ডাই পোস্ট ||| শুভ নববর্ষের কার্ড ||| original diy by @saymaakter.

in hive-129948 •  24 days ago 

আসসালামু আলাইকুম।প্রত্যাশা করছি সবাই পরিবারকে নিয়ে এ বছরের শেষ দিনটি খুব সুন্দর ও সুস্থভাবে অতিক্রম করছেন।আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা।

Messenger_creation_33224FA0-103E-4490-B70D-99C350B50DFC.jpeg


নতুন বছরের প্রথম দিন থেকে শুরু করে আমাদের প্রত্যেকেরই জীবনের প্রতিটি দিন সুন্দর সাফল্যময় ও আনন্দে ভরে থাক এই কামনাই করি।দুঃখ কষ্ট বেদনা গুলো সবার জীবন থেকে দূরে সরে যাক সফলতার সাথে দিনগুলো কাটুক।পুরনো বছরটি যদিও আমাদের জীবন থেকে চলে যাচ্ছে।সেই পুরনো বছর থেকেও অনেক কিছু শিক্ষা আমরা নিতে পারি।যে চলে গেছে তাকে যে আমরা একেবারে ভুলে যাব তা কিন্তু নয়।সেই স্মৃতিগুলো মনে করেও আমাদের জীবনে দিনগুলো সুন্দর করে নিতে পারি।পুরনো দিনের পুরনো কথা যেমন অনেক সময় কাজে লাগে তেমনি পুরনো চালে কিন্তু ভাতেও বাড়ে।কাজেই নতুন ও সুন্দরকে আঁকড়ে ধরে যে আমরা তার প্রতিই আকৃষ্ট হয়ে থাকবো তা কিন্তু নয়।আমাদের জীবনটাকে সুন্দর ও সফলতময় করতে পুরাতন ও নতুন দুটোরই দরকার আছে।

নতুন বছরকে সামনে রেখে আমি আজ আপনাদের মাঝে একটি শুভেচ্ছা কার্ড নিয়ে হাজির হয়েছি।নতুন বছরের শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাতে "শুভ নববর্ষের কার্ড" নিয়ে হাজির হলাম।চলুন আর কথা না বাড়িয়ে "শুভ নববর্ষের কার্ড"টি কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।রঙিন কাগজ।
২।কলম।
৩।কাঁচি।
৪।গাম।
৫।পেন্সিল।

Messenger_creation_B4C96834-5904-4EF4-B07C-6424B9981390.jpegMessenger_creation_3671ABD5-B27F-47D4-900E-6D46E230FF7B.jpeg
Messenger_creation_3AEF06FA-16EA-448A-AE66-7D7BECAF7212.jpegMessenger_creation_FB2B3252-8998-42C1-837D-9898D99A1665.jpeg
Messenger_creation_FB5899B6-32C7-417A-8C95-6D4E045075B2.jpegMessenger_creation_136CDF26-E867-4AED-8D1D-1863FD236307.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

❤️প্রথম ধাপ❤️

Messenger_creation_CA2DC13C-E679-4B21-A400-EBE394E5BA2F.jpeg

প্রথমে রঙিন কাগজের মাঝখানে সমান ভাঁজ করে নিয়েছি।

❤️দ্বিতীয় ধাপ❤️

Messenger_creation_BE2ACFBC-954C-4B20-8875-1EF8086833F4.jpeg

এবার রঙ্গিন কাগজে পেন্সিলের সাহায্যে বাঁকা করে একটি ডাল এঁকে নিয়েছি।

❤️তৃতীয় ধাপ❤️

Messenger_creation_CC0BEACC-A0E3-4CDB-A24F-D22C57A79E40.jpegMessenger_creation_322F7468-1FCF-43D1-9483-3BAD147BE0A9.jpeg

এঁকে নেওয়া ডালটির উপরের কাগজটি কেটে নিয়েছি।

❤️চতুর্থ ধাপ❤️

Messenger_creation_B52F6F0D-88B6-42F7-9975-58E78CD6A690.jpegMessenger_creation_0DE589A4-A8A4-4EC4-9EF6-7817EC4B5C56.jpeg

এবার কেটে নেওয়া নীল কাগজের ভেতর সাদা কাগজ ঠিক একই সমপরিমাণ কাগজ ভাঁজ করে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

❤️পঞ্চম ধাপ❤️

Messenger_creation_492E44DB-FB8B-43B2-AF88-870A66FD728F.jpeg

এবার আরো কিছু রঙ্গিন কাগজ ছোট ছোট করে কেটে নিয়েছি।

❤️ষষ্ঠ ধাপ❤️

Messenger_creation_C2FD88A1-DE1D-4994-81C9-04454F710FB9.jpeg

সেই রঙিন কাগজে পাতার সেভ করে এঁকে নিয়েছি।

❤️সপ্তম ধাপ❤️

Messenger_creation_2D3347EB-BE45-4FF8-B352-DAFA85FF1BA0.jpeg

একইভাবে সাদা কাগজও কেটে নিয়েছি পাতার সেভ করে।

❤️অষ্টম ধাপ❤️

Messenger_creation_CD5BFACB-FB9A-4A49-8B6C-C08E232C8303.jpeg

এবার রঙ্গিন নীল কাগজের ওপরে সাদা পাতাগুলো গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।

