রেসিপিঃসরিষা- পটলের খোসার ঝাল ঝাল ভর্তা ।

in hive-129948 •  3 days ago 

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৪ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ২৯শে নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

v2.jpg

v3.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ আবারও হাজির হয়েছি নতুন আর একটি রেসিপি ব্লগ নিয়ে। চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে রেসিপি ব্লগ শেয়ার করতে। তারই ধারাবাহিকতায় আজ নিয়ে এসেছি একটি ভর্তার রেসিপি। আমি প্রায়ই বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করি। কেননা বিভিন্ন ধরনের ভর্তা খেতে আমার বেশ ভালো লাগে।বেশ কিছুদিন আগে এই রেসিপিটি তৈরি করেছিলাম। কিন্তু শেয়ার করা হয়নি। তাই আজ আপনাদের সাথে শেয়ার করবো বলে ভর্তাটি বানালাম । আর হলো সরিষা -পটলের খোসার ঝাল ঝাল ভর্তা। পটলের খোসায় রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন,খনি্‌জ পদার্থ, এ্যান্টি অক্সিডেন্ট ,ফাইবার যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী।সে সাথে সরিষাও আমাদের শরীরের জন্য বেশ উপকারী। আর আজ আমি এই দুটো উপকরণ দিয়ে একটি মজার ভর্তা তৈরি করেছি। ঠান্ডা লাগলে এই ভর্তা খেলে বেশ উপকার পাওয়া যায়।আর গরম ভাতের সাথে এই ভর্তা খেতে বেশ ভালো লাগে।এই ভর্তা তৈরিতে উপকরণ হিসাবে আমি ব্যবহার করেছি,পটলের খোসা ও কালো সরিষা সাথে আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক ভর্তা তৈরির ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

v17.jpg

v14.jpg

v15.jpg

o17.jpg

পটলের খোসা১কাপ
কাঁচা মরিচ৬-৭টি
পিয়াজ কুচি৩ টেঃ চামচ
রসুন৬-৭ কোয়া
আলু১টি
লবনস্বাদ মত
সরিষার তেল১টেঃ চামচ

সরিষা -পটলের খোসার ভর্তা তৈরি ধাপ সমূহ

ধাপ - ১

v16.jpg

প্রথমে পটলের খোসা ও আলু ছোট টুকরো করে পরিস্কার করে ধুঁয়ে নিয়েছি।

ধাপ - ২

v13.jpg

v12.jpg

v11.jpg

v10.jpg

এবার একটি পাতিলে কেটে নেয়া পটলের খোসা ও আলু নিয়ে নিয়েছি। এবং তাতে কাঁচা মরিচ,রসুনের কোয়া ,লবন ও পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য।

ধাপ - ৩

v14.jpg

সরিষা ভালোভাবে ধুয়ে নিয়েছি।

ধাপ - ৪

b9.jpg

এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে। তেল গরম হয়ে এলে তাতে কুচি করা পিঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিয়েছি।

ধাপ - ৫

v8.jpg

এবার পাটায় সিদ্ধ করা পটলের খোসা বেটে নিয়েছি।

ধাপ - ৬

v7.jpg

সরিষাও পটলের খোসার সাথে মিহি করে বেটে নিয়েছি।

ধাপ - ৭

v6.jpg

v5.jpg

এবার ভেজে নেয়া পিঁয়াজ আধাবাটা করে নিয়ে পটলের খোসার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো সরিষা-পটলের খোসার ঝাল ঝাল ভর্ভা।

পরিবেশন

v1.jpg

v4.jpg

v2.jpg

এবার একটি প্লেটে ভর্তা তুলে নিয়েছি পরিবেশনের জন্য।

আশাকরি, আজকের সরিষা- পটলের খোসার ঝাল ঝাল ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।আমি চেষ্টা করি সবসময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে এবারো সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেণিরেসিপি
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৯শে নভেম্বর, ২০২৪ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পটলের খোসা ভর্তা আমরা খাই।
এটা ভীষণ পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার এবং খেতেও দারুন লাগে। সবমিলিয়ে আপনি চমৎকার রেসিপি উপহার দিয়েছেন আপু। শুভ কামনা অবিরাম।

ঠিক তাই বেশ পুষ্টিগুন সম্পন্ন পটলের খোসা। তাই না ফেলে ভর্তা করে খাই। মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

Daily Task

Daily task 1.png

daily task2.png

daily task3.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পটলের খোসার ঝাল ঝাল ভর্তা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা পটলের খোসার ঝাল ঝাল ভর্তা রেসিপি টি অসাধারণ হয়েছে আপু। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি তৈরি সম্পন্ন করেছেন।

শীতকালে সরিষা দিয়ে পটলের খোসা ভর্তা খেতে বেশ মজা লাগে। মতামতের জন্য ধন্যবাদ।

আপু ভর্তা খেতে আমার অনেক মজা লাগে। আমরা ও পটল আলুর খোসা ভর্তা করি। এটা অনেক সুস্বাদু হয়। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

জি ভাইয়া এই ভর্তা খেতে বেশ মজা । ধন্যবাদ ভাইয়া।

আমি প্রায় নাকি শুনে থাকি পটলের খোসা রান্না করে বা ভাজি করে খাওয়া যায় বা ভর্তা করেও খাওয়া যায়। আজকে আপনার রেসিপিতে দেখে অবাক হলাম। আমি আমার লাইফে কোনদিন এভাবে এই রেসিপি খাইনি। যেন আমার কাছে পুরাই নতুন একটা রেসিপি মনে হলো।

একদিন বানিয়ে খাবেন। বেশ মজা খেতে এই ভর্তা।ধন্যবাদ আপু।

শীত কিংবা গরম যেকোনো সময়ই ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। তবে শীতের সময়ে একটু বেশিই ভালো লাগে। শীতের সকালে বাড়ির উঠোনে রোদে বসে ধোঁয়া উঠা গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা খেতে দারুণ লাগে। কিন্তু সেই সময়গুলো হারিয়ে গিয়েছে। আপনি পটলের খোসার খুবই মজাদার ভর্তা তৈরি করেছেন। আমার দেখেই খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

ভর্তা বানানো অনেক ঝামেলার। তাই ভর্তা সবাই করতে চায় না। তবে আমি চেস্টা করি বিভিন্ন ভর্তা করতে। যেহেতু পছন্দ করি। মতামতের জন্য ধন্যবাদ আপু।

যেকোনো ভর্তা খেতে আমি অনেক পছন্দ করি। আর পটলের খোসা ভর্তা আমি এর আগেও খেয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু। দেখে অনেক ভালো লাগলো।

আমিও বিভিন্ন ভর্তা খেতে বেশ পছন্দ করি। ভর্তা হলে আর কোন তরকারি লাগে না আমার। মতামতের জন্য ধন্যবাদ।

পটলের খোসা ভর্তা আমার ভীষণ পছন্দের। শীতকালে সব সবজি তরতাজা হয়ে থাকে পটলের খোসাও দারুণ লাগে হয় এই সময়।পটল খোসা ছড়ালে ফেলে দিতে ইচ্ছে করে না।আপনি চমৎকার লোভনীয় করে পটলের খোসা ভর্তা করেছেন ভীষণ সুন্দর ও লোভনীয় হয়েছে রেসিপিটি। ধাপে ধাপে ভর্তা তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

আমারও ইচ্ছে করে না পটলের খোসা ফেলে দিতে। তাইতো প্রায়ই ভর্তা করা হয় বিভিন্নভাবে। মতামতের জন্য ধন্যবাদ আপু।

পটলের খোসার ঝাল ঝাল ভর্তা করার ভিন্ন ধরনের পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এর আগে আমি কোনদিন এভাবে পটলের খোসা ভর্তা করে খাইনি। ভিন্ন ধরনের রেসিপি দেখে খুবই ভালো লাগলো।

এভাবে একদিন বানিয়ে খাবেন পটলের ভর্তা। আশাকরি ভালো লাগবে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

ভর্তা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি দেখতেছি ভিন্ন রকম পটলের খোসা দিয়ে ভর্তা রেসিপি করেছেন। তবে পটলের খোসা দিয়ে ভর্তা বানিয়ে আমি অনেকবার খেয়েছি। এই ধরনের ভর্তা দিয়ে গরম ভাত পান্তা ভাত খেতে বেশ মজাই লাগে। ভর্তা রেসিপি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

শীতকালে সরিষা দিয়ে পটলের ভর্তা খেতে বেশ ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

পটলের ভর্তা খেয়েছি কিন্তু পটলের খোসার ভর্তা কখনও খাইনি। রেসিপি টা দারুণ ছিল। দেখতে বেশ চমৎকার লাগছে। এবং আপনি বেশ চমৎকার পরিবেশন করেছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে পটলের খোসার ভর্তা রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।