রেসিপিঃ সজনে ডাটা দিয়ে ছুরি শুটকির ঝোল।

in hive-129948 •  2 years ago 

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি ।প্রিয় আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রেসিপি নিয়ে। আর তা হচ্ছে সজনে ডাটা দিয়ে ছুরি শুটকির ঝোল । শুটকি মাছ অনেকের কাছে জনপ্রিয় ও পছন্দের খাবার, আমিও পছন্দ করি। তাজা মাছের তুলনায়, শুটকি মাছে আমিষ,প্রোটিন,খনিজ লবন ও ক্যালসিয়াম অনেক বেশি থাকে। আর সজনে ডাটায় রয়েছে আয়রন, ক্যালসিয়াম ,ভিটামিন সি ,এন্টিঅক্সিডেন্ট ও উচ্চমানের ফাইবার যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়।বন্ধুরা, আজকের রেসিপিতে আমি ছুরি মাছের শুটকি ও সজনে ডাটার পাশাপাশি বেগুন,আলু ও টমেটো ব্যবহার করেছি। আশাকরি আজকের উপস্থাপিত রেসিপিটি আপনাদের ভাল লাগবে। অনেক কথা হলো, আর কথা নয় , চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি হলো আমার আজকের রেসিপি ছুরি শুটকি দিয়ে সজনে ডাটা ,আলু ও বেগুনের ঝোল , তা ধাপে ধাপে দেখে নেই।

curry b.jpg

রান্নার উপকরণ

curry d.jpg

curry e.jpg

curry h.jpg

curry j.jpg

উপকরণপরিমাণ
সজনে১৫০ গ্রাম
ছুরি শুটকি১টি
বেগুন১টি
ট্মেটো২টি
আলু৪টি
পিয়াজ কুচি৩ টেঃ চামচ
হলুদ গুড়া১ চাঃ চামচ
ধনে গুড়া১ চাঃ চামচ
জিরা গুড়া১/২ চাঃ চামচ
রসুন বাটা১ টেঃচামচ
কাচা মরিচ৫-৬টি
ধনেপাতাপরিমান মতো
লবনস্বাদ মতো
মরিচ গুড়১ চাঃ চামচ
তেল৩ টেঃ চামচ

রন্ধণ প্রনালী

ধাপ-১

curry f.jpg

প্রথমে সজনে ডাটা খোসা ছাড়িয়ে টুকরো করে ধুয়ে নিতে হবে। এবং বেগুন ও আলু টুকরো করে নিতে হবে।

ধাপ-২

curry g.jpg

ছুরি শুটকি টুকরো করে ভালোভাবে ধুয়ে পরিস্কার করে নিতে হবে। এবং পিয়াজ ও ধনেপাতা কুচি করে নিতে হবে। এবং টমেটো ধুয়ে টুকরো করে নিতে হবে।।

ধাপ-৩

curry i.jpg

curry k.jpg

curry l.jpg

চুলায় আর একটি হাড়ি বসিয়ে দিতে হবে। হাড়ি গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে পিয়াজকুচি দিতে হবে। এবং পিয়াজ ভাজা ভাজা করে নিতে হবে।।

ধাপ-৪

curry m.jpg

curry n.jpg

curry o.jpg

curry p.jpg

curry q.jpg

curry r.jpg

curry s.jpg

পিয়াজ ভাজা ভাজা হয়ে এলে তাতে একে একে সকল মশলা দিয়ে দিতে হবে ধনেপাতা বাদে। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।।

ধাপ-৫

curry v.jpg

মশলা যখন তেল থেকে ছেড়ে আসবে,তখন টুকরো করে রাখা ছুরি শুটকি দিয়ে দিতে হবে এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে।।

ধাপ-৬

curry w.jpg

curry x.jpg

curry y.jpg

today 18.jpg

এরপর সেই কষানো মশলাতে একে একে টুকরো করা সজনে ডাটা , টুকরো করা বেগুন ও আলু দিয়ে দিতে হবে। এবং মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং সব্জিগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ২০-৩০ মিনিট জ্বাল দিতে হবে।।

ধাপ-৭

today 20.jpg

তেল যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে রান্নাটি হয়ে এসেছে। তখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি মজাদার সজনে ডাটা দিয়ে ছুরি শুটকির ঝোল।।

পরিবেষণ

curry b.jpg

curry a.jpg

এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করতে হবে।

আশাকরি আজকের মজাদার সজনে ডাটা দিয়ে ছুরি শুটকির ঝোল রেসিপিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি ।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং এ১০
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সজনে ডাটা দিয়ে ছুরি শুটকির ঝোল করে কখনো খাওয়া হয়নি। তবে প্রবাস থাকাকালীন সজনে ডাটা ভিন্নভাবে রান্না করে খেয়েছিলাম। যাইহোক ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

শুটকি মাছ আমার ভীষণ প্রিয়। এছাড়া শুটকি মাছ পুষ্টিগুনে ভরপুর। আপু আপনার তৈরি করা শুটকি মাছের এই মজার রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। দারুন লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। সজনে ডাটা দিয়ে শুটকি মাছের রেসিপি সত্যিই দারুণ হয়েছে আপু।

শুটকি মাছ আমারও বেশ পছন্দ। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

সজনে ডাটা খুবই সুস্বাদু একটি তরকারি। যদিও সজনে ডাটা বছরে একবারে পাওয়া যায়। আপনি সজনে ডাটা দিয়ে ছুরি শুটকি ঝোল রান্না করেছেন। আপনার রান্নার প্রক্রিয়া দেখে বোঝা যাচ্ছে রান্নাটি কতটা সুস্বাদু হয়েছে। আপনি রান্নাটি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।

ওয়াও অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু।সজনে ডাটা দিয়ে ছুরি শুটকির ঝোল। এই ধরনের রেসিপি খেতে অনেক লোভনীয় এবং মজাদার হয়ে থাকে। আপনার রেসিপির কালার টি বলে দিচ্ছে কতটা সুস্বাদু এবং মজাদার হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি মজাদার শেয়ার করার জন্য

জি আপু খেতে বেশ মজা হয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

সজনে ডাটা আমার খুব পছন্দের গরম ভাতের সাথে খেতে বেশ মজা । আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সজনে ডাটা দিয়ে ছুরি শুটকির ঝোল দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। নিশ্চয়ই অনেক সুস্বাদু এবং মজাদার হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আমারও বেশ পছন্দ সজনে ডাটা । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

শুঁটকি খেতে আমার খুবই ভালো লাগে।আপনি আজ দারুন মজা করে শুঁটকি রেসিপি শেয়ার করলেন।দেখে খেতে ইচ্ছে করছে। বেগুন দিয়ে রান্না করলে যে কোনো শুঁটকি খেতে বেশ মজার হয়। আপনি টমেটো,সজনে ডাটা ও আলু দিলেন।খেতে আরো বেশি মজার হলো।ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

জি আপু এ রেসিপি আমার বেশ পছন্দ। অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

আমি আজকেও সজনে ডাটা খেয়েছি। আমি সজনে ডাটা খেতে খুবই পছন্দ করি। আমরা সজনে ডাটা চেপা শুঁটকি দিয়ে খেতে খুবই পছন্দ করি। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

ছুরি মাছের সুস্বাদু রেসিপি আপনি সাজনে ডাটা দিয়ে তৈরি করেছেন। সত্যিই এই সাজনে ডাটা রেসিপি দেখলে যেন খেতে ইচ্ছা করে। আপনার রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। এতো সুস্বাদু রেসিপি ধাপে-ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া।

সজনে ডাটা খেতে যেমন সুস্বাদু তেমনি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমিও মাঝে মধ্যে সজনে ডাটা খেয়ে থাকি। সজনে ডাটা দিয়ে ছুরি শুটকির ঝোল রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে আপু। ছুরি শুটকি খেতে খুবই মজা। সাথে আলু,বেগুন এবং টমেটো দেওয়াতে মনে হচ্ছে রেসিপির স্বাদ অনেক বেড়ে গিয়েছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও চমৎকার হয়েছে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

এই রেসিপিটি আমার বেশ প্রিয় । ধন্যবাদ ভাইয়া।

অনেকদিন আগে আমি এই শুটকি মাছ খেয়েছি। তবে আজকে আপনার রেসিপিতে এই শুটকি মাছ দেখে আমার খুব ভালো লাগলো। সজনে ডাটা আজকে আমি গাছ থেকে পেড়েছি। আপনার রেসিপি তৈরি করা দেখে আমি মুগ্ধ। উপাদানগুলো সুন্দরভাবে টিভি লেখারে উপস্থাপন করেছেন পাশাপাশি ধাপে ধাপে রান্নার প্রক্রিয়া দেখিয়েছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।