রেসিপিঃনারিকেল এর মজাদার বরফি।

in hive-129948 •  2 months ago 

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় ভালো থাকেন। আজ ৪ঠা আশ্বিন, শরৎ-কাল,১৪৩১বঙ্গাব্দ। ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ।

c18.jfif

c25.jfif

আমার বাংলা ব্লগের বন্ধুরা, নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছে একটি রেসিপি পোস্ট নিয়ে। প্রতি সপ্তাহে একটি করে রেসিপি পোস্ট দেওয়ার চেষ্টা করি। তারেই অংশ হিসেবে আজকের রেসিপি পোস্ট। অনেক দিন আগে শ্বশুর বাড়ি থেকে বেশ কয়কটা নারিকেল পাঠিয়েছে। তাই কি করা যায় ভাবতে ভাবতে মনে হলো অনেক দিন নারিকেল বরফি খাওয়া হয় না, সেটাই বানাই। সেই চিন্তা থেকে আজ নারিকেল এর বরফির রেসিপিটি তৈরি করলাম। এই বরফি শবে বরাতে আমার আম্মা বানাতেন। এখন আর বানাতে পারেন না বয়স হয়েছে বিধায় । তবে ভাবীরা বানায়। বেশ মজা খেতে এই বরফিটি। তাই আজ আমি একটু ফিউশন করে বরফিটি বানালাম। আম্মা গুড়া দুধ দিতেন। আমি গুড়া দুধ,কনডেন্স মিল্ক ও কেওড়া জল ব্যবহার করে এই নারিকেল বরফি বানিয়েছি। নারিকেল বরফি রেসিপিটি তৈরিতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছি নারিকেল,গুড়া দুধ। এছাড়া অন্যান্য উপকরণ কি ছিল তা নিম্নে সবিস্তারে বর্ণনা করা আছে। বন্ধুরা, আসুন দেখে নেই কিভাবে তৈরি হলো আমার আজকের রেসিপি নারিকেল বরফি রেসিপিটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

c1.jfif

c2.jfif

c22.jfif

c23.jfif

উপকরণপরিমাণ
কোড়ানো নারিকেল২ কাপ
চিনিদের কাপ
গুড়া দুধআধা কাপ
কনডেন্স মিল্কআধা কাপ
এলাচ৫-৬টি
কেওড়া জল১ টেঃ চামচ
ঘি১ টেঃ চামচ

নারিকেল এর বরফি তৈরির পদ্ধতি

ধাপ-১

c3.jfif

প্রথমে কোড়ানো নারিকেল ব্লেন্ড করে নিয়েছি।

ধাপ-২

c4.jfif

ব্লেন্ড করা নারিকেল একটি কড়াই এ নিয়ে নিয়েছি।

ধাপ-৩

c5.jfif

এরপর ব্লেন্ড করা নারিকেল এ গুড়া দুধ দিয়ে দিয়েছি।

ধাপ-৪

এরপর দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক ও চিনি।

c6.jfif

c7.jfif

ধাপ-৫

c8.jfif

এবার সকল উপকরণ হাতের সাহায্যে ভালো ভাবে মিশিয়ে নিয়েছি।

ধাপ-৬

c10.jfif

এবার চুলায় বসিয়ে দিয়ে ভালোভাবে খুনতি দিয়ে নেড়ে নিয়েছি।

ধাপ-৭

c11.jfif

c12.jfif

নারিকেল এর পানি কিছুটা কমে আসলে তাতে এলাচ দানা গুড়া করে দিয়ে দিয়েছি। এবং ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

ধাপ-৮

c13.jfif

নারিকেল এর পানি আরও কিছুটা শুকিয়ে এলে তাতে ১ টেঃ চামচ কেওড়া জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

ধাপ-৯

c14.jfif

নারিকেল যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন ১টেঃ চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন নারিকেল বেশ শক্ত হয়ে আসবে ,তখন তা নামিয়ে নিয়েছি। এবং আগে থেকে ঘি মাখা প্লেটে ছড়িয়ে দিয়েছি। পরে ছুরি দিয়ে বরফির শেপে কেটে নিয়েছি। ব্যাস তৈরি মজাদার নারিকেল বরফি।

