জেনারেল রাইটিং ||| সেফ থেকেও যখন দুর্ঘটনা ||| original writing by @saymaakter.

in hive-129948 •  6 days ago 

বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তবে মনটা ভালো নেই প্রচন্ড খারাপ।আর মন খারাপ থাকলে সবকিছুই অন্যরকম লাগে। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে হাজির হতে।

IMG_20250123_184005_623.jpg


আজকের ব্লগটা একটু ব্যতিক্রম।মনের কিছুটা কষ্ট থেকেই আজকে ব্লগটি লেখা। ব্লগটি যখন লিখছিলাম প্রচন্ড কান্না পাচ্ছিল ছেলেকে কোলে নিয়ে। আর কথা না বাড়িয়ে আজকে ব্লগ টি আপনাদের মাঝে শেয়ার করলাম।

আমার ছোট্ট আরাফ।চার বছরে ওকে স্কুলে দিয়েছি একটু আসা-যাওয়া ও শেখার জন্য এবং ফোনের আসক্ত থেকে একটু রক্ষা পাওয়ার জন্য। মোটামুটি ভালই লেখাপড়া করছে। পরীক্ষায় সব সময় ১০০ তে ১০০ই পায়।স্কুলে যদিও প্রচুর চাপ তারপরও ছেলে অনেক কিছু শিখেছে।

প্রতিদিন সকালে স্কুল থেকে এসেই ওর দুটো পাখি আছে পাখির সঙ্গে সব সময় খেলা করে এবং ফোন দেখে। কিন্তু আজ লোডশেডিং এর কারণে নেট ছিল না। সেজন্য ওর মনটা খারাপ তাই আমি ওকে বললাম বাবা একটু বাইরে গিয়ে খেলা করে আসো।

আসলে প্রতিদিন ও বাইরে গেলে আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি কারণ একটু দুষ্ট প্রকৃতির তো যদি কোন সমস্যা হয় এজন্য সব সময় ওকে চোখে চোখে রাখি কিন্তু আজ আমিও একটু কাজে ব্যস্ত ছিলাম সেজন্য ওকে আর দেখা হয়নি। হঠাৎ কাজের ব্যস্ততায় ছেলের আর খোঁজ নেওয়া হয়নি। কিছুক্ষণ পর এলাকার কিছু ছেলেপেলে আমার ছেলেকে এনে বারান্দা দিয়ে ডাকছিল আন্টি এদিকে একটু আসেন। তারপর বারান্দা থেকে দেখি ওরা আমার ছোট্ট আরাফকে কোলে নিয়ে মাথায় হাত দিয়ে ধরে আছে সেটা দেখে আমি নিজে হতবাক হয়ে তখন কি করব ঠিক বুঝতে পারছিলাম না দৌড়ে বাইরে গেলাম।

বাইরে গিয়ে ছেলের মাথায় রক্ত দেখে কানতে কানতে আমি আর বুঝতে পারছিলাম না এখন কি করব। মাথা থেকে এতটা রক্ত ঝরছিল। তখন আমার গায়ে ওড়নাটি ওর মাথায় পেচে দিলাম। সঙ্গে সঙ্গে চলে গেলাম হসপিটালে। আসলে বিপদের মুহূর্তে যে আরো বিপদ আসে সেটা বুঝতে পারছিলাম না। এমনিতেই বিপদ তারপরে আরাফের এমন অবস্থা দেখেও আমার মাথাটাও প্রচন্ড ঘুরছিল। আশেপাশে সেরকম রিক্সাও দেখছিলাম না। তারপর বাধ্য হয়ে ছেলেকে কোলে নিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পর একটি রিক্সা নিয়ে হসপিটালে গেলাম। সেখানে গিয়ে ডাক্তারের পরামর্শে আরাফ কে সবকিছু তারা করে দিব।

মাথার সাইডের চুলগুলো ফেলে মাথা সুন্দর করে ড্রেসিং করে বেধে দিল। তারপর ছেলেকে বাসায় নিয়ে এসে ওকে পরিষ্কার করে ঘুম পাড়িয়ে দিলাম। ছেলে আমার এতটা ভয় পেয়ে গিয়েছে। ভয়েতে আমাকে বলছে আর বাইরে যাবো না। এখন সব সময় বাসায় থাকবো। আসলে এতটা সেফে বাসায় সব সময় রাখি।তারপরও হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেল। সত্যিই লোকজন যে বলে বিপদ কখনো বলে কয়ে আসেনা এটাই তার প্রমাণ। ছেলেকে নিয়ে সারাটা দিন অনেক হায়রানির মধ্যে ছিলাম যার কারনে অনেক কাজ করতে পারিনি।

তারপরও সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি অনেক বড় কিছু দেননি।সন্তানের এমন বিপদে যে কোন মায়ের মনটা খারাপ থাকা স্বাভাবিক।আসলে ও অনেক ছোট মানুষ তো আর সবার অনেক আদরের। আমার আরাফের একটি বিশেষ গুন আছে সেটা হচ্ছে যে কারো সাথে খুব অল্প সময়ে মিশতে পারে।যে একবার ওর সঙ্গে মিশেছে সে আমার ছেলেকে ভুলতে পারেনা। আমার ছোট্ট আরাফের জন্য সবাই দোয়া করবেন।

আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হব নতুন কোন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHVZKcCkWFtHWuzG2CWmWJ...TzFWYbvxEHGuEq4nENE5vE11xUoCec19WVomcBuAurJuRtiCXbzqPSUU8wBVa1g3s5t8pnG8hf4UQH8wUe5Y6AYjMmi9u6fSX2Bg6puekrAVHQesSDPSc7hQV.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আরাফের জন্য অনেক দোয়া রইলো আপু।আসলে বিপদ বলে কয়ে আসেনা।তবুও আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আল্লাহ বড় কোন বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। চিন্তা করবেন না আপু।ইনশা আল্লাহ ভালো হয়ে যাবে।আরাফের মতো আমার ছেলের ও এই গুনটি আছে।খুব সহজেই সবার সাথে ভাব জমাতে পারে।

আল্লাহ যেন তাই করেন আপু খুব দ্রুত যেন ওকে সুস্থ করে দেন।

Screenshot_2025-02-22-22-08-26-186_com.peak.jpg

Screenshot_2025-02-22-22-04-42-422_com.android.chrome.jpgScreenshot_2025-02-22-22-02-53-905_com.coinmarketcap.android.jpg

মা হয়ে সন্তানের এমন দুর্ঘটনা সামলানো কতটা কষ্টের, তা কেবল একজন মা-ই বুঝতে পারেন। আলহামদুলিল্লাহ, আরাফ এখন ভালো আছে, এটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়। মহান আল্লাহ তায়ালা ওকে সুস্থ রাখুন এবং ভবিষ্যতে যেন এমন কোনো দুর্ঘটনা না ঘটে, সেই দোয়া করছি। ছোট্ট আরাফের জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল।

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

প্রথমেই আপনার ছেলের দ্রুত সুস্থতা কামনা করছি আপু। আসলেই বিপদ বলে কয়ে আসে না। বেশ খারাপ লাগলো ঘটনাটি শুনে। এখনকার বাচ্চাদেরকে আসলে চোখে চোখেই রাখতে হয়। নয়তো বিভিন্ন ধরনের ঝামেলার সৃষ্টি হয়। যাইহোক আপনার ছেলেকে মনে করে সময়মতো ঔষধ খেতে দিবেন আপু। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইলো।

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো ভাই।

প্রথমেই আপনার ছেলের দ্রুত সুস্থতা কামনা করছি আপু। আসলেই বিপদ বলে কয়ে আসে না। আপনার ঘটনাটি পড়ে অনেক খারাপ লাগলো। আপনার ছেলেকে আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। আপনার ছেলের জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

আসলেই বিপদ কখনো বলে আসে না।তাই সবসময় সতর্ক থাকা জরুরি।আপনার ছেলের দুর্ঘটনা ঘটেছে জেনে খারাপ লাগলো, আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবে।শুভকামনা রইলো আপু।

জি দিদি তাই যেন হয় ও যেন দ্রুত সুস্থ হয়ে যায়।

প্রথমে আপনার ছেলের সুস্থতা কামনা করছি৷ আমি গতকালকে শুনেছিলাম আপনার কাছ থেকে যে তার এক্সিডেন্ট হয়েছে । তার মাথার মধ্যে অনেকটাই আঘাত লেগেছে৷ তবে চিন্তা করবেন না আল্লাহ অবশ্যই সবকিছু ঠিক করে দিবেন৷ শুধুমাত্র ধৈর্য ধারণ করুন এবং সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে সে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়৷

জি ভাই দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়।

জি আপু। দোয়া সবসময়।