আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৩/শেয়ার করো তোমার বসন্তের ফুলের ফটোগ্রাফি।

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা সবাইকে বসন্তে ফোটা সকল ফুলের সম্মিলিত শুভেচ্ছা।

received_1103572133827505.jpeg

এখন চলছে বসন্তকাল।বসন্ত ঋতু এমন একটি ঋতু যে সময় চারিদিকে বিভিন্ন ফুলের সমাহার দেখা যায়। গাছে গাছে ফুটেছে ফুল এবং ডালে ডালে কোকিলের সুরেলা কন্ঠের গান। এই গান শুনে কি আর ঘরে থাকে প্রাণ, হারিয়ে যেতে ইচ্ছে করে প্রকৃতির মাঝে।প্রকৃতি রূপের কি বৈচিত্র এনেছে যা দেখে সবার নয়ন জুড়িয়েছে।পুবালি হাওয়া বসন্তের ছোঁয়া সবই যেন আমাদের মনকে বিকশিত করে। মনটা ধরে রাখা যায় না, আমরা প্রকৃতির মাঝে নিজের মনকে বিলিয়ে দিতে চাই। আর এই বসন্তের মাঝে আমাদের কমিউনিটি থেকে একটি ঘোষণা করা হয়েছে "শেয়ার করো তোমার বসন্তের ফুলের ফটোগ্রাফি"।এই প্রতিযোগিতাটির ঘোষণা শুনে মনের ভিতর একটি ব্যাকুলতা সৃষ্টি হয়েছিল আর সেই ব্যাকুলতা থেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।আর প্রতিযোগিতাটি এমন একটি বিষয় নিয়ে যেটিকে ভালবাসে না, এমন মানুষ পৃথিবীতে নেই। একটি কথায় আছে যে ফুলকে ভালোবাসে না, সে মানুষ খুন করতে পারে।আর এই ফুলের ফটোগ্রাফি করতে গিয়ে অনেক ধরনের ভালোলাগার বিষয় দৃষ্টিতে এসেছে এগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে পোস্টের শেষে।

---------↘️ গাঁদা ফুল ↙️----------

received_281186670812706.jpeg

received_645025853449287.jpeg

received_1070388553818599.jpeg
গাঁদা ফুল দেখতে চোখ জুড়িয়ে যায়।এই ফুল হলুদ ও কমলা রঙের হয়ে থাকে।সবুজের মাঝে হলুদ দেখতে খুব সুন্দর লাগে।

----------↘️ গোলাপ ফুল ↙️----------

received_1356797188098821.jpeg

received_456349332854630.jpeg

গোলাপে কাটা থাকে আমরা সবাই জানি। তারপরও গোলাপ মনমুগ্ধকর সুভাষ বিলিয়ে দেয় আমাদের মাঝে। গোলাপ হয়ে থাকে বিভিন্ন রকমের এবং এর সৌন্দর্যর কথা বলে শেষ করা যাবে না।

----------↘️ডালিয়া ফুল ↙️----------

received_458897802692829.jpeg

ডালিয়া ফুল তার সৌন্দর্য অতি মুগ্ধকর। সবুজ পাতার মাঝে গারো গোলাপি ফুল দেখতে অনেক ভালো লাগে।

----------↘️ লাউ ফুল ↙️----------

received_481336996928711.jpeg

received_316989153630546.jpeg

লাউ ফুল আমার অনেক দৃষ্টি আকর্ষণ করেছে। আমার বাগানের লাউ ফুলের ছবি দিলাম।ফুলটি আমার ভালো লেগেছে।

----------↘️নয়ন ফুল ↙️----------

received_528782505234451.jpeg

নয়ন তারা ফুলটি ঠিক নয়নের মতই দৃষ্টি আকর্ষণ করে। তার সৌন্দর্যর কথা ও উপকারিতা বলে শেষ করা যাবে না।

----------↘️ শিমুল ফুল ↙️----------

প্রথমে দিয়েছি
শিমুল ফুল আসে আমাদের মাঝে নির্দিষ্ট একটি সময় নিয়ে। এই শিমুল ফুল যখন ফোটে তখন পুরো গাছটি লালে লালে একাকার হয়ে যায়। দেখতে অনেক সুন্দর লাগে।

----------↘️ মাইক ফুল ↙️----------

received_377030403895091.jpeg

মাইক ফুল দেখতে অনেক সুন্দর। মাইকের মত হয় বলে একে মাইক ফুল বলে।

----------↘️ কসমস ফুল ↙️----------

received_1013943159551753.jpeg

received_669784244349005.jpeg

কসমস ফুলের সৌন্দর্য অনেক আকর্ষণীয়। এই ফুল গাছের পাতা সবুজ হয় এবং ফুল হলুদ রংয়ের হয়।

----------↘️ জবা ফুল ↙️----------

received_655670458985775.jpeg

received_487057119783987.jpeg

জবা ফুল লাল, সাদা, গোলাপি বিভিন্ন রঙের হয়। জবা ফুলের নিচের অংশ সবুজ এবং ফুলের ভিতর লম্বা একটি শিশ থাকে। সাইডে ফুলের পাপড়ি ঘেরা অনেক মনমুগ্ধকর সৌন্দর্য ঘেরা।
ফটোগ্রাফিঃ vivo y11

এই প্রতিযোগিতার ফুলের ছবি উঠাতে গিয়ে অনেক ধরনের ভালোলাগার সম্মুখীন হয়েছি। যেমন এত সুন্দর ফুল এই পৃথিবীতে আছে এটা আগে আমার জানা ছিল না। ফুলের গাছ গুলো দেখতেও অসাধারন এবং অনেকে ছাদে এত সুন্দর ভাবে বাগান করেছে তা আগে জানা ছিল না।

-------সবাইকে ধন্যবাদ-----------

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু,খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন।ফুলগুলো বেশ দারুণ আপু,আর আপনি খুব সুন্দর করে এগুলো তুলে ধরেছেন। বসন্ত যে ফুলে ফুলে ভরে আছে তা সবার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। আপু,আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এগুলো শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু।

আপু আপনার ফটোগ্রাফি গুলো মোটামুটি সুন্দর হয়েছে।বিশেষ করে গাদা ফুলের ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে আমার।আর এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

আপনার বসন্ত ফুলের ফটোগ্রাফি দেখে ভালোই লাগলো। আপনি অনেক ভালো করে ফুটিয়ে তোলার চেস্টা করেছিলেন ।শুভকামনা

অনেক অনেক ধন্যবাদ ভাই।

খুব ভালো প্রচেষ্টা ছিল আপনার।
বেশ কষ্ট করে ছবিগুলো তুলেছেন বোঝাই যাচ্ছে ✨
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য 💌
এগিয়ে যান ✨

আপনাদের সহযোগিতায় অবশ্যই ভালো কিছু করবো।

প্রতিটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর করে সুন্দর করে করেছেন আপু। আপনার ফটোগ্রাফির মধ্যে আমার সবচেয়ে বেশি কসমস ফুল টি অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

অসংখ্য ধন্যবাদ আপনার মুল্যবান বক্তব্য করে সহযোগিতা করার জন্য।

দারুন সব ফটোগ্রাফি নিয়ে আপনার পোস্টটি সাজিয়েছেন সত্যিই আপনার ফটোগ্রাফি গুলা দেখে মুগ্ধ হয়ে গেলাম বিশেষ করে সবাই শিমুল ফুলের ছবি দিয়েছে আপনি সাজানো একটি গাছ ই আমাদেরকে উপহার দিয়েছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

গঠনমূলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।