This post is made for recovering lost SBD : 1470
Recovered so far : 695.569 SBD
গল্প (রক্ত তৃষা) - পর্ব ২৩
Copyright Free Image Source : PixaBay
শয়নকক্ষের দ্বার অর্গলবদ্ধ হতেই কমলাদেবী চন্ডের সামনে উদ্বিগ্ন মুখে মেঝের ওপরেই বসে পড়লেন । তাঁর বুক মৃদু মৃদু কাঁপছে, দারুন উৎকণ্ঠায় গলা শুকিয়ে যাচ্ছে ।
চন্ড কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইলো । তারপর সেও কমলাদেবীর সামনের মেঝেতে বসে পড়লো । কিছুক্ষণ চোখ বুজে ধ্যানের ভঙ্গীতে বসে রইলো । তারপর সহসা ঝটকা দিয়ে ধ্যান ভেঙে উঠে উচ্চস্বরে কিছু সংস্কৃত মন্ত্রপাঠ করে চোখ মেলে চাইলো কমলাদেবীর দিকে ।
"মা, বাবুর সামনে সমূহ বিপদ দেখতে পাচ্ছি । দেবী অপ্রসন্ন হয়েছেন তাঁর প্রতি । দেবীর অভিশাপে বাবুর জীবনে নেমে আসতে চলেছে ঘোর অমানিশা । আগামী সাত দিনের মধ্যে রক্তবমি হয়ে তাঁর মৃত্যু কেউ ঠেকাতে পারবে না, যদি না দেবীকে আবার প্রসন্ন করা যায় ।"
এই কথা শ্রবণ করা মাত্রই কমলার মুখ পাংশুবর্ণ ধারণ করলো । এমনিতেই গর্ভাবস্থায় মেয়েদের মন খুবই নরম থাকে, চিত্ত ভীষণ চঞ্চল থাকে আর মানসিক স্থৈর্যতা অনেকটাই কমে যায় । এই সময় মেয়েদের সারাক্ষণ মনের মধ্যে একটা উদ্বেগের ভাব কাজ করে, আর তার সাথে যদি বাড়তি তীব্র উদ্বেগ আর উৎকণ্ঠা যোগ হয় তবে পাগল হওয়ার দশা হয় ।
কমলারও সেইরূপ দশা হলো । তিনি হতবিহ্বলের মতো কিছুক্ষণ বসে থেকে সহসা ডুকরে কেঁদে উঠলেন । কমলার কান্না শুনে চন্ড মনে মনে যারপরনাই খুশি হলো । যাক তার দুরভিসন্ধি কাজে লেগেছে । মাছ টোপ গিলেছে, এখন শুধু গলায় বঁড়শি বেঁধার পালা, আর তারপরে ডাঙায় খেলিয়ে তোলা বাকি থাকবে শুধু ।
অন্ধকারে চন্ডের চোখ জ্বলজ্বল করে উঠলো সহসা, খুশিতে । সে বললো, "রানীমা, আপনি এতটা উদ্বিগ্ন হবেন না । এখনো এই বিপদ থেকে পরিত্রাণের উপায় আছে । আমার ওপরে ভরসা রাখতে পারেন । আমি কাপালিকের শিষ্য, নিজেও এক শক্তিশালী কাপালিক । আমি জানি পরিত্রাণের উপায় । তবে সে বড় কঠিন কর্ম । আপনি করতে পারবেন ?"
কমলা কান্না বিজড়িত কণ্ঠে বলে উঠলেন, "হ্যাঁ, বাবা, আমি নিশ্চয়ই পারবো । ওঁনার মঙ্গলের জন্য, ওঁনার জীবন বাঁচানোর জন্য আমি সকল কষ্ট সহ্য করতে রাজি আছি ।"
"তবে, আপনাকে যা বলবো, অক্ষরে অক্ষরে তাই পালন করতে হবে । বেলকাঁটা দিয়ে নিজের বুক চিরে বুকের এক ফোঁটা তাজা রক্ত উৎসর্গ করতে হবে দেবীমূর্তির পায়ে । আজ রাতেই । আজকে অমাবস্যা তিথি আছে । এরপরে তিথি আসতে পুরো একটি মাসের অপেক্ষা । কিন্তু, আমাদের হাতে তো আর তত সময় নেই । এক সপ্তাহের চেয়েও কম সময় হাতে আছে আমাদের । তাই যা করার আজ রাতেই করতে হবে ।"
"আমি রাজি, রাজি । অবশ্যই রাজি । আমার বুকের তাজা রক্ত আমি মায়ের পায়ে উৎসর্গ করতে রাজি আছি । এক ফোঁটা কেন, যত ইচ্ছে তত ফোঁটা উৎসর্গ করতে রাজি আছি ।"
"এক ফোঁটাই যথেষ্ঠ মা । সতী সাধ্বীনারীর বুকের এক ফোঁটা তাজা রক্তে দেবীর আরাধনা করলে দেবী অবশ্যই প্রসন্না হবেন । বিপদের কালোমেঘও কেটে যাবে । তবে মা আপনাকে কিন্তু একাই যেতে হবে আজ রাতে শ্মশানে । কাকপক্ষীতেও টের পেলে কিন্তু দেবীর পূজায় ব্যাঘাত ঘটবে ।"
একা একা গভীর রাতে শ্মশানে যেতে হবে ? ভাবতেই ভয়ে শিউরে উঠলেন কমলাদেবী ।
[চলবে]
তার মানে কি চন্ডের এটাই প্লেনিং যে সে আগে রাণীমা কে প্রাসাদ থেকে সরিয়ে দেবে এরপর উনার ক্ষতি করবে।দারুণ লিখছেন দাদা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাপালিকের শিষ্য তো কমলাদেবীকে একেবারে ফাঁদে ফেলে দিয়েছে। ভূপতিবাবুর অনুপস্থিতিতে কমলাদেবীকে যেটা বুঝাচ্ছে,সেটাই বুঝতেছে। যে প্ল্যান করেছে, কমলাদেবী তাহলে পরবর্তী পর্বেই শেষ হয়ে যাবে। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তারমানে কমলাদেবীকে কৌশলে শ্মশানে নিয়ে গিয়ে বিপদে ফেলবে। হুট করে যে গল্পটা কেন শেষ হয়ে গেল বুঝলাম না, উত্তেজনা একদম বেড়ে গিয়েছে ভাই, অপেক্ষায় থাকলাম পরের পর্বের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাপরে বাপ রাতের বেলায় একা একা শ্মশানে যাওয়া ভাবতেই আমার গা শিউরে উঠছে। কমলাদেবী ও এই কথা শুনে রীতিমতো ভয় পেয়েছিল যাইহোক পরবর্তী পর্বে শ্মশানে যাওয়ার ঘটনাটা জানার ইচ্ছা রয়েই গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
1111
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেভাবে স্বামীর বিপদের কথা বলেছে এতে কমলাদেবীর রাজি না হয়ে উপায় আছে। কমলাদেবীকে শ্মশানে নিয়ে গিয়ে বলি দিয়ে দিবে নাকি?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit