ডাই প্রজেক্টঃ রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি।

in hive-129948 •  2 years ago 

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজ্ ৮ই জৈষ্ঠ্য ১৪৩০ বঙ্গাব্দ,২২ মে,২০২৩ খ্রীস্টাব্দ। প্রতিদিনের মত আমার বাংলা ব্লগে, আজও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে ডাই প্রজেক্ট। আর ডাই প্রজেক্টটি হচ্ছে রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি। আজকের ডাই প্রজেক্টটের ফুল তৈরিতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছি দুই কালারের রঙ্গিন কাগজ,সুতা,গামসহ আরও কিছু উপকরণ। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই ,কিভাবে তৈরি হলো রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ফু্ল। আশাকরি ভাল লাগবে আপনাদের।

f2.jpg

উপকরণ

f8.jpg

f6.jpg

১। রঙ্গিন কাগজ দু'রং এর (গোলাপী ও সবুজ)
২।সুতা
৩। গাম
৪। মোটা তার
৫।কাচি
৬।পেন্সিল
৭।প্লায়ার

তৈরির পদ্ধতি

ধাপ-১

f7.jpg

f10.jpg

প্রথমে এক টুকরো মোটা তার নিতে হবে। এরপর তারের সাথে লাল রং এর সুতার একটি তারসেল প্যাচিয়ে নিতে হবে। এবং তারটিকে সবুজ রং এর কাগজ দিয়ে প্যাচিয়ে নিতে হবে।

ধাপ-২

f9.jpg

প্রথমে গোলাপী রং এর কাগজ চিকন করে , তিন সাইজের কেটে নিতে হবে।ফুলের পাপড়ি তৈরি করার জন্য। ছবির মতো করে।প্রতিটি ১০পিস করে কেটে নিতে হবে।

ধাপ-৩

f12.jpg

f13.jpg

এরপর কেটে নেয়া কাগজের ছোট টুকরোটিকে দু'ভাজ করে নিতে হবে। ভাজকরা অংশটি পেন্সিল দিয়ে প্যাচিয়ে নিতে হবে। এভাবে প্রতিটি সাইজ এর কাগজ প্যাচিয়ে নিতে হবে।

ধাপ-৪

f14.jpg

f15.jpg

এবার প্যাচিয়ে নেয়া ছোট কাগজের টুকরোগুলো তারের সাথে সুতা দিয়ে প্যাচিয়ে নিতে হবে। একইভাবে মাঝারি ও বড় সাইজের কাগজের টুকরগুলো পরপর সুতা দিয়ে প্যাচিয়ে নিতে হবে তারের সাথে।

ধাপ-৫

f16.jpg

f18.jpg

এবার সবুজ কাগজ দিয়ে ফুলের বৃন্ত ও পাতা কেটে নিতে হবে। ছবিতে যেভাবে দেখান হয়েছে।

ধাপ-৬

f16.jpg

এবার তৈরি করা ফুলে কেটে নেয়া বৃন্তটি গাম দিয়ে লাগিয়ে নিতে হবে,যেন দেখতে ভাল লাগে।

ধাপ-৭

f19.jpg

এবার কেটে নেয়া পাতা দু্টো ডালের সাথে লাগিয়ে নিতে হবে। এবং ফুলের পাপড়ি গুলো হাত দিয়ে ছড়িয়ে দিলেই হয়ে যাবে একটি সুন্দর ফুল তৈরি।

উপস্থাপন

f3.jpg

f5.jpg

আজকের কাগজ দিয়ে তৈরি করা ফুলটি আশাকরি, আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই প্রজেক্ট পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই প্রজেক্ট
পোস্ট তৈরি@selina75
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি অসাধারণ হয়েছে।আপনার ডাই পোস্ট দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ ছিলো।

ধন্যবাদ ভাইয়া।

খুবই সুন্দরভাবে ফুল তৈরি করেছেন তো। ফুলটা দেখতে ভীষণ ভালো লাগছে। আপনি খুবই দক্ষতা সহকারে এবং অনেক সময় ব্যবহার করে, ধৈর্য ধরে এটি তৈরি করেছেন বুঝতে পারছি দেখে। এরকম কাজগুলো করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও ভীষণ পছন্দ করি। আপনার এরকম দক্ষতা মূলক কাজ আমার কাছে খুবই ভালো লাগে। এরকম কয়েকটা ফুল তৈরি করে টবের মধ্যে রাখলে ভীষণ ভালো লাগবে।

জি ভাইয়া বেশ কয়েকটি ফুল একসাথে বানিয়ে টবে রাখলে বেশ ভালো লাগবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপনি বরাবরই খুব সুন্দর ডাই এর কাজ করে থাকেন। আজ দুই ধরনের রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল বানিয়েছেন। ফাইনাল আউটলুক খুব সুন্দর লাগছে দেখতে একদম সত্যিকারের ফুল মনে হচ্ছে। আপনার দক্ষতা খুব ভালো এটা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপু।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

রঙিন কাগজের ব্যবহার করে অনেক কিছুই তৈরি করা যায়। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকমের ফুল তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি অনেক সুন্দরভাবে ফুলগুলো তৈরি করেছেন। আপু আপনার হাতের কাজ সত্যিই অনেক সুন্দর। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

ধৈর্যের তারিফ না করলেই নয়!দারুণ একটা কাজ ছিল😊।কালার কম্বিনেশনটাও আকর্ষণীয় ছিল।শুভ কামনা রইলো।

আপু আপনার রঙিন কাগজগুলো একটু ভিন্ন রকম লাগছে দেখতে ভালো লাগছে কাগজগুলো। সুন্দর এটা দিয়ে যাই বানানো হোক না কেন ভালো লাগে। এটা মনে হয় নরমাল রঙিন কাগজ না তবে আপনার রঙিন কাগজ এর ফুলটি কিন্তু অনেক ভালো হয়েছে। আনকমন একটি ফুল বানিয়েছেন।

জি আপু কাগজটি একটু অন্যরকম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি দেখার মতো হয়েছে। টেবিলের উপরে সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগবে। এধরনের কাজ গুলো ধৈর্য সহকারে করতে হয়। আপনার হাতের কাজ নিখুঁত।

জি ভাইয়া এ ধরনের কাজ করতে একটু ধৈর্য্য নিয়ে করলে সুন্দর হয়। অনেক ধন্যবাদ ভাইয়া।

আপু রঙিন কাগজের ফুলটি কিন্তু খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে গোলাপি রঙের রঙিন কাগজ ব্যবহার করার কারণে দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর একটি ফুল আপনি কিভাবে তৈরি করেছেন, তার প্রতিটি ধাপ দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া।

রঙিন কাগজ কেটে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। ফুল টি দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সময় ও ধৈর্য সহকারে ফুল তৈরি করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত তৈরির ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

জি আপু এ ফুলটি তৈরি করতে বেশ সময় লেগেছে। অনেক ধন্যবাদ আপু।

জাস্ট অসাধারন হয়েছে আপু আপনার তৈরি আজকের রঙিন কাগজের ফুল টি। রঙিন কাগজের ফুলটি দেখতে অসাধারন লাগছে। রঙিন কাগজের এরকম ফুল তৈরি করতে অনেক সময় ও ধৈর্য লাগে। সত্যি আপনার দক্ষতা আছে আপু ধন্যবাদ আপনাকে।

এ ফুলটি তৈরি করতে একটু বেশী সময় লেগেছে। অনেক ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আপনার তৈরি কৃত ফুলটি দেখে আমি মুগ্ধ হলাম। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে ফুলটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

রঙিন কাগজের তৈরি যেকোনো জিনিস দেখতে ভালো লাগে।আপনার করা ফুল এর কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ ছিল।আপনি ডাই তৈরির ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।তাছাড়া এই ডাই গুলো তৈরি করতে অনেকটা সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।কেননা একটু ভুল হলেই পুরোটা নষ্ট হয়ে যায়।ধন্যবাদ সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু।

অসাধারণ সুন্দর হয়েছে আপু আপনার আজকের ডাই প্রজেক্ট এর তৈরি করা রঙিন কাগজ দিয়ে ফুলটি। আপনি যেহেতু দুইটি কালার ব্যবহার করেছেন রঙ্গিন কাগজের সেই সাথে গাম সুতা ব্যবহার করেছেন অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন বুঝতে অনেক সহজ হয়েছে।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

কি সুন্দর ক্রিয়েটিভিটি দেখালেন আপু। পুরাই মুগ্ধ হয়ে গেলাম। এভাবে ফুল তৈরী করা যায় সেটা কখনো ভেবেও দেখি নাই। অসাধারন হয়েছে আপু। ধন্যবাদ আপু।

ধন্যবাদ ভাইয়া।

অনেক সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে অসাধারণ ফুল তৈরি করেছেন। এই ফুলটির তৈরীর উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। এতো সুন্দরভাবে আপনি ধাপে ধাপে ফুলটি তৈরি করলেন যা দেখে আমি মুগ্ধ।

ধন্যবাদ ভাইয়া।

Hello, friend!

This post has been upvoted and manual selected by the Steemgoon curation team.

Thank you for sharing content and contributing to the STEEM blockchain.


We are an active witness on STEEM, thank you in advance for your support.

If you vote for us as a witness, you will get daily steem rewards and free upvote to your post.

রঙিন কাগজ দিয়ে আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি ফুল তৈরি করে দেখিয়েছেন যা দেখে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আপনার এত সুন্দর একটি কাজ আমাকে মুগ্ধ করেছে। আপনার কাজ সত্যি প্রশংসনীয়। অসাধারণ ছিল সেই ফুলটি।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।