হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি কুয়াশা ঢাকা মেঘাচ্ছন্ন আকাশ চারদিকে বইছে প্রচুর বাতাস এই মুহূর্তে পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।
শীত কেন জানি আবার নতুন করে চলে এসেছে। কয়েকদিন আগেও রাতে প্রচন্ড গরম লাগলো কিন্তু হঠাৎ করে আবার আকাশ এতটা মেঘাচ্ছন্ন ও চারদিকটা দিনের বেলায় অন্ধকার হয়ে আসছে মোট কথা দিনের সূর্যের আলোটুকু দেখা যাচ্ছে না এ অবস্থায় চলা অনেক কঠিন।
তারপরও সময়ের সাথে তাল মিলিয়ে চেষ্টা করে যাচ্ছি। যদিও আমার ছেলে ও পরিবারের সবাই অসুস্থ। তাদের সুস্থ করার জন্য আমার আপ্রাণ চেষ্টা এবং অনন্য কাজের তাল মিলিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার বাংলা ব্লগ এত সুন্দর একটি কমিউনিটির নিয়ম ঠিকভাবে চালিয়ে যাওয়া।
কবিতা লিখতে অনেক ভালোবাসি। কবিতা মনের আবেগ অনুভূতি দিয়ে সাজানো গোছানো ফসল। হৃদয়ের যত ব্যক্ত কথা আবেগ অনুভূতির মাধ্যমে সুন্দর করে ছন্দ মিলিয়ে লেখার নাম কবিতা।যদিও আমি কবি নই তারপরও চেষ্টা আমার সব সময় অব্যাহত থাকে আপনাদের মাঝে কবিতা নিয়ে হাজির হওয়ার জন্য।
বর্তমান সময়টা বড়ই অদ্ভুত। অদ্ভুত মানুষের জীবন। টাকার কাছে আমরা সবাই হেরে গেছি। হেরে গেছে সততা হেরে গেছে মায়া মমতা ভালবাসা। সম্পর্কগুলো আর নেই আগের মত।অদ্ভুত জীবন না হয়ে যদি থাকতো ভালোবাসার জীবন তাহলে কারোর মাঝে থাকত না আর হিংসা বিদ্বেষ। চলুন আর কথা না বাড়িয়ে আমার কবিতাটি দেখে নেওয়া যাক।
অদ্ভুত এই সমাজ,
টাকার কাছে সবাই হারছি
থাকছে না কোন
সততা ও মানবতার ছোঁয়া।
একি রঙ্গের রক্ত বইছে সবার শরীরে,
তবুও কেন বিভেদ মানবজনের মধ্যে।
সম্পর্ক গুলো কাঁটাতারে,
ভালোবাসা গুলো অবহেলায়,
মায়া মমতা গুলো বিচ্ছিন্ন
জিবনটা হচ্ছে সবার হতাশাগ্রস্থ।
সবার চাই সুখ,
সুখ পাখিটি ধরতে
কারো হাত একটুকু কাঁপছে না
মানুষ মানুষকে হত্যা করতে।
এই যুদ্ধ যেন নিজের জয়
অন্যকে ঠকিয়ে কি ভালো থাকা যায়
তবুও যুদ্ধে নামতে হয় নিজের জয়ের জন্য,
এ যেন এক অদ্ভুত জীবন।
নতুন দিনের নতুন আশা
সততা থাকবে সবার ভরসা,
থাকবে না আর অদ্ভুত জীবন,
মানুষ মানুষের জন্য,
আমরা সবাই সবার আপন।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
অদ্ভুত জীবন, অদ্ভুত মানুষ নিয়ে অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার কবিতা মাঝে অনেক বাস্তবতা খুঁজে পেলাম। সত্যিই জীবন ও মানুষ অনেক সময় অদ্ভুত হয়ে ওঠে। জীবনের অজানা পথ, অনিশ্চিত পরিস্থিতি এবং মানুষের বিভিন্ন আচরণ কখনো কখনো আশ্চর্যজনক বা অপ্রত্যাশিত ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা সব সময় নিজের মনের অনুভূতিকে ব্যক্ত করার চেষ্টা করে থাকে মনের মত করে। তাই কবিতা আবৃত্তি করতে আমি অনেক পছন্দ করি আর কবিতা আবৃত্তির পাশাপাশি লিখতেও বেশ উৎসাহিত। তাই আপনাদের দেখাদেখি আমিও এগিয়ে আসছি কবিতার প্রতি। সুন্দর হয়েছে আপনার লেখা, ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mst_akter31610/status/1882485867006275653?t=AEy4bUuC4ZTap8UjDeELQQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটি কবিতা লিখলেন আপনি। আসলে মানুষ অদ্ভুত ধরনের আর আমাদের সমাজব্যবস্থা অন্য রকমের। এই অনুভূতিগুলো আপনি সুন্দরভাবে কবিতায় তুলে ধরলে। আপনার লেখা কবিতা পড়ে আমার অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার স্বরচিত অদ্ভুত মানুষ কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit