আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের এবং বাংলার এপার ওপারের সকল ভাই ও বোনেরা আশা রাখছি সবাই সুস্থ ভাবে দিন যাপন করছেন।আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।
আমি আজ আপনাদের মাঝে "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫২ || ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি উপলক্ষে একটি কার্ড তৈরি করে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।ভালোবাসা দিবস শুধু প্রেমিক প্রেমিকাদের নিয়ে নয়।ভালোবাসা চারটি অক্ষরে লেখা। কিন্তু এর অর্থ ও গভীরতা ব্যাপক। ভালোবাসা দিবসে শুধু প্রেমিক-প্রেমিকাদের নিয়ে যে ভালোবাসা তা নয় আসলে ভালোবাসা এমন যার ভেতরে শুধু মায়া-মমতা এবং কিছু কিছু সময় আদর্শও কাজ করে। ভালোবাসা হতে পারে মা-বাবার ভালোবাসা ভাই বোনের ভালবাসা হতে পারে প্রিয় কোন শিক্ষকের ভালোবাসা।প্রিয়জন হতে গেলে সেখানে ভালবাসার পরিপূর্ণতা থাকতে হয়।সন্তান যেমন তার মাকে ভালোবাসে ঠিক তেমনি মা ও সন্তানকে ভালোবাসে। আর এই ভালোবাসাটা কখনো মাপা যায় না ও পরিমাপ করা যায় না। তেমনি এমনও অনেক ভালোবাসা রয়েছে যেটা মাপা ও পরিমাপ করা যায় না আবার কিছু ভালোবাসা রয়েছে অন্তরে অন্তর দিয়ে বুঝে নিতে হয়। আমি আজ প্রিয় @rme দাদার জন্য এই ভালোবাসার কার্ড নিয়ে হাজির হয়েছি।জানিনা আমার এই তিন দিনে একটু একটু করে করা কার্ডটি আমার প্রিয় @rme দাদার ভালো লাগবে কিনা?তারপরও চেষ্টা করেছি । কারণ বোনের থেকে কোন জিনিস দাদার পাওয়া আমার মনে হয় দাদার চোখে খারাপ লাগার কথা না। শুধু রক্তের বন্ধন হলেই তো হয় না দাদা বোনের সম্পর্ক রাখি বন্ধন এর সম্পর্ক। তাইতো এই ভালোবাসার দিনে দূরে থেকে দাদাকে দেওয়ার মতো এই বোনের ছোট্ট একটি কার্ড আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। চলুন আর কথা না বাড়িয়ে কার্ডটি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ-
১।রঙিন কাগজ।
২।চিকিমিকি স্টিকার ।
৩।গাম।
৪।কাঁচি।
৫।স্কেল।
৬।পেন্সিল।
৭।কলম।
প্রথমে এ ফোর সাইজের একটি লাল কাগজ মাঝখানে সমান ভাঁজ করে নিয়েছি।
এবার মাঝে ভাঁজ করার অংশ দুই সাইট থেকে ৪ ইঞ্চি করে মেপে এঁকে নিয়েছি ।
৪ ইঞ্চি মেপে উপরের দিকে আবার ছয় ইঞ্চি দুই সাইডে এঁকে স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছি ।
এবার সেই মেজারমেন্ট অনুপাতে কেটে নিয়েছি।
কেটে নেওয়া অংশ উল্টিয়ে মাঝে ঢুকিয়ে আবারো ভাঁজ করে নিয়েছি ।
এবার প্রথম ভাঁজের এক অংশের দুই প্রান্তে দুই ইঞ্চি করে রেখে এবং ওপরের দিকে তিন ইঞ্চি পরিমাণ দাগ এঁকে কেটে নিয়েছি।
আবারো সেই কেটে নেওয়া অংশটুকু উল্টিয়ে ভাঁজ করে নিয়েছি।
এবার আরেক প্রান্তের ভাঁজের অংশটুকু দুই সাইডে এক ইঞ্চি রেখে উপরের দিকে তিন ইঞ্চি পর্যন্ত দাগ এঁকে নিয়েছি।
এবার সেই দাগে ছোট বড় মিলে মোট সাতটি ঘর এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
কেটে নেওয়া অংশগুলো ভাঁজ করে নিয়েছি এবং ভিতরের দিকে কিছু ঢুকিয়ে দিয়েছি।
এবার আকাশি রং এর আরেকটি a4 সাইজের কাগজ মাঝে ভাঁজ করে সেই লাল রংয়ের কাগজ ঘাম দিয়ে এক সাইড লাগিয়ে নিয়েছি।
ঠিক একই ভাবে অপরপ্রান্তেও গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
চিকিমিকি স্টিকার কাগজ দুই সাইডে লাগানোর জন্য কেটে নিয়েছি এবং কার্ডের দুই সাইডে লাল ও হলুদ স্টিকার লাগিয়ে নিয়েছি।
এবার লাল রঙের আরও দুটো এফোর সাইজের কাগজ নিয়ে কুঁচি কুঁচি ভাঁজ করে নিয়েছি।
সেই লাল রঙ্গের কুঁচি কুঁচি করা কাগজটির মাঝখানে ভাঁজ করে নিয়েছি।
ভাঁজ করা অংশে ঘাম দিয়ে দুই সাইড লাগিয়ে নিয়েছি।