❤️নবম ধাপ❤️

Messenger_creation_079C5781-9384-4D68-BA77-BA05CD95C4F9.jpeg

সাদা কাগজে নীল পাতা লাগিয়ে নিয়েছি।

❤️দশম ধাপ❤️

Messenger_creation_E8BF2D72-119D-44DA-8AFA-09E12FC384E3.jpeg

এবার আরো দুটো ছোট কাগজ কেটে নিয়েছি।

❤️এগারো তম ধাপ❤️

Messenger_creation_39071207-0B92-4035-9483-DA497C769F74.jpeg

Messenger_creation_7DD2ED58-E831-4447-A2EF-F7C10458EAEA.jpegMessenger_creation_D665CB22-4F4E-4922-B38D-36CF6F663221.jpeg

সেই ছোট দুটো কাগজে পেন্সিলের সাহায্যে হার্ট চিহ্ন এঁকে নিয়েছি। কাগজ কেটে নিয়েছি কাঁচি দিয়ে ।

❤️বারো তম ধাপ❤️

Messenger_creation_D1446CA6-B657-4332-91B8-7B24706DA2D8.jpeg

এবার হার্ট চিহ্ন দুটোতে হ্যাপি নিউ ইয়ার লেখে নিয়েছি।

❤️তেরো তম ধাপ❤️

Messenger_creation_594D832B-52FA-40D5-82C3-509EB70F43BC.jpeg

Messenger_creation_AB020D91-67AB-4DFC-BCA6-0C5C5C9D3B07.jpegMessenger_creation_1B500100-2E27-4811-BADE-B28605841FA6.jpeg

এবার লাভ চিহ্ন সাদা কাগজটা উপরে লাগিয়ে নিয়েছি আর নীল কাগজটি নিচে লাগিয়ে নিয়েছি গাম দিয়ে।এভাবেই হয়ে গেল আমার নতুন বছরের "শুভ নববর্ষের কার্ড"।নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। সবার জীবন সুন্দর ও সফলতায় ভরে থাক দিনগুলো উজ্জ্বলময় হোক এই কামনাই করি।এবার এই "শুভ নববর্ষের কার্ড" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

2MWgaSqKLy3pDfsFREY5eSiuDG4DkkPi81xbLznftLL8sn8vKK3nujC3w5q6wqVdX98ZDvS76sk9JGP2vfFusPMpjf5HCs1Rif3yHSLxyT...5BqmVQJSeh58vzdE4P5hVq46hve8Xw4i5HZaEF7kw4w4FUWFebMPyiXEgqRTTH7Sm28MSCKDvvvLoGLtGwgBLZmNJyBQu2L9pAtq1wPhFQuQ72W5NMo5E37dK.webp

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই আপনাকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। নববর্ষ উপলক্ষে খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটা কার্ড তৈরি করেছেন আপনি। অনেক সুন্দর লাগছিল আপনার তৈরি করা এই কার্ড। খুব সুন্দর করে সবাইকে আপনি শুভেচ্ছা জানালেন।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

দেখতে দেখতে একটি বছর আবারও শেষ হয়ে গেল। নতুন বছরের আগমনী বার্তা উপলক্ষে দারুন একটা শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন । অনেক সুন্দর হয়েছে নতুন বছর সবার জন্য সুখকর হোক সেটাই প্রত্যাশা করি। ভালো লাগলো আপনার তৈরি দেখে।

শুভ নববর্ষ ভাই। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

বাহ দেখতে চমৎকার হয়েছে আপু। নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করলেন। আপনি খুব সুন্দর ডিজাইন করে কার্ড তৈরি করলেন। ডিজাইনটি আমার বেশ পছন্দ হয়েছে। তাছাড়া কাগজের কালার গুলো অসাধারণ হয়েছে। সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।মন্তব্য করে পাশে থাকার জন্য।

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে নতুন বছরকে বরণ করে নেওয়ার অনুভূতি প্রকাশ করেছেন ডাইপ্রজেক্টের মধ্য দিয়ে। খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর একটি কার্ড তৈরি করতে দেখে। আশা করবো আমাদের সকলের নতুন বছরটা অনেক মধুর হবে।

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপু আপনি অনেক সময় নিয়ে যত্নের সাথে রঙিন কাগজ দিয়ে শুভ নববর্ষের কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া আপনার শুভ নববর্ষের কার্ড এর কালার কম্বিনেশনটা অনেক ভালো ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম সুন্দর একটি নববর্ষের কার্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার ডাই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার সার্থকতা।

শুভ নববর্ষের কার্ড খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে ভালো লাগলো। আপনি নতুন বছরের এই শুভেচ্ছা কার্ডটি অসাধারণভাবে তৈরি করেছেন। নতুন বছরটি সবার জন্য যেন আনন্দ বহি নিয়ে আসে এই দোয়া রইল।

আপনার দোয়া আল্লাহ কবুল করুক।

প্রথমে আপনাকে আপু নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নতুন বছর যেন আপনার ভালো কাটুক এই আশাবাদ ব্যক্ত করি। শুভ নববর্ষের কার্ড তৈরি করছেন বেশ দুর্দান্ত হয়েছে। নববর্ষের শুভেচ্ছা বার্তা দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

দেখতে দেখতে ২০২৪ পেরিয়ে ২৫ এসে গেলো।আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আপু। নতুন বছর উপলক্ষে খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। শুভেচ্ছা কার্ড দেখতে অনেক সুন্দর হয়েছে। তৈরি করার প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো। নতুন বছর সবার ভালো হোক এই কামনাই করি।

আপনার চাওয়া আল্লাহ কবুল করুক।

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও আপু💐,আপনার নতুন বছর ভালো কাটুক ।নতুন বছরের শুভেচ্ছা জানাতে আপনি সুন্দর একটি কার্ড তৈরি করেছেন দেখে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি।

Screenshot_2024-12-31-21-30-11-960_com.peak.jpg

Screenshot_2024-12-31-21-11-26-497_com.android.chrome.jpgScreenshot_2024-12-31-21-10-23-818_com.coinmarketcap.android.jpg

ওয়াও আপু আপনি আজকে নতুন বছর উপলক্ষে একটি চমৎকার কার্ড তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে নতুন বছর সবার শুভ হোক।সবার জীবন ভালো কাটুক ধন্যবাদ আপনাকে।

আপনার চাওয়া গুলো আল্লাহ পরিপূর্ণ করুক।

আপনার তৈরি করা শুভ নববর্ষের কার্ড দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আর এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে খুব ভালো লাগে। আজকে নতুন বছরের প্রথম দিন। আর এই সকাল সকাল আপনার শুভেচ্ছা কার্ড দেখে ভালো লেগেছে।

আপনার কাছে আমার কার্ডটি ভালো লেগেছে এটাই আমার সার্থকতা।

ইতোমধ্যে আমরা ২০২৪ সাল কে বিদায় জানিয়েছি এবং ২০২৫ সাল কে গ্রহণ করেছি। আরো একটি বছর দেখতে দেখতে অতিক্রম হয়ে গেল আমার বাংলা ব্লগের পাশে থেকে। ইনশাল্লাহ এই বছরটাও অনেক সুন্দরভাবে আপনাদের সাথে অতিবাহিত করব। সকলের জন্য শুভকামনা এবং নতুন বছরের শুভেচ্ছা রইল।

আপনাকে নতুন বছরের শুভেচ্ছা ভাই।

রঙিন কাগজ এবং পেন্সিল ও কলম ব্যবহার করে অনেক সুন্দর একটি শুভ নববর্ষের কার্ড তৈরি করেছেন আপনি। দেখে অনেক বেশি ভালো লাগলো এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার কার্ডটি আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো।

দুঃখ বেদনা ভুলে নতুন বছরে সবার জীবন যেন সুন্দর হোক এটাই কামনা করি আপু। আপনি দেখতেছি নতুন বছর উপলক্ষে সুন্দর একটি শুভ নববর্ষের কার্ড বানিয়েছেন। তবে আপনার বানানো কার্ড সত্যি অসাধারণ হয়েছে। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর করে নতুন বছর উপলক্ষে কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

নতুন বছরের শুভেচ্ছা রইলো আপু। আপনি নতুন বছর উপলক্ষে দারুণ একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। কার্ডটি দেখে ভীষণ ভালো লাগলো। এতো চমৎকার একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আমার কার্ডটি আপনার পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো।

সুন্দর করে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কার্ড বানিয়েছেন আপু। আপনার নতুন বছরের কার্ডটি আমার কাছে দারুন লেগেছে। বেশ সুন্দর করে আপনার কার্ড বানানোর পদ্ধতি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

শুভ নববর্ষ উপলক্ষে একসময় কার্ড বানানোর খুব প্রচলন ছিল। আমরা বন্ধুদের নামে নামে গ্রিটিংস কার্ড তৈরি করে রাখতাম। আপনি ঠিক সেরকম একটি কার্ড দারুন সুন্দর ভাবে ডিজাইন করেছেন আপু। সবদিক থেকে গ্রিটিংস কার্ডটি ভীষণ আকর্ষণীয় হয়েছে। ধাপ গুলি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো দাদা।

নতুন বছর উপলক্ষে খুবই সুন্দর একটা কার্ড তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে এই ধরনের জিনিস তৈরি করলে সেটা দেখতে অনেক সুন্দর দেখায়। নতুন বছরের আপনার পথ চলাটা আরো সুন্দর হোক সেই কামনাই করি।

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।