This post is made for recovering lost SBD : 1470
Recovered so far : 1073.641 SBD
গল্প (রক্ত তৃষা) - পর্ব ৩১
Copyright Free Image Source : PixaBay
তিনটে শেয়াল । জড়াজড়ি করতে করতে একদম কমলাদেবীর গায়ের ওপর এসে পড়েছে । শেয়ালগুলোর চোখের মণিতে মশালের আলো পড়ে পুঁতির মতো চকচক করছে তাদের চোখ । হিংস্র চাউনি । কমলাদেবীর বেশ ভয় করতে লাগলো । এই শেয়ালগুলো সাধারণ শেয়ালের মতো নয় মোটেও । এরা আকৃতিতে বৃহৎ, শ্বদন্ত অনেকটাই লম্বা, সূঁচালো আর ধারালো । হাবেভাবে ভয়ভীতির কোনো লেশমাত্র নেই । সাধারণ শেয়াল একবার মাত্র মানুষের সাড়া পেলেই ছুটে পালায়, আর এরা উল্টে আক্রমণ শানায় মানুষেরই উপর।
কমলাদেবী ভয়ে একদম অসাড় হয়ে পড়লেন । একবার ভাবলেন ছুটে মন্দিরের মধ্যে ঢুকে পড়েন, কিন্তু এত ভয় পেয়েছেন যে তাঁর সর্বাঙ্গ কাঁপছে, সোজা হয়ে দাঁড়াতেই পারছেন না তো ছুটে পালাবেন কী রূপে ! সাহায্যের জন্য চিৎকার করতে গিয়ে দেখলেন ভয়ের চোটে গলা দিয়ে স্বরই বেরোচ্ছে না ।
শিয়ালগুলো আরো আরও কাছে এসে পড়লো, আর বড়জোর হাত দু'য়েক এগোলেই তারা কমলাদেবীর শরীর স্পর্শ করতে পারবে । কমলাদেবীর আর পেছন ফিরে তাকাতে সাহসে কুলোলো না । তিনি দারুন আতঙ্কে চোখ বুজে ফেললেন ।
সহসা অন্ধকার থেকে আলোর বৃত্তে পা রাখলো চন্ড । চন্ডের সাড়া পেতেই একটা ব্যর্থ আক্রোশে চাপা গর্জন করে শেয়ালগুলো সরে পড়লো । বোঝাই যাচ্ছে তাদের উদ্দেশ্য মোটেও সুবিধের ছিল না । চুপিচুপি তারা কমলাদেবীর উপরে ঝাঁপিয়ে পড়বার তাল করেছিল । চোখের নিমেষে তারা তাঁকে নিজেদের শিকারে পরিণত করতে চেয়েছিলো । ইশ ! কী ভয়ঙ্কর জানোয়ারের দল । একচুলের জন্য বেঁচে গেলেন কমলাদেবী । একদল শেয়াল জীবিত ও সুস্থ পূর্ণবয়স্ক একজন মানুষকে শিকারে পরিণত করতে পারে, অভূতপূর্ব এ কথা বিশ্বাস করাই কঠিন । অথচ সেটাই ঘটতে যাচ্ছিলো আজ । ভয়ে কমলাদেবী আধমরা এখন । বাড়ি থেকে বেরোনোর পরেই একটার পর একটা ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হয়ে তার শরীর ও মন এখন সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়েছে ।
আঁধার ফুঁড়ে মশালের ম্রিয়মাণ আলো সর্বাঙ্গে মেখে চন্ড এসে দাঁড়ালো কমলাদেবীর পাশে । তার হাতে একটা কাঁসার গ্লাস । কমলাদেবীর হাতে চন্ড গ্লাসটি দিলো । মশালের আবছায়া আলোয় কমলাদেবী দেখতে পেলেন গ্লাসের মধ্যে ঘন থকথকে একটা তরল । বুঝতে পারলেন এটাই সেই ভাঙের শরবত ।
কাঁপা কাঁপা হাতে গ্লাসটি নিয়ে তাতে ওষ্ঠ ছোঁয়ালেন । আহঃ ! এটাই জীবন ! এক চুমুক দিয়েই বুকটা জুড়িয়ে গেলো কমলাদেবীর । এরপরে দ্রুত আরো কয়েকটি চুমুক দিলেন । শরবতের ভেতর কীসব জড়িবুটি আছে, সেই সাথে ঠান্ডা ঘোল, ফলের কুচি..আহ্হঃ
প্রকান্ড কাঁসার গ্লাসটায় প্রচুর ভাঙের শরবত ছিল । ধীরে ধীরে তার সবটাই গলাধঃকরণ ফেললেন কমলাদেবী । তেষ্টা তাঁর সম্পূর্ণরূপেই মিটেছে । দারুন পরিতৃপ্তির একটা আবেশ এসেছে সারা শরীর জুড়ে । সেই সাথে ঘুম ঘুম একটা ভাব । থম মেরে বসে রইলেন কমলাদেবী । আর তাঁর মুখের দিকে তীক্ষ্ণদৃষ্টিতে অপলক চেয়ে রইলো কাপালিকের শিষ্য চন্ড । তার চোখে ক্ষুধিত দৃষ্টি, ওষ্ঠে ব্যাঙ্গের হাসি ।
আরো বেশ কিছুক্ষণ চন্ডকে অপেক্ষা করতে হবে । ভাঙের শরবতের ক্রিয়া তো কেবলমাত্র শুরু হলো । এরপরে ধীরে ধীরে তার গোপন জড়িবুটির কাজ শুরু হবে । তারপরেই কেল্লা ফতে !
আঃ প্রথম শব সাধনার সুযোগ পেতে যাচ্ছে সে । এই শব সাধনায় সিদ্ধিলাভ করতে পারলেই অমিত শক্তির অধিকারী হবে সে । আর কাপালিকের শাগরেদগিরি করা লাগবে না তাকে । অলৌকিক ক্ষমতা, অর্থ, যশ, খ্যাতি, মদ, মেয়েমানুষ সব সঅঅব তাঁর করায়ত্ত হবে । সেই এই বোকা কাপালিকের পেছু আর পড়ে থাকবে না । বোকা কাপালিক ? হ্যাঁ, বটেই তো, কাপালিক বোকাই তো । তা না হলে এত অসীম শক্তির অধিকারী হয়েও ধুলো মেখে ব্যাটা শ্মশানে-মশানে ভিখিরীর মতো পড়ে থাকে ।
কিন্তু, চন্ড ভিখিরি নয়, সে রাজা হতে চায় । রাজা !
[চলবে]
চন্ড তাহলে নির্লোভ মানুষের সাথে থেকেও নির্লোভ হতে পারলো না!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চন্ড লোভের বশবর্তী মূল খেলোয়াড় এর ভূমিকায় অবতীর্ণ হয়েছে এখন সেটা স্পষ্টই বুঝা যাচ্ছে। তবে কমলাদেবীর শেষ পরিণতির দৃশ্যটা কিছুটা পরিস্কার হয়ে এসেছে এখন। পরের পর্বের অপেক্ষায় দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চন্ড কাপালিকের শিষ্য হলেও,তার চিন্তা ভাবনা কাপালিককে হার মানায়। চন্ড তাহলে ভাঙের শরবতে এমনকিছু মিশিয়েছে,যা খেলে ধীরে ধীরে ঘুম পায়। কমলাদেবী শিয়ালদের হাত থেকে রক্ষা পেলেও,চন্ডের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হচ্ছে ভাই, গল্পের মোড় এ পর্যায়ে গিয়ে আবারো ঘুরে যাচ্ছে। যাইহোক অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের জন্য। দেখি এবার চন্ড কি করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চন্ডর মনে দেখছি অন্য ইচ্ছা। এতক্ষণ তো ভেবেছিলাম চন্ড শুধু হুকুম পালন করছে। এখন তো দেখছি সে মনে মনে অন্য বাসনা করে বসে আছে। কি যে হয় তাই ভাবছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit