আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৩৭। পাঙ্গাস মাছের চপ।

in hive-129948 •  last year 

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি ভালো আছেন সবাই? আমিও ভালো আছি।আজ ১৪ জৈষ্ঠ্য,১৪৩০ বঙ্গাব্দ , ২৮ মে,২০২৩ খ্রীস্টাব্দ।প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নিয়মিত ব্লগিং এর অংশ হিসেবে, প্রতিদিনের মত আজও একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে আমার বাংলা ব্লগের নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণ। এবারের প্রতিযোগিতার বিষয় "শেয়ার করো তোমার ইউনিক মাছের চপ রেসিপি"। প্রতিবারেই চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেতে। প্রতিযোগিতা মানেই আয়োজন-প্রাপ্তি। এ ধরণের প্রতিযোগিতা থেকে দারুণ কিছু আইডিয়া জানতে পারি। নিজেকে সমৃদ্ধ করি। আর প্রতিযোগিতায় অংশগ্রহণেই বড় কথা।তবে পুরুস্কার পেলেতো সবারই ভালো লাগে। বন্ধুরা, এবারের প্রতিযোগিতা যেহেতু মাছের চপ রেসিপি তাই আমি পাঙ্গাস মাছের চপ রেসিপি আজ আপনাদের উপস্থাপন করবো। পাঙ্গাস মাছের চপ তৈরিতে আলু,ডিম সহ আরো কিছু উপকরণ ব্যবহার করেছি। আসুন ধাপে ধাপে দেখে নেই আজকের রেসিপি পাঙ্গাস মাছের চপ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

c7.jpg

রান্নার উপকরণ

c3.jpg

c1.jpg

c5.jpg

c8.jpg

to 3.jpg

c33.jpg

c31.jpg

উপকরণপরিমাণ
পাঙ্গাস মাছ{পিঠ}২০০ গ্রাম
পিয়াজ কুচি১/২ কাপ
ধনে গুড়া১ চাঃ চামচ
ভাজাজিরা গুড়া১ চাঃ চামচ
রসুন কোয়া৪-৫টি
কাচা মরিচ৫-৬টি
ধনেপাতাপরিমান মতো
লবনস্বাদ মতো
মরিচ গুড়া১/২ চাঃ চামচ
আদা বাটা১/২ চাঃ চামচ
লেবুর রস১ চাঃ চামচ
সয়া সস১তেঃ চামচ
টমেটো সস১টেঃ চামচ
চিনি১/২ চাঃ চামচ
ব্রেড ক্রামপরিমাণ মতো
ডিম২টি
তেল(ভাজার জন্য)পরিমাণ মতো

রান্নার পদ্ধতি

ধাপ-১

c3.jpg

c4.jpg

প্রথমে মাছ ও আলু টুকরো করে ভালভাবে ধুয়ে নিয়েতে হবে। এবং মাছ সামান্য লবন দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

ধাপ-২

c2.jpg

এরপর পিয়াজ,রসুন, ও ধনেপাতা কেটে নিতে হবে। এবং আদা বেটে নিতে হবে।

ধাপ-৩

c9.jpg

সিদ্ধ করা মাছটি ভালভাবে কাটা বেছে নিতে হবে।

ধাপ-৪

c10.jpg

এরপর বেছে নেয়া মাছে আদা বাটা ,ম্যাশ করা আলু ও কুচি করা কাচা মরিচ দিয়ে দিতে হবে।

ধাপ-৫

c14.jpg

c16.jpg

c17.jpg

c18.jpg

c19.jpg

c13.jpg

c22.jpg

c20.jpg

এরপর একে একে সকল মশলা দিয়ে ভালভাবে মেখে নিতে হবে। এবং মাছের চপ যেন শক্ত হয় তার জন্য সামান্য ব্রেড ক্রাম দিতে হবে। সাথে সামান্য চিনি স্বাদ বাড়ানোর জন্য।

ধাপ-৬

c23.jpg

c24.jpg

সবকিছু ভালভাবে মেশান হয়ে গেলে ,অল্প অল্প মাখানো মাছ নিয়ে চপ বানিয়ে নিতে হবে। যার যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে বানিয়ে নিতে হবে।

ধাপ-৭

d5.jpg

d6.jpg

এবার একটি বাটিতে দুটো ডিম ভেঙ্গে নিতে হবে। এবং সামান্য লবন দিয়ে ফ্যাটিয়ে নিতে হবে।

ধাপ-৮

c26.jpg

c32.jpg

c28.jpg

এবার তৈরি করা চপ ফ্যাটানো ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামে গরিয়ে নিতে হবে। এভাবে সবগুলো চপ তৈরি করে নিতে হবে।

ধাপ-৯

c 30.jpg

c29.jpg

এবার একটি কড়াই এ পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে তৈরি করে রাখা চপ দিয়ে দিতে হবে। এবং ব্রাউন করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে পাঙ্গাস মাছের চপ।

পরিবেষণ

c6.jpg

c35.jpg

এবার একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে পরিবেষন করতে হবে।

আশাকরি আজকের পাঙ্গাস মাছের চপ রেসিপিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি।

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
তারিখ২৮মে ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। পাঙ্গাস মাছ দিয়ে চপ তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা মাছের এই চপ দেখে।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার করা মাছের চপ খুব লোভনীয় হয়েছে। আপনার উপস্থাপনা দারুন ছিল। অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

আপনার জন্যও শুভেচ্ছা ও ধন্যবাদ।

আসলে ওই ধরনের প্রতিযোগিতা থেকে দারুন একটি আইডিয়া পাওয়া যায়। পাঙ্গাস মাছ দিয়ে চপ বানানো যায় সেটা জানা ছিল না। আপনার চপটি কিন্তু ভালই হয়েছে।এ ধরনের চপ গুলো দেখলেই খেতে মন চায় ।অনেক সুন্দর করে গুছিয়ে বানিয়েছেন আপনি।

জি আপু প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন আইডিয়া পাওয়া যায়। অনেক ধন্যবাদ আপু।

প্রথমে প্রতিযোগিতার অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুস্বাদু এবং মজাদার পাঙ্গাস মাছের চপ রেসিপি তৈরি করেছেন। দেখেই যেন খেতে ইচ্ছা করছে।

অনেক ধন্যবাদ ভাইয়া।

আহা কি স্বাদের চপ😋😋😋
এই জাতীয় খাবার খেতে আমার খুবই ভালো লাগে।
আপনার প্রস্তুত করা পাঙ্গাস মাছের চপের রেসিপি দেখেই জিভে জল চলে আসলো খেতে নিশ্চয়ই খুব মজা হবে।।।

একদিন করে খাবেন এই চপ। আশাকরি ভালো লাগবে।

পাঙ্গাস মাছের চপ রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

জি ভাইয়া খেতে বেশ মজা। অনেক ধন্যবাদ ভাইয়া।

প্রথমেই আপনাকে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার রেসিপিটি দেখে লোভ সামলাতে পারছি না।রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু।

অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন আপু পাঙ্গাস মাছ দিয়ে দেখে তো অনেক লোভনীয় দেখাচ্ছে। সত্যি এই ধরনের মাছের চপ রেসিপি দিয়ে অনেক সুন্দর করে ভাতের সাথে কিংবা নাস্তা হিসেবে খাওয়া যাবে। দারুন রেসিপি নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। পাঙ্গাস মাছ দিয়ে খুব সুন্দর একটি মাছের চপ তৈরি করেছেন। দেখে খেতে ইচ্ছে করছে। পরিবেশনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তৈরি করার ধাপগুলো শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

প্রথমেই আপনাকে কনটেস্ট ৩৭ এর জন্য শুভকামনা জানাই আপু।আপনার করা পাঙ্গাস মাছের চপ রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব ভালো হয়েছিল।তাছাড়া পরিবেশন চমৎকার ছিল।এতো সুন্দর একটি চপের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

জি আপু যারা পাঙ্গাস মাছে খেতে চায় না তারাও খাবে আশাকর। ধন্যবাদ আপু।

আপু দারুন রেসিপি শেয়ার করেছেন। পাঙ্গাস মাছের বিশাল বড় একটি অংশ নিয়ে চপ রেসিপিটা করেছেন। পাঙ্গাস মাছের চপ রেসিপি এখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখে খেতে মন চাইছে। ধন্যবাদ আপু।

একদিন বানিয়ে খান। আশাকরি ভালো লাগবে।ধন্যবাদ ভাইয়া।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপু আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই।পাঙ্গাশ মাছ দিয়ে এতো সুন্দর চপ বানানো যায় আগে জানা ছিলো না আমার।সাধারণ একটি মাছ দিয়ে অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু।প্রতিটি ধাপ অনেক অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।অনেক অনেক শুভকামনা রইলো আপু।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাই। আপনি আজ খুবই মজাদার চপ রেসিপি শেয়ার করেছেন। পাঙ্গাশ মাছ আমি তেমন বেশি পছন্দ করি না তবে মনে হচ্ছে এভাবে চপ রেসিপি তৈরি করে খেতে খুবই সুস্বাদু হবে। আপনার চপ দেখতে লোভনীয় দেখাচ্ছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু।

আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লাগলো আপু। পাঙ্গাস মাছের চপ দেখতে বেশ লোভনীয় লাগছে। খেতেও মনে হচ্ছে দারুণ হয়েছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় চমৎকার হয়েছে। ধাপে ধাপে এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

জি ভাইয়া খেতে মজা হয়েছিল। ধন্যবাদ ভাইয়া।