উপস্থাপন

c28.jfif

c19.jfif

c21.jfif

c24.jfif

আশাকরি,নারিকেল বরফি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ এখনেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।এই বরফি বাহিরে ১০-১৫ দিন ভালো থাকে ফ্রিজ ছাড়া।

পোস্ট বিবরণ

শ্রেনীরেসিপি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৯শে সেপ্টেম্বর, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নারিকেলের মজাদার বরফি তৈরি করেছেন, যেটা দেখেই তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ধরনের মজার মজার খাবারগুলো খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। রেসিপিটা দেখেই বুঝতে পারছি কতটা সুস্বাদু এবং মজাদার হয়েছে। এই মজাদার রেসিপিটা তৈরি করে খুব সুন্দর ভাবে সবার মাঝে উপস্থাপন করেছেন আপনি। মজাদার বরফি তৈরি করার পদ্ধতি সহজেই শিখে নিলাম আপনার মাধ্যমে। ঘরে যেহেতু নারিকেল আছে, তাই ভাবছি এই রেসিপিটা আমিও তৈরি করবো।

জ়ি আপু খেতে বেশ মজা হয়েছিল। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

নারকেলের বরফি অনেক মজার খাবার। আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করতে হবে। সত্যি আপু মনে হচ্ছে যদি এক পিস খেতে পারতাম হা হা। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জি আপু একদিন বানিয়ে দেখবেন। খেতে বেশ মজা। মন্তব্যের জন্য ধন্যবাদ।

নারিকেলের বরফি গুলো খেতে খুব ভালো লাগে। ঠিক তেমনি আজকে অনেক সুন্দর ভাবে আপনি এই বরফি তৈরি করেছেন। আশা করি অনেক মজার ও সুস্বাদু ছিল। দারুন একটি রেসিপি তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ।

খেতে অনেক মজা ্নারিকেল বরফি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

নারকেলের বরফি রেসিপি দারুন হয়েছে আপু। দেখে তো মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। এই ধরনের খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। আপনি চমৎকার একটি রেসিপি তৈরির পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

জি ভাইয়া খেতে অনেক মজা হয়েছিল। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

নারিকেল এর মজাদার বরফি দেখে তো খেতে খুব ইচ্ছে করতেছে। নারিকেল এর মজাদার বরফি খেতে সত্যি বেশ দারুন। এই খাবারগুলো বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। আপনি নারিকেল এর মজাদার বরফি তৈরি প্রক্রিয়া বেশ সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপি তৈরি পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

জি ভাইয়া নারিকেল বরফি খেতে বেশ মজা লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

কি অপূর্ব নারিকেলের বরফি বানিয়ে ফেলেছেন আপু। শুধু ছবি দেখিয়ে বেশ একা একা খেয়ে ফেললেন কিন্তু। এ ভারি অন্যায়। এরপর পেনাল্টি হিসাবে দ্বিগুণ করে খাওয়াতে হবে এই কথা বলে রাখলুম। তবে বরফি গুলি দেখতে অসাধারণ হয়েছে। খেতে কেমন হয়েছে তাতো আর না খেয়ে বলতে পারলাম না। হা হা হা।

খাওয়াতে পারলে ভালই হতো। যখন বাংলাদেশে আসবেন তখন বানিয়ে খাওয়াবো। এখন ছবিই দেখেন। কি আর করা । মন্তব্যের জন্য ধন্যবাদ ।

এইভাবে বরফি করে আগে কোনদিন খাইনি আপু আমি। যাইহোক, এটি খেতে যে মজার হয় তা আপনার কাছ থেকেই জানতে পারলাম। এতো সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আমিও সময় পেলে এই রেসিপিটি এইভাবে তৈরি করে একদিন খেয়ে দেখবো। এত সুন্দর একটি ইউনিক রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে ‌।

জি ভাইয়া একদিন ট্রাই করবেন। আশাকরি ভালো লাগবে ।মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

অনেক ধরনের বরফি খেয়েছি। কিন্তু কখনো নারকেলের বরফি তৈরি করে খাওয়া হয়নি। আপনি খুব সুন্দর ভাবে নারকেলের বরফির রেসিপি শেয়ার করেছেন আপু। যা দেখে সহজেই কেউ তৈরি করতে পারবে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

একবার ট্রাই করবেন। আশাকরি ভালো লাগবে। মতামতের জন্য ধন্যবাদ।

সামনে আমাদের শারদীয় দুর্গা উৎসব আর এই সময়ে নারিকেল দিয়ে অনেক ধরনের নাড়ু সন্দেশ বরফি এগুলো তৈরি করা হয়।আপু আপনার আজকে নারিকেল এর বরফি গুলো দেখে খুবই ভালো লাগলো।অনেকগুলো উপকরণের সমন্বয়ে বরফি গুলো তৈরি করেছেন যা খেতে খুবই সুস্বাদু হবে দেখেই বোঝা যাচ্ছে।অসম্ভব লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

বেশ মজা এই নারিকেল বরফি। আমার বেশ পছন্দ ।মন্তব্যের জন্য ধন্যবাদ দিদি।

নারিকেলের বরফি খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে।আসলে এসব বানাতে সময় ও ধৈর্য দরকার তাই আন্টির বয়স বেড়ে গেছে আর করতে পারেন না।আপনার ভাবিরা করে জেনে ভালো লাগলো।ভীষণ চমৎকার সুন্দর বানিয়েছেন আপু সুস্বাদু নারিকেলের বরফি। ধাপে ধাপে বরফি বানানো পদ্ধতি চমৎকার করে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু নারিকেলের বরফি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

ঠিক তাই বেশ সময় নিয়ে এই বরফি বানাতে হয়। কিন্তু খেতে বেশ মজা। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আসলে আপু এর আগে আমি কখনো নারকেলের বরফি খাইনি। কিন্তু কাজুর বরফি অনেক খেয়েছি। আসলে এই রেসিপিটা আমার কাছে পুরো একটা নতুন ধরনের রেসিপি। যদিও খুব সুন্দরভাবে আপনি এই রেসিপিটা তৈরীর প্রতিটা ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

একদিন ট্রাই করবেন বাসায়। আশাকরি ভালো লাগবে। মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

image.png

নারিকেল এর মজাদার বরফি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপিটা আমার কাছে ইউনিট লেগেছে। এই ধরনের রেসিপি কখনো তৈরি করা হয়নি। তাই ধাপগুলো দেখে শিখে নিয়েছি, পরবর্তী তৈরি করবে ইনশাআল্লাহ।

জি ভাইয়া একদিন ট্রাই করবেন। খেতে কিন্তু বেশ মজা । মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমার কাছে তো এরকম নারিকেল এর মজাদার বরফি খেতে অসম্ভব ভালো লাগে। দেখে তো বুঝতেই পারছি এটা অনেক বেশি মজাদার হয়েছিল। সবাই একসাথে খেতে অসম্ভব ভালো লাগবে। এখন যদি পেতাম তাহলে তো মজা করে খেতে পারতাম। যারা কখনো এই নারিকেল এর মজাদার বরফি তৈরি করেনি তারা সহজে এটা শিখে নিতে পারবে। নিশ্চয়ই মজা করে খেয়েছেন এই নারিকেল এর মজাদার বরফি। সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

জি আপু অনেকদিন পর তৈরি করেছি। আর খেতেও বেশ মজার। মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

বরফি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আজকে আপনি নারকেল দিয়ে অনেক সুন্দর করে বরফি রেসিপি করেছেন। সত্যি আপনার বরফি রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। খুব সুন্দর করে নারিকেল দিয়ে বরফি রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

নারকেল দিয়ে তো কখনো বরফি তৈরি করে খাওয়া হয়নি। বরফি আমার খুব পছন্দ। তবে বেশিরভাগ সময় বরফি সুজি দিয়ে তৈরি করা হয়। আপনি নারকেল দিয়ে বেশ মজার একটা রেসিপি তৈরি করেছেন। ভিন্ন ধরনের রেসিপি টা দেখে বেশ ভালো লাগলো। খেতেও নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু মজার এই রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জি আপু খেতে বেশ মজা হয়েছিলো। একদিন ট্রাই করবেন বাসায়। বেশ মজা খেতে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

নারিকেলের বরফি রেসিপি দেখে লোভ লেগে গেলো আপু।নারিকেলের বরফি আমার কখনো তৈরি করা হয়নি।তবে আমার ফুপু শ্বাশুড়ি আমাকে পাঠিয়েছিলেন তৈরি করে।খেতে ভীষণ সুস্বাদু লেগেছিল।ফুপু শ্বাশুড়ি আজ আর পৃথিবীতে নেই।আপনার রেসিপিটি দেখে আজ সেদিনের কথাটি মনে পরে গেলো।

জি আপু খেতে বেশ মজা এই নারিকেল বরফি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

এরকম বরফি শবে বরাতের সময় আমার আম্মাও বাসায় বানাতেন। আপনার বরফি দেখে সেগুলো মনে পড়ে গেল। শ্বশুরবাড়িতে থেকে নারকেল দেওয়াতে ভালো হয়েছে খুবই মজাদার বরফি তৈরি করতে পেরেছেন। নারকেলের বরফি বা নাড়ু আমার কাছে খুবই মজা লাগে। দেখে খেতে ইচ্ছা করছে। পরিবেশনাও খুব চমৎকার হয়েছে।

আমারও বেশ ভালো লাগে নারিকেল নাড়ু ও বরফি। তাই নারিকেল পেয়ে বানিয়ে নিলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

নারিকেলের বরফি রেসিপি দারুন হয়েছে আপু। এই ধরনের রেসিপি গুলো দেখেইতো খেতে ইচ্ছে করে। আর নারিকেল দিয়ে যে কোন খাবার তৈরি করলে খেতে অনেক বেশি মজার হয়। খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু।

আমার বেশ ভালো লাগে নারিকেল এর তৈরি যে কোন খাবার। তবে নারিকেল এর নাড়ু আর বরফি বেশি ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

নারিকেলের বরফি আমি অনেকবার খেয়েছি।যখনি গাছ থেকে বেশি করে নারকেল পারতো তখনই নারিকেলের বরফি বানাতো আমার মা।নারিকেলের বরফি খেতে অনেক মজাদার। আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার ও সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ বেশ সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু আপনাকে ।

জি আপু বেশ মজা নারিকেল বরফি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপু আপনি লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আমার তো দেখেই খুব খেতে ইচ্ছে করছে। নারিকেলের বরফি কখনও খাওয়া হয়নি। একদিন অবশ্যই বাসায় তৈরি করার চেষ্টা করবো। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

জি আপু বাসায় একদিন ট্রাই করবেন। খেতে বেশ মজা ।মন্তব্যের জন্য ধন্যবাদ।

ওয়াও অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আপনার রেসিপি, দেখেই খেতে ইচ্ছে করছে।

খাওয়াতে তো পারবো না। পারলে ভালই হতো। তাই বাসায় বানিয়ে খেয়ে নিন। মতামতের জন্য ধন্যবাদ।

খুবই লোভনীয় নারিকেলের বরফি তৈরি করেছেন আপনি। নারিকেলের তৈরি সন্দেশ মিষ্টি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার তৈরি করা নারকেলের বরফি দেখে মনে হচ্ছে খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে দেখি খুবই খেতে ইচ্ছে করছে। যদি এক পিস বরফি খেতে পারতাম তবে খুবই ভালো লাগতো।

আপনাকে খাওয়াতে পারলে ভালই লাগতো,কিন্তু তাতো সম্ভব হচ্ছে না। তবে যদি একদিন বানিয়ে খান তবে আমার ভালো লাগবে। আশাকরি নিরাশ হবেন না। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

আপনার বরফি রেসিপি দেখে ‍খুবই ভালো লাগছে। এই রেসিপি খাওয়া হয়েছে কি না জানি না। সম্ভবত দুই একবার খাওয়া হয়েছে। আনকমন রেসিপি হয়েছে। সব গুলো ধাপ সুন্দর ভাবেই প্রকাশ করেছেন। ধন্যবাদ।