এবার আরেকটি নীল রংয়ের কাগজ কেটে হ্যাপি ও ভ্যালেন্টাইন্স ডে লিখে নিয়েছি।
নীল কাগজ দিয়ে ভালোবাসার চিহ্ন এঁকে কেটে নিয়েছি এবং তার ভিতরে লাভ লিখে নিয়েছি।
এবার নীল কাগজে লেখা ও ভ্যালেন্টাইন্স ডে এর পেছনে ঘাম লাগিয়ে নিয়েছি এবং কার্ডে লাগিয়ে দিয়েছি ।
এবার চিকিমিকি কাগজ দিয়ে হার্টচিহ্ন এঁকে নিয়েছি এবং সেই হার্ট চিহ্ন গুলো কেটে নিয়ে কার্ডে লাগিয়ে দিয়েছি।
কার্ডের এক প্রান্তে লাল কুঁচি করা কাগজ গাম দিয়ে লাগিয়ে দিয়েছি এবং ঠিক একইভাবে অপর প্রান্তেও গাম দিয়ে লাগিয়ে দিয়েছি ।
এবার কার্ড এর উপরের জন্য হলুদ চিকিমিকি কাগজ হাড চিহ্ন এঁকে কেটে নিয়েছি এবং সেই কাটা কাগজগুলো স্কেল দিয়ে মেপে বাঁকা করে লাগিয়ে দিয়েছি।
কার্ডের সৌন্দর্যের জন্য ত্রিভুজ আকৃতি করে কিছু চিকিমিকি কাগজ কেটে কার্ডের সম্পূর্ণ সাইডে লাগিয়ে দিয়েছি। আর এভাবে হয়ে গেল ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আকর্ষণীয় একটি কার্ড।এবার এই কার্ডের একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।
বিষয়ঃ- ডাই পোস্ট "ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আকর্ষণীয় একটি কার্ড"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনি প্রতিযোগিতার জন্য খুবই সুন্দর একটি কার্ড বানিয়েছেন। আপনার এই কার্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রিয়জন কে সবসময়ই উপহার দেওয়া যায় আর সেই উপহার যদি এভাবে রঙিন কাগজ দিয়ে বানিয়ে দেওয়া হয় তাহলে তারা সবচেয়ে বেশি খুশি হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর কার্ড শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে এটা অনেক বড় পাওয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা দিবস উপলক্ষে খুবই সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। আসলে ভালবাসার এই কার্ডটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে আরো ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি এই প্রতিযোগিতার উদ্দেশ্যে খুব সুন্দর একটি ভ্যালেন্টাইন্স ডে কার্ড তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনি সকলের প্রিয় দাদার জন্য কার্ডটি তৈরি করেছেন দেখে আরো বেশি ভালো লাগছে। আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে কার্ডটি তৈরি বর্ণনা উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আসলেই কাডটি দাদা কে উপহার দেওয়ার জন্য বানিয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তিন দিন ধরে একটু একটু করে অনেক সুন্দর ভাবে এই কার্ড তৈরি করেছেন। দাদার জন্য এই কার্ড তৈরি করেছেন জেনে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনার তৈরি করা এই কার্ড। হলুদ কালারের লাভ গুলো দেওয়ার কারণে অনেক সুন্দর লাগতেছে। এরকম কার্ড তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি অনেক সময় নিয়ে এটা করেছেন দেখে বুঝতে পারতেছি। দক্ষতা মূলক কাজটা সবার মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এটা ঠিক ভালোবাসা চার অক্ষরের লেখা হলেও এটার অর্থ অনেক বড়। আর সুন্দর করে ওয়ালমেট এর মাধ্যমে এটাকে তুলে ধরেছেন আপনি দেখে ভালো লাগলো। সুন্দর একটা কার্ডের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন আপনি। এরকম কার্ডগুলো তৈরি করে রাখলে প্রিয় মানুষটাকে দিলে অনেক খুশি হবে কিন্তু। আমাদের প্রিয় দাদার জন্য এটা তৈরি করলেন এটা জেনে ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর এই কার্ড শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit