592130.jpeg

received_3500282533617622.jpeg

received_1542036963263094.jpeg

এবার আরেকটি নীল রংয়ের কাগজ কেটে হ্যাপি ও ভ্যালেন্টাইন্স ডে লিখে নিয়েছি।

🔯আঠারো তম ধাপ🔯

received_1118056922881540.jpeg

received_930609318635640.jpeg

received_372258545752889.jpeg

নীল কাগজ দিয়ে ভালোবাসার চিহ্ন এঁকে কেটে নিয়েছি এবং তার ভিতরে লাভ লিখে নিয়েছি।

🔯ঊনিশ তম ধাপ🔯

received_2655141941310136.jpeg

received_1912052765863646.jpeg

received_265781366543342.jpeg

এবার নীল কাগজে লেখা ও ভ্যালেন্টাইন্স ডে এর পেছনে ঘাম লাগিয়ে নিয়েছি এবং কার্ডে লাগিয়ে দিয়েছি ।

🔯বিশতম ধাপ🔯

received_350065301232984.jpeg

received_1141766493488873.jpeg

এবার চিকিমিকি কাগজ দিয়ে হার্টচিহ্ন এঁকে নিয়েছি এবং সেই হার্ট চিহ্ন গুলো কেটে নিয়ে কার্ডে লাগিয়ে দিয়েছি।

🔯একুশ তম ধাপ🔯

received_3601079706816778.jpeg

received_970206454695036.jpeg

কার্ডের এক প্রান্তে লাল কুঁচি করা কাগজ গাম দিয়ে লাগিয়ে দিয়েছি এবং ঠিক একইভাবে অপর প্রান্তেও গাম দিয়ে লাগিয়ে দিয়েছি ।

🔯বাইশ তম ধাপ🔯

received_694593509535308.jpeg

received_723006563233625.jpeg

received_1049398312809639.jpeg

এবার কার্ড এর উপরের জন্য হলুদ চিকিমিকি কাগজ হাড চিহ্ন এঁকে কেটে নিয়েছি এবং সেই কাটা কাগজগুলো স্কেল দিয়ে মেপে বাঁকা করে লাগিয়ে দিয়েছি।

🔯তেইশ তম ধাপ🔯

received_620069866927527.jpegreceived_1124800931851311.jpeg

received_385161120826447.jpeg

কার্ডের সৌন্দর্যের জন্য ত্রিভুজ আকৃতি করে কিছু চিকিমিকি কাগজ কেটে কার্ডের সম্পূর্ণ সাইডে লাগিয়ে দিয়েছি। আর এভাবে হয়ে গেল ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আকর্ষণীয় একটি কার্ড।এবার এই কার্ডের একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আকর্ষণীয় একটি কার্ড"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনি প্রতিযোগিতার জন্য খুবই সুন্দর একটি কার্ড বানিয়েছেন। আপনার এই কার্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রিয়জন কে সবসময়ই উপহার দেওয়া যায় আর সেই উপহার যদি এভাবে রঙিন কাগজ দিয়ে বানিয়ে দেওয়া হয় তাহলে তারা সবচেয়ে বেশি খুশি হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর কার্ড শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে এটা অনেক বড় পাওয়া।

ভালোবাসা দিবস উপলক্ষে খুবই সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। আসলে ভালবাসার এই কার্ডটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে আরো ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

আপনি এই প্রতিযোগিতার উদ্দেশ্যে খুব সুন্দর একটি ভ্যালেন্টাইন্স ডে কার্ড তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনি সকলের প্রিয় দাদার জন্য কার্ডটি তৈরি করেছেন দেখে আরো বেশি ভালো লাগছে। আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে কার্ডটি তৈরি বর্ণনা উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু আসলেই কাডটি দাদা কে উপহার দেওয়ার জন্য বানিয়েছি।

আপনি তিন দিন ধরে একটু একটু করে অনেক সুন্দর ভাবে এই কার্ড তৈরি করেছেন। দাদার জন্য এই কার্ড তৈরি করেছেন জেনে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনার তৈরি করা এই কার্ড। হলুদ কালারের লাভ গুলো দেওয়ার কারণে অনেক সুন্দর লাগতেছে। এরকম কার্ড তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি অনেক সময় নিয়ে এটা করেছেন দেখে বুঝতে পারতেছি। দক্ষতা মূলক কাজটা সবার মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনাকে।

আসলে এটা ঠিক ভালোবাসা চার অক্ষরের লেখা হলেও এটার অর্থ অনেক বড়। আর সুন্দর করে ওয়ালমেট এর মাধ্যমে এটাকে তুলে ধরেছেন আপনি দেখে ভালো লাগলো। সুন্দর একটা কার্ডের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন আপনি। এরকম কার্ডগুলো তৈরি করে রাখলে প্রিয় মানুষটাকে দিলে অনেক খুশি হবে কিন্তু। আমাদের প্রিয় দাদার জন্য এটা তৈরি করলেন এটা জেনে ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর এই কার্ড শেয়ার করার জন্য।

